শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
হাদীস নং: ৬৮৪৯
আন্তর্জাতিক নং: ৬৮৫০
মাকরুহ বিষয়াদির বর্ণনা
দাঁড়িয়ে পান করা প্রসঙ্গ।
৬৮৪৯-৫০। ইব্ন আবী ইমরান (রাহঃ) ও মুহাম্মাদ ইব্ন আলী ইব্ন দাউদ (রাহঃ) ..... জারূদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) দাড়িয়ে পান করতে নিষেধ করেছেন।
ইব্ন আবীদ দাউদ (রাহঃ) ..... জারূদ ইবনুল মু'আল্লা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি নবী (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
ইব্ন আবীদ দাউদ (রাহঃ) ..... জারূদ ইবনুল মু'আল্লা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি নবী (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
كتاب الكراهة
بَابُ الشُّرْبِ قَائِمًا
6849 - حَدَّثَنَا ابْنُ أَبِي عِمْرَانَ وَمُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ دَاوُدَ , قَالَا: أنا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ الطَّالَقَانِيُّ , قَالَ: ثنا خَالِدُ بْنُ الْحَارِثِ , عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ , عَنْ قَتَادَةَ , عَنْ أَبِي مُسْلِمٍ , عَنِ الْجَارُودِ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَجَرَ عَنِ الشُّرْبِ قَائِمًا»
6850 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا الْمُقَدَّمِيُّ، قَالَ: ثنا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي مُسْلِمٍ، عَنِ الْجَارُودِ بْنِ الْمُعَلَّى، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
6850 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا الْمُقَدَّمِيُّ، قَالَ: ثنا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي مُسْلِمٍ، عَنِ الْجَارُودِ بْنِ الْمُعَلَّى، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
তাহকীক:
হাদীস নং: ৬৮৫০
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৮৫০।
كتاب الكراهة
6850 -
তাহকীক:
হাদীস নং: ৬৮৫১
আন্তর্জাতিক নং: ৬৮৫৫
মাকরুহ বিষয়াদির বর্ণনা
দাঁড়িয়ে পান করা প্রসঙ্গ।
৬৮৫১-৫৫। আহমদ ইব্ন দাউদ (রাহঃ).....আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
ইব্ন মারযূক (রাহঃ) .... আনাস ইব্ন মালিক (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
আব্দুল্লাহ্ ইব্ন মুহাম্মাদ ইব্ন খুশায়শ (রাহঃ) ..... কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত। অতঃপর তিনি নিজস্ব সনদে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
ইব্ন মারযূক (রাহঃ) ..... হিশাম দাস্তাওয়াঈ (রাহঃ) থেকে বর্ণিত। অতঃপর তিনি নিজস্ব সনদে অনুরুপ রিওয়ায়াত করেছেন।
ইব্ন মারযূক (রাহঃ) .... আনাস ইব্ন মালিক (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
আব্দুল্লাহ্ ইব্ন মুহাম্মাদ ইব্ন খুশায়শ (রাহঃ) ..... কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত। অতঃপর তিনি নিজস্ব সনদে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
ইব্ন মারযূক (রাহঃ) ..... হিশাম দাস্তাওয়াঈ (রাহঃ) থেকে বর্ণিত। অতঃপর তিনি নিজস্ব সনদে অনুরুপ রিওয়ায়াত করেছেন।
كتاب الكراهة
