কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১. পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ২০৯
আন্তর্জাতিক নং: ২০৯
পাক-পবিত্রতার অধ্যায়
৮৩. মযী (বীর্যরস) সম্পর্কে।
২০৯. আব্দুল্লাহ্ ইবনে মাসলামা .... আলী ইবনে আবু তালিব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি মিকদাদকে বললাম ......... এরপর যুহায়েরের সূত্রে বর্ণিত হাদীসের অনুরূপ অর্থের ছাদীছ বর্ণনা করেন।
كتاب الطهارة
باب فِي الْمَذْىِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، قَالَ حَدَّثَنَا أَبِي، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ حَدِيثٍ، حَدَّثَهُ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ قُلْتُ لِلْمِقْدَادِ . فَذَكَرَ مَعْنَاهُ . قَالَ أَبُو دَاوُدَ وَرَوَاهُ الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ وَجَمَاعَةٌ وَالثَّوْرِيُّ وَابْنُ عُيَيْنَةَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ وَرَوَاهُ ابْنُ إِسْحَاقَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنِ الْمِقْدَادِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم لَمْ يَذْكُرْ " أُنْثَيَيْهِ " .

হাদীসের তাখরীজ (সূত্র):

ইমাম আবু দাউদ (রাহঃ) বলেন, এই হাদীছ আল-মুফাদ্দাল ইবনে ফুদালা, ছাওরী ও ইবনে উয়াইনা- হিশামের সূত্রে, তিনি তাঁর পিতার সূত্রে এবং তিনি আলী (রাযিঃ) এর সূত্রে বর্ণনা করেন। অনুরূপভাবে এই হাদীছ ইবনে ইসহাক- হিশাম ইবনে উরওয়ার সূত্রে, তিনি তাঁর পিতার সূত্রে, তিনি মিকদাদ (রাযিঃ) এর সূত্রে এবং তিনি নবী (ﷺ) এর নিকট থেকে বর্ণনা করেন।

এই বর্ণনা ধারায় (أُنْثَيَيْهِ) বা “অন্ডকোষদ্বয়” শব্দটির উল্লেখ নাই।

হাদীসের ব্যাখ্যা:

২০৬ নং হাদীসের ব্যাখ্যা দেখুন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান