আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১২২৬
৭৭৬. নামায পাঁচ রাকাআত আদায় করলে ।
১১৫৩। আবুল ওয়ালীদ (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) যুহরের নামায পাঁচ রাকআত আদায় করলেন। তাঁকে জিজ্ঞাসা করা হল, নামায কি বৃদ্ধি করা হয়েছে? তিনি বললেন, এ প্রশ্ন কেন? (প্রশ্নকারী) বললেন, আপনি তো পাঁচ রাকআত নামায আদায় করেছেন। অতএব তিনি সালাম ফিরানোর পর দু’টি সিজদা করলেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন