শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام

২. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২০ টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৭৯৪
৩৪-আসরের পর দু’রাক’আতে
১৭৯৪। ইব্ন মারযূক (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এমন কোন দিন আমার নিকট অবস্থানরত ছিলেন না,যাতে আসরের পর দু’রাক’আত সালাত আদায় করেননি।
بَابُ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ
1794 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ , عَنْ شُعْبَةَ , عَنْ أَبِي إِسْحَاقَ , عَنِ الْأَسْوَدِ وَمَسْرُوقٍ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ: «مَا كَانَ الْيَوْمُ الَّذِي يَكُونُ عِنْدِي فِيهِ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا صَلَّى رَكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৭৯৫
আন্তর্জাতিক নং: ১৭৯৬
আসরের পর দু’রাক’আতে
১৭৯৫-১৭৯৬। আহমদ ইব্ন দাউদ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ দু’রকা’আত (সালাত) প্রকাশ্যে এবং গোপনে রাসূলুল্লাহ (ﷺ) ছাড়েন নি। দু’রাক’আত ফজরের (সালাতের) পূর্বে এবং দু’রাক’আত আসরের পরে।

ইবন আবী দাউদ (রাহঃ) ......... শায়বানী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ বর্ণনা করেছেন।
1795 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: ثنا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، قَالَ: ثنا الشَّيْبَانِيُّ، قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْأَسْوَدِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: «رَكْعَتَانِ لَمْ يَكُنْ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَعُهُمَا سِرًّا وَلَا عَلَانِيَةً , رَكْعَتَانِ قَبْلَ الصُّبْحِ , وَرَكْعَتَانِ بَعْدَ الْعَصْرِ»

1796 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ، قَالَ: ثنا حَفْصٌ، عَنِ الشَّيْبَانِيِّ، ثُمَّ ذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৭৯৭
আসরের পর দু’রাক’আতে
১৭৯৭। আবু বাকরা (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আসরের পর দু’রাক’আত (সালাত) ছাড়তেন না।
1797 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا هِلَالُ بْنُ يَحْيَى، قَالَ: ثنا أَبُو عَوَانَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا , قَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَدَعُ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৭৯৮
আসরের পর দু’রাক’আতে
১৭৯৮। ইব্ন আবী দাউদ (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আল্লাহর শপথ, আমার নিকট রাসূলুল্লাহ (ﷺ) আসরের পর দু’রাক’আত (সালাত) কখনো ছাড়েননি।
1798 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا الْمُقَدَّمِيُّ، قَالَ: ثنا عَبَّادُ بْنُ عَبَّادٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: «وَاللهِ مَا تَرَكَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّكْعَتَيْنِ عِنْدِي بَعْدَ الْعَصْرِ قَطُّ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৭৯৯
আন্তর্জাতিক নং: ১৮০১
আসরের পর দু’রাক’আতে
১৭৯৯-১৮০১। আহমদ ইব্ন দাউদ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখনই আসরের পর কখনই আমার গৃহে আসতেন তখন অবশ্যই তিনি দু’রাক’আত (সালাত) আদায় করে নিতেন।

ইবন আবী দাউদ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।

ইব্ন আবী দাউদ (রাহঃ) ......... উম্মে মুসা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি আয়িশা (রাযিঃ) এর নিকট এসে আসরের পর দু’রাক’আত (সালাত) সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তিনি তাঁর থেকেও অনুরূপ বর্ণনা করেছেন।
1799 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ أَبِي عُمَرَ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: «مَا دَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْتِي قَطُّ بَعْدَ الْعَصْرِ إِلَّا صَلَّى رَكْعَتَيْنِ»

1800 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ، قَالَ: ثنا ابْنُ أَبِي الرِّجَالِ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا نَحْوَهُ

1801 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا الْحَوْضِيُّ، قَالَ: ثنا أَبُو عَوَانَةَ، عَنْ مُغِيرَةَ، عَنْ أُمِّ مُوسَى، قَالَتْ: أَتَيْتُ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا فَسَأَلْتُهَا عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ فَذَكَرَتْ عَنْهَا مِثْلَ ذَلِكَ أَيْضًا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৮০২
আসরের পর দু’রাক’আতে
১৮০২। আবু বাকরা (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আসরের সালাত আদায় করতেন, তারপর তিনি এর পরের দু’রাক’আত সালাত আদায় করতেন।
1802 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ: ثنا إِسْرَائِيلُ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي صَلَاةَ الْعَصْرِ ثُمَّ يُصَلِّي بَعْدَهَا رَكْعَتَيْنِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৮০৩
আসরের পর দু’রাক’আতে
১৮০৩। আবু বাকরা (রাহঃ) ......... সায়িব নামক ব্যক্তি যায়দ ইব্ন খালিদ জুহানী (রাযিঃ) থেকে রিওয়ায়াত করেছেন যে, তিনি তাঁকে আসরের পর দু’রাক’আত (সালাত) আদায় করতে দেখেছেন। আর তিনি বলেছেনঃ যখন থেকে আমি রাসূলুল্লাহ (ﷺ) কে এ দু’রাক’আত (সালাত) আদায় করতে দেখেছি তখন থেকে আমি এ দু’রাক’আত ছাড়িনি।
আবু জা’ফর (তাহাবী র) বলেন ঃ একদল আলিম এ মত গ্রহণ করেছেন এবং তাঁরা বলেছেনঃ আসরের পর কেউ দু’রাক’আত সালাত আদায় করাতে কোন দোষ নেই। উক্ত দু’রাক’আত তাঁদের নিকট সুন্নত। এ বিষয়ে তাঁরা (উল্লিখিত) হাদীসসমূহ দ্বারা দলীল পেশ করেন। পক্ষান্তরে এ বিষয়ে অধিকাংশ আলিমগণ তাদের বিরোধিতা করেছেন এবং উক্ত দু’রাক’আতকে মাকরূহ বলেছেন।
তাঁরা এ বিষয়ে নিম্মোক্ত হাদীসসমূহ দ্বারা দলীল পেশ করে থাকেন
1803 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو عَاصِمٍ، قَالَ: ثنا ابْنُ جُرَيْجٍ، قَالَ: سَمِعْتُ أَبَا سَعْدٍ الْأَعْمَى، يُحَدِّثُ , عَنْ رَجُلٍ، يُقَالُ لَهُ السَّائِبُ مَوْلَى الْقَارِئِينَ , عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ أَنَّهُ رَآهُ رَكَعَ بَعْدَ الْعَصْرِ رَكْعَتَيْنِ وَقَالَ: «لَا أَدَعُهُمَا بَعْدَمَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذَا وَقَالُوا: لَا بَأْسَ بِأَنْ يُصَلِّيَ الرَّجُلُ بَعْدَ الْعَصْرِ رَكْعَتَيْنِ وَهُمَا مِنَ السُّنَّةِ عِنْدَهُمْ. وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذَا الْحَدِيثِ. فَخَالَفَهُمْ أَكْثَرُ الْعُلَمَاءِ فِي ذَلِكَ وَكَرِهُوهُمَا. وَاحْتَجُّوا فِي ذَلِكَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৮০৪
আসরের পর দু’রাক’আতে
১৮০৪। আলী ইব্ন মা’বাদ (রাহঃ) .... উবাইদুল্লাহ ইব্ন আব্দুল্লাহ্ ইব্ন উত্বা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, মুআ’বিয়া (রাযিঃ) উম্মে সালামা (রাযিঃ) এর নিকট লোক পাঠিয়ে সেই দু’রাক’আত সম্পর্কে জিজ্ঞাসা করেছেন যে, দু’রাক’আত রাসূলুল্লাহ (ﷺ) আসরের পর আদায় করতেন। উম্মে সালামা (রাযিঃ) বলেন হ্যাঁ, রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট আসরের পর দু’রাক’আত আদায় করেছেন। আমি বললাম,আপনি কি আমাকে এ দু’রাক’আতের অনুমতি দিবেন? তিনি বললেন না, বরং আমি এ দু’রাক’আত যুহরের পরে আদায় করতাম। এ দু’রাক’আত (যুহরের পর) ব্যস্ততার কারণে আদায় করতে পারিনি তাই এখন তা আদায় করছি।
1804 - بِمَا حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ , قَالَ: ثنا عُبَيْدِ اللهِ بْنُ مُوسَى الْعَبْسِيُّ , قَالَ: أنا طَلْحَةُ بْنُ يَحْيَى , عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ: أَنَّ مُعَاوِيَةَ أَرْسَلَ إِلَى أُمِّ سَلَمَةَ يَسْأَلُهَا عَنِ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ رَكَعَهُمَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ الْعَصْرِ , فَقَالَتْ: " نَعَمْ صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدِي رَكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ , فَقُلْتُ: أُمِرْتَ بِهِمَا؟ قَالَ: لَا , وَلَكِنِّي كُنْتُ أُصَلِّيهِمَا بَعْدَ الظُّهْرِ فَشُغِلْتَ عَنْهُمَا فَصَلَّيْتُهُمَا الْآنَ "
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৮০৫
আসরের পর দু’রাক’আতে
১৮০৫। আহমদ ইব্ন দাউদ (রাহঃ) ..... আবু সালামা ইব্ন আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, মুআ’বিয়া ইব্ন আবু সুফইয়ান (রাযিঃ) মিম্বরে উঠার পর কাসির ইবন সাল্ত (রাহঃ)-কে বললেন, আয়িশা (রাযিঃ) এর নিকট গিয়ে তাঁকে আসরের পর রাসূলুল্লাহ (ﷺ) এর দু’রাক’আত সম্পর্কে জিজ্ঞাসা কর। আবু সালামা বলেন, আমি তাঁর সাথে উঠলাম। আর ইব্ন আব্বাস (রাযিঃ) আব্দুল্লাহ ইব্ন হারিস (রাহঃ)-কে বললেন, তুমি তাঁর সাথে যাও। আমিরা তাঁর (আয়িশা রা) নিকট গিয়ে তাঁকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন (এ বিষয়ে) আমি জ্ঞাত নই। তোমরা উম্মে সালমা (রাযিঃ) কে জিজ্ঞাসা কর। আমরা তাঁকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আসরের পর আমার নিকট আসলেন এবং দু’রাক’আত সালাত আদায় করলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি তো এ দু’রাক’আত সালাত আদায় করতেন না! তিনি বললেন ঃ আমার নিকট বনু তামীম গোত্রের প্রতিনিধি দল এসেছে অথবা বললেন, আমার নিকট সাদাকার উট এসেছে । তাঁরা আমাকে দু’রাক’আত থেকে বিরত রেখেছে, যা আমি যুহরের পর আদায় করতাম।সেই দু’রাক’আত এখন (আসরের পর) আদায় করছি।
1805 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ أَبِي عُمَرَ , قَالَ: ثنا سُفْيَانُ , عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي لَبِيدٍ , عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ , قَالَ وَهُوَ عَلَى الْمِنْبَرِ لِكَثِيرِ بْنِ الصَّلْتِ: اذْهَبْ إِلَى عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا فَاسْأَلْهَا عَنْ رَكْعَتَيِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ الْعَصْرِ , قَالَ أَبُو سَلَمَةَ: فَقُمْتُ مَعَهُ , وَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا لِعَبْدِ اللهِ بْنِ الْحَارِثِ: اذْهَبْ مَعَهُ , فَجِئْنَاهَا فَسَأَلْنَاهَا فَقَالَتْ: " لَا أَدْرِي سَلُوا أُمَّ سَلَمَةَ فَسَأَلْنَاهَا فَقَالَتْ: دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ بَعْدَ الْعَصْرِ فَصَلَّى رَكْعَتَيْنِ , فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ مَا كُنْتَ تُصَلِّي هَاتَيْنِ الرَّكْعَتَيْنِ؟ فَقَالَ: «قَدِمَ عَلَيَّ وَفْدٌ مِنْ بَنِي تَمِيمٍ أَوْ جَاءَتْنِي صَدَقَةٌ فَشَغَلُونِي عَنْ رَكْعَتَيْنِ كُنْتُ أُصَلِّيهِمَا بَعْدَ الظُّهْرِ وَهُمَا هَاتَانِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৮০৬
আসরের পর দু’রাক’আতে
১৮০৬। হাজ্জাজ ইব্ন ইমরান ইব্ন ফয্ল আল-বসরী (রাহঃ) ......... আব্দুর রহমান ইব্ন আবু সুফয়ান (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, মুআ’বিয়া (রাযিঃ) আয়িশা (রাযিঃ) এর নিকট লোক পাঠালেন যেন ঐ ব্যক্তি যেন তাকে আসরের পর দু’রাক’আত সম্পর্কে জিজ্ঞাসা করে। তিনি বললেন ঃ আমার নিকট উক্ত দু’রাক’আত (সালাত) আদায় করেননি,বরং উম্মে সালামা (রাযিঃ) আমার নিকট বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) তার নিকট উক্ত দু’রাক’আত (সালাত) আদায় করেছেন। তারপর তিনি উম্মে সালামা (রাযিঃ) এর নিকট লোক পাঠালেন। তিনি বললেন, উক্ত দু’রাক’আত (সালাত) রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট আদায় করেছেন, আমি তাঁকে এর পূর্বে এবং পরে কখনো উক্ত দু’রাক’আত (সালাত) আদায় করতে দেখিনি। আমি বললাম,হে আল্লাহর রাসূল এ দুরাক’আত (সালাত) কিসের,যা আপনাকে দেখলাম আসরের পর আদায় করেছেন, যা আপনি এর পূর্বে এবং পরে কখনো পড়েননি। তিনি বললেন ঃ এ হচ্ছে ,যুহরের পরের দু’রাক’আত (সুন্নত) যা আমি পড়তাম। আজকে আমার নিকট সাদাকার উট এসেছে, এর ব্যস্ততার কারণে উক্ত দু’রাক’আত (সুন্নত) আমি ভুলে গিয়েছি এবং আসরের সালাত আদায় করে ফেলেছি। তারপর সেই দু’রাক’আতের কথা আমার স্বরণ হয়েছে। মসজিদে লোকদের সম্মুখে তা আদায় করা ঠিক মনে করলাম না, এজন্যে তা তোমার নিকট আদায় করছি।
1806 - حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ عِمْرَانَ بْنِ الْفَضْلِ الْبَصْرِيُّ، قَالَ: ثنا يُوسُفُ بْنُ مُوسَى الْقَطَّانُ، قَالَ: ثنا أَبُو أُسَامَةَ، قَالَ: ثنا الْوَلِيدُ بْنُ كَثِيرٍ قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَطَاءٍ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سُفْيَانَ: أَنَّ مُعَاوِيَةَ، أَرْسَلَ إِلَى عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا يَسْأَلُهَا عَنِ السَّجْدَتَيْنِ بَعْدَ الْعَصْرِ , فَقَالَتْ: لَيْسَ عِنْدِي صَلَّاهُمَا وَلَكِنَّ أُمَّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا حَدَّثَتْنِي أَنَّهُ صَلَّاهُمَا عِنْدَهَا فَأَرْسَلَ إِلَى أُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا فَقَالَتْ: " صَلَّاهُمَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدِي لَمْ أَرَهُ صَلَّاهُمَا قَبْلُ وَلَا بَعْدُ , فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ مَا سَجْدَتَانِ رَأَيْتُكَ صَلَّيْتَهُمَا بَعْدَ الْعَصْرِ مَا صَلَّيْتَهُمَا قَبْلُ وَلَا بَعْدُ؟ فَقَالَ: «هُمَا سَجْدَتَانِ كُنْتُ أُصَلِّيهِمَا بَعْدَ الظُّهْرِ فَقَدِمَ عَلَيَّ قَلَائِصُ مِنَ الصَّدَقَةِ فَنَسِيتُهُمَا حَتَّى صَلَّيْتُ الْعَصْرَ , ثُمَّ ذَكَرْتُهُمَا , فَكَرِهْتُ أَنْ أُصَلِّيَهُمَا فِي الْمَسْجِدِ وَالنَّاسُ يَرَوْنِي فَصَلَّيْتُهُمَا عِنْدَكِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৮০৭
আসরের পর দু’রাক’আতে
১৮০৭। আব্দুল্লাহ্ ইব্ন মুহাম্মাদ (রাহঃ) ..... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর গৃহে আসরের পর দু’রাক’আত (সালাত) আদায় করেছেন। আমি বল্লাম ,হে আল্লাহর রাসূল এ দু’রাক’আত কিসের ? তিনি বললেন ঃ আমি এ দু’রাক’আত যুহরের পর পড়তাম। (আজকে) আমার নিকট সম্পদ এসেছে এবং আমাকে তা বিরত রেখেছে। আর এখন আমি উক্ত দু’রাক’আত পড়ছি।
1807 - حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ خُشَيْشٍ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنِ الْأَزْرَقِ بْنِ قَيْسٍ، عَنْ ذَكْوَانَ، عَنْ عَائِشَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، رَضِيَ اللهُ عَنْهُمْ " أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي بَيْتِهَا رَكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ , فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ مَا هَاتَانِ الرَّكْعَتَانِ؟ فَقَالَ: «كُنْتُ أُصَلِّيهِمَا بَعْدَ الظُّهْرِ فَجَاءَنِي مَالٌ فَشَغَلَنِي فَصَلَّيْتُهُمَا الْآنَ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৮০৮
আসরের পর দু’রাক’আতে
১৮০৮। আলী ইব্ন আব্দুর রহমান (রাহঃ) .... বুকায়র (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রাযিঃ) এর আযাদকৃত গোলাম- কুরায়ব (রাহঃ) তাঁকে হাদীস বর্ণনা করেছেন যে, ইব্ন আব্বাস (রাযিঃ) আব্দুর রহমান ইব্ন আযহার (রাযিঃ) ও মিসও’যার ইব্ন মাখরামা (রাযিঃ) সকলে তাঁকে আয়িশা (রাযিঃ) এর নিকট প্রেরণ করেন। আর তাঁরা তাঁকে বলেছেন যে আমাদের সকলের পক্ষ থেকে তাঁকে সালাম বলবে এবং তাঁকে আসরের পর দু’রাক’আত (সালাত) সম্পর্কে জিজ্ঞাসা করবে। তুমি আরো বলবে যে আমরা সংবাদ প্রাপ্ত হয়েছি যে, আপনি নাকি উক্ত দু’রাক’আত পড়ছেন। অথচ আমাদের নিকট এ মর্মে রিওয়ায়াত পৌঁছেছে যে, রাসূলুল্লাহ (ﷺ) উক্ত দু’রাক’আত থেকে নিষেধ করেছেন। ইব্ন আব্বাস (রাযিঃ) বলেছেনঃ আমি উমর (রাযিঃ) এর সাথে লোকদেরকে উক্ত দু’রাক’আত পড়ার কারণে প্রহার করতাম। কুরায়ব (রাহঃ) বলেন ঃ আমি আয়িশা (রাযিঃ) এর নিকট গেলাম এবং আমাকে তাঁরা যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন তা তাঁর নিকট ব্যক্ত করলাম। তিনি বললেন উম্মে সালামা (রাযিঃ) কে এ বিষয়ে জিজ্ঞাসা কর। আমি তাঁদের নিকট ফিরে গিয়ে তাঁর উক্তি সম্পর্কে তাঁদের কে সংবাদ দিলাম। তারপর তাঁরা সেই প্রশ্নসহ আমাকে যে প্রশ্ন সহকারে আয়িশা (রাযিঃ) এর নিকট প্রেরণ করেছিলেন উম্মে সালামা (রাযিঃ) এর নিকট পুনরায় প্রেরণ করলেন। উম্মে সালামা (রাযিঃ) বললেন আমি রাসূলুল্লাহ (ﷺ) কে উক্ত দু’রাক’আত থেকে নিষেধ করতে শুনেছি। তারপর তাঁকে উক্ত দু’রাক’আত পড়তে দেখেছি। তিনি যে উক্ত দু’রাক’আত পড়েছেন তা ছিলো এভাবে যে, তিনি আসরের সালাত আদায় করার পর আমার গৃহে প্রবেশ করেন। তখন আমার নিকট আনসার বনু হারাম গোত্রের কিছু সংখ্যক মহিলা উপস্থিত ছিলো । তিনি উক্ত দু’রাক’আত সালাত আদায় করলেন। এদিকে আমি তাঁর নিকট দাসীকে এ বলে পাঠালাম যে তুমি তাঁর পার্শ্বে গিয়ে দাঁড়াবে এবং বলবে যে হে আল্লাহর রাসূল (ﷺ) আপনাকে উম্মে সালামা (রাযিঃ) বলছেন, আমি কি আপনাকে উক্ত দু’রাক’আত থেকে নিষেধ করতে শুনিনি? অথচ আপনাকে তা পড়তে দেখছি। যদি তিনি স্বীয় হাতে ইংগিত করেন তাহলে তুমি তাঁর নিকট থেকে চলে আসবে। দাসী তা-ই করল। তিনি (রাসূলুল্লাহ (ﷺ)) হাতে ইংগিত করলে সে চলে আসে। রাসূলুল্লাহ (ﷺ) সালাত শেষে বললেন ঃ হে আবু উমাইয়া’র কন্যা তুমি আমাকে আসর পরবর্তী দু’রাক’আত সম্পর্কে জিজ্ঞাসা করেছ,(এর বিবরণ শুন) আমার নিকট আব্দুল কায়স গোত্রের লোকেরা ইসলাম গ্রহণ উপলক্ষে উপস্থিত হয়েছে,(তাদের সাথে ব্যস্ত থাকার কারণে) তাঁরা আমাকে যুহরের পরবতী দু’রাক’আত থেকে বিরত রেখেছে। অতএব সেই দু’রাক’আত হচ্ছে এটি।
বস্তুত এ সমস্ত হাদীসে অথবা এর কতেকে বর্ণিত হয়েছে যে, আয়িশা (রাযিঃ) থেকে প্রথম পরিচ্ছেদে বর্ণিত হাদীসে যখন তাঁকে প্রশ্ন করা হয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) আসরের পর তাঁর গৃহে আসলেই দু’রাক’আত (সালাত) আদায় করতেন এটিকে তিনি উম্মে সালামা (রাযিঃ) এর সাথে সংশ্লিষ্ট করেছেন। এতে প্রথম পরিচ্ছেদে আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত সমস্ত হাদীসের খন্ডন হয়ে যায়। আর উম্মে সালামা (রাযিঃ)-কে যখন এ বিষয়ে প্রশ্ন করা হয় তখন তিনি সংবাদ দিয়েছেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে উক্ত দু’রকা’আত থেকে নিষেধ করতে শুনেছেন। এরই উপর ইব্ন আব্বাস (রাযিঃ) মিসওয়ার ইব্ন মাখরামা (রাযিঃ) ও আব্দুর রহমান ইব্ন আযহার (রাযিঃ) তাঁর সাথে ঐকমত্য পোষণ করেছেন। অবশ্যই তাঁরা তা (তাঁদের নিকট পৌঁছেছে) রূপে উল্লেখ করেছেন,’শুনেছেন‘ বলে উল্লেখ করেননি। এ বিষয়ে তাঁদের একদল সাহাবী ঐকমত্য পোষণ করেছেন যারা রাসূলুল্লাহ (ﷺ) থেকে তা বর্ণনা করেছেন।
এ বিষয়ে বর্ণিত কিছু হাদীস নিম্মরূপ ঃ
1808 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ بُكَيْرٍ، أَنَّ كُرَيْبًا، مَوْلَى ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا حَدَّثَهُ: أَنَّ ابْنَ عَبَّاسٍ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ أَزْهَرَ وَالْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ أَرْسَلُوهُ إِلَى عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , فَقَالُوا: أَقْرِئْهَا السَّلَامَ مِنَّا جَمِيعًا وَسَلْهَا عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ وَقُلْ إِنَّا أُخْبِرْنَا أَنَّكِ تُصَلِّينَهُمَا وَقَدْ بَلَغَنَا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْهُمَا. قَالَ ابْنُ عَبَّاسِ رَضِيَ اللهُ عَنْهُمَا: وَكُنْتُ أَضْرِبُ النَّاسَ مَعَ عُمَرَ عَلَيْهِمَا , قَالَ كُرَيْبٌ فَدَخَلْتُ عَلَيْهَا فَبَلَّغْتُهَا مَا أَرْسَلُونِي بِهِ , فَقَالَتْ: سَلْ أُمَّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا فَخَرَجْتُ إِلَيْهِمْ فَأَخْبَرْتُهُمْ بِقَوْلِهَا فَرَدُّونِي إِلَى أُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا بِمِثْلِ مَا أَرْسَلُونِي بِهِ إِلَى عَائِشَةَ فَقَالَتْ أُمُّ سَلَمَةِ رَضِيَ اللهُ عَنْهَا: " سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنْهُمَا , ثُمَّ رَأَيْتُهُ صَلَّاهُمَا , أَمَّا حِينَ صَلَّاهُمَا فَإِنَّهُ صَلَّى الْعَصْرَ ثُمَّ دَخَلَ عَلَيَّ وَعِنْدِي نِسْوَةٌ مِنْ بَنِي حَرَامٍ مِنَ الْأَنْصَارِ فَصَلَّاهُمَا فَأَرْسَلْتُ إِلَيْهِ الْجَارِيَةَ فَقُلْتُ: قُومِي إِلَى جَنْبِهِ فَقُولِي تَقُولُ لَكَ أُمُّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا: يَا رَسُولَ اللهِ لِمَ أَسْمَعُكَ تَنْهَى عَنْ هَاتَيْنِ الرَّكْعَتَيْنِ وَأَرَاكَ تُصَلِّيهِمَا؟ فَإِنْ أَشَارَ بِيَدِهِ فَاسْتَأْخِرِي عَنْهُ فَفَعَلَتِ الْجَارِيَةُ فَأَشَارَ بِيَدِهِ فَاسْتَأْخَرَتْ عَنْهُ فَلَمَّا انْصَرَفَ قَالَ: «يَا بِنْتَ أَبِي أُمَيَّةَ سَأَلْتِ عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ , وَإِنَّهُ أَتَانِي أُنَاسٌ مِنْ عَبْدِ الْقَيْسِ بِالْإِسْلَامِ مِنْ قَوْمٍ فَشَغَلُونِي عَنِ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ بَعْدَ الظُّهْرِ فَهُمَا هَاتَانِ» فَفِي هَذِهِ الْآثَارِ أَوْ فِي بَعْضِهَا أَنَّ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا لَمَّا سُئِلَتْ عَمَّا حُكِيَ عَنْهَا مِمَّا ذَكَرْنَا فِي الْفَصْلِ الْأَوَّلِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ يَأْتِيهَا فِي بَيْتِهَا بَعْدَ الْعَصْرِ إِلَّا صَلَّى رَكْعَتَيْنِ أَضَافَتْ ذَلِكَ إِلَى أُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا فَانْتَفَتْ بِذَلِكَ الْآثَارُ الْأُوَلُ كُلُّهَا الْمَرْوِيَّةُ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا فَلَمَّا سُئِلَتْ عَنْ ذَلِكَ أُمُّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَخْبَرَتْ أَنَّهَا قَدْ كَانَتْ سَمِعَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنْهُمَا. وَوَافَقَهَا عَلَى ذَلِكَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ وَالْمِسْوَرُ بْنُ مَخْرَمَةَ , وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ الْأَزْهَرِ إِلَّا أَنَّهُمْ ذَكَرُوا ذَلِكَ بَلَاغًا وَلَمْ يَذْكُرُوهُ سَمَاعًا. وَوَافَقَهُمْ عَلَى ذَلِكَ جَمَاعَةٌ حَكَوْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمِمَّا رُوِيَ فِي ذَلِكَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৮০৯
আসরের পর দু’রাক’আতে
১৮০৯। মুহাম্মাদ ইব্ন আযীয আল-আয়লী (রাহঃ) .... হারাম ইব্ন দারাজ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে,আলী (রাযিঃ) মক্কার পথে আসরের পর দু’রাক’আত (সালাত) আদায় করেছেন। এতে উমর (রাযিঃ) তাঁকে ডাকলেন এবং তাঁর উপর অত্যন্ত রাগান্বিত হলেন। আর তিনি বললেন, আল্লাহর কসম অবশ্যই আপনি জ্ঞাত আছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে উক্ত দু’রাক’আত থেকে নিষেধ করতেন।
1809 - مَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَزِيزٍ الْأَيْلِيُّ , قَالَ: ثنا سَلَامَةُ بْنُ رَوْحٍ , عَنْ عُقَيْلٍ , قَالَ: حَدَّثَنِي ابْنُ شِهَابٍ , قَالَ: أَخْبَرَنِي حِزَامُ بْنُ دَرَّاجٍ أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ سَبَّحَ بَعْدَ الْعَصْرِ رَكْعَتَيْنِ , بِطَرِيقِ مَكَّةَ , فَدَعَاهُ عُمَرُ فَتَغَيَّظَ عَلَيْهِ وَقَالَ: «وَاللهِ لَقَدْ عَلِمْتَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَنْهَانَا عَنْهُمَا»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৮১০
আন্তর্জাতিক নং: ১৮১২
আসরের পর দু’রাক’আতে
১৮১০-১৮১২। আব্দুল আযীয ইব্ন মুআ’বিয়া (রাহঃ) ..... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে. তিনি বলেছেন আমার নিকট এরূপ কিছু বিশ্বস্ত ব্যক্তিরা সাক্ষ্য দিয়েছেন এবং তাঁদের মধ্যে সর্বাপেক্ষা আস্থাভাজন ব্যক্তি হচ্ছেন আমার নিকট উমর (রাযিঃ)। রাসূলুল্লাহ (ﷺ) ফজরের পর সূর্য উদয় হওয়া পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সালাত থেকে নিষেধ করেছেন।

সালিহ ইবন আব্দুর রহমান (রাহঃ) .... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমাকে রাসূলুল্লাহ (ﷺ) এর একাধিক সাহাবী হাদীস বর্ণনা করেছেন। তারপর অনুরূপ উল্লেখ করেছেন।

মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ) ..... কাতাদা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ রিওয়ায়াত করেছেন।
1810 - حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُعَاوِيَةَ بْنِ عَبْدِ اللهِ الْعَتَّابِيُّ، قَالَ: ثنا يَحْيَى بْنُ حَمَّادٍ، قَالَ: ثنا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا , قَالَ: «شَهِدَ عِنْدِي رِجَالٌ مَرْضِيُّونَ وَأَرْضَاهُمْ عِنْدِي عُمَرُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الصَّلَاةِ بَعْدَ الْفَجْرِ , حَتَّى تَطْلُعَ الشَّمْسُ , وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ»

1811 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: ثنا هُشَيْمٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا , قَالَ: ثنا غَيْرُ وَاحِدٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ ذَكَرَ مِثْلَهُ

1812 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: ثنا أَبَانُ، عَنْ قَتَادَةَ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৮১৩
আন্তর্জাতিক নং: ১৮১৪
আসরের পর দু’রাক’আতে
১৮১৩-১৮১৪। ইসমাঈল ইব্ন ইসহাক আল-কূফী (রাহঃ) ও ইব্ন মারযূক (রাহঃ) ..... আলী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) ফজর এবং আসর ব্যতীত প্রত্যেক (ফরয) সালাতের পরে দু’রাক’আত সালাত আদায় করতেন।
1813 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ الْكُوفِيُّ، قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ، ح.

1814 - وَحَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ، قَالَا: ثنا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، عَنْ عَلِيٍّ، رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ رَكْعَتَيْنِ إِلَّا الْفَجْرَ وَالْعَصْرَ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৮১৫
আসরের পর দু’রাক’আতে
১৮১৫। ফাহাদ (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) ফজরের পর সূর্য উঠা পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সালাত থেকে নিষেধ করেছেন।
1815 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ أَبِي كَثِيرٍ الْأَنْصَارِيُّ، عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ صَلَاةٍ بَعْدَ الصُّبْحِ , حَتَّى تَطْلُعَ الشَّمْسُ , وَعَنْ صَلَاةٍ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১৮১৬
আসরের পর দু’রাক’আতে
১৮১৬। ইব্ন আবু দাউদ (রাযিঃ) .... মিসদা আবু ইয়াহয়া (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমাকে আয়িশা (রাযিঃ) হাদীস বর্ণনা করেছেন এ অবস্থায় যে, আমার এবং তাঁর মাঝখানে পর্দা ছিল। রাসূলুল্লাহ (ﷺ) আসর এবং ফজর ব্যতীত প্রত্যেক (ফরয) সালাতের পরে দু’রাক’আত সালাত আদায় করতেন, এ দু’সময়ে তিনি দু’রাক’আতকে পূর্বে আদায় করে নিতেন।
1816 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا الْمُقَدَّمِيُّ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ دِينَارٍ، قَالَ: ثنا سَعْدُ بْنُ أَوْسٍ، قَالَ: حَدَّثَنِي مِصْدَعٌ أَبُو يَحْيَى، قَالَ: حَدَّثَتْنِي عَائِشَةُ، رَضِيَ اللهُ عَنْهَا وَبَيْنِي وَبَيْنَهَا سِتْرٌ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ يُصَلِّي صَلَاةً إِلَّا تَبِعَهَا رَكْعَتَيْنِ غَيْرَ الْعَصْرِ وَالْغَدَاةِ , فَإِنَّهُ كَانَ يَجْعَلُ الرَّكْعَتَيْنِ قَبْلَهُمَا»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৮১৭
আসরের পর দু’রাক’আতে
১৮১৭। ইব্ন মারযূক (রাহঃ) ......... মু’আয ইব্ন আফরা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি আসরের পর অথবা ফজরের সালাতের পর তাওয়াফ করলেন কিন্তু কোন সালাত পড়তেন না। এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন ঃ রাসূলুল্লাহ (ﷺ) ফজরের পর সূর্য উঠা পর্যন্ত এবং আসরের সালাতের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সালাত থেকে নিষেধ করেছেন।
1817 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبٌ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ سَعْدٍ، عَنْ نَصْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مُعَاذِ ابْنِ عَفْرَاءَ أَنَّهُ طَافَ بَعْدَ الْعَصْرِ أَوْ بَعْدَ صَلَاةِ الصُّبْحِ فَلَمْ يُصَلِّ , فَسُئِلَ عَنْ ذَلِكَ , فَقَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَلَاةٍ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ , وَعَنْ صَلَاةٍ بَعْدَ الْعَصْرِ , حَتَّى تَغْرُبَ الشَّمْسُ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১৮১৮
আন্তর্জাতিক নং: ১৮২১
আসরের পর দু’রাক’আতে
১৮১৮-১৮২১। আবু বাকরা (রাহঃ) .....আবু সাঈদ (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে রিওয়ায়াত করেছেন যে,তিনি তা থেকে নিষেধ করেছেণ যেমনিভাবে এ বিষয়টি মু’আয ইব্ন আফরা (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে রিওয়ায়াত করেছেন।

ইব্ন খুযায়মা (রাহঃ) .... আবু সাঈদ (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।

ইব্ন মারযূক (রাহঃ) ......... আবু সাঈদ (রাযিঃ) এর বরাতে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেণ।

ফাহাদ (রাহঃ) ......... আবু সাঈদ খুদরী (রাযিঃ) এর বরাতে রাসূলুল্লাহ (ﷺ) অনুরূপ রিওয়ায়াত করেছেন।
1818 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، قَالَ: ثنا أَبُو بَكْرٍ النَّهْشَلِيُّ، عَنْ عَطِيَّةَ الْعَوْفِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ نَهَى عَنْ ذَلِكَ كَمَا ذَكَرَهُ مُعَاذُ ابْنُ عَفْرَاءَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

1819 - حَدَّثَنَا ابْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا حَجَّاجٌ , قَالَ: ثنا حَمَّادٌ عَنْ قَتَادَةَ عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

1820 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

1821 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا يَحْيَى بْنُ صَالِحٍ، قَالَ: ثنا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، قَالَ: ثنا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৮২২
আসরের পর দু’রাক’আতে
১৮২২। আহমদ ইব্ন আব্দুল্লাহ ইব্ন আব্দুর রহমান আল-বাকরী (রাহঃ) ......... ইব্ন উমর (রাযিঃ) এর বরাতে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
1822 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْبَرْقِيُّ، قَالَ: ثنا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ زُهَيْرِ بْنِ مُحَمَّدٍ، قَالَ: أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান