আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৯- জানাযার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৩০০
৮২৩. যে ব্যক্তি মুসীবতকালে এমনভাবে বসে পড়ে যে, তার মধ্যে দুঃখবোধের পরিচয় পাওয়া যায়।
১২২২। আমর ইবনে আলী (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, (বীর-ই-মাউনার ঘটনায়) ক্বারী (সাহাবীগণের) শাহাদতের পর রাসূলুল্লাহ (ﷺ) (ফজরের নামাযে) এক মাস যাবত কুনুত-ই-নাযিলা* পড়েছিলেন। (রাবী বলেন) রাসূলুল্লাহ (ﷺ) কে আমি আর কখনো এর চাইতে অধিক শোকাভিভূত হতে দেখিনি।

*কুনৃত-ই-নাযিলাঃ মুসলমানদের জাতীয় ও রাষ্ট্রীয় সার্বিক বিপদকালে ফজরের নামাযে দ্বিতীয় রাক'আতের রুকূ'র পর দাঁড়িয়ে ইমাম সাহেব উচ্চস্বরে বিশেষ দু'আ পড়েন, (মুক্তাদীগণ আমীন আমীন, বলতে থাকেন) এ দু'আকে কুনৃত-ই-নাযিলা বলা হয় ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন