শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام
৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৪৬০৬
আন্তর্জাতিক নং: ৪৬০৮
৭. অনুচ্ছেদঃ যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে বলে যে, ‘কদরের রাতে তুমি তালাক’ তাহলে তালাক কখন প্রতিফলিত হবে?
৪৬০৬-০৮। মুহাম্মাদ ইব্ন হুমাইদ (রাহঃ) ও ফাহাদ ইব্ন সুলাইমান (রাহঃ) ….. আব্দুল্লাহ্ ইব্ন উমার (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্(ﷺ)-কে একবার লাইলাতুল কদর সম্বন্ধে প্রশ্ন করা হল, তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। রাসূলুল্লাহ্(ﷺ) বলেন, “সারা রমাদানেই লাইলাতুল কদর বিদ্যমান।”
এ হাদীস দ্বারা বুঝা যায় যে, সারা রমাদান মাসেই লাইলাতুল কদর বিদ্যমান। একদল আলিম বলেন, এটা একথার উপর দলীল যে, লাইলাতুল কদর কোন সময় মাসের প্রথম দিকে, কোন সময় মধ্যম দিকে এবং কোন সময় শেষের দিকে হয়ে থাকে। রাসূলুল্লাহ্(ﷺ)-এর বাণীর দ্বারা উপরােক্ত অর্থও হতে পারে আবার এরূপও হতে পারে যে, কিয়ামতের দিন পর্যন্ত প্রত্যেক রমাদান মাসে লাইলাতুল কদর বিদ্যমান থাকবে। তবে এ হাদীসের মূল হল মউকুফ অর্থাৎ সাহাবী থেকে বর্ণিত। আবু ইসহাক থেকে নির্ভরযােগ্য বর্ণনাকারীগণ এমনই বর্ণনা করেছেন।
ফাহাদ (রাহঃ) ….. আব্দুল্লাহ্ ইব্ন উমার (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা পেশ করেন। কিন্তু রাসূলুল্লাহ্(ﷺ) পর্যন্ত এর সনদ পৌঁছেনি।
ইবরাহীম ইব্ন মারযূক (রাহঃ), আবু ইসহাক আল-হামাদানী (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি তার নিজ সনদে অনুরূপ বর্ণনা পেশ করেন। আবুল আহওয়াস (রাহঃ) এ হাদীসটি আবু ইসহাক (রাহঃ) থেকে অন্য রকম শব্দে বর্ণনা পেশ করেন।
এ হাদীস দ্বারা বুঝা যায় যে, সারা রমাদান মাসেই লাইলাতুল কদর বিদ্যমান। একদল আলিম বলেন, এটা একথার উপর দলীল যে, লাইলাতুল কদর কোন সময় মাসের প্রথম দিকে, কোন সময় মধ্যম দিকে এবং কোন সময় শেষের দিকে হয়ে থাকে। রাসূলুল্লাহ্(ﷺ)-এর বাণীর দ্বারা উপরােক্ত অর্থও হতে পারে আবার এরূপও হতে পারে যে, কিয়ামতের দিন পর্যন্ত প্রত্যেক রমাদান মাসে লাইলাতুল কদর বিদ্যমান থাকবে। তবে এ হাদীসের মূল হল মউকুফ অর্থাৎ সাহাবী থেকে বর্ণিত। আবু ইসহাক থেকে নির্ভরযােগ্য বর্ণনাকারীগণ এমনই বর্ণনা করেছেন।
ফাহাদ (রাহঃ) ….. আব্দুল্লাহ্ ইব্ন উমার (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা পেশ করেন। কিন্তু রাসূলুল্লাহ্(ﷺ) পর্যন্ত এর সনদ পৌঁছেনি।
ইবরাহীম ইব্ন মারযূক (রাহঃ), আবু ইসহাক আল-হামাদানী (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি তার নিজ সনদে অনুরূপ বর্ণনা পেশ করেন। আবুল আহওয়াস (রাহঃ) এ হাদীসটি আবু ইসহাক (রাহঃ) থেকে অন্য রকম শব্দে বর্ণনা পেশ করেন।
بَابُ الرَّجُلِ يَقُولُ لِامْرَأَتِهِ أَنْتِ طَالِقٌ لَيْلَةَ الْقَدْرِ مَتَى يَقَعُ الطَّلَاقُ؟
4606 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ , وَفَهْدُ بْنُ سُلَيْمَانَ , قَالَا: ثنا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ , قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ أَبِي كَثِيرٍ , قَالَ: أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ , عَنْ أَبِي إِسْحَاقَ الْهَمْدَانِيِّ , عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ , عَنِ ابْنِ عُمَرَ , قَالَ: سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَسْمَعُ , عَنْ لَيْلَةِ الْقَدْرِ , فَقَالَ: «هِيَ فِي كُلِّ رَمَضَانَ» . فَفِي هَذَا الْحَدِيثِ أَنَّهَا فِي كُلِّ رَمَضَانَ فَقَالَ قَوْمٌ: هَذَا دَلِيلٌ عَلَى أَنَّهَا قَدْ تَكُونُ فِي أَوَّلِهِ , وَفِي وَسَطِهِ , كَمَا قَدْ تَكُونُ فِي آخِرِهِ. وَقَدْ يَحْتَمِلُ قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «فِي كُلِّ رَمَضَانَ» هَذَا الْمَعْنَى , وَيَحْتَمِلُ أَنَّهَا فِي كُلِّ رَمَضَانَ تَكُونُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ. مَعَ أَنَّ أَصْلَ هَذَا الْحَدِيثِ مَوْقُوفٌ , كَذَلِكَ رَوَاهُ الْأَثْبَاتُ. عَنْ أَبِي إِسْحَاقَ
4607 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ , قَالَ: ثنا حَسَنُ بْنُ صَالِحٍ , عَنْ أَبِي إِسْحَاقَ , عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ , عَنِ ابْنِ عُمَرَ , مِثْلَهُ , وَلَمْ يَرْفَعْهُ.
4608 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ أَبِي إِسْحَاقَ الْهَمْدَانِيِّ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ. وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ
عَنْ أَبُو الْأَحْوَصِ عَنْ أَبِي إِسْحَاقَ بِلَفْظٍ غَيْرِ هَذَا اللَّفْظِ
4607 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ , قَالَ: ثنا حَسَنُ بْنُ صَالِحٍ , عَنْ أَبِي إِسْحَاقَ , عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ , عَنِ ابْنِ عُمَرَ , مِثْلَهُ , وَلَمْ يَرْفَعْهُ.
4608 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ أَبِي إِسْحَاقَ الْهَمْدَانِيِّ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ. وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ
عَنْ أَبُو الْأَحْوَصِ عَنْ أَبِي إِسْحَاقَ بِلَفْظٍ غَيْرِ هَذَا اللَّفْظِ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪৬০৭
empty
৪৬০৭।
4607 -

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪৬০৮
empty
৪৬০৮।
4608 -

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪৬০৯
৭. অনুচ্ছেদঃ যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে বলে যে, ‘কদরের রাতে তুমি তালাক’ তাহলে তালাক কখন প্রতিফলিত হবে?
৪৬০৯। সালিহ ইব্ন আব্দুর রহমান (রাহঃ) ….. সায়ীদ ইব্ন জুবাইর (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, লাইলাতুল কদর সম্বন্ধে আমি হযরত আব্দুল্লাহ্ ইব্ন উমার (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম, তখন তিনি বললেন, ههِيَ فِي كُلِّ رَمَضَانَ অর্থাৎ লাইলাতুল কদর সারা রমাদান মাসেই বিদ্যমান।
হাদীসের ভাষা যদি উপরে যা বর্ণনা করা হয়েছে তা-ই হয়ে থাকে তাহলে প্রমাণিত হয় যে, হাদীসের অর্থ হবে রমাদান মাসের পুরাটায় লাইলাতুল কদর বিদ্যমান। তবে ইব্ন উমার (রাযিঃ)-এর মাধ্যমে রাসূলুল্লাহ্(ﷺ) থেকে এর বিপরীতও বর্ণনা করা হয়েছে।
হাদীসের ভাষা যদি উপরে যা বর্ণনা করা হয়েছে তা-ই হয়ে থাকে তাহলে প্রমাণিত হয় যে, হাদীসের অর্থ হবে রমাদান মাসের পুরাটায় লাইলাতুল কদর বিদ্যমান। তবে ইব্ন উমার (রাযিঃ)-এর মাধ্যমে রাসূলুল্লাহ্(ﷺ) থেকে এর বিপরীতও বর্ণনা করা হয়েছে।
4609 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَ: ثنا يُوسُفُ بْنُ عَدِيٍّ , قَالَ: ثنا أَبُو الْأَحْوَصِ , عَنْ أَبِي إِسْحَاقَ , عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ , قَالَ: سَأَلْتُ ابْنَ عُمَرَ عَنْ لَيْلَةِ الْقَدْرِ , فَقَالَ: «هِيَ فِي رَمَضَانَ كُلِّهِ» . فَإِنْ كَانَ هَذَا هُوَ لَفْظُ هَذَا الْحَدِيثِ , فَقَدْ ثَبَتَ بِهِ أَنَّ مَعْنَى قَوْلِهِ «هِيَ فِي كُلِّ رَمَضَانَ» يُرِيدُ أَنَّهَا فِي كُلِّ الشَّهْرِ. وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خِلَافُ ذَلِكَ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪৬১০
আন্তর্জাতিক নং: ৪৬১১
৭. অনুচ্ছেদঃ যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে বলে যে, ‘কদরের রাতে তুমি তালাক’ তাহলে তালাক কখন প্রতিফলিত হবে?
৪৬১০-১১। আব্দুর রহমান ইবনুল জারুদ (রাহঃ) ….. আব্দুল্লাহ্ ইব্ন উমার (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন রাসূলুল্লাহ্(ﷺ)-কে লাইলাতুল কদর সম্পর্কে জিজ্ঞেস করা হল, তখন তিনি বলেন, রমাদান মাসের শেষের সাত দিনে তােমরা লাইলাতুল কদর অনুসন্ধান করবে।
নসর ইব্ন মারযূক (রাহঃ) ….. আব্দুল্লাহ্ ইব্ন উমার (রাযিঃ) থেকে বর্ণনা করেন। তিনি রাসূলুল্লাহ্(ﷺ) থেকে অনুরূপ বর্ণনা পেশ করেন।
নসর ইব্ন মারযূক (রাহঃ) ….. আব্দুল্লাহ্ ইব্ন উমার (রাযিঃ) থেকে বর্ণনা করেন। তিনি রাসূলুল্লাহ্(ﷺ) থেকে অনুরূপ বর্ণনা পেশ করেন।
4610 - حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْجَارُودِ , قَالَ: ثنا سَعِيدُ بْنُ عُفَيْرٍ , قَالَ: حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلَالٍ , عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ , عَنِ ابْنِ عُمَرَ " أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ لَيْلَةِ الْقَدْرِ , فَقَالَ: «تَحَرَّوْهَا فِي السَّبْعِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ» . [ص:85]
4611 - حَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ , قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ , عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ , عَنِ ابْنِ عُمَرَ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
4611 - حَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ , قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ , عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ , عَنِ ابْنِ عُمَرَ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪৬১১
empty
৪৬১১।
4611 -

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪৬১২
আন্তর্জাতিক নং: ৪৬১৫
৭. অনুচ্ছেদঃ যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে বলে যে, ‘কদরের রাতে তুমি তালাক’ তাহলে তালাক কখন প্রতিফলিত হবে?
৪৬১২-১৫। ইবরাহীম ইব্ন মারযূক (রাহঃ) আব্দুল্লাহ্ ইবন উমার (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্(ﷺ) বলেছেন, “শেষের সাত দিনে তােমরা লাইলাতুল কদর অনুসন্ধান করবে।”
ইয়াযীদ ইব্ন সিনান (রাহঃ) ও ইব্ন আবু দাউদ (রাহঃ) ….. সালিম (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি রাসূলুল্লাহ্(ﷺ) হতে অনুরূপ বর্ণনা পেশ করেন।
ইয়াযীদ ইব্ন সিনান (রাহঃ) ….. নাফি' (রাহঃ)-এর মাধ্যমে আব্দুল্লাহ্ ইব্ন উমার (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি রাসূলুল্লাহ্(ﷺ) থেকে অনুরূপ বর্ণনা পেশ করেন। আব্দুল্লাহ্ ইব্ন উমার (রাযিঃ) ব্যতীত অন্যান্যদের মাধ্যমেও রাসূলুল্লাহ্(ﷺ) থেকে অনুরূপ বর্ণনা পেশ করা হয়েছে।
ইয়াযীদ ইব্ন সিনান (রাহঃ) ….. অন্য এক সনদে আব্দুল্লাহ্ ইব্ন উমার (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনিও রাসূলুল্লাহ্(ﷺ) থেকে অনুরূপ বর্ণনা পেশ করেন।
ইয়াযীদ ইব্ন সিনান (রাহঃ) ও ইব্ন আবু দাউদ (রাহঃ) ….. সালিম (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি রাসূলুল্লাহ্(ﷺ) হতে অনুরূপ বর্ণনা পেশ করেন।
ইয়াযীদ ইব্ন সিনান (রাহঃ) ….. নাফি' (রাহঃ)-এর মাধ্যমে আব্দুল্লাহ্ ইব্ন উমার (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি রাসূলুল্লাহ্(ﷺ) থেকে অনুরূপ বর্ণনা পেশ করেন। আব্দুল্লাহ্ ইব্ন উমার (রাযিঃ) ব্যতীত অন্যান্যদের মাধ্যমেও রাসূলুল্লাহ্(ﷺ) থেকে অনুরূপ বর্ণনা পেশ করা হয়েছে।
ইয়াযীদ ইব্ন সিনান (রাহঃ) ….. অন্য এক সনদে আব্দুল্লাহ্ ইব্ন উমার (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনিও রাসূলুল্লাহ্(ﷺ) থেকে অনুরূপ বর্ণনা পেশ করেন।
4612 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو عَاصِمٍ , عَنِ ابْنِ جُرَيْجٍ , قَالَ: أَخْبَرَنِي الزُّهْرِيُّ , عَنْ حَدِيثِ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ , عَنِ ابْنِ عُمَرَ , قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْتَمِسُوا لَيْلَةَ الْقَدْرِ فِي السَّبْعِ الْأَوَاخِرِ» .
4613 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ وَابْنُ أَبِي دَاوُدَ , قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ , قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ , قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ سَالِمٍ , عَنْ أَبِيهِ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ.
4614 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ , قَالَ: ثنا الْقَعْنَبِيُّ , قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكٍ , عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ , عَنِ ابْنِ عُمَرَ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ.
4615 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ , قَالَ: ثنا أَبُو صَالِحٍ , قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ. وَقَدْ رُوِيَ عَنْ غَيْرِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا أَيْضًا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلُ هَذَا
4613 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ وَابْنُ أَبِي دَاوُدَ , قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ , قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ , قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ سَالِمٍ , عَنْ أَبِيهِ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ.
4614 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ , قَالَ: ثنا الْقَعْنَبِيُّ , قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكٍ , عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ , عَنِ ابْنِ عُمَرَ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ.
4615 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ , قَالَ: ثنا أَبُو صَالِحٍ , قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ. وَقَدْ رُوِيَ عَنْ غَيْرِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا أَيْضًا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلُ هَذَا

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪৬১৩
empty
৪৬১৩।
4613 -

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪৬১৪
empty
৪৬১৪।
4614 -

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪৬১৫
empty
৪৬১৫।
4615 -

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪৬১৬
৭. অনুচ্ছেদঃ যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে বলে যে, ‘কদরের রাতে তুমি তালাক’ তাহলে তালাক কখন প্রতিফলিত হবে?
৪৬১৬। ইব্ন মারযূক (রাহঃ) ….. মালিক ইব্ন মিরসাদ (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি তার পিতা হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি আবু যর (রাযিঃ) কে প্রশ্ন করলাম, আপনি কি রাসূলুল্লাহ্(ﷺ)-কে লাইলাতুল কদর সম্পর্কে জিজ্ঞেস করেছেন? তিনি বললেন, ‘হ্যাঁ আমি লােকজনকে এ সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। ইকরামা (রাযিঃ) বললেন, আমি বিস্তারিত জিজ্ঞেস করেছি। আমি বললাম, হে আল্লাহর রাসূল(ﷺ)! আপনি লাইলাতুল কদর সম্পর্কে আমাকে সংবাদ দিন। এটা কি রমাদান মাসে, না অন্য মাসেও হয়ে থাকে? তিনি উত্তরে বললেন, “শুধু রমাদান মাসে।” আমি আরাে বললাম, এটা কি আম্বিয়ায়ে কিরাম যতদিন থাকেন ততদিনই থাকে, যখন তাদেরকে উঠিয়ে নেয়া হয় তখন লাইলাতুল কদরকেও উঠিয়ে নেয়া হয়? তিনি বললেন, না বরং কিয়ামতের দিন পর্যন্ত এটা জারী থাকবে। আমি বললাম, এটা রমাদানের কোন্ তারিখে হয়ে থাকে? তিনি বললেন, প্রথম দশ দিনে কিংবা শেষ দশ দিনে। অতঃপর রাসূলুল্লাহ্(ﷺ) আমাদের সাথে কথা বললেন এবং আমিও কথা বললাম। আমি বললাম, হে আল্লাহর (ﷺ)রাসূল! এ দুই দশ দিনের মধ্যে নির্দিষ্ট কোন দশ দিনে? রাসূলুল্লাহ্(ﷺ) বললেন, শেষ দশ দিনের মধ্যে লাইলাতুল কদরকে অনুসন্ধান করবে। আমাকে এরপর এ ব্যাপার আর প্রশ্ন করবেনা। অতঃপর রাসূলুল্লাহ্(ﷺ) কথা বললেন, আমিও কথা বললাম । আমি বললাম, হে আল্লাহর রাসূল(ﷺ)! আপনাকে আমি কসম দিয়ে বলছি, আমার জন্যে আপনি সংবাদ দিন কোন্ দশক দিনে লাইলাতুল কদর সংঘটিত হয়? রাসূলুল্লাহ আমার প্রতি অত্যন্ত রাগান্বিত হলেন, আগে বা পরে কখনও তিনি আর আমার প্রতি এত রাগান্বিত হননি। অতঃপর বললেন, নিশ্চয়ই আল্লাহ্ তা'আলা যদি ইচ্ছে করেন তাহলে তােমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে সংবাদ দেবেন। তােমরা শেষ সাত দিনে লাইলাতুল কদর অন্বেষণ করবে। এরপর আমাকে আর কোন কিছু সম্পর্কে জিজ্ঞেস করবেনা।
4616 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا يَعْقُوبُ بْنُ إِسْحَاقَ الْحَضْرَمِيُّ , قَالَ: ثنا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ , قَالَ: حَدَّثَنِي أَبُو زُمَيْلٍ , عَنْ مَالِكِ بْنِ مَرْثَدٍ , عَنْ أَبِيهِ , قَالَ: سَأَلْتُ أَبَا ذَرٍّ، فَقُلْتُ: أَسَأَلْتَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لَيْلَةِ الْقَدْرِ؟ قَالَ: نَعَمْ , كُنْتُ أَسْأَلَ النَّاسِ عَنْهَا. قَالَ عِكْرِمَةُ: يَعْنِي أَشْبَعَ سُؤَالًا. قُلْتُ: يَا رَسُولَ اللهِ , أَخْبِرْنِي عَنْ لَيْلَةِ الْقَدْرِ , أَفِي رَمَضَانَ هِيَ , أَوْ فِي غَيْرِهِ؟ قَالَ: «فِي رَمَضَانَ» قُلْتُ: وَتَكُونُ مَعَ الْأَنْبِيَاءِ مَا كَانُوا , فَإِذَا رُفِعُوا رُفِعَتْ؟ قَالَ: «بَلْ هِيَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ» . قُلْتُ: فِي أَيِّ رَمَضَانَ هِيَ؟ قَالَ: «فِي الْعَشْرِ الْأُوَلِ , أَوْ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ» . ثُمَّ حَدَّثَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحَدَّثْتُ , فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ , فِي أَيِّ الْعِشْرِينَ هِيَ؟ قَالَ: «الْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ , لَا تَسْأَلْنِي عَنْ شَيْءٍ بَعْدَهَا» . ثُمَّ حَدَّثَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحَدَّثَ فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ , أَقْسَمْتُ عَلَيْكَ بِحَقِّي عَلَيْكَ لَتُخْبِرَنِي فِي أَيِّ الْعَشْرِ هِيَ؟ فَغَضِبَ عَلَيَّ غَضَبًا لَمْ يَغْضَبْ عَلَيَّ قَبْلُ وَلَا بَعْدُ , ثُمَّ قَالَ: «إِنَّ اللهَ لَوْ شَاءَ لَأَطْلَعَكُمْ عَلَيْهَا , الْتَمِسُوهَا فِي السَّبْعِ الْأَوَاخِرِ , لَا تَسْأَلْنِي عَنْ شَيْءٍ بَعْدَهَا»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪৬১৭
৭. অনুচ্ছেদঃ যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে বলে যে, ‘কদরের রাতে তুমি তালাক’ তাহলে তালাক কখন প্রতিফলিত হবে?
৪৬১৭। রাবী' আল-মুয়াযিন (রাহঃ) ..... আবুয যুবাইর (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, জাবির (রাযিঃ) আমাকে সংবাদ দিয়েছেন যে, আব্দুল্লাহ্ ইব্ন উনাইস আল-আনসারী (রাযিঃ) একদিন রাসূলুল্লাহ্(ﷺ) লাইলাতুল কদর সম্পর্কে জিজ্ঞেস করেন, তখন রমাদান মাসের ২২ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ্(ﷺ) বলেন, মাসের বাকি সাত দিনের মধ্যে তােমরা লাইলাতুল কদর অন্বেষণ করবে।
4617 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ , قَالَ: ثنا أَسَدٌ , قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ , قَالَ: ثنا أَبُو الزُّبَيْرِ , قَالَ: أَخْبَرَنِي جَابِرٌ , أَنَّ عَبْدَ اللهِ بْنَ أُنَيْسٍ الْأَنْصَارِيَّ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لَيْلَةِ الْقَدْرِ , وَقَدْ خَلَتِ اثْنَتَانِ وَعِشْرُونَ لَيْلَةً , فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْتَمِسُوهَا فِي هَذِهِ السَّبْعِ الْأَوَاخِرِ الَّتِي يَبْقَيْنَ مِنَ الشَّهْرِ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪৬১৮
৭. অনুচ্ছেদঃ যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে বলে যে, ‘কদরের রাতে তুমি তালাক’ তাহলে তালাক কখন প্রতিফলিত হবে?
৪৬১৮। রাবী' আল-মুয়াযযিন (রাহঃ) ….. আব্দুল্লাহ্ ইব্ন উনাইস (রাযিঃ) হতে বর্ণনা করেন। তাকে একদিন লাইলাতুল কদর সম্পর্কে জিজ্ঞেস করা হল। তিনি তখন বললেন, আমি রাসূলুল্লাহ্(ﷺ)-কে বলতে শুনেছি, তিনি বলতেন, তােমরা লাইলাতুল কদরকে এমন একটি রাতে অন্বেষণ করবে, যা হচ্ছে ২৩ তারিখের রাত। অর্থাৎ ২২ তারিখ দিবাগত রাতে। এক ব্যক্তি তখন বললেন, তাহলে এটা হল আট দিনের মধ্যে আবর্তিত। রাসূলুল্লাহ্(ﷺ) বললেন, বরং এটা সাত দিনের মধ্যে আবর্তিত। কেননা মাস ত্রিশ দিনে পরিপূর্ণ না হয়ে হচ্ছে ২৯ দিনে।
এ হাদীস দ্বারা এটাও প্রমাণিত হয় যে, লাইলাতুল কদর শেষ সাত দিনের মধ্যে সংঘটিত হয়। আর এখানে উদ্দেশ্য হল ২৩ তারিখের পূর্ববর্তী রাত। কেননা এ মাসটি ছিল ২৯ শা মাস।
এ হাদীস দ্বারা এটাও প্রমাণিত হয় যে, লাইলাতুল কদর শেষ সাত দিনের মধ্যে সংঘটিত হয়। আর এখানে উদ্দেশ্য হল ২৩ তারিখের পূর্ববর্তী রাত। কেননা এ মাসটি ছিল ২৯ শা মাস।
4618 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ , قَالَ: ثنا شُعَيْبُ بْنُ اللَّيْثِ , قَالَ: ثنا اللَّيْثُ , عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ , عَنْ مُحَمَّدِ بْنِ [ص:86] إِسْحَاقَ , عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللهِ بْنِ حُبَيْبٍ , عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ بْنِ حُبَيْبٍ , عَنْ عَبْدِ اللهِ بْنِ أُنَيْسٍ أَنَّهُ سُئِلَ عَنْ لَيْلَةِ الْقَدْرِ , فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الْتَمِسُوهَا اللَّيْلَةَ» , وَتِلْكَ اللَّيْلَةُ لَيْلَةُ ثَلَاثٍ وَعِشْرِينَ , فَقَالَ رَجُلٌ: هَذَا إِذًا أُولَى ثَمَانٍ , فَقَالَ: «بَلْ أُولَى سَبْعٍ , فَإِنَّ الشَّهْرَ لَا يَتِمُّ» . فَقَدْ ثَبَتَ بِهَذَا الْحَدِيثِ أَيْضًا أَنَّهَا فِي السَّبْعِ الْأَوَاخِرِ , وَأَنَّهُ إِنَّمَا قَصَدَ لَيْلَةَ ثَلَاثٍ وَعِشْرِينَ , لِأَنَّ ذَلِكَ الشَّهْرَ كَانَ تِسْعًا وَعِشْرِينَ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪৬১৯
৭. অনুচ্ছেদঃ যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে বলে যে, ‘কদরের রাতে তুমি তালাক’ তাহলে তালাক কখন প্রতিফলিত হবে?
৪৬১৯। রাওহ ইব্ন আল-ফারাজ (রাহঃ) ..... আব্দুর রহমান (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, একদিন আমি আমার পিতার সাথে দরজায় উপবিষ্ট ছিলাম। আমাদের সামনে দিয়ে ইব্ন আব্দুল্লাহ ইব্ন উনাইস (রাহঃ) গমন করছিলেন, তখন আমার পিতা তাকে বললেন, “তােমার পিতাকেকি তুমি লাইলাতুল কদর সম্পর্কে রাসূলুল্লাহ্(ﷺ) হতে কিছু উল্লেখ করতে শুনেছ? তিনি বললেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, তিনি বলেন, একদিন আমি রাসূলুল্লাহ্(ﷺ) -এর দরবারে আগমন করলাম এবং বললাম, ইয়া রাসূলাল্লাহ্(ﷺ)! আমি গ্রামে বাসকারী একজন মানুষ। সুতরাং আপনি আমাকে এমন একটি রাতের আদেশ করুন যখন আমি মদীনায় আগমন করব। রাসূলুল্লাহ্(ﷺ) বলেন, ২৩ তারিখ রাতে তুমি আগমন কর ।
4619 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ , قَالَ: ثنا أَبُو زَيْدِ بْنُ أَبِي الْقَمَرِ , قَالَ: ثنا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , عَنْ أَبِيهِ , قَالَ: كُنْتُ جَالِسًا مَعَ أَبِي عَلَى الْبَابِ , إِذْ مَرَّ بِنَا ابْنُ عَبْدِ اللهِ بْنِ أُنَيْسٍ فَقَالَ أَبِي: مَا سَمِعْتَ مِنْ أَبِيكَ يَذْكُرُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي لَيْلَةِ الْقَدْرِ؟ فَقَالَ: سَمِعْتُ أَبِي يَقُولُ: " أَتَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ , إِنِّي رَجُلٌ يُنَازِعُنِي الْبَادِيَةُ , فَمُرْنِي بِلَيْلَةٍ آتِ فِيهَا الْمَدِينَةَ , فَقَالَ: «ائْتِ فِي لَيْلَةِ ثَلَاثٍ وَعِشْرِينَ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪৬২০
৭. অনুচ্ছেদঃ যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে বলে যে, ‘কদরের রাতে তুমি তালাক’ তাহলে তালাক কখন প্রতিফলিত হবে?
৪৬২০। ইব্ন আবু দাউদ (রাহঃ) ….. আব্দুল্লাহ্ ইব্ন আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণনা করেন। তিনি ছিলেন হযরত উমার (রাযিঃ)-এর যুগের এক ব্যক্তি। তিনি বলেন, একদিন আব্দুল্লাহ্ ইব্ন উনাইস (রাযিঃ) রামাদান মাসের শেষের দিকে জুহাইনাদের একটি মজলিসে আমাদের কাছে উপবিষ্ট ছিলেন, তখন আমি তাকে বললাম, “হে আবু ইয়াহইয়া! আপনি কি রাসূলুল্লাহ্(ﷺ) এর থেকে এ পবিত্র রাত সম্বন্ধে কিছু শুনেছেন? তিনি বলেন, হ্যাঁ, একদিন আমরা এ মাসের শেষের দিকে রাসূলুল্লাহ্(ﷺ)-এর সাথে এক মজলিসে উপস্থিত ছিলাম, আমরা রাসূলুল্লাহ্(ﷺ)-কে বললাম, ‘হে আল্লাহর নবী! এ পবিত্র রাতটি আমরা কখন অনুসন্ধান করব?’ রাসূলুল্লাহ্(ﷺ) বলেন, ‘এ রাতটি তােমরা ২৩ তারিখের সন্ধ্যায় অনুসন্ধান করবে।’ সম্প্রদায়ের এক লােক বললেন, ‘তাহলে এটা হলাে আট দিনের মধ্যে আবর্তিত।’ রাসূলুল্লাহ বলেন, “এটা আট দিনের মধ্যে আবর্তিত নয়, বরং এটা সাত দিনের মধ্যে আবর্তিত। এ মাস পরিপূর্ণ হবে না। অর্থাৎ এ চাঁদ ২৯ শা, ৩০ শা নয় ।”
4620 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا الْوَهْبِيُّ , قَالَ: ثنا ابْنُ إِسْحَاقَ , عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللهِ , عَنْ أَخِيهِ عَبْدِ اللهِ ابْنِ عَبْدِ اللهِ , وَكَانَ رَجُلٌ فِي زَمَنِ عُمَرَ , قَالَ: جَلَسَ إِلَيْنَا عَبْدُ اللهِ بْنُ أُنَيْسٍ فِي مَجْلِسِ جُهَيْنَةَ فِي آخِرِ رَمَضَانَ , فَقُلْتُ لَهُ: يَا أَبَا يَحْيَى , هَلْ سَمِعْتَ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذِهِ اللَّيْلَةِ الْمُبَارَكَةِ شَيْئًا؟ . فَقَالَ: نَعَمْ , جَلَسْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي آخِرِ هَذَا الشَّهْرِ فَقُلْنَا: يَا نَبِيَّ اللهِ , مَتَى نَلْتَمِسُ هَذِهِ اللَّيْلَةَ الْمُبَارَكَةَ؟ فَقَالَ: «الْتَمِسُوهَا هَذِهِ اللَّيْلَةَ» لِمَسَاءِ ثَلَاثٍ وَعِشْرِينَ. فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: فَهِيَ إِذًا أُولَى ثَمَانٍ , فَقَالَ: «إِنَّهَا لَيْسَتْ بِأُولَى ثَمَانٍ , وَلَكِنَّهَا أُولَى سَبْعٍ , مَا تُرِيدُ بِشَهْرٍ لَا يَتِمُّ؟»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪৬২১
৭. অনুচ্ছেদঃ যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে বলে যে, ‘কদরের রাতে তুমি তালাক’ তাহলে তালাক কখন প্রতিফলিত হবে?
৪৬২১। ফাহাদ (রাহঃ) ….. আব্দুল্লাহ্ ইব্নন উনাইস (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা ছিলাম গ্রামাঞ্চলের লােক, আমরা বললাম, যদি আমরা পরিবার-পরিজন নিয়ে শহরে আসি তাহলে এটা হবে আমাদের জন্য খুব অসুবিধাজনক, আর যদি তাদেরকে রেখে আসি তাহলে যে কোন দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং তারা সকলে আমাকে রাসূলুল্লাহ্(ﷺ) -এর কাছে প্রেরণ করলেন, আর আমি ছিলাম তাদের মধ্যে সবচেয়ে ছােট। রাসূলুল্লাহ্(ﷺ)-এর কাছে আমি বিষয়টি উল্লেখ করলাম, তখন তিনি আমাদের-কে ২৩ তারিখ রাতের কথা হুকুম দিলেন।
4621 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا ابْنُ أَبِي مَرْيَمَ , قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ , عَنِ ابْنِ الْهَادِ , عَنْ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ أَنَّهُ أَخْبَرَهُ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ , عَنْ " عَبْدِ اللهِ بْنِ أُنَيْسٍ , قَالَ: كُنَّا بِالْبَادِيَةِ فَقُلْنَا: إِنْ قَدِمْنَا بِأَهْلِنَا , شَقَّ ذَلِكَ عَلَيْنَا , وَإِنْ خَلَّفْنَاهُمْ أَصَابَهُمْ ضَيْعَةٌ فَبَعَثُونِي , وَكُنْتُ أَصْغَرَهُمْ , إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ , فَأَمَرَنَا بِلَيْلَةِ ثَلَاثٍ وَعِشْرِينَ "

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪৬২২
৭. অনুচ্ছেদঃ যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে বলে যে, ‘কদরের রাতে তুমি তালাক’ তাহলে তালাক কখন প্রতিফলিত হবে?
৪৬২২। ইব্ন আবু দাউদ (রাহঃ) ….. বুকাইর ইব্ন আল-আশাজ্জ (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি একদিন দামরা ইব্ন আব্দুল্লাহ ইব্ন উনাইস (রাহঃ) কে লাইলাতুল কদর সম্পর্কে জিজ্ঞেস করলাম, তিনি বললেন, আমি আমার পিতা থেকে শুনেছি, তিনি রাসূলুল্লাহ্(ﷺ) সম্পর্কে বর্ণনা করে বলেন যে, তিনি বলেছেন, ২৩ তারিখ রাতে লাইলাতুল কদরকে অনুসন্ধান কর।
4622 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ , قَالَ: حَدَّثَنِي ابْنُ لَهِيعَةَ , قَالَ: ثنا بُكَيْرُ بْنُ الْأَشَجِّ قَالَ: " سَأَلْتُ ضَمْرَةَ بْنَ عَبْدِ اللهِ بْنِ أُنَيْسٍ عَنْ لَيْلَةِ الْقَدْرِ , فَقَالَ: سَمِعْتُ أَبِي يُخْبِرُ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «تَحَرَّوْهَا لَيْلَةَ ثَلَاثٍ وَعِشْرِينَ» . فَكَانَ يَنْزِلُ كَذَلِكَ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪৬২৩
৭. অনুচ্ছেদঃ যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে বলে যে, ‘কদরের রাতে তুমি তালাক’ তাহলে তালাক কখন প্রতিফলিত হবে?
৪৬২৩। ফাহাদ (রাহঃ) ….. আব্দুল্লাহ ইব্ন উনাইস (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্(ﷺ) বলেছেন,“আমি আমার নিজেকে দেখলাম লাইলাতুল কদরে কাদামাটির মধ্যে সিজদা করছি।” বর্ণনাকারী বলেন, এক রাত আমাদের এখানে খুব বৃষ্টি হল, পরদিন ভােরে রাসূলুল্লাহ্(ﷺ) ফজরের সালাত আমাদেরকে নিয়ে আদায় করেন, তখন আমি তাকে কাদামাটির মধ্যে সিজদা করতে দেখেছি। আর এটা ছিল ২৩ তারিখের রাত।
এ অনুচ্ছেদে আব্দুল্লাহ ইব্ন উমার (রাযিঃ) ও আবু যর (রাযিঃ) হতে আমরা যা বর্ণনা করেছি তা হলাে রামাদান মাসের শেষ সাত দিনে লাইলাতুল কদর অনুসন্ধান করা। সুতরাং এ সাত দিনের মধ্যেই লাইলাতুল কদর সংঘটিত হওয়া সম্ভব, সম্পূর্ণ মাসে নয়। আবার এ সাত দিনে হওয়া সম্ভব কিংবা এ সাত দিন ছাড়া মাসের অন্যান্য দিনেও লাইলাতুল কদর সংঘটিত হওয়া সম্ভব। তবে অধিকাংশ সময় ঐ সাত দিনের মধ্যে সংঘটিত হয়। এজন্য রাসূলুল্লাহ্(ﷺ) তাদেরকে এ সাতদিনের মধ্যে লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্যে হুকুম দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইব্ন উমার (রাযিঃ) হতে এটাও বর্ণনা করা হয়েছে যে, রাসূলুল্লাহ্(ﷺ) সাহাবীদেরকে এ মাসের শেষের দশ দিনে লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্যে হুকুম দিয়ছেন।
এ অনুচ্ছেদে আব্দুল্লাহ ইব্ন উমার (রাযিঃ) ও আবু যর (রাযিঃ) হতে আমরা যা বর্ণনা করেছি তা হলাে রামাদান মাসের শেষ সাত দিনে লাইলাতুল কদর অনুসন্ধান করা। সুতরাং এ সাত দিনের মধ্যেই লাইলাতুল কদর সংঘটিত হওয়া সম্ভব, সম্পূর্ণ মাসে নয়। আবার এ সাত দিনে হওয়া সম্ভব কিংবা এ সাত দিন ছাড়া মাসের অন্যান্য দিনেও লাইলাতুল কদর সংঘটিত হওয়া সম্ভব। তবে অধিকাংশ সময় ঐ সাত দিনের মধ্যে সংঘটিত হয়। এজন্য রাসূলুল্লাহ্(ﷺ) তাদেরকে এ সাতদিনের মধ্যে লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্যে হুকুম দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইব্ন উমার (রাযিঃ) হতে এটাও বর্ণনা করা হয়েছে যে, রাসূলুল্লাহ্(ﷺ) সাহাবীদেরকে এ মাসের শেষের দশ দিনে লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্যে হুকুম দিয়ছেন।
4623 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا يَحْيَى الْحِمَّانِيُّ , قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ , عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ , عَنْ سَالِمِ بْنِ أَبِي النَّضْرِ , عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ أُنَيْسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «رَأَيْتُنِي فِي لَيْلَةِ الْقَدْرِ كَأَنِّي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ» فَأَصَابَتْنَا لَيْلَةُ مَطَرٍ , فَصَلَّى بِنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصُّبْحَ فَرَأَيْتُهُ يَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ , فَإِذَا هِيَ لَيْلَةُ ثَلَاثٍ وَعِشْرِينَ ". فَأَمَّا مَا رَوَيْنَاهُ فِي هَذَا الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ , وَأَبِي ذَرٍّ رَضِيَ اللهُ عَنْهُمَا , فَإِنَّ فِيهِ الْأَمْرَ بِتَحَرِّيهَا فِي السَّبْعِ الْأَوَاخِرِ مِنْ شَهْرِ رَمَضَانَ فَقَدْ يُحْتَمَلُ أَنْ تَكُونَ فِي تِلْكَ السَّبْعِ دُونَ سَائِرِ الشَّهْرِ , وَيُحْتَمَلُ أَنْ تَكُونَ فِي تِلْكَ السَّبْعِ , وَأَنْ تَكُونَ فِي غَيْرِهَا مِنَ الشَّهْرِ إِلَّا أَنَّهَا أَكْثَرُ مَا تَكُونُ فِي تِلْكَ السَّبْعِ , فَأَمَرَهُمْ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي التَّحَرِّي فِيهَا كَذَلِكَ. وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا أَيْضًا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , أَنَّهُ أَمَرَهُمْ أَنْ يَتَحَرَّوْهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنَ الشَّهْرِ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪৬২৪
৭. অনুচ্ছেদঃ যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে বলে যে, ‘কদরের রাতে তুমি তালাক’ তাহলে তালাক কখন প্রতিফলিত হবে?
৪৬২৪। ইবরাহীম ইব্ন মারযূক (রাহঃ) ..... আব্দুল্লাহ্ ইব্ন উমার (রাযিঃ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, “রাসূলুল্লাহ্(ﷺ) বলেছেন, রামাদান মাসের শেষ দশ দিনের মধ্যে তােমরা লাইলাতুল কদর অনুসন্ধান কর।”
4624 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو حُذَيْفَةَ , قَالَ: ثنا سُفْيَانُ , عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ , عَنِ ابْنِ عُمَرَ , قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْتَمِسُوا لَيْلَةَ الْقَدْرِ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ شَهْرِ رَمَضَانَ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪৬২৫
৭. অনুচ্ছেদঃ যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে বলে যে, ‘কদরের রাতে তুমি তালাক’ তাহলে তালাক কখন প্রতিফলিত হবে?
৪৬২৫। ইউনুস (রাহঃ) ….. সালিম (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি তার পিতা থেকে বর্ণনা করেন। তার পিতা বলেন, একব্যক্তি স্বপ্নে লাইলাতুল কদর প্রত্যক্ষ করেন, এটা যেন শেষ দশ দিনের ২৭ শা তারিখে কিংবা ২৯ শা তারিখে। তখন রাসূলুল্লাহ্(ﷺ) বলেন, “তােমাদের স্বপ্নটা আমাকে দেখানাে হয়েছে। আমিও একইরূপ দেখেছি। সুতরাং তােমরা শেষ দশ দিনের বেজোড় রাতে লাইলাতুল কদর অনুসন্ধান কর।”
এখানে আব্দুল্লাহ্ ইব্ন উমার (রাযিঃ) হতে বর্ণিত হাদীসে দেখা যায় যে, রাসূলুল্লাহ্(ﷺ) শেষ দশ দিনের মধ্যে লাইলাতুল কদরকে অনুসন্ধান করার জন্যে আদেশ করেছেন, অনুরূপভাবে পূর্বে আব্দুল্লাহ্ ইব্ন উমার (রাযিঃ) হতে আমাদের বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ্(ﷺ) শেষ সাত দিনের মধ্যেও লাইলাতুল কদর অনুসন্ধানের হুকুমের বিপরীত নয়। কেননা সারা মাসে অনুসন্ধান না করে শুধু সাত দিনের মধ্যে অনুসন্ধান করার হুকুমটি আবু যর (রাযিঃ) বর্ণিত দশ দিনের মধ্যে অনুসন্ধান করার হুকুমের পরে অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে। তাই মাসের অন্যান্য তারিখে অনুসন্ধান না করে উক্ত সাতদিনের মধ্যেই অনুসন্ধান করতে হবে। আর এখানে সম্ভাব্য তারিখে অনুসন্ধানের কথা বলা হয়েছে, প্রকৃত তারিখের কথা বলা হয়নি।
এখন আমরা গবেষণা করে দেখব, আব্দুল্লাহ্ ইব্ন উমার (রাযিঃ) হতে এ ধরনের কোন বর্ণনা পাওয়া যায় কিনা, যা রাসূলুল্লাহ্(ﷺ) হতে বর্ণনা করা হয়েছে। এ প্রসঙ্গে নীচের বর্ণনাটি প্রণিধানযােগ্যঃ
এখানে আব্দুল্লাহ্ ইব্ন উমার (রাযিঃ) হতে বর্ণিত হাদীসে দেখা যায় যে, রাসূলুল্লাহ্(ﷺ) শেষ দশ দিনের মধ্যে লাইলাতুল কদরকে অনুসন্ধান করার জন্যে আদেশ করেছেন, অনুরূপভাবে পূর্বে আব্দুল্লাহ্ ইব্ন উমার (রাযিঃ) হতে আমাদের বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ্(ﷺ) শেষ সাত দিনের মধ্যেও লাইলাতুল কদর অনুসন্ধানের হুকুমের বিপরীত নয়। কেননা সারা মাসে অনুসন্ধান না করে শুধু সাত দিনের মধ্যে অনুসন্ধান করার হুকুমটি আবু যর (রাযিঃ) বর্ণিত দশ দিনের মধ্যে অনুসন্ধান করার হুকুমের পরে অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে। তাই মাসের অন্যান্য তারিখে অনুসন্ধান না করে উক্ত সাতদিনের মধ্যেই অনুসন্ধান করতে হবে। আর এখানে সম্ভাব্য তারিখে অনুসন্ধানের কথা বলা হয়েছে, প্রকৃত তারিখের কথা বলা হয়নি।
এখন আমরা গবেষণা করে দেখব, আব্দুল্লাহ্ ইব্ন উমার (রাযিঃ) হতে এ ধরনের কোন বর্ণনা পাওয়া যায় কিনা, যা রাসূলুল্লাহ্(ﷺ) হতে বর্ণনা করা হয়েছে। এ প্রসঙ্গে নীচের বর্ণনাটি প্রণিধানযােগ্যঃ
4625 - حَدَّثَنَا يُونُسُ , قَالَ: ثنا سُفْيَانُ , عَنِ الزُّهْرِيِّ , عَنْ سَالِمٍ , عَنْ أَبِيهِ قَالَ: " رَأَى رَجُلٌ لَيْلَةَ الْقَدْرِ فِي النَّوْمِ , كَأَنَّهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ , فِي سَبْعٍ وَعِشْرِينَ , أَوْ تِسْعٍ وَعِشْرِينَ , فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي أَرَى رُؤْيَاكُمْ قَدْ تَوَاطَأَتْ» بِالْهَمْزِ: أَيِ: اتَّفَقَتْ , «فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ , فِي الْوِتْرِ» . فَقَدْ أَمَرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فِيمَا رَوَى عَنْهُ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا فِي هَذَا الْحَدِيثِ أَنْ تُتَحَرَّى فِي الْعَشْرِ الْأَوَاخِرِ , كَمَا أَمَرَ فِيمَا قَدْ رَوَيْنَا عَنْهُ قَبْلَ هَذَا مِنْ حَدِيثِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا أَيْضًا أَنْ يَتَحَرَّوْا فِي السَّبْعِ الْأَوَاخِرِ فَلَمْ يَكُنْ مَا رُوِيَ عَنْهُ مِنْ أَمْرِهِ إِيَّاهُمْ بِالْتِمَاسِهَا فِي السَّبْعِ الْأَوَاخِرِ , مَا يَنْفِي أَنْ يَكُونَ تُلْتَمَسُ أَيْضًا فِيمَا قَبْلَهُ مِنَ الْعَشْرِ الْأَوَاخِرِ فَلَمْ يَدُلَّنَا مَا رُوِيَ عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّهَا فِي السَّبْعِ الْأَوَاخِرِ دُونَ سَائِرِ الشَّهْرِ , إِلَّا أَنَّهُ قَدْ يَجُوزُ أَنْ تَكُونَ السَّبْعُ الْأَوَاخِرُ , أُمِرَ بِالْتِمَاسِهَا فِيهَا , بَعْدَمَا أُمِرَ بِالْتِمَاسِهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ , عَلَى مَا فِي حَدِيثِ أَبِي ذَرٍّ , فَتَكُونُ فِي السَّبْعِ الْأَوَاخِرِ تُتَحَرَّى دُونَ مَا سِوَاهَا مِنَ الشَّهْرِ , وَذَلِكَ تَحَرٍّ لَا حَقِيقَةَ مَعَهُ. فَأَرَدْنَا أَنْ نَعْلَمَ , هَلْ رُوِيَ عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مَا يَدُلُّ عَلَى ذَلِكَ؟

তাহকীক:
তাহকীক চলমান