শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام

২. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২০ টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১২৫৩
আন্তর্জাতিক নং: ১২৫৫
১৭-মাগরিবের সালাতে কিরাআত
১২৫৩-১২৫৫। ইউনুস (রাহঃ) ও ইয়াযীদ ইবন সিনান (রাহঃ) জুবায়র ইবন মুতইম (রাহঃ) তাঁর পিতা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে মাগরিবের সালাতে সূরা ‘তূর' তিলাওয়াত করতে শুনেছি।

ইসমাঈল ইবন ইয়াহইয়া মুযানী (রাহঃ) ….. ইবন শিহাব (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
بَابُ الْقِرَاءَةِ فِي صَلَاةِ الْمَغْرِبِ
1253 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، ح

1254 - وَحَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ، قَالَ: ثنا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، قَالَ: ثنا مَالِكٌ، قَالَ: أَخْبَرَنِي الزُّهْرِيُّ، عَنِ ابْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ: «سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِالطُّورِ»

1255 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ يَحْيَى الْمُزَنِيُّ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ، قَالَ: أنا مَالِكٌ، وَسُفْيَانُ , عَنِ ابْنِ شِهَابٍ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১২৫৬
মাগরিবের সালাতে কিরাআত
১২৫৬। ইবন মারযূক (রাহঃ) ….. জুবায়র ইবন মুতইম (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি একবার বদর যুদ্ধের সময় নবী (ﷺ) -এর খিদমতে এলেন। তিনি বলেন, আমি তাঁর কাছে পৌঁছালাম তো তিনি মাগরিবের সালাত আদায় করছিলেন। তিনি সূরা 'তূর' তিলাওয়াত করেন। আমি যখন (তাঁর থেকে) কুরআনের তিলাওয়াত শুনেছি তখন যেন আমার অন্তর ফেটে গেল। আর এটা তাঁর ইসলাম গ্রহণের পূর্বের ঘটনা।
1256 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ سَعِيدِ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنِي بَعْضُ إِخْوَتِي , عَنْ أَبِيهِ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ " أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَدْرٍ , قَالَ: فَانْتَهَيْتُ إِلَيْهِ , وَهُوَ يُصَلِّي الْمَغْرِبَ , فَقَرَأَ بِالطُّورِ فَكَأَنَّمَا صُدِعَ قَلْبِي , حِينَ سَمِعْتُ الْقُرْآنَ , وَذَلِكَ قَبْلَ أَنْ يُسْلِمَ "
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১২৫৭
আন্তর্জাতিক নং: ১২৫৮
মাগরিবের সালাতে কিরাআত
১২৫৭-১২৫৮। ইউনুস (রাহঃ) ...... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি সূরা وَالْمُرْسَلَاتِ عُرْفًا তিলাওয়াত করছিলাম তখন তা উম্মুল ফযল বিনত হারিস (রাযিঃ) শুনেছেন। বললেন, প্রিয় বৎস! তোমার এই সূরা তিলাওয়াতে আমাকে স্মরণ করিয়ে দিয়েছে যে, এটাই সেই শেষ সূরা, যা আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে মাগরিবের সালাতে তিলাওয়াত করতে শুনেছি।

ইবন মারযূক (রাযিঃ) …… যুহরী (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
1257 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا، حَدَّثَهُ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّهُ قَالَ: إِنَّ أُمَّ الْفَضْلِ بِنْتَ الْحَارِثِ سَمِعَتْهُ , وَهُوَ يَقْرَأُ وَالْمُرْسَلَاتِ عُرْفًا فَقَالَتْ: «يَا بُنَيَّ , لَقَدْ ذَكَّرَتْنِي قِرَاءَتُكَ هَذِهِ السُّورَةَ أَنَّهَا لَآخِرُ مَا سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ بِهَا فِي صَلَاةِ الْمَغْرِبِ»

1258 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عُثْمَانُ بْنُ عُمَرَ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১২৫৯
আন্তর্জাতিক নং: ১২৬০
মাগরিবের সালাতে কিরাআত
১২৫৯-১২৬০। রবী 'ইবন সুলায়মান আল-জীযী (রাহঃ) ….. উরওয়া ইবন যুবায়র (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমাকে যায়দ ইব্‌ন সাবিত (রাযিঃ) বলেছেন; তিনি মারওয়ান ইবন হাকামকে বলেছেন, হে আবু আবু আব্দিল মালিক! তুমি মাগরিবের সালাতে সূরা قُلْ هُوَ اللهُ أَحَدٌ এবং অপর ছোট কোন সূরা কি কারণে তিলাওয়াত কর? যায়দ (রাযিঃ) বললেন, আল্লাহর কসম! আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে মাগরিবের সালাতে অত্যন্ত দীর্ঘতর সূরা অর্থাৎ المص তিলাওয়াত করতে শুনেছি।

রাওহ ইবনুল ফারাজ (রাহঃ) ….. আবুল আসওয়াদ (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
1259 - حَدَّثَنَا رَبِيعُ بْنُ سُلَيْمَانَ الْجِيزِيُّ، قَالَ: ثنا أَبُو زُرْعَةَ، قَالَ: أنا حَيْوَةُ، قَالَ: أنا أَبُو الْأَسْوَدِ، أَنَّهُ سَمِعَ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، يَقُولُ: أَخْبَرَنِي زَيْدُ بْنُ ثَابِتٍ أَنَّهُ قَالَ لِمَرْوَانَ بْنِ الْحَكَمِ: يَا أَبَا عَبْدِ الْمَلِكِ , مَا يَحْمِلُكَ أَنْ تَقْرَأَ، فِي صَلَاةِ الْمَغْرِبِ بِ قُلْ هُوَ اللهُ أَحَدٌ وَسُورَةٌ أُخْرَى صَغِيرَةٌ قَالَ زَيْدٌ: «فَوَاللهِ لَقَدْ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي صَلَاةِ الْمَغْرِبِ بِأَطْوَلِ الطُّوَلِ وَهِيَ المص»

1260 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الْأَسْوَدِ، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১২৬১
মাগরিবের সালাতে কিরাআত
১২৬১। মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ) হিশাম (রাহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, মারওয়ান মাগরিবের সালাতে সূরা 'ইয়াসীন' তিলাওয়াত করতেন। হিশামের সন্দেহ রয়েছে যে, যায়দ ইবন সাবিত (রাযিঃ) বা আবু যায়দ আনসারী (রাযিঃ) মারওয়ানকে বললেন, তুমি মাগরিবের সালাত সংক্ষিপ্ত কর কেন? অথচ রাসূলুল্লাহ্ তাতে দীর্ঘতম সূরার অন্যতম 'আ'রাফ' তিলাওয়াত করতেন।
1261 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَ: ثنا حَمَّادٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، أَنَّ مَرْوَانَ، كَانَ يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِسُورَةِ يس قَالَ عُرْوَةُ: قَالَ زَيْدُ بْنُ ثَابِتٍ أَوْ أَبُو زَيْدٍ الْأَنْصَارِيُّ:، شَكَّ هِشَامٌ، لِمَرْوَانَ وَقَالَ: «لِمَ تُقَصِّرْ صَلَاةَ الْمَغْرِبِ؟» وَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِيهَا بِأَطْوَلِ الطُّولَيَيْنِ الْأَعْرَافِ "
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১২৬২
মাগরিবের সালাতে কিরাআত
১২৬২। ফাহাদ (রাহঃ) উম্মুল ফযল বিনতে হারিস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর গৃহে আমাদেরকে নিয়ে এক কাপড়ের দুই প্রান্ত বিপরীত কাঁধে রেখে তাতে আবৃত হয়ে মাগরিবের সালাত আদায় করলেন। তিনি সূরা 'আল-মুরসালাত' তিলাওয়াত করেন। এরপরে তাঁর ওফাত পর্যন্ত তিনি কোন সালাত আদায় করেননি।

পর্যালোচনা
একদল আলিম এই সমস্ত হাদীসের মর্ম গ্রহণ করেছেন এবং এগুলোর অনুসরণ করেছেন। পক্ষান্তরে অপরাপর আলিমগণ তাঁদের বিরোধিতা করে বলেছেন, মাগরিবের সালাতে কিসার মুফাস্সাল' (সূরা লাময়াকুন থেকে শেষ পর্যন্ত) ব্যতীত তিলাওয়াত করা সমীচীন নয়। আর তাঁরা বলেছেন, “তিনি সূরা তুর তিলাওয়াত করেছেন” তাঁর এই উক্তির দ্বারা উদ্দেশ্য হচ্ছে, সূরার কিছু তিনি তিলাওয়াত করেছেন। আর আভিধানিকভাবে এরূপ ব্যবহার বৈধ। যেমন যখন কোন ব্যক্তি কুরআন থেকে কিছু অংশ তিলাওয়াত করে তখন বলা হয়, “অমুক (ব্যক্তি) কুরআন তিলাওয়াত করছে”। আবার “তিনি সূরা তূর তিলাওয়াত করেছেন” এর দ্বারা এ সম্ভাবনাও রয়েছে যে তিনি পূরা সূরা তূর তিলাওয়াত করেছেন। বস্তুত আমরা এ বিষয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করেছি যে, এরূপ কোন হাদীস বর্ণিত আছে কি-না, যা উক্ত দুই বিশ্লেষণের কোন একটির স্বপক্ষে প্রমাণ বহন করে (আমরা দেখি নিম্নরূপ বর্ণিত আছে )ঃ
1262 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا مُوسَى بْنُ دَاوُدَ، قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، عَنْ أُمِّ الْفَضْلِ [ص:212] بِنْتِ الْحَارِثِ، قَالَتْ: «صَلَّى بِنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِهِ , الْمَغْرِبَ فِي ثَوْبٍ وَاحِدٍ , مُتَوَشِّحًا بِهِ فَقَرَأَ وَالْمُرْسَلَاتِ مَا صَلَّى بَعْدَهَا صَلَاةً , حَتَّى قُبِضَ» فَزَعَمَ قَوْمٌ أَنَّهُمْ يَأْخُذُونَ بِهَذِهِ الْآثَارِ , وَيُقَلِّدُونَهَا. وَخَالَفَهُمْ آخَرُونَ فِي قَوْلِهِمْ , فَقَالُوا: لَا يَنْبَغِي أَنْ يُقْرَأَ فِي الْمَغْرِبِ إِلَّا بِقِصَارِ الْمُفَصَّلِ. وَقَالُوا قَدْ يَجُوزُ أَنْ يَكُونَ يُرِيدُ بِقَوْلِهِ قَرَأَ بِالطُّورِ قَرَأَ بِبَعْضِهَا وَذَلِكَ جَائِزٌ فِي اللُّغَةِ يُقَالُ: هَذَا فُلَانٌ يَقْرَأُ الْقُرْآنَ إِذَا كَانَ يَقْرَأُ شَيْئًا مِنْهُ وَيُحْتَمَلُ قَرَأَ بِالطُّورِ قَرَأَ بِكُلِّهَا. فَنَظَرْنَا فِي ذَلِكَ هَلْ رُوِيَ فِيهِ شَيْءٌ يَدُلُّ عَلَى أَحَدِ التَّأْوِيلَيْنِ؟
فَإِذَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , وَابْنُ أَبِي دَاوُدَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১২৬৩
মাগরিবের সালাতে কিরাআত
১২৬৩। সালিহ ইব্‌ন আব্দির রহমান (রাহঃ) ও ইবন আবী দাউদ (রাহঃ) মুহাম্মাদ ইবন জুবায়র ইব্‌ন মুতইম (রাহঃ) তাঁর পিতা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একবার রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যুগে বদর যুদ্ধের (কাফির) বন্দীদের ব্যাপারে তাঁর সঙ্গে আলোচনা করার নিমিত্ত মদীনায় এলাম। যখন আমি তাঁর নিকট পৌছলাম তখন তিনি তাঁর সাহাবীগণকে নিয়ে মাগরিবের সালাত আদায় করছিলেন। আমি তাঁকে إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌ (অবশ্যই তোমার প্রতিপালকের শাস্তি নিপতিত হবেই) আয়াত তিলাওয়াত করতে শুনি। যেন (ওই তিলাওয়াত) আমার অন্তর বিদীর্ণ করে ফেলে। তিনি যখন (সালাত থেকে) অবসর হলেন তখন আমি তাঁর সঙ্গে তাদের (বন্দীদের) বিষয়ে আলোচনা করলাম। তিনি বললেন, যদি আমার নিকট এক বৃদ্ধ ব্যক্তি আসত তাহলে আমি তার সুপারিশ গ্রহণ করতাম । অর্থাৎ তাঁর [যুবায়র (রাযিঃ)] পিতা মুতইম ইবন আদী ।

বিশ্লেষণ
ইনি হলেন, হুশাইম (রাযিঃ), তিনি এই হাদীসটি যুহরী (রাহঃ) থেকে রিওয়ায়াত করতে গিয়ে প্রকৃত কাহিনীটি বর্ণনা করেছেন এবং বলছেন যে, তিনি নবী (ﷺ) থেকে যা শুনেছেন তা হল إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌ আয়াত । তিনি এটা স্পষ্টরূপে বর্ণনা করেছেন যে, প্রথমোক্ত হাদীসে যে সূরা 'তূর' তিলাওয়াত করার বিষয় উল্লেখ রয়েছে, তার দ্বারা সেটাই উদ্দেশ্য, যা তিনি তাঁকে তা থেকে তিলাওয়াত করতে শুনেছেন। জুবায়র (রাযিঃ)-এর শব্দাবলী তাই, যা হুশাইম (রাহঃ) থেকে বর্ণিত আছে। কারণ, তিনি প্রকৃত কাহিনীট বর্ণনা করেছেন। সুতরাং নবী (ﷺ) থেকে এ ব্যাপারে তিনি যা রিওয়ায়াত করেছেন, তা হল বিশেষ করে তাঁর তিলাওয়াতঃ إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌ

পক্ষান্তরে মালিক (রাহঃ)-এর হাদীস আরো সংক্ষিপ্ত। অনুরূপভাবে মারওয়ানের উদ্দেশ্যে যায়দ ইবন সাবিত (রাযিঃ)-এর উক্তি “আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে তাতে দীর্ঘতম সূরা المص তিলাওয়াত করতে শুনেছি” । সম্ভবত এর দ্বারা সূরার কতেক অংশ তিলাওয়াত করাই উদ্দেশ্য। এ বিশ্লেষণ বিশুদ্ধ হওয়ার (স্বপক্ষে) নিম্নোক্ত রিওয়ায়াত প্রমাণ বহন করেঃ
1263 - قَدْ حَدَّثَنَا , قَالَا: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ قَالَ: ثنا هُشَيْمٌ عَنِ الزُّهْرِيِّ , عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ , عَنْ أَبِيهِ قَالَ: " قَدِمْتُ الْمَدِينَةَ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأُكَلِّمَهُ فِي أَسَارَى بَدْرٍ , فَانْتَهَيْتُ إِلَيْهِ وَهُوَ يُصَلِّي بِأَصْحَابِهِ صَلَاةَ الْمَغْرِبِ , فَسَمِعْتُهُ يَقْرَأُ {إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌ} [الطور: 7] فَكَأَنَّمَا صُدِعَ قَلْبِي فَلَمَّا فَرَغَ كَلَّمْتُهُ فِيهِمْ فَقَالَ شَيْخٌ: لَوْ كَانَ أَتَانِي لِشُفْعَتِهِ يَعْنِي أَبَاهُ مُطْعِمُ بْنُ عَدِيٍّ " فَهَذَا هُشَيْمٌ قَدْ رَوَى هَذَا الْحَدِيثَ , عَنِ الزُّهْرِيِّ , فَبَيَّنَ الْقِصَّةَ عَلَى وَجْهِهَا , وَأَخْبَرَ أَنَّ الَّذِي سَمِعَهُ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌ} [الطور: 7] فَبَيَّنَ هَذَا أَنَّ قَوْلَهُ فِي الْحَدِيثِ الْأَوَّلِ قَرَأَ بِالطُّورِ إِنَّمَا هُوَ مَا سَمِعَهُ يَقْرَأُ مِنْهَا. وَلَيْسَ لَفْظُ جُبَيْرٍ إِلَّا مَا رَوَى هُشَيْمٌ لِأَنَّهُ سَاقَ الْقِصَّةَ عَلَى وَجْهِهَا. فَصَارَ مَا حُكِيَ فِيهَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ قِرَاءَتُهُ {إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌ} [الطور: 7] خَاصَّةً. وَأَمَّا حَدِيثُ مَالِكٍ مُخْتَصَرٌ مِنْ هَذَا وَكَذَلِكَ قَوْلُ زَيْدِ بْنِ ثَابِتٍ فِي قَوْلِهِ لِمَرْوَانَ لَقَدْ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِيهَا بِأَطْوَلِ الطُّوَلِ المص يَجُوزُ أَنْ يَكُونَ ذَلِكَ عَلَى قِرَاءَتِهِ بِبَعْضِهَا. وَمِمَّا يَدُلُّ أَيْضًا عَلَى صِحَّةِ هَذَا التَّأْوِيلِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১২৬৪
মাগরিবের সালাতে কিরাআত
১২৬৪। মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ) জাবির ইবন আবিদল্লাহ আনসারী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তাঁরা (সাহাবীগণ) মাগরিবের সালাত আদায় করতেন। তারপর তাঁরা তীর নিক্ষেপের প্রতিযোগিতা করতেন।
1264 - أَنَّ مُحَمَّدَ بْنَ خُزَيْمَةَ حَدَّثَنَا قَالَ: ثنا حَجَّاجٌ قَالَ: ثنا حَمَّادٌ , عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ الْأَنْصَارِيِّ «أَنَّهُمْ كَانُوا يُصَلُّونَ الْمَغْرِبَ ثُمَّ يَنْتَضِلُونَ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১২৬৫
আন্তর্জাতিক নং: ১২৬৬
মাগরিবের সালাতে কিরাআত
১২৬৫-১২৬৬। আহমদ ইবন দাউদ ইবন মুসা (রাহঃ) ........ আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা নবী (ﷺ) -এর সঙ্গে মাগরিবের সালাত আদায় করতাম। তারপর আমাদের থেকে কেউ তীর নিক্ষেপ করত এবং সে তার তীর পতনের স্থান দেখতে পেত।

মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ) …… হাম্মাদ (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
1265 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ بْنِ مُوسَى، قَالَ: ثنا عُبَيْدِ اللهِ بْنُ مُحَمَّدٍ، وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَا: ثنا حَمَّادٌ، قَالَ: أنا ثَابِتٌ، عَنْ أَنَسٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «كُنَّا نُصَلِّي الْمَغْرِبَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , ثُمَّ يَرْمِي أَحَدُنَا , فَيَرَى مَوْضِعَ نَبْلِهِ»

1266 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَ: ثنا حَمَّادٌ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১২৬৭
আন্তর্জাতিক নং: ১২৬৮
মাগরিবের সালাতে কিরাআত
১২৬৭-১২৬৮। আহমদ ইবন দাউদ (রাহঃ) ও আহমদ ইবন মারযূক (রাহঃ) ..... আলী ইব্‌ন বিলাল (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্ এর কিছুসংখ্যক আনসারী সাহাবার সঙ্গে সালাত আদায় করেছি। তাঁরা আমাকে বর্ণনা করেছেন যে, তাঁরা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সঙ্গে মাগরিবের সালাত আদায় করতেন। তারপর তাঁরা তীর নিক্ষেপ করতেন এবং তীর পতনের স্থান তাঁদের কাছে গোপন থাকত না। এরপর তাঁরা নিজেদের বাড়িতে আসতেন এবং তাঁরা মদীনার অপর প্রান্তে বনু সালামা গোত্রে বসবাস করতেন।
1267 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا سَهْلُ بْنُ بَكَّارٍ، قَالَ: ثنا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، ح

1268 - وَحَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، عَنْ أَبِي عَوَانَةَ، وَهُشَيْمٍ , عَنْ أَبِي بِشْرٍ، عَنْ عَلِيِّ بْنِ بِلَالٍ، قَالَ: «صَلَّيْتُ مَعَ نَفَرٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْأَنْصَارِ فَحَدَّثُونِي أَنَّهُمْ كَانُوا يُصَلُّونَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَغْرِبَ , ثُمَّ يَنْطَلِقُونَ يَرْتَمُونَ لَا يَخْفَى عَلَيْهِمْ مَوْقِعُ سِهَامِهِمْ , حَتَّى يَأْتُوَ أَدْيَارَهُمْ , وَهُمْ فِي أَقْصَى الْمَدِينَةِ , فِي بَنِي سَلِمَةَ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১২৬৯
মাগরিবের সালাতে কিরাআত
১২৬৯। আহমদ ইবন মাসউদ খাইয়াত (রাহঃ) …… যুহরী (রাহঃ) বনু সালামার কতক লোক থেকে বর্ণনা করেন যে, তাঁরা নবী (ﷺ) -এর সঙ্গে মাগরিবের সালাত আদায় করতেন। তারপর তাঁরা নিজ গৃহাভিমুখে প্রত্যাবর্তন করতেন এবং দুই তৃতীয়াংশ মাইল পর্যন্ত তীর পতনের স্থান দেখতে পেতেন।
1269 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَسْعُودٍ الْخَيَّاطُ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ بَعْضِ بَنِي سَلِمَةَ: «أَنَّهُمْ كَانُوا يُصَلُّونَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَغْرِبَ , ثُمَّ يَنْصَرِفُونَ إِلَى أَهْلِهِمْ , وَهُمْ يُبْصِرُونَ مَوْقِعَ النَّبْلِ عَلَى قَدْرِ ثُلُثَيْ مِيلٍ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১২৭০
মাগরিবের সালাতে কিরাআত
১২৭০। রবীউল মুয়াযযিন (রাহঃ) ..... জাবির ইবন আব্দিল্লাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা নবী (ﷺ) -এর সঙ্গে মাগরিবের সালাত আদায় করতাম। তারপর বনু সালিমা গোত্রে আসতাম এবং তীর পতনের স্থান দেখতে পেতাম।

ইমাম তাহাবী (রাহঃ)-এর মন্তব্য
বস্তুত যখন রাসূলুল্লাহ্ (ﷺ) -এর মাগরিবের সালাত থেকে অবসর হওয়ার ওয়াক্ত এটা, তখন অসম্ভব যে তিনি তাতে সূরা আ'রাফ বা এর অর্ধেকও তিলাওয়াত করেছেন।
1270 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: «كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَغْرِبَ ثُمَّ نَأْتِي بَنِي سَلِمَةَ , وَإِنَّا لَنُبْصِرُ مَوَاقِعَ النَّبْلِ» فَلَمَّا كَانَ هَذَا وَقْتَ انْصِرَافِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ صَلَاةِ الْمَغْرِبِ , اسْتَحَالَ أَنْ يَكُونَ ذَلِكَ , وَقَدْ قَرَأَ فِيهَا الْأَعْرَافَ وَلَا نِصْفَهَا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১২৭১
আন্তর্জাতিক নং: ১২৭২
মাগরিবের সালাতে কিরাআত
১২৭১-১২৭২। ইবন মারযুক (রাহঃ) .... জাবির ইবন আব্দিল্লাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার মু'আয (রাযিঃ) তাঁর সাথীদেরকে নিয়ে মাগরিবের সালাত আদায় করলেন। তাতে তিনি সূরা বাকারা বা সূরা নিসা (পড়তে) শুরু করলেন। জনৈক ব্যক্তি সালাত আদায় করে চলে গেল। এ সংবাদ পেয়ে মু'আয (রাযিঃ) বললেন, সে তো মুনাফিক। সেই ব্যক্তি এ খবর পেয়ে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর নিকট এসে সব তাঁকে খুলে বলল। রাসূলুল্লাহ্ বললেন, হে মুআয! তুমি কি ফিৎনায় ফেলছ? তিনি এ কথাটি দুইবার বললেন। বললেন, তুমি যদি سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى এবং وَالشَّمْسِ وَضُحَاهَا তিলাওয়াত করতে (তাহলে উত্তম হত)। কারণ, তেমার পিছনে প্রয়োজনে ব্যস্ত, দুর্বল, বালক ও বৃদ্ধ সকলেই সালাত আদায় করে।

রাওহ ইবনুল ফারাজ (রাহঃ) ….. জাবির (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
1271 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: صَلَّى مُعَاذٌ بِأَصْحَابِهِ الْمَغْرِبَ , فَافْتَتَحَ سُورَةَ الْبَقَرَةِ أَوِ النِّسَاءِ , فَصَلَّى رَجُلٌ ثُمَّ انْصَرَفَ فَبَلَغَ ذَلِكَ مُعَاذًا فَقَالَ: إِنَّهُ مُنَافِقٌ فَبَلَغَ ذَلِكَ الرَّجُلَ , فَأَتَى رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ , فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفَاتِنٌ أَنْتَ يَا مُعَاذُ؟» قَالَهَا مَرَّتَيْنِ «لَوْ قَرَأْتَ بِ سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى وَالشَّمْسِ وَضُحَاهَا فَإِنَّهُ يُصَلِّي خَلْفَكَ ذُوَالْحَاجَةِ وَالضَّعِيفُ , وَالصَّغِيرُ وَالْكَبِيرُ»

1272 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا يُوسُفُ بْنُ عَدِيٍّ، قَالَ: ثنا أَبُو الْأَحْوَصِ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , نَحْوَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১২৭৩
মাগরিবের সালাতে কিরাআত
১২৭৩। ইবন মারযূক (রাহঃ) …… জাবির (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, তা ছিল 'আতামা' তথা ইশার সালাত।
1273 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَبْدُ الصَّمَدِ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرٍ، قَالَ: «هِيَ الْعَتَمَةُ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১২৭৪
মাগরিবের সালাতে কিরাআত
১২৭৪। আবু বাকরা (রাযিঃ) ..... জাবির (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, মু'আয ইবন জাবাল (রাযিঃ) নবী (ﷺ) -এর সঙ্গে সালাত (নফল) আদায় করতেন। তারপর ফিরে এসে আমাদেরকে নিয়ে সালাত আদায় করতেন। একদিন নবী (ﷺ) ইশার সালাত বিলম্বে আদায় করেন। মু'আয ইন জাবাল (রাযিঃ) তাঁর সঙ্গে সালাত আদায় করে এলেন, যেন আমাদের (সালাতের) ইমামতি করেন। তিনি সূরা বাকারা শুরু করে দিলেন। লোকদের থেকে জনৈক ব্যক্তি যখন এ অবস্থা দেখল তখন সে এক কোণে পৃথক হয়ে গিয়ে একাকি সালাত আদায় করে নিল। আমরা বললাম! হে অমুক! কি ব্যাপার, তুমি কি মুনাফিক হয়ে গিয়েছে? সে বলল, আমি মুনাফিক হইনি; আমি অবশ্যই রাসূলুল্লাহ্ (ﷺ) -এর নিকট গিয়ে তাঁকে এ বিষয় অবহিত করব। পরে সে নবী (ﷺ) -এর নিকট এসে বলল! হে আল্লাহর রাসূল! মু'আয (রাযিঃ) আপনার সঙ্গে সালাত আদায় করেন। এরপর ফিরে এসে আমাদেরকে ইমামতি করেন। গতরাতে আপনি ইশার সালাত বিলম্বে আদায় করেছেন। তিনি আপনার সঙ্গে সালাত আদায় করে এসে আমাদের ইমামতির জন্য সম্মুখে অগ্রসর হন এবং সূরা বাকারা শুরু করে দেন। আমি যখন এ অবস্থা দেখলাম তখন সরে পড়লাম এবং একাকি সালাত আদায় করে নিলাম। হে আল্লাহর রাসূল! আমরা উটের উপর পানি বহন করি, আমরা কায়িক পরিশ্রম করি। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, হে মু'আয! তুমি কি ফিৎনায় ঠেলে দিচ্ছ? এ কথাটি দুইবার বললেন। অমুক, অমুক সূরা তিলাওয়াত কর। 'কিসার মুফাসসাল' সূরাগুলো থেকে তিলাওয়াত কর, অন্য গোটা সূরা তিলাওয়াত করবে না।

সুফইয়ান (রাহঃ) বলেন, আমরা আমর [ইবন দীনার (রাহঃ)]-কে বললাম যে, আবু যুবায়র (রাহঃ) আমাদেরকে জাবির (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁকে বলেছেন وَاللَّيْلِ إِذَا يَغْشَى وَالشَّمْسِ وَضُحَاهَا , وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ এবং وَالسَّمَاءِ وَالطَّارِقِ তিলাওয়াত কর। আর ইবন দীনার (রাহঃ) বললেন, তা এরূপই।

হাদীসের মূল্যায়ন ও বিশ্লেষণ
বস্তুত রাসূলুল্লাহ্ (ﷺ) মু'আয (রাযিঃ) কর্তৃক সূরা বাকারা তিলাওয়াত করার মাধ্যমে লোকদের উপর বোঝা চাপিয়ে দেয়ার প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছেন এবং তাