শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৭১৪৭
ইলম তথা হাদীস লিপিবদ্ধ করা যথার্থ কিনা
৭১৪৭। মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ) ….. আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি নবী (ﷺ)-এর নিকটে হাদীস লিপিবদ্ধ করার অনুমতি প্রার্থনা করলে তিনি তাকে অনুমতি প্রদান করেন নাই।
পর্যালোচনা : আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেন, একদল বিশেষজ্ঞ আলিম ইলম (সংশ্লিষ্ট বিষয়াবলী) লিপিবদ্ধ করাকে অপছন্দ করেছন এবং তা থেকে তারা বারণ করেছেন। তাঁরা এ ব্যাপারে উল্লেখিত হাদীস দ্বারা প্রমাণ পেশ করেছেন।
পক্ষান্তরে অপরাপর আলিমগণ এ বিষয়ে তাদের বিরোধিতা করেছেন। তারা ইলম (সংক্রান্ত বিষয়াবলী) লিপিবদ্ধ করতে কোনরূপ দোষ মনে করেন না। তারা তাদের বিরোধীগণ কর্তৃক তাদের বিরুদ্ধে পেশ করা উল্লেখিত হাদীসের মোকাবিলায় রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত হাদীস প্রমাণ হিসাবে পেশ করেছেন। যা নিম্নরূপ :
পর্যালোচনা : আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেন, একদল বিশেষজ্ঞ আলিম ইলম (সংশ্লিষ্ট বিষয়াবলী) লিপিবদ্ধ করাকে অপছন্দ করেছন এবং তা থেকে তারা বারণ করেছেন। তাঁরা এ ব্যাপারে উল্লেখিত হাদীস দ্বারা প্রমাণ পেশ করেছেন।
পক্ষান্তরে অপরাপর আলিমগণ এ বিষয়ে তাদের বিরোধিতা করেছেন। তারা ইলম (সংক্রান্ত বিষয়াবলী) লিপিবদ্ধ করতে কোনরূপ দোষ মনে করেন না। তারা তাদের বিরোধীগণ কর্তৃক তাদের বিরুদ্ধে পেশ করা উল্লেখিত হাদীসের মোকাবিলায় রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত হাদীস প্রমাণ হিসাবে পেশ করেছেন। যা নিম্নরূপ :
بَابُ كِتَابَةِ الْعِلْمِ , هَلْ تَصْلُحُ أَمْ لَا؟
7147 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ , قَالَ: ثنا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدٍ , عَنْ أَبِيهِ , عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ , عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ «أَنَّهُ اسْتَأْذَنَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي كِتَابَةِ الْعِلْمِ , فَلَمْ يَأْذَنْ لَهُ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى كَرَاهَةِ كِتَابَةِ الْعِلْمِ , وَنُهُوا عَنْ ذَلِكَ , وَاحْتَجُّوا فِيهِ بِمَا ذَكَرْنَاهُ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَلَمْ يَرَوْا بِكِتَابَةِ الْعِلْمِ بَأْسًا , وَعَارَضُوا مَا احْتَجَّ بِهِ عَلَيْهِمْ مُخَالِفُهُمْ , عَنِ الْأَثَرِ الَّذِي ذَكَرْنَاهُ , بِمَا قَدْ رُوِيَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭১৪৮
ইলম তথা হাদীস লিপিবদ্ধ করা যথার্থ কিনা
৭১৪৮। ফাহদ (রাহঃ) ..... তারিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আলী (রাযিঃ) আমাদের উদ্দেশ্যে খুতবা দিলেন এবং বললেন, আমাদের নিকট এরূপ কোন কিতাব নেই যা আমরা তোমাদের সম্মুখে পড়ব। কিন্তু আল্লাহর কিতাব (কুরআন শরীফ) এবং এই সহীফা। অর্থাৎ ঐ সহীফা যা তাঁর থলিতে ছিল অথবা বলেছেন তাঁর তরবারির গিলাফের মধ্যে ছিল। আমরা তা রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে গ্রহণ করেছি। আর তাতে যাকাতের বিধান ছিল।
7148 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو غَسَّانَ، قَالَ: ثنا شَرِيكٌ، عَنِ الْمُخَارِقِ، عَنْ طَارِقٍ، قَالَ: خَطَبَنَا عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ فَقَالَ: " مَا عِنْدَنَا مِنْ كِتَابٍ نَقْرَؤُهُ عَلَيْكُمْ إِلَّا كِتَابُ اللهِ , وَهَذِهِ الصَّحِيفَةُ يَعْنِي , الصَّحِيفَةَ فِي دَوَاتِهِ. وَقَالَ: فِي غِلَافِ سَيْفٍ عَلَيْهِ أَخَذْنَاهَا مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهَا فَرَائِضُ الصَّدَقَةِ "

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭১৪৯
ইলম তথা হাদীস লিপিবদ্ধ করা যথার্থ কিনা
৭১৪৯। আবু উমাইয়া (রাহঃ)....... আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) এর পক্ষ থেকে আমাদের নিকট আল্লাহ্ তা'আলার কিতাব (কুরআন শরীফ) এবং যা কিছু এই সহীফায় রয়েছে, তাছাড়া কিছু নেই। মদীনা 'আইর' থেকে সাওর পর্যন্ত হেরেম (হিসাবে বিবেচিত)। হাদীসে এ ছাড়া আরো উল্লেখিত আছে।
7149 - حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ، قَالَ: ثنا عُبَيْدُ اللهِ بْنُ مُوسَى، قَالَ: ثنا سُفْيَانُ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ، قَالَ: «لَيْسَ عِنْدَنَا , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ كِتَابٍ , إِلَّا كِتَابُ اللهِ عَزَّ وَجَلَّ , وَشَيْءٌ فِي هَذِهِ الصَّحِيفَةِ الْمَدِينَةُ حَرَامٌ , مَا بَيْنَ عِيرٍ إِلَى ثَوْرٍ وَفِي الْحَدِيثِ غَيْرُ هَذَا»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭১৫০
ইলম তথা হাদীস লিপিবদ্ধ করা যথার্থ কিনা
৭১৫০। ইবন আবী দাউদ (রাহঃ) …… মুগীরা ইবন হাকীম (রাহঃ) ও মুজাহিদ (রাহঃ) থেকে বর্ণিত, তারা আবু হুরায়রা (রাযিঃ)-কে বলতে শুনেছেন, তিনি বলতেন, রাসূলুল্লাহর হাদীসসমূহ আব্দুল্লাহ ইবন আমর (রাযিঃ) ব্যতীত আমি ছাড়া বেশী কারো স্মরণ নেই । কেননা আমি শুধু অন্তর তথ্য স্মৃতিপটে সংরক্ষণ করতাম। আর তিনি স্মৃতিতে সংরক্ষণ করতেন এবং হাত দিয়ে লিপিবদ্ধ করতেন। তিনি এ বিষয়ে নবী (ﷺ) এর নিকটে অনুমতি প্রার্থনা করেছেন। তিনি তাঁকে অনুমতি প্রদান করেছেন।
7150 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا الْوَهْبِيُّ، قَالَ: ثنا ابْنُ إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ حَكِيمٍ، وَمُجَاهِدٍ، أَنَّهُمَا سَمِعَا أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: مَا كَانَ أَحَدٌ أَحْفَظَ لِحَدِيثِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنِّي إِلَّا مَا كَانَ مِنْ عَبْدِ اللهِ [ص:319] بْنِ عَمْرٍو , فَإِنِّي كُنْتُ أَعِي بِقَلْبِي , وَكَانَ يَعِي بِقَلْبِهِ , وَيَكْتُبُ بِيَدِهِ اسْتَأْذَنَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ فَأَذِنَ لَهُ "

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭১৫১
ইলম তথা হাদীস লিপিবদ্ধ করা যথার্থ কিনা
৭১৫১। ইউনুস (রাহঃ) ……. আব্দুল্লাহ্ ইবন আমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আরয করলাম ইয়া রাসূলাল্লাহ্! আমি আপনার থেকে যা কিছু শ্রবণ করি তা লিপিবদ্ধ করে নিই। তিনি বললেন, হ্যাঁ। আমি জিজ্ঞাসা করলাম রাগান্বিত এবং সন্তুষ্টি তথা স্বাভাবিক উভয় অবস্থায়। তিনি বললেন, আমার জন্য সত্য কথা ছাড়া বলা সমীচীন নয়।
7151 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، أَنَّ شُعَيْبًا، حَدَّثَهُ وَمُجَاهِدًا، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا , وَقَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ , أَكْتُبُ مَا سَمِعْتُ مِنْكَ قَالَ: «نَعَمْ» . قُلْتُ: عِنْدَ الْغَضَبِ وَالرِّضَاءِ قَالَ: «إِنَّهُ لَا يَنْبَغِي أَنْ أَقُولَ إِلَّا حَقًّا»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭১৫২
ইলম তথা হাদীস লিপিবদ্ধ করা যথার্থ কিনা
৭১৫২। ইউনুস (রাহঃ) …… মুগীরা ইবন হাকীম (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি আবু হুরায়রা (রাযিঃ) থেকে শুনেছেন। অতঃপর তিনি অনুরূপ উল্লেখ করেছেন।
7152 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، قَالَ: وَأَخْبَرَنِي , يَعْنِي عَبْدَ الرَّحْمَنِ بْنَ سُلَيْمَانَ، عَنْ عُقَيْلِ بْنِ خَالِدٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ حَكِيمٍ، أَنَّهُ سَمِعَ مِنْ أَبِي هُرَيْرَةَ، فَذَكَرَ نَحْوًا مِنْ ذَلِكَ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭১৫৩
ইলম তথা হাদীস লিপিবদ্ধ করা যথার্থ কিনা
৭১৫৩। রাবী আল-জীযী (রাহঃ) …… আমর ইবন শুআয়ব (রাহঃ) তৎপিতা থেকে, তিনি তাঁর পিতামহ (রাযিঃ) থেকে রিওয়ায়াত করেন । তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)। আমি আপনার থেকে অনেক কিছু (হাদীস) শ্রবণ করি কিন্তু তা আমি বিস্মৃতির আশংকা করি । আপনি কি আমাকে অনুমতি দিবেন যে, আমি তা লিপিবদ্ধ করে নিই। বললেন, হ্যাঁ।
বস্তুত এই রিওয়ায়াতসমূহে ইলম (সংশ্লিষ্ট বিষয়াবলী) লিপিবদ্ধ করার বৈধতা ব্যক্ত হয়েছে। আর এই রিওয়ায়াতগুলো আবু সাঈদ খুদরী (রাযিঃ)-এর ঐ হাদীসের পরিপন্থি যা আমরা এই অনুচ্ছেদের শুরুতে উল্লেখ করেছি। যৌক্তিকভাবে এ রিওয়ায়াতগুলো অধিকতর সংগত। কেননা আল্লাহ্ তা'আলা ঋণের ব্যাপারে বলেছেন :
وَلَا تَسْأَمُوا أَنْ تَكْتُبُوهُ صَغِيرًا أَوْ كَبِيرًا إِلَى أَجَلِهِ ذَلِكُمْ أَقْسَطُ عِنْدَ اللهِ وَأَقْوَمُ لِلشَّهَادَةِ وَأَدْنَى أَلَّا تَرْتَابُوا
অর্থাৎ এটা (ঋণ) ছোট হোক অথবা বড় হোক, মেয়াদসহ লিখতে তোমরা কোনরূপ বিরক্ত হবে না। আল্লাহর নিকট এটা ন্যায্যতর ও প্রমাণের জন্য দৃঢ়তর এবং তোমাদের মধ্যে সন্দেহ উদ্রেক না হওয়ার নিকটতর। (২ : ২৮২)
সুতরাং যখন আল্লাহ্ তা'আলা সন্দেহের আশংকায় ঋণের লিপিবদ্ধকরণের নির্দেশ প্রদান করেছেন এবং ইলম (সংক্রান্ত বিষয়াবলী) সংরক্ষণ করা যা ঋণকে সংরক্ষণ করা অপেক্ষা অধিকতর কঠোর। তাই এতে সন্দেহ ও সংশয়ের আশংকায় এটাকে লিপিবদ্ধ করা অধিক সমীচীন। আর এটা ইমাম আবু হানীফা (রাহঃ), ইমাম আবু ইউসুফ (রাহঃ) ও ইমাম মুহাম্মাদ (রাহঃ)-এর অভিমত।
সংশ্লিষ্ট বিষয়ে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পরবর্তী সাহাবাদের থেকেও এর অনুকূলে হাদীস বর্ণিত আছে যা নিম্নরূপঃ
বস্তুত এই রিওয়ায়াতসমূহে ইলম (সংশ্লিষ্ট বিষয়াবলী) লিপিবদ্ধ করার বৈধতা ব্যক্ত হয়েছে। আর এই রিওয়ায়াতগুলো আবু সাঈদ খুদরী (রাযিঃ)-এর ঐ হাদীসের পরিপন্থি যা আমরা এই অনুচ্ছেদের শুরুতে উল্লেখ করেছি। যৌক্তিকভাবে এ রিওয়ায়াতগুলো অধিকতর সংগত। কেননা আল্লাহ্ তা'আলা ঋণের ব্যাপারে বলেছেন :
وَلَا تَسْأَمُوا أَنْ تَكْتُبُوهُ صَغِيرًا أَوْ كَبِيرًا إِلَى أَجَلِهِ ذَلِكُمْ أَقْسَطُ عِنْدَ اللهِ وَأَقْوَمُ لِلشَّهَادَةِ وَأَدْنَى أَلَّا تَرْتَابُوا
অর্থাৎ এটা (ঋণ) ছোট হোক অথবা বড় হোক, মেয়াদসহ লিখতে তোমরা কোনরূপ বিরক্ত হবে না। আল্লাহর নিকট এটা ন্যায্যতর ও প্রমাণের জন্য দৃঢ়তর এবং তোমাদের মধ্যে সন্দেহ উদ্রেক না হওয়ার নিকটতর। (২ : ২৮২)
সুতরাং যখন আল্লাহ্ তা'আলা সন্দেহের আশংকায় ঋণের লিপিবদ্ধকরণের নির্দেশ প্রদান করেছেন এবং ইলম (সংক্রান্ত বিষয়াবলী) সংরক্ষণ করা যা ঋণকে সংরক্ষণ করা অপেক্ষা অধিকতর কঠোর। তাই এতে সন্দেহ ও সংশয়ের আশংকায় এটাকে লিপিবদ্ধ করা অধিক সমীচীন। আর এটা ইমাম আবু হানীফা (রাহঃ), ইমাম আবু ইউসুফ (রাহঃ) ও ইমাম মুহাম্মাদ (রাহঃ)-এর অভিমত।
সংশ্লিষ্ট বিষয়ে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পরবর্তী সাহাবাদের থেকেও এর অনুকূলে হাদীস বর্ণিত আছে যা নিম্নরূপঃ
7153 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ، قَالَ: ثنا ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: أَخْبَرَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ عُثْمَانَ بْنِ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قُلْتُ يَا رَسُولَ اللهِ , إِنِّي أَسْمَعُ مِنْكَ أَشْيَاءَ , أَخَافُ أَنْ أَنْسَاهَا , أَفَتَأْذَنُ لِي أَنْ أَكْتُبَهَا قَالَ: «نَعَمْ» فَفِي هَذِهِ الْآثَارِ , الْإِبَاحَةُ لِكِتَابَةِ الْعِلْمِ , وَخِلَافٌ لِحَدِيثِ أَبِي سَعِيدٍ الَّذِي ذَكَرْنَاهُ فِي أَوَّلِ هَذَا الْبَابِ. وَهَذَا أَوْلَى بِالنَّظَرِ , لِأَنَّ اللهَ عَزَّ وَجَلَّ قَالَ: فِي الدَّيْنِ {وَلَا تَسْأَمُوا أَنْ تَكْتُبُوهُ صَغِيرًا أَوْ كَبِيرًا إِلَى أَجَلِهِ ذَلِكُمْ أَقْسَطُ عِنْدَ اللهِ وَأَقْوَمُ لِلشَّهَادَةِ وَأَدْنَى أَلَّا تَرْتَابُوا} [البقرة: 282] . فَلَمَّا أَمَرَ اللهُ عَزَّ وَجَلَّ بِكِتَابَةِ الدَّيْنِ خَوْفَ الرَّيْبِ , كَانَ الْعِلْمُ الَّذِي حِفْظُهُ أَصْعَبُ مِنْ حِفْظِ الدَّيْنِ أَحْرَى أَنْ تُبَاحَ كِتَابَتُهُ , خَوْفَ الرَّيْبِ فِيهِ , وَالشَّكِّ. وَهَذَا قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدٍ , رَحِمَهُمُ اللهُ تَعَالَى. وَقَدْ رُوِيَ فِي ذَلِكَ أَيْضًا عَمَّنْ بَعْدَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يُوَافِقُ هَذَا

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭১৫৪
ইলম তথা হাদীস লিপিবদ্ধ করা যথার্থ কিনা
৭১৫৪। সালিহ্ ইবন আব্দুর রহমান (রাহঃ) ...... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, একবার তায়েফবাসীদের কিছু লোক তাদের সহীফা নিয়ে আগমন করে যেন তিনি তাদের উপর তা পাঠ করেন। যখন তিনি তা নিলেন তখন আর পাঠ করতে পারলেন না। বললেন, যখন থেকে আমার দৃষ্টিশক্তি হারিয়ে গেছে আমি মা'যূর বা অক্ষম হয়ে পড়েছি। তোমরা তা আমার উপর পাঠ কর। এ বিষয়ে তোমাদের মনে কোন সংকোচ থাকাটা সমীচীন নয়। অবশ্যই আমার সম্মুখে তোমাদের পাঠ করাটা অনুরূপ যেমন তোমাদের সম্মুখে আমার পাঠ করা।
7154 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا حَفْصُ بْنُ عُمَرَ الْعَدَنِيُّ، قَالَ: ثنا الْحَكَمُ بْنُ أَبَانَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ نَاسًا، مِنْ أَهْلِ الطَّائِفِ أَتَوْهُ بِصُحُفٍ مِنْ صُحُفِهِ , لِيَقْرَأَهَا عَلَيْهِمْ. فَلَمَّا أَخَذَهَا , لَمْ يَنْطَلِقْ فَقَالَ: «إِنِّي لَمَّا ذَهَبَ بَصَرِي بَلِهْتُ , فَاقْرَءُوهَا عَلَيَّ , وَلَا يَكُنْ فِي أَنْفُسِكُمْ مِنْ ذَلِكَ حَرَجٌ , فَإِنَّ قِرَاءَتَكُمْ عَلَيَّ كَقِرَاءَتِي عَلَيْكُمْ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭১৫৫
ইলম তথা হাদীস লিপিবদ্ধ করা যথার্থ কিনা
৭১৫৫। হুসায়ন ইবন নসর (রাহঃ) ….. তাউস (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সাঈদ ইবন যুবায়র (রাযিঃ) ইবন আব্বাস (রাযিঃ)-এর নিকটে লিখতেন। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছে যে, অন্যরাও লিখতে পারবে? বললেন, লিখতে পারবে এবং তিনি অত্যন্ত চমৎকার চরিত্রের অধিকারী ছিলেন।
7155 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَ: ثنا نُعَيْمُ بْنُ حَمَّادٍ، قَالَ: ثنا ابْنُ الْمُبَارَكِ، قَالَ: ثنا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ طَاوُسٍ، قَالَ: كَانَ سَعِيدُ بْنُ جُبَيْرٍ يَكْتُبُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ , فَقِيلَ لَهُ: إِنَّهُمْ يَكْتُبُونَ , فَقَالَ: «يَكْتُبُونَ , وَكَانَ أَحْسَنَ شَيْءٍ خُلُقًا»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭১৫৬
ইলম তথা হাদীস লিপিবদ্ধ করা যথার্থ কিনা
৭১৫৬। ইবন আবী দাউদ (রাহঃ) …… আব্দুল্লাহ্ ইবন মুহাম্মাদ ইবন আকীল (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা জাবির ইবন আব্দুল্লাহ্ (রাযিঃ)-এর নিকট যেতাম এবং তাঁকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সুন্নতসমূহের বিষয়ে জিজ্ঞাসা করতাম। অতঃপর আমরা তা লিখে নিতাম।
7156 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، قَالَ: ثنا يَعْقُوبُ الْقُمِّيُّ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، قَالَ: كُنَّا نَأْتِي جَابِرَ بْنَ عَبْدِ اللهِ , فَنَسْأَلُهُ عَنْ سُنَنِ، رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَكْتُبُهَا "

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭১৫৭
ইলম তথা হাদীস লিপিবদ্ধ করা যথার্থ কিনা
৭১৫৭। হুসায়ন (রাহঃ) …… উতবান ইবন মালিক (রাযিঃ) থেকে রিওয়ায়াত করেছেন। আনাস (রাযিঃ) বলেন, আমি উতবান (রাযিঃ)-এর সঙ্গে সাক্ষাত করেছি। তিনি আমাকে হাদীস বর্ণনা করেছেন এবং আমার অত্যন্ত পছন্দ হয়েছে। আমি আমার ছেলেকে বললাম, তা লিখে নাও। অনন্তর সে তা লিখে নিয়েছে।
7157 - حَدَّثَنَا حُسَيْنٌ، قَالَ: ثنا نُعَيْمٌ، قَالَ: ثنا ابْنُ الْمُبَارَكِ، قَالَ: ثنا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: ثنا مَحْمُودُ بْنُ الرَّبِيعِ، عَنْ عِتْبَانَ بْنِ مَالِكٍ، قَالَ أَنَسٌ فَلَقِيتُ عِتْبَانَ , فَحَدَّثَنِي بِهِ، فَأَعْجَبَنِي فَقُلْتُ لِابْنِي: اكْتُبْهُ , فَكَتَبَهُ "

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭১৫৮
আন্তর্জাতিক নং: ৭১৫৯
ইলম তথা হাদীস লিপিবদ্ধ করা যথার্থ কিনা
৭১৫৮-৫৯। রাবী' আল-মুয়াযযিন (রাহঃ) ও মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ) .... ওয়াহব ইবন মুনাব্বিহ (রাহঃ) স্বীয় ভাই থেকে রিওয়ায়াত করেন। তিনি আবু হুরায়রা (রাযিঃ)-কে বলতে শুনেছেন, তিনি বলতেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাহাবাদের মাঝে আব্দুল্লাহ্ ইবন আমর (রাযিঃ) ব্যতীত কারো নিকট আমার অপেক্ষা রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত অধিক হাদীস বিদ্যমান নেই। কেননা তিনি লিখতেন এবং আমি লিখতাম না।
7158 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ ح
7159 - وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ، قَالَا: ثنا سُفْيَانُ، عَنْ عَمْرٍو عَنْ وَهْبِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَخِيهِ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: «لَيْسَ أَحَدٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْثَرَ حَدِيثًا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنِّي , مَا خَلَا عَبْدَ اللهِ بْنَ عَمْرٍو رَضِيَ اللهُ عَنْهُ , فَإِنَّهُ كَانَ يَكْتُبُ وَلَا أَكْتُبُ»
7159 - وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ، قَالَا: ثنا سُفْيَانُ، عَنْ عَمْرٍو عَنْ وَهْبِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَخِيهِ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: «لَيْسَ أَحَدٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْثَرَ حَدِيثًا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنِّي , مَا خَلَا عَبْدَ اللهِ بْنَ عَمْرٍو رَضِيَ اللهُ عَنْهُ , فَإِنَّهُ كَانَ يَكْتُبُ وَلَا أَكْتُبُ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭১৫৯
empty
৭১৫৯।
7159 -

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭১৬০
ইলম তথা হাদীস লিপিবদ্ধ করা যথার্থ কিনা
৭১৬০। ইউনুস (রাহঃ) ..... বাশীর ইবন নাহীক (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু হুরায়রা (রাযিঃ) থেকে কিতাবসমূহ বা পান্ডুলিপি নিয়ে (হাদীসসমূহ) লিখতাম। যখন লেখা থেকে ফারেগ বা অবসর হতাম তা তাঁর সম্মুখে পাঠ করতাম এবং বলতাম, আমি যা আপনার সম্মুখে পাঠ করেছি, আপনি কি তা রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে শুনেছেন? তিনি বলতেন হ্যাঁ (আমি শুনেছি)।
7160 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ الدِّمَشْقِيُّ، عَنْ عِمْرَانَ بْنِ حُدَيْرٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، قَالَ: كُنْتُ آخُذُ الْكُتُبَ مِنْ أَبِي هُرَيْرَةَ فَأَكْتُبُهَا , فَإِذَا فَرَغْتُ , قَرَأْتُهَا عَلَيْهِ , فَأَقُولُ: «الَّذِي قَرَأْتُهُ عَلَيْكَ , أَسَمِعْتَهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟» فَيَقُولُ: «نَعَمْ»

তাহকীক:
তাহকীক চলমান