ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাযি. একজন বিখ্যাত সাহাবী তাঁর উপনাম আবুল আসওয়াদ। কারও মতে আবূ উমর। কেউ কেউ আবূ সা'ঈদও বলেছেন। তিনি বংশসূত্রে কুযা'আ গোত্রের লোক, মৈত্রীসূত্রে কিনদা গোত্রের। তাঁর পিতার নাম আমর ইবন ছা'লাবা। আমর নিজ গোত্রের এক ব্যক্তিকে হত্যা করে হাযরামাওতে পালিয়ে যান এবং সেখানে কিনদা গোত্রীয় জনৈক ব্যক্তির সঙ্গে মৈত্রী স্থাপন করেন। এ কারণেই তাকে কিনদী বলা হতো। তিনি সেখানকার এক মহিলাকে বিবাহ করেন। তার গর্ভেই তার পুত্র মিকদাদ রাযি. জন্মগ্রহণ করেন। মিকদাদ রাযি. বড় হওয়ার পর আবূ শিমর ইবন হাজার আল-কিনদীর সঙ্গে কোনও এক কারণে কলহে জড়িয়ে পড়েন। উভয়ের মধ্যে মারামারি লেগে গেলে তিনি তরবারি দ্বারা আবূ শিমরের পা জখম করে দেন। তারপর পালিয়ে মক্কায় চলে আসেন। এখানে যুহরা গোত্রীয় আসওয়াদ ইবন আব্দে ইয়াগূছের সঙ্গে মৈত্রী স্থাপন করেন। তারপর এ সংবাদ জানিয়ে পিতার কাছে চিঠি লেখেন। পিতা আমর তাঁকে ফিরিয়ে নেওয়ার জন্য মক্কায় এসে আসওয়াদের সঙ্গে সাক্ষাত করেন। তখন আসওয়াদ মিকদাদ রাযি.-কে দত্তক... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
المِقْدَادُ بنُ عَمْرِو بنِ ثَعْلَبَةَ بنِ مَالِكٍ الكِنْدِيُّ صَاحِبُ رَسُوْلِ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- وَأَحَدُ السَّابِقِيْنَ الأَوَّلِيْنَ. وَهُوَ المِقْدَادُ بنُ عَمْرِو بنِ ثَعْلَبَةَ بنِ مَالِكِ بنِ رَبِيْعَةَ القُضَاعِيُّ، الكِنْدِيُّ، البَهْرَانِيُّ. وَيُقَالُ لَهُ: المِقْدَادُ بنُ الأَسْوَدِ؛ لأَنَّهُ رُبِّي فِي حَجْرِ الأَسْوَدِ بنِ عَبْدِ يَغُوْثَ الزُّهْرِيِّ، فَتَبَنَّاهُ.وَقِيْلَ: بَلْ كَانَ عَبْداً لَهُ، أَسْوَدَ اللَّوْنِ، فَتَبَنَّاهُ. وَيُقَالُ: بَلْ أَصَابَ دَماً فِي كِنْدَةَ، فَهَرَبَ إِلَى مَكَّةَ، وَحَالَفَ الأَسْوَدَ. شَهِدَ بَدْراً وَالمَشَاهِدَ، وَثَبَتَ أَنَّهُ كَانَ يَوْمَ بَدْرٍ فَارِساً، وَاخْتَلَفَ يَوْمَئِذٍ فِي الزُّبَيْرِ. لَهُ جَمَاعَةُ أَحَادِيْثَ. حَدَّثَ عَنْهُ: عَلِيٌّ، وَابْنُ مَسْعُوْدٍ، وَابْنُ عَبَّاسٍ، وَجُبَيْرُ بنُ نُفَيْرٍ، وَابْنُ أَبِي لَيْلَى، وَهَمَّامُ بنُ الحَارِثِ، وَعُبَيْدُ اللهِ بنُ عَدِيِّ بنِ الخِيَارِ، وَجَمَاعَةٌ. وَقِيْلَ: كَانَ آدَمَ، طُوَالاً، ذَا بَطْنٍ، أَشْعَرَ الرَّأْسِ، أَعْيَنَ، مَقْرُوْنَ الحَاجِبَيْنَ، مَهِيْباً. عَاشَ نَحْواً مِنْ سَبْعِيْنَ سَنَةً. مَاتَ فِي سَنَةِ ثَلاَثٍ وَثَلاَثِيْنَ، وَصَلَّى عَلَيْهِ عُثْمَانُ بنُ عَفَّانَ، وَقَبْرُهُ بِالبَقِيْعِ -رَضِيَ اللهُ عَنْهُ -. حَدِيْثُهُ فِي (السِّتَّةِ) : لَهُ حَدِيْثٌ فِي (الصَّحِيْحَيْنِ ) ، وَانْفَرَدَ لَهُ مُسْلِمٌ بِأَرْبَعَةِ أَحَادِيْثَ. أَخْبَرَنَا إِسْحَاقُ الأَسَدِيُّ، أَنْبَأَنَا ابْنُ خَلِيْلٍ، أَنْبَأَنَا اللَّبَّانُ، أَنْبَأَنَا أَبُو عَلِيٍّ الحَدَّادُ،... বিস্তারিত পড়ুন