শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام
১২. জিহাদের বিধানাবলী সম্পর্কিত - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং : ৫১৬০
আন্তর্জাতিক নং: ৫১৬২
৪. দারুল হারব বা অমুসলিম এলাকায় নারী ও শিশু হত্যা নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে
৫১৬০-৬২। আবু বাকরা (রাহঃ) ..... ইকরামা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নাজদা ইব্ন আব্বাস (রাযিঃ)-কে পত্রযােগে শিশুদের হত্যা করা সম্পর্কে জিজ্ঞাসা করল। তিনি তাকে (উত্তর) লিখলেন যে, রাসূলুল্লাহ্(ﷺ) তাদেরকে (শিশুদের) হত্যা করতেন না।
ইব্ন মারযূক (রাহঃ) ….. ইয়াযীদ ইব্ন হুরমুয (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নাজদা ইব্ন আব্বাস (রাযিঃ)-কে পত্রযােগে জিজ্ঞাসা করল যে, নবী(ﷺ) কি মুশরিকদের শিশুদেরকে হত্যা করতেন? ইব্ন আব্বাস (রাযিঃ) তাকে জানালেন এবং সে সময় আমিও উপস্থিত ছিলাম যে, রাসূলুল্লাহ্(ﷺ) তাদের (শিশুদের) হত্যা করতেন না।
ইব্ন মারযূক (রাহঃ) ….. ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্(ﷺ) যখন স্বীয় বাহিনী প্রেরণ করতেন, বলতেন,শিশুদের হত্যা করবেনা।
ইব্ন মারযূক (রাহঃ) ….. ইয়াযীদ ইব্ন হুরমুয (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নাজদা ইব্ন আব্বাস (রাযিঃ)-কে পত্রযােগে জিজ্ঞাসা করল যে, নবী(ﷺ) কি মুশরিকদের শিশুদেরকে হত্যা করতেন? ইব্ন আব্বাস (রাযিঃ) তাকে জানালেন এবং সে সময় আমিও উপস্থিত ছিলাম যে, রাসূলুল্লাহ্(ﷺ) তাদের (শিশুদের) হত্যা করতেন না।
ইব্ন মারযূক (রাহঃ) ….. ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্(ﷺ) যখন স্বীয় বাহিনী প্রেরণ করতেন, বলতেন,শিশুদের হত্যা করবেনা।
بَابُ مَا يَنْهَى عَنْ قَتْلِهِ مِنَ النِّسَاءِ وَالْوِلْدَانِ فِي دَارِ الْحَرْبِ
5160 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا أَبُو دَاوُدَ , قَالَ: ثنا هَمَّامٌ عَنْ قَتَادَةَ , عَنْ عِكْرِمَةَ , قَالَ: " كَتَبَ نَجْدَةُ إِلَى ابْنِ عَبَّاسٍ يَسْأَلُهُ عَنْ قَتْلِ الْوِلْدَانِ , فَكَتَبَ إِلَيْهِ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَقْتُلُهُمْ
5161 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا وَهْبٌ , قَالَ: ثنا أَبِي , قَالَ: سَمِعْتُ قَيْسًا , يُحَدِّثُ عَنْ يَزِيدَ بْنِ هُرْمُزَ , قَالَ: كَتَبَ نَجْدَةُ إِلَى ابْنِ عَبَّاسٍ يَسْأَلُهُ هَلْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْتُلُ مِنْ صِبْيَانِ الْمُشْرِكِينَ أَحَدًا , فَكَتَبَ إِلَيْهِ ابْنُ عَبَّاسٍ , وَأَنَا حَاضِرٌ إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَقْتُلُ مِنْهُمْ أَحَدًا "
5162 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا بِشْرُ بْنُ عُمَرَ الزَّهْرَانِيُّ , قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ إِسْمَاعِيلَ , عَنْ دَاوُدَ بْنِ حُصَيْنٍ , عَنْ عِكْرِمَةَ , عَنِ ابْنِ عَبَّاسٍ , «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا بَعَثَ جُيُوشَهُ قَالَ لَا تَقْتُلُوا الْوِلْدَانَ»
5161 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا وَهْبٌ , قَالَ: ثنا أَبِي , قَالَ: سَمِعْتُ قَيْسًا , يُحَدِّثُ عَنْ يَزِيدَ بْنِ هُرْمُزَ , قَالَ: كَتَبَ نَجْدَةُ إِلَى ابْنِ عَبَّاسٍ يَسْأَلُهُ هَلْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْتُلُ مِنْ صِبْيَانِ الْمُشْرِكِينَ أَحَدًا , فَكَتَبَ إِلَيْهِ ابْنُ عَبَّاسٍ , وَأَنَا حَاضِرٌ إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَقْتُلُ مِنْهُمْ أَحَدًا "
5162 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا بِشْرُ بْنُ عُمَرَ الزَّهْرَانِيُّ , قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ إِسْمَاعِيلَ , عَنْ دَاوُدَ بْنِ حُصَيْنٍ , عَنْ عِكْرِمَةَ , عَنِ ابْنِ عَبَّاسٍ , «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا بَعَثَ جُيُوشَهُ قَالَ لَا تَقْتُلُوا الْوِلْدَانَ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং : ৫১৬১
empty
৫১৬১।
5161 -

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং : ৫১৬২
empty
৫১৬২।
5162 -

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং : ৫১৬৩
আন্তর্জাতিক নং: ৫১৬৫
৪. দারুল হারব বা অমুসলিম এলাকায় নারী ও শিশু হত্যা নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে
৫১৬৩-৬৫। ফাহাদ (রাহঃ) ….. ইব্ন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্(ﷺ)-এর কোন এক গাযওয়ায় (অভিযানে) এক মহিলাকে নিহত অবস্থায় পেয়েছি। এতে রাসূলুল্লাহ্(ﷺ) তাঁদেরকে (সাহাবাহদেরকে) নারী ও শিশুদের হত্যা করতে নিষেধ করেন।
ইব্ন মারযূক (রাহঃ) ..... নাফি‘ (রাহঃ) সূত্রে রাসূলুল্লাহ্(ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। কিন্তু তিনি ইব্ন উমার (রাযিঃ)-এর উল্লেখ করেন নাই।
ফাহাদ (রাহঃ) ….. ইব্ন উমার (রাযিঃ) সূত্রে নবী(ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
ইব্ন মারযূক (রাহঃ) ..... নাফি‘ (রাহঃ) সূত্রে রাসূলুল্লাহ্(ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। কিন্তু তিনি ইব্ন উমার (রাযিঃ)-এর উল্লেখ করেন নাই।
ফাহাদ (রাহঃ) ….. ইব্ন উমার (রাযিঃ) সূত্রে নবী(ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
5163 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ بِشْرٍ الْعَبْدِيُّ , قَالَ: ثنا عُبَيْدُ اللهِ , قَالَ: ثنا نَافِعٌ , عَنْ " ابْنِ عُمَرَ , قَالَ: وُجِدَتِ امْرَأَةٌ مَقْتُولَةً فِي بَعْضِ الْمَغَازِي , فَنَهَاهُمْ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَتْلِ النِّسَاءِ وَالصِّبْيَانِ "
5164 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو عَامِرٍ , قَالَ: ثنا مَالِكٌ عَنْ نَافِعٍ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ , وَلَمْ يَذْكُرِ ابْنَ عُمَرَ [ص:221]
5165 - حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا أَبُو غَسَّانَ , قَالَ: ثنا جُوَيْرِيَةُ عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
5164 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو عَامِرٍ , قَالَ: ثنا مَالِكٌ عَنْ نَافِعٍ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ , وَلَمْ يَذْكُرِ ابْنَ عُمَرَ [ص:221]
5165 - حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا أَبُو غَسَّانَ , قَالَ: ثنا جُوَيْرِيَةُ عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং : ৫১৬৪
empty
৫১৬৪।
5164 -

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং : ৫১৬৫
empty
৫১৬৫।
5165 -

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং : ৫১৬৬
৪. দারুল হারব বা অমুসলিম এলাকায় নারী ও শিশু হত্যা নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে
৫১৬৬। মুহাম্মাদ ইব্ন আব্দুল্লাহ ইব্ন মায়মূন (রাহঃ) ….. ইব্ন উমার (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্(ﷺ) থেকে বর্ণিত যে, তিনি নারী ও শিশু হত্যা করতে নিষেধ করেছেন ।
5166 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ مَيْمُونٍ , قَالَ: ثنا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ , قَالَ: ثنا مَالِكُ بْنُ أَنَسٍ , وَغَيْرُهُ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ , «عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ نَهَى عَنْ قَتْلِ النِّسَاءِ وَالصِّبْيَانِ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং : ৫১৬৭
৪. দারুল হারব বা অমুসলিম এলাকায় নারী ও শিশু হত্যা নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে
৫১৬৭। ইউনুস (রাহঃ) ….. ইব্ন কা'ব ইব্ন মালিক (রাহঃ) স্বীয় চাচা (রাযিঃ) থেকে রিওয়ায়াত করেন যে, রাসূলুল্লাহ্(ﷺ) যখন তাঁকে ইব্ন আবিল হাকীক-এর উদ্দেশ্যে প্রেরণ করেন তখন নারী ও শিশুদের হত্যা করতে নিষেধ করেছেন।
5167 - حَدَّثَنَا يُونُسُ , قَالَ: ثنا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ , عَنِ الزُّهْرِيِّ , قَالَ أَخْبَرَنِي ابْنُ كَعْبِ بْنِ مَالِكٍ , عَنْ عَمِّهِ , «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ قَتْلِ النِّسَاءِ وَالْوِلْدَانِ , حِينَ بَعَثَ إِلَى ابْنِ أَبِي الْحُقَيْقِ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং : ৫১৬৮
৪. দারুল হারব বা অমুসলিম এলাকায় নারী ও শিশু হত্যা নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে
৫১৬৮। মুহাম্মাদ ইব্ন আব্দুল্লাহ (রাহঃ) ….. কা'ব ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্(ﷺ) ঐ সমস্ত লােকদেরকে যারা ‘ইব্ন আবিল হাকীক’ কে হত্যা করেছে, যখন তারা তার উদ্দেশ্যে বের হয়েছে তখন শিশু ও নারীদের হত্যা করতে নিষেধ করেছেন।
5168 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ , قَالَ: ثنا الْوَلِيدُ , قَالَ: ثنا مَالِكٌ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ , عَنْ كَعْبِ بْنِ مَالِكٍ , «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى الَّذِينَ قَتَلُوا ابْنَ أَبِي الْحُقَيْقِ , حِينَ خَرَجُوا إِلَيْهِ , عَنْ قَتْلِ الْوِلْدَانِ وَالنِّسْوَانِ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং : ৫১৬৯
৪. দারুল হারব বা অমুসলিম এলাকায় নারী ও শিশু হত্যা নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে
৫১৬৯। ইব্ন আবী দাউদ (রাহঃ) ….. ইব্ন বুরায়দা (রাহঃ) তৎ পিতা বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্(ﷺ) যখন কোন বাহিনীকে অভিযানে প্রেরণ করতেন তখন তাদেরকে বলতেন, শিশু ও নারীদের হত্যা করবেনা।
5169 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا أَصْبَغُ بْنُ الْفَرَجِ , قَالَ: ثنا عَلِيُّ بْنُ عَابِسٍ , عَنْ أَبَانَ بْنِ تَغْلِبَ , عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ , عَنِ ابْنِ بُرَيْدَةَ , عَنْ أَبِيهِ , قَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا بَعَثَ سَرِيَّةً , قَالَ لَهُمْ لَا تَقْتُلُوا وَلِيدًا وَلَا امْرَأَةً»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং : ৫১৭০
আন্তর্জাতিক নং: ৫১৭১
৪. দারুল হারব বা অমুসলিম এলাকায় নারী ও শিশু হত্যা নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে
৫১৭০-৭১। ইব্ন মারযূক (রাযিঃ) ….. সুলায়মান ইব্ন বুরায়দা (রাহঃ) তৎ পিতা বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্(ﷺ) যখন কোন বাহিনীকে অভিযানে প্রেরণ করতেন তখন তাদেরকে এই উপদেশও দিতেন যে, কোন শিশুকে হত্যা করবেনা। আবু বিশর রকী (রাহঃ) স্বীয় রিওয়ায়াতে বলেন, আলকামা (রাহঃ) বলেছেন, আমি এই হাদীসটি মুকাতিল ইব্ন হাইয়্যান (রাহঃ)-কে বর্ণনা করেছি।
5170 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو حُذَيْفَةَ , ح
5171 - وَحَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ , قَالَ: ثنا الْفِرْيَابِيُّ , قَالَ: ثنا سُفْيَانُ , عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ , عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ , عَنْ أَبِيهِ , «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا بَعَثَ جَيْشًا كَانَ مِمَّا يُوصِيهِمْ بِهِ أَنْ لَا تَقْتُلُوا وَلِيدًا» قَالَ أَبُو بِشْرٍ الرَّقِّيُّ فِي حَدِيثِهِ , قَالَ عَلْقَمَةُ , فَحَدَّثْتُ بِهِ مُقَاتِلَ بْنَ حَيَّانَ ,
5171 - وَحَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ , قَالَ: ثنا الْفِرْيَابِيُّ , قَالَ: ثنا سُفْيَانُ , عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ , عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ , عَنْ أَبِيهِ , «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا بَعَثَ جَيْشًا كَانَ مِمَّا يُوصِيهِمْ بِهِ أَنْ لَا تَقْتُلُوا وَلِيدًا» قَالَ أَبُو بِشْرٍ الرَّقِّيُّ فِي حَدِيثِهِ , قَالَ عَلْقَمَةُ , فَحَدَّثْتُ بِهِ مُقَاتِلَ بْنَ حَيَّانَ ,

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং : ৫১৭১
empty
৫১৭১।
5171 -

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং : ৫১৭২
৪. দারুল হারব বা অমুসলিম এলাকায় নারী ও শিশু হত্যা নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে
৫১৭২। তিনি বলেছেন, মুসলিম ইব্ন হুশায়ম (রাহঃ) নাে'মান ইব্ন মুকাররিন (রাযিঃ)-এর সূত্রে নবী(ﷺ) থেকে আমাকে অনুরূপ বর্ণনা করেছেন।
5172 - فَقَالَ: حَدَّثَنِي مُسْلِمُ بْنُ هَيْصَمٍ عَنِ النُّعْمَانِ بْنِ مُقْرِنٍ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং : ৫১৭৩
আন্তর্জাতিক নং: ৫১৭৪
৪. দারুল হারব বা অমুসলিম এলাকায় নারী ও শিশু হত্যা নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে
৫১৭৩-৭৪। ফাহাদ (রাহঃ) ও রাওহ ইবনুল ফারাজ (রাহঃ) ….. সুলায়মান ইব্ন বুরায়দা আসলামী (রাহঃ) তৎ পিতা বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্(ﷺ) যখন কোন বড় কিংবা ছােট বাহিনীর আমীর নির্ধারণ করে প্রেরণ করতেন তখন তাকে এই উপদেশও দিতেন যে, কোন শিশুকে হত্যা করবেনা।
5173 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ , ح
5174 - وَحَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ , قَالَ: ثنا يَحْيَى بْنُ عَبْدِ اللهِ بْنِ بُكَيْرٍ , قَالَا: ثنا اللَّيْثُ , قَالَ: ثنا جَرِيرُ بْنُ حَازِمٍ , عَنْ شُعْبَةَ بْنِ الْحَجَّاجِ , عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ الْحَضْرَمِيِّ , عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ الْأَسْلَمِيِّ , عَنْ أَبِيهِ , «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا بَعَثَ أَمِيرًا عَلَى جَيْشٍ أَوْ سَرِيَّةٍ , كَانَ مِمَّا يُوصِيهِ بِهِ أَنْ لَا تَقْتُلُوا وَلِيدًا»
5174 - وَحَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ , قَالَ: ثنا يَحْيَى بْنُ عَبْدِ اللهِ بْنِ بُكَيْرٍ , قَالَا: ثنا اللَّيْثُ , قَالَ: ثنا جَرِيرُ بْنُ حَازِمٍ , عَنْ شُعْبَةَ بْنِ الْحَجَّاجِ , عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ الْحَضْرَمِيِّ , عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ الْأَسْلَمِيِّ , عَنْ أَبِيهِ , «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا بَعَثَ أَمِيرًا عَلَى جَيْشٍ أَوْ سَرِيَّةٍ , كَانَ مِمَّا يُوصِيهِ بِهِ أَنْ لَا تَقْتُلُوا وَلِيدًا»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং : ৫১৭৪
empty
৫১৭৪।
5174 -

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং : ৫১৭৫
৪. দারুল হারব বা অমুসলিম এলাকায় নারী ও শিশু হত্যা নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে
৫১৭৫। মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ) ….. আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্(ﷺ) নারী ও শিশুদের হত্যা করতে নিষেধ করেছেন এবং বলেছেন, এরা উভয়ে (নারী, শিশু) বিজয়ীর জন্য হবে।
5175 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ , قَالَ: ثنا قَيْسُ بْنُ رَبِيعٍ , قَالَ: حَدَّثَنِي عُمَيْرُ بْنُ عَبْدِ اللهِ , عَنْ عَطِيَّةَ الْعَوْفِيِّ , عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ قَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَتْلِ النِّسَاءِ وَالْوِلْدَانِ قَالَ هُمَا لِمَنْ غَلَبَ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং : ৫১৭৬
আন্তর্জাতিক নং: ৫১৭৮
৪. দারুল হারব বা অমুসলিম এলাকায় নারী ও শিশু হত্যা নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে
৫১৭৬-৭৮। মুহাম্মাদ ইব্ন আব্দুল্লাহ্ ইব্ন মায়মূন (রাহঃ) ….. মুরাকি ‘ইব্ন সায়ফী (রাহঃ) তৎ পিতামহ রিবাহ ইব্ন হানযালা কাতিব (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি একবার রাসূলুল্লাহ্(ﷺ) -এর সঙ্গে এক গাযওয়ায় (অভিযানে) বের হলেন। খালিদ ইব্ন ওলীদ (রাযিঃ) বাহিনীর অগ্রভাগে নিযুক্ত ছিলেন। রাসূলুল্লাহ্(ﷺ) তাঁর উটনীর উপর আরােহী অবস্থায় তাদের সঙ্গে এসে মিলিত হলেন। সাহাবাগণ এক নিহত মহিলাকে দেখছিলেন, তারা পথ করে দিলেন। তিনি খালিদ ইব্ন ওলীদ (রাযিঃ) কে নারী ও শিশুদের হত্যা করতে নিষেধ করে পয়গাম পাঠালেন।
ইব্ন মারযূক (রাহঃ) ….. মুরাককি ‘ইব্ন সায়ফী (রাহঃ) তার পিতামহ রিবাহ ইব্ন রবী' (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ্(ﷺ) -এর সঙ্গে (অভিযানে) বের হলেন। অতঃপর তিনি অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি বলেছেন যে, শিশু ও ক্রীতদাসদের (শ্রমিকদের) হত্যা করনা।
রবী‘ আল-জীযী (রাহঃ) ….. মুগীরা (রাহঃ) থেকে বর্ণিত। অতঃপর তিনি স্বীয় ইসনাদে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
ইব্ন মারযূক (রাহঃ) ….. মুরাককি ‘ইব্ন সায়ফী (রাহঃ) তার পিতামহ রিবাহ ইব্ন রবী' (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ্(ﷺ) -এর সঙ্গে (অভিযানে) বের হলেন। অতঃপর তিনি অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি বলেছেন যে, শিশু ও ক্রীতদাসদের (শ্রমিকদের) হত্যা করনা।
রবী‘ আল-জীযী (রাহঃ) ….. মুগীরা (রাহঃ) থেকে বর্ণিত। অতঃপর তিনি স্বীয় ইসনাদে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
5176 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ مَيْمُونٍ , قَالَ: ثنا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ , قَالَ: ثنا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْقُرَشِيُّ , عَنْ أَبِي الزِّنَادِ , قَالَ: حَدَّثَنِي الْمُرَقِّعُ بْنُ صَيْفِيِّ , عَنْ جَدِّهِ , " رَبَاحِ بْنِ حَنْظَلَةَ الْكَاتِبِ أَنَّهُ خَرَجَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزَاةٍ غَزَاهَا , وَخَالِدُ بْنُ الْوَلِيدِ عَلَى مُقَدِّمَتِهِ , حَتَّى لَحِقَهُمْ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى نَاقَتِهِ , فَأَفْرَجُوا عَنِ امْرَأَةٍ يَنْظُرُونَ إِلَيْهَا مَقْتُولَةً , فَبَعَثَ إِلَى خَالِدِ بْنِ الْوَلِيدِ يَنْهَاهُ عَنْ قَتْلِ النِّسَاءِ وَالْوِلْدَانِ , [ص:222]
5177 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ , قَالَ: ثنا الْمُغِيرَةُ , عَنْ أَبِي الزِّنَادِ , قَالَ: أَخْبَرَنِي الْمُرَقِّعُ بْنُ صَيْفِيِّ عَنْ جَدِّهِ رَبَاحِ بْنِ رَبِيعٍ أَنَّهُ خَرَجَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ مِثْلَهُ , غَيْرَ أَنَّهُ قَالَ «لَا تَقْتُلُوا ذُرِّيَّةً وَلَا عَسِيفًا»
5178 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ , قَالَ: ثنا الْمُغِيرَةُ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
5177 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ , قَالَ: ثنا الْمُغِيرَةُ , عَنْ أَبِي الزِّنَادِ , قَالَ: أَخْبَرَنِي الْمُرَقِّعُ بْنُ صَيْفِيِّ عَنْ جَدِّهِ رَبَاحِ بْنِ رَبِيعٍ أَنَّهُ خَرَجَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ مِثْلَهُ , غَيْرَ أَنَّهُ قَالَ «لَا تَقْتُلُوا ذُرِّيَّةً وَلَا عَسِيفًا»
5178 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ , قَالَ: ثنا الْمُغِيرَةُ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং : ৫১৭৭
empty
৫১৭৭।
5177 -

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং : ৫১৭৮
empty
৫১৭৮।
5178 -

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং : ৫১৭৯
আন্তর্জাতিক নং: ৫১৮০
৪. দারুল হারব বা অমুসলিম এলাকায় নারী ও শিশু হত্যা নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে
৫১৭৯-৮০। মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ) ….. মুরাকি ‘ইব্ন সায়ফী (রাহঃ) সূত্রে হানযালা কাতিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্(ﷺ) এর সঙ্গে ছিলাম যে, তিনি এক (নিহত) মহিলার নিকট দিয়ে অতিক্রম করছিলেন, যাকে ঘিরে লােকজন একত্রিত ছিল। যখন তিনি এলেন তখন তারা পিছনে সরে গিয়ে জায়গা করে দিল। তিনি বললেন, এ তাে লড়াই করছিলাে না? অতঃপর তিনি খালিদ ইবন ওলীদ (রাযিঃ) কে পয়গাম পাঠালেন যে, কোন নারী ও ক্রীতদাস (শ্রমিক ইত্যাদি) -কে হত্যা করবে না।
হুসাইন ইব্ন নসর (রাহঃ) ..... সুফ্ইয়ান (রাহঃ) থেকে বর্ণিত। অতঃপর তিনি স্বীয় ইসনাদে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
পর্যালােচনা ও বিশ্লেষণ
আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেনঃ একদল আলিম এই মত গ্রহণ করেছেন যে, দারুল হারব তথা অমুসলিম এলাকায় কোন নারী ও শিশুকে কোন অবস্থায় হত্যা করা জাইয নেই এবং তাদেরকে ছাড়া পুরুষদের হত্যা করার উদ্যোগ নেয়া বৈধ নয়; যখন শিশু বা নারীদের নিরাপত্তা রক্ষিত না হয়। যেমন হারবীরা যখন নিজেদের শিশুদেরকে ঢাল হিসাবে ব্যবহার করবে এবং মুসলমানগণ ওই সমস্ত শিশু ও নারীদের উপর তীর নিক্ষেপ করা ব্যতীত হারবীদের উপরে তীর নিক্ষেপ সম্ভব না হয়, তবে ওই সমস্ত আলিমদের মতে তাদের উপর তীর বর্ষণ করা হারাম। অনুরূপভাবে তারা যদি দুর্গে আশ্রয় গ্রহণ করে সেখানে শিশুদেরকে স্থাপন করে তবে সেই দুর্গে তাদের উপর তীর বর্ষণ করাও আমাদের উপর হারাম, যখন আমরা শংকিত হব যে, এই তীর তাদের শিশু ও নারীদের উপরে নিক্ষিপ্ত হবে। তারা ঐ সমস্ত রিওয়ায়াত দ্বারা প্রমাণ পেশ করেছেন, যা আমরা এই অনুচ্ছেদের শুরুতে উল্লেখ করেছি। পক্ষান্তরে অপরাপর আলিমগণ এই সমস্ত রিওয়ায়াতের বিশুদ্ধতা ও মুতাওয়াতির হওয়ার উপর তাদের সাথে একমত পােষণ করে বলেছেন যে, নারী ও শিশুদেরকে ইচ্ছাকৃত হত্যা করার নিষিদ্ধতা রয়েছে। তবে যখন অন্য শিশু বা নারীদেরকে রক্ষা করে তা সম্ভব না হয় তখন তাদেরকে হত্যা করা জায়িয। তারা এ বিষয়ে নিম্নোক্ত হাদীস দ্বারা প্রমাণ পেশ করেছেনঃ
হুসাইন ইব্ন নসর (রাহঃ) ..... সুফ্ইয়ান (রাহঃ) থেকে বর্ণিত। অতঃপর তিনি স্বীয় ইসনাদে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
পর্যালােচনা ও বিশ্লেষণ
আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেনঃ একদল আলিম এই মত গ্রহণ করেছেন যে, দারুল হারব তথা অমুসলিম এলাকায় কোন নারী ও শিশুকে কোন অবস্থায় হত্যা করা জাইয নেই এবং তাদেরকে ছাড়া পুরুষদের হত্যা করার উদ্যোগ নেয়া বৈধ নয়; যখন শিশু বা নারীদের নিরাপত্তা রক্ষিত না হয়। যেমন হারবীরা যখন নিজেদের শিশুদেরকে ঢাল হিসাবে ব্যবহার করবে এবং মুসলমানগণ ওই সমস্ত শিশু ও নারীদের উপর তীর নিক্ষেপ করা ব্যতীত হারবীদের উপরে তীর নিক্ষেপ সম্ভব না হয়, তবে ওই সমস্ত আলিমদের মতে তাদের উপর তীর বর্ষণ করা হারাম। অনুরূপভাবে তারা যদি দুর্গে আশ্রয় গ্রহণ করে সেখানে শিশুদেরকে স্থাপন করে তবে সেই দুর্গে তাদের উপর তীর বর্ষণ করাও আমাদের উপর হারাম, যখন আমরা শংকিত হব যে, এই তীর তাদের শিশু ও নারীদের উপরে নিক্ষিপ্ত হবে। তারা ঐ সমস্ত রিওয়ায়াত দ্বারা প্রমাণ পেশ করেছেন, যা আমরা এই অনুচ্ছেদের শুরুতে উল্লেখ করেছি। পক্ষান্তরে অপরাপর আলিমগণ এই সমস্ত রিওয়ায়াতের বিশুদ্ধতা ও মুতাওয়াতির হওয়ার উপর তাদের সাথে একমত পােষণ করে বলেছেন যে, নারী ও শিশুদেরকে ইচ্ছাকৃত হত্যা করার নিষিদ্ধতা রয়েছে। তবে যখন অন্য শিশু বা নারীদেরকে রক্ষা করে তা সম্ভব না হয় তখন তাদেরকে হত্যা করা জায়িয। তারা এ বিষয়ে নিম্নোক্ত হাদীস দ্বারা প্রমাণ পেশ করেছেনঃ
5179 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا يُوسُفُ بْنُ عَدِيٍّ , قَالَ: ثنا ابْنُ الْمُبَارَكِ , عَنْ سُفْيَانَ , عَنْ عَبْدِ اللهِ بْنِ ذَكْوَانَ , عَنِ الْمُرَقِّعِ بْنِ صَيْفِيِّ , عَنْ حَنْظَلَةَ الْكَاتِبِ , قَالَ: كُنْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَرَّ بِامْرَأَةٍ لَهَا خُلُقٌ , وَقَدِ اجْتَمَعُوا عَلَيْهَا فَلَمَّا جَاءَ أَفْرَجُوا فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا كَانَتْ هَذِهِ تُقَاتِلُ ثُمَّ اتَّبَعَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَالِدًا أَنْ لَا تَقْتُلَ امْرَأَةً , وَلَا عَسِيفًا
5180 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ قَالَ: ثنا الْفِرْيَابِيُّ قَالَ: ثنا سُفْيَانُ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ. قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى أَنَّهُ لَا يَجُوزُ قَتْلُ النِّسَاءِ وَالْوِلْدَانِ فِي دَارِ الْحَرْبِ عَلَى حَالٍ , وَأَنَّهُ لَا يَحِلُّ أَنْ يُقْصَدَ إِلَى قَتْلِ غَيْرِهِمْ , إِذَا كَانَ لَا يُؤْمِنُ فِي ذَلِكَ تَلَفُهُمْ , مِنْ ذَلِكَ أَنَّ أَهْلَ الْحَرْبِ إِذَا تَتَّرِسُوا بِصِبْيَانِهِمْ , فَكَانَ الْمُسْلِمُونَ لَا يَسْتَطِيعُونَ رَمْيَهُمْ إِلَّا بِإِصَابَةِ صِبْيَانِهِمْ , فَحَرَامٌ عَلَيْهِمْ رَمْيُهُمْ فِي قَوْلِ هَؤُلَاءِ وَكَذَلِكَ إِنْ تَحَصَّنُوا بِحِصْنٍ وَجَعَلُوا فِيهِ الْوِلْدَانَ , فَحَرَامٌ عَلَيْنَا رَمْيُ ذَلِكَ الْحِصْنِ عَلَيْهِمْ , إِذَا كُنَّا نَخَافُ مِنْ ذَلِكَ إِصَابَةَ صِبْيَانِهِمْ وَنِسَائِهِمْ وَاحْتَجُّوا بِالْآثَارِ الَّتِي رَوَيْنَاهَا فِي صَدْرِ هَذَا الْبَابِ وَوَافَقَهُمْ آخَرُونَ عَلَى صِحَّةِ هَذِهِ الْآثَارِ , وَعَلَى تَوَاتُرِهَا , وَقَالُوا: وَقَعَ النَّهْيُ فِي ذَلِكَ إِلَى الْقَصْدِ إِلَى قَتْلِ النِّسَاءِ وَالْوِلْدَانِ , فَأَمَّا عَلَى طَلَبِ قَتْلِ غَيْرِهِمْ مِمَّنْ لَا يُوَصِّلُ إِلَى ذَلِكَ مِنْهُ إِلَّا بِتَلَفِ صِبْيَانِهِمْ وَنِسَائِهِمْ , فَلَا بَأْسَ بِذَلِكَ , وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِمَا
5180 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ قَالَ: ثنا الْفِرْيَابِيُّ قَالَ: ثنا سُفْيَانُ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ. قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى أَنَّهُ لَا يَجُوزُ قَتْلُ النِّسَاءِ وَالْوِلْدَانِ فِي دَارِ الْحَرْبِ عَلَى حَالٍ , وَأَنَّهُ لَا يَحِلُّ أَنْ يُقْصَدَ إِلَى قَتْلِ غَيْرِهِمْ , إِذَا كَانَ لَا يُؤْمِنُ فِي ذَلِكَ تَلَفُهُمْ , مِنْ ذَلِكَ أَنَّ أَهْلَ الْحَرْبِ إِذَا تَتَّرِسُوا بِصِبْيَانِهِمْ , فَكَانَ الْمُسْلِمُونَ لَا يَسْتَطِيعُونَ رَمْيَهُمْ إِلَّا بِإِصَابَةِ صِبْيَانِهِمْ , فَحَرَامٌ عَلَيْهِمْ رَمْيُهُمْ فِي قَوْلِ هَؤُلَاءِ وَكَذَلِكَ إِنْ تَحَصَّنُوا بِحِصْنٍ وَجَعَلُوا فِيهِ الْوِلْدَانَ , فَحَرَامٌ عَلَيْنَا رَمْيُ ذَلِكَ الْحِصْنِ عَلَيْهِمْ , إِذَا كُنَّا نَخَافُ مِنْ ذَلِكَ إِصَابَةَ صِبْيَانِهِمْ وَنِسَائِهِمْ وَاحْتَجُّوا بِالْآثَارِ الَّتِي رَوَيْنَاهَا فِي صَدْرِ هَذَا الْبَابِ وَوَافَقَهُمْ آخَرُونَ عَلَى صِحَّةِ هَذِهِ الْآثَارِ , وَعَلَى تَوَاتُرِهَا , وَقَالُوا: وَقَعَ النَّهْيُ فِي ذَلِكَ إِلَى الْقَصْدِ إِلَى قَتْلِ النِّسَاءِ وَالْوِلْدَانِ , فَأَمَّا عَلَى طَلَبِ قَتْلِ غَيْرِهِمْ مِمَّنْ لَا يُوَصِّلُ إِلَى ذَلِكَ مِنْهُ إِلَّا بِتَلَفِ صِبْيَانِهِمْ وَنِسَائِهِمْ , فَلَا بَأْسَ بِذَلِكَ , وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِمَا

তাহকীক:
তাহকীক চলমান