কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১. পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ২০৮
আন্তর্জাতিক নং: ২০৮
৮৩. মযী (বীর্যরস) সম্পর্কে।
২০৮. আহমাদ ইবনে ইউনুস .... উরওয়া (রাহঃ) হতে বর্ণিত। আলী ইবনে আবু তালিব (রাযিঃ) মিকদাদ (রাযিঃ)-কে বলেন ......... অতঃপর পুর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা দেন। রাবী বলেন, মিকদাদ (রাযিঃ) তাকে এতদসম্পর্কে জিজ্ঞাসা করলে- রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ ঐ ব্যক্তির স্বীয় লিঙ্গ ও অন্ডকোষ ধৌত করা উচিত।
باب فِي الْمَذْىِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، قَالَ لِلْمِقْدَادِ وَذَكَرَ نَحْوَ هَذَا قَالَ فَسَأَلَهُ الْمِقْدَادُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لِيَغْسِلْ ذَكَرَهُ وَأُنْثَيَيْهِ " . قَالَ أَبُو دَاوُدَ وَرَوَاهُ الثَّوْرِيُّ وَجَمَاعَةٌ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَلِيٍّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم

হাদীসের ব্যাখ্যা:

২০৬ নং হাদীসের ব্যাখ্যা দেখুন।