শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৮১৬
আসরের পর দু’রাক’আতে
১৮১৬। ইব্ন আবু দাউদ (রাযিঃ) .... মিসদা আবু ইয়াহয়া (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমাকে আয়িশা (রাযিঃ) হাদীস বর্ণনা করেছেন এ অবস্থায় যে, আমার এবং তাঁর মাঝখানে পর্দা ছিল। রাসূলুল্লাহ (ﷺ) আসর এবং ফজর ব্যতীত প্রত্যেক (ফরয) সালাতের পরে দু’রাক’আত সালাত আদায় করতেন, এ দু’সময়ে তিনি দু’রাক’আতকে পূর্বে আদায় করে নিতেন।
1816 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا الْمُقَدَّمِيُّ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ دِينَارٍ، قَالَ: ثنا سَعْدُ بْنُ أَوْسٍ، قَالَ: حَدَّثَنِي مِصْدَعٌ أَبُو يَحْيَى، قَالَ: حَدَّثَتْنِي عَائِشَةُ، رَضِيَ اللهُ عَنْهَا وَبَيْنِي وَبَيْنَهَا سِتْرٌ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ يُصَلِّي صَلَاةً إِلَّا تَبِعَهَا رَكْعَتَيْنِ غَيْرَ الْعَصْرِ وَالْغَدَاةِ , فَإِنَّهُ كَانَ يَجْعَلُ الرَّكْعَتَيْنِ قَبْلَهُمَا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৮১৬ | মুসলিম বাংলা