55 - 6851 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ، قَالَ: ثنا خَالِدُ بْنُ الْحَارِثِ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي مُسْلِمٍ، عَنِ الْجَارُودِ. وَعَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَبْدُ الصَّمَدِ، قَالَ: ثنا هَمَّامٌ، وَهِشَامٌ، قَالَا: ثنا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ خُشَيْشٍ، قَالَ: ثنا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: ثنا هِشَامُ بْنُ أَبِي عَبْدِ اللهِ، عَنْ قَتَادَةَ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَبْدُ الصَّمَدِ، قَالَ: ثنا هَمَّامٌ، وَهِشَامٌ، قَالَا: ثنا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ خُشَيْشٍ، قَالَ: ثنا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: ثنا هِشَامُ بْنُ أَبِي عَبْدِ اللهِ، عَنْ قَتَادَةَ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
তাহকীক:
হাদীস নং: ৬৮৫২
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৮৫২।
كتاب الكراهة
6852 -
তাহকীক:
হাদীস নং: ৬৮৫৩
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৮৫৩।
كتاب الكراهة
6853 -
তাহকীক:
হাদীস নং: ৬৮৫৪
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৮৫৪।
كتاب الكراهة
6854 -
তাহকীক:
হাদীস নং: ৬৮৫৫
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৮৫৫।
كتاب الكراهة
6855 -
তাহকীক:
হাদীস নং: ৬৮৫৬
মাকরুহ বিষয়াদির বর্ণনা
দাঁড়িয়ে পান করা প্রসঙ্গ।
৬৮৫৬। হুসায়ন ইব্ন নসর (রাহঃ) ..... আনাস (রাহঃ) থেকে এবং আবু ঈসা আসওয়ারী (রাযিঃ) ..... আবু সাঈদ [খুদরী (রাযিঃ)] সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
كتاب الكراهة
6856 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَ: سَمِعْتُ يَزِيدَ بْنَ هَارُونَ، قَالَ: ثنا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، وَعَنْ قَتَادَةَ، عَنْ أَبِي عِيسَى الْأُسْوَارِيُّ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
তাহকীক:
হাদীস নং: ৬৮৫৭
আন্তর্জাতিক নং: ৬৮৫৮
মাকরুহ বিষয়াদির বর্ণনা
দাঁড়িয়ে পান করা প্রসঙ্গ।
৬৮৫৭-৫৮। ইব্ন আবী দাউদ (রাহঃ) ও মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
পর্যালােচনা : আবু জা’ফর তাহাবী (রাযিঃ) বলেন, এ সকল বর্ণনার ভিত্তিতে একদল আলিমের মতে দাঁড়িয়ে (কোন কিছু) পান করা মাকরূহ। পক্ষান্তরে অন্যান্য আলিমগণ দাঁড়িয়ে পান করতে কোন অসুবিধা মনে করেন না। তারা এ বিষয়ে নিম্নোক্ত রিওয়ায়াতসমূহ দ্বারা প্রমাণ পেশ করেছেন :
পর্যালােচনা : আবু জা’ফর তাহাবী (রাযিঃ) বলেন, এ সকল বর্ণনার ভিত্তিতে একদল আলিমের মতে দাঁড়িয়ে (কোন কিছু) পান করা মাকরূহ। পক্ষান্তরে অন্যান্য আলিমগণ দাঁড়িয়ে পান করতে কোন অসুবিধা মনে করেন না। তারা এ বিষয়ে নিম্নোক্ত রিওয়ায়াতসমূহ দ্বারা প্রমাণ পেশ করেছেন :
كتاب الكراهة
6857 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ ح
6858 - وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَا: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ [ص:273] قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى كَرَاهَةِ الشُّرْبِ قَائِمًا , وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذِهِ الْآثَارِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَلَمْ يَرَوْا بِالشُّرْبِ قَائِمًا بَأْسًا. وَاحْتَجُّوا فِي ذَلِكَ
6858 - وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَا: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ [ص:273] قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى كَرَاهَةِ الشُّرْبِ قَائِمًا , وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذِهِ الْآثَارِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَلَمْ يَرَوْا بِالشُّرْبِ قَائِمًا بَأْسًا. وَاحْتَجُّوا فِي ذَلِكَ
তাহকীক:
হাদীস নং: ৬৮৫৮
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৮৫৮।
كتاب الكراهة
6858 -
তাহকীক:
হাদীস নং: ৬৮৫৯
মাকরুহ বিষয়াদির বর্ণনা
দাঁড়িয়ে পান করা প্রসঙ্গ।
৬৮৫৯। ইউনুস (রাহঃ) ..... মুহাম্মাদ ইব্ন আলী ইব্ন হুসায়ন (রাহঃ) স্বীয় পিতা থেকে, তিনি তাঁর পিতামহ থেকে বর্ণনা করেন। তিনি বলেন, ইব্ন আবী তালিব (রাযিঃ) আমাকে বললেন, পানি আন, আমি পানি আনলাম। তিনি অযূ করলেন। অতঃপর তিনি বেঁচে যাওয়া পানি নিয়ে দাঁড়ালেন এবং দাড়িঁয়ে পান করলেন। আমি এতে আশ্চর্যবোধ করলাম। তিনি বললেন, বৎস! আশ্চর্যবােধ করছ! আমি তােমার পিতা রাসূলুল্লাহ (ﷺ)-কে এরুপ করতে দেখেছি।
كتاب الكراهة
6859 - بِمَا حَدَّثَنَا يُونُسُ قَالَ: ثنا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ , عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ حُسَيْنٍ , عَنْ أَبِيهِ , عَنْ جَدِّهِ قَالَ: قَالَ لِي ابْنُ أَبِي طَالِبٍ ائْتِنِي بِوَضُوءٍ فَأَتَيْتُهُ بِهِ فَتَوَضَّأَ , ثُمَّ قَامَ بِفَضْلِ وَضُوئِهِ , فَشَرِبَ قَائِمًا , فَعَجِبْتُ لِذَلِكَ فَقَالَ: «أَتَعْجَبُ يَا بُنَيَّ؟ إِنِّي رَأَيْتُ أَبَاكَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ ذَلِكَ»
তাহকীক:
হাদীস নং: ৬৮৬০
মাকরুহ বিষয়াদির বর্ণনা
দাঁড়িয়ে পান করা প্রসঙ্গ।
৬৮৬০-৬১। ইব্ন মারযূক (রাহঃ) ..... নাযাল ইব্ন সাবরা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী (রাযিঃ)-কে দেখেছি, তািন তাঁর উযূর বেঁচে যাওয়া পানি দাঁড়িয়ে পান করলেন। এরপর বললেন, লােকেরা দাঁড়িয়ে পান। করাকে মাকরূহ মনে করে। কিন্তু আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখেছি, তিনি অনুরূপ করেছেন যেমনটি আমি করেছি।
আবু বাক্রা (রাহঃ) ..... আব্দুল মালিক (রাহঃ) থেকে বর্ণিত। অতঃপর তিনি নিজস্ব সনদে অনুরূপ | রিওয়ায়াত করেছেন।
আবু বাক্রা (রাহঃ) ..... আব্দুল মালিক (রাহঃ) থেকে বর্ণিত। অতঃপর তিনি নিজস্ব সনদে অনুরূপ | রিওয়ায়াত করেছেন।
كتاب الكراهة
6860 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا بِشْرُ بْنُ عُمَرَ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ مَيْسَرَةَ، عَنِ النَّزَّالِ بْنِ سَبْرَةَ، قَالَ: رَأَيْتُ عَلِيًّا شَرِبَ فَضْلَ وَضُوئِهِ قَائِمًا. ثُمَّ قَالَ: «إِنَّ نَاسًا يَكْرَهُونَ أَنْ يَشْرَبُوا قِيَامًا , وَقَدْ رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ مَا فَعَلْتُ»
6861 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو أَحْمَدَ، قَالَ: ثنا مِسْعَرٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
6861 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو أَحْمَدَ، قَالَ: ثنا مِسْعَرٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
তাহকীক:
হাদীস নং: ৬৮৬১
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৮৬১।
كتاب الكراهة
6861 -
তাহকীক:
হাদীস নং: ৬৮৬২
আন্তর্জাতিক নং: ৬৮৬৪
মাকরুহ বিষয়াদির বর্ণনা
দাঁড়িয়ে পান করা প্রসঙ্গ।
৬৮৬২-৬৪। রাবী আল-মুআয্যিন (রাযিঃ) ..... আলী (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি দাঁড়িয়ে পান করেছেন। তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি যদি দাঁড়িয়ে পান করি, তাহলে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দাঁড়িয়ে পান করতে দেখেছি। পক্ষান্তরে আমি যদি বসে পান করি, তাহলে আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বসে পান করতে দেখেছি।
রাবী আল-মুআয্যিন (রাহঃ) ..... আলী (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ) ..... হাম্মাদ (রাহঃ) থেকে বর্ণিত। অতঃপর তিনি নিজস্ব সনদে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
রাবী আল-মুআয্যিন (রাহঃ) ..... আলী (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ) ..... হাম্মাদ (রাহঃ) থেকে বর্ণিত। অতঃপর তিনি নিজস্ব সনদে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
كتاب الكراهة
6862 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا وَرْقَاءُ بْنُ عُمَرَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ زَاذَانَ، وَمَيْسَرَةَ، عَنْ عَلِيٍّ، أَنَّهُ شَرِبَ قَائِمًا فَقِيلَ لَهُ فِي ذَلِكَ. فَقَالَ: «إِنْ أَشْرَبْ قَائِمًا , فَقَدْ رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشْرَبُ قَائِمًا , وَإِنْ أَشْرَبْ جَالِسًا , فَقَدْ رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُ ذَلِكَ»
6863 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ زَاذَانَ، عَنْ عَلِيٍّ، مِثْلَهُ
6864 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَ: ثنا حَمَّادٌ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
6863 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ زَاذَانَ، عَنْ عَلِيٍّ، مِثْلَهُ
6864 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَ: ثنا حَمَّادٌ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
তাহকীক:
হাদীস নং: ৬৮৬৩
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৮৬৩।
كتاب الكراهة
6863 -
তাহকীক:
হাদীস নং: ৬৮৬৪
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৮৬৪।
كتاب الكراهة
6864 -
তাহকীক:
হাদীস নং: ৬৮৬৫
মাকরুহ বিষয়াদির বর্ণনা
দাঁড়িয়ে পান করা প্রসঙ্গ।
৬৮৬৫। ইউনুস (রাহঃ) ......... আব্দুল্লাহ্ ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে দাঁড়িয়ে
পান করতে দেখেছি।
পান করতে দেখেছি।
كتاب الكراهة
6865 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ، قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشْرَبُ وَهُوَ قَائِمٌ "
তাহকীক:
হাদীস নং: ৬৮৬৬
আন্তর্জাতিক নং: ৬৮৬৭
মাকরুহ বিষয়াদির বর্ণনা
দাঁড়িয়ে পান করা প্রসঙ্গ।
৬৮৬৬-৬৭। ফাহদ (রাহঃ) ..... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (স)-কে যমযমের পানির একটি বালতি দিলাম। অতঃপর তিনি তা দাঁড়িয়ে পান করলেন।
ইব্ন খুযায়মা (রাহঃ) ..... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
ইব্ন খুযায়মা (রাহঃ) ..... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
كتاب الكراهة
6866 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا ابْنُ الْأَصْبَهَانِيِّ، قَالَ: ثنا شَرِيكٌ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ عَامِرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «نَاوَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَلْوًا مِنْ مَاءِ زَمْزَمَ , فَشَرِبَ وَهُوَ قَائِمٌ»
6867 - حَدَّثَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، مِثْلَهُ
6867 - حَدَّثَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، مِثْلَهُ
তাহকীক:
হাদীস নং: ৬৮৬৭
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৮৬৭।
كتاب الكراهة
6867 -
তাহকীক:
হাদীস নং: ৬৮৬৮
মাকরুহ বিষয়াদির বর্ণনা
দাঁড়িয়ে পান করা প্রসঙ্গ।
৬৮৬৮। রাবী' আল-জীযী (রাহঃ) ..... সা'দ ইব্ন আবী ওয়াক্কাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে পান করতেন।
كتاب الكراهة
6868 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ، قَالَ: ثنا إِسْحَاقُ بْنُ أَبِي فَرْوَةَ الْمَدَنِيُّ، قَالَ: حَدَّثَتْنَا عُبَيْدَةُ بِنْتُ نَابِلٍ، عَنْ عَائِشَةَ بِنْتِ سَعْدٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَشْرَبُ قَائِمًا»
তাহকীক: