কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১২৩
আন্তর্জাতিক নং: ১১২৩
নামাযের অধ্যায়
২৪৮. জুমআর নামাযের কিরা’আত সম্পর্কে।
১১২৩. আল-কানবী (রাহঃ) ..... আদ-দাহহাক ইবনে কায়েস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি নুমান ইবনে বশীর (রাযিঃ)-কে প্রশ্ন করেন, রাসূলুল্লাহ (ﷺ) জুমআর নামাযে সূরা জুমআর পরে কোন সূরা পাঠ করতেন? তিনি বলেন, তিনি “হাল আতাকা হাদীসুল-গাশিয়াহ” পাঠ করতেন।
كتاب الصلاة
باب مَا يُقْرَأُ بِهِ فِي الْجُمُعَةِ
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ ضَمْرَةَ بْنِ سَعِيدٍ الْمَازِنِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ الضَّحَّاكَ بْنَ قَيْسٍ، سَأَلَ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ مَاذَا كَانَ يَقْرَأُ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الْجُمُعَةِ عَلَى إِثْرِ سُورَةِ الْجُمُعَةِ فَقَالَ كَانَ يَقْرَأُ ( هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ ) .