শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৮১৫
আসরের পর দু’রাক’আতে
১৮১৫। ফাহাদ (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) ফজরের পর সূর্য উঠা পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সালাত থেকে নিষেধ করেছেন।
1815 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ أَبِي كَثِيرٍ الْأَنْصَارِيُّ، عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ صَلَاةٍ بَعْدَ الصُّبْحِ , حَتَّى تَطْلُعَ الشَّمْسُ , وَعَنْ صَلَاةٍ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ»

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, সুবহে সাদেকের পরে সূর্য উদয় হওয়া পর্যন্ত আর কোন নফল নামায পড়া যাবে না। অনুরূপভাবে আসরের নামাযের পরে সূর্য কিরণহীন হওয়ার পূর্ব পর্যন্ত আর কোন নফল নামায পড়া যাবে না। আর সূর্য কিরণহীন হয়ে পড়লে ঐ দিনের আসর ব্যতীত সব ধরণের নামায পড়াই নিষিদ্ধ। তবে সুবহে সাদেকের পরে সূর্য উদিত হওয়ার পূর্ব পর্যন্ত এবং আসরের পরে সূর্য কিরণহীন হওয়ার পূর্ব পর্যন্ত কাযা নামায আদায়ের সুযোগ রয়েছে। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৩৭৫)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৮১৫ | মুসলিম বাংলা