আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১২২৭
৭৭৭. দ্বিতীয় বা তৃতীয় রাকাআতে সালাম ফিরিয়ে নিলে নামাযের সিজদার ন্যায় তার চাইতে দীর্ঘ দু’টি সিজদা করা।
১১৫৪। আদম (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) আমাদের নিয়ে যোহর বা আসরের নামায আদায় করলেন এবং সালাম ফিরালেন। তখন যুল ইয়াদাইন (রাযিঃ) তাঁকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ! নামায কি কম হয়ে গেল? নবী (ﷺ) তাঁর সাহাবীগণকে জিজ্ঞাসা করলেন, সে যা বলছে, তা কি ঠিক? তাঁরা বললেন, হ্যাঁ। তখন তিনি আরও দু রাকআত নামায আদায় করলেন। পরে দু’টি সিজদা করলেন।
সা’দ (রাহঃ) বলেন, আমি উরওয়া ইবনে যুবাইর (রাহঃ)-কে দেখেছি, তিনি মাগরিবের দু’রাকআত নামায আদায় করে সালাম ফিরালেন এবং কথা বললেন। পরে অবশিষ্ট নামায আদায় করে দু’টি সিজদা করলেন। এবং বললেন, নবী (ﷺ) এরূপ করেছেন।
সা’দ (রাহঃ) বলেন, আমি উরওয়া ইবনে যুবাইর (রাহঃ)-কে দেখেছি, তিনি মাগরিবের দু’রাকআত নামায আদায় করে সালাম ফিরালেন এবং কথা বললেন। পরে অবশিষ্ট নামায আদায় করে দু’টি সিজদা করলেন। এবং বললেন, নবী (ﷺ) এরূপ করেছেন।
