আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১২২৫
৭৭৫. ফরয নামাযে দু’ রাকাআতের পর দাঁড়িয়ে পড়লে সিজদায়ে সাহু প্রসঙ্গে ।
১১৫২। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে বুহায়না (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যুহরের দু’রাকআত আদায় করে দাঁড়িয়ে গেলেন। দু’রাকআতের পর তিনি বসলেন না। নামায শেষ হয়ে গেলে তিনি দু’টি সিজদা করলেন এবং এরপর সালাম ফিরালেন।
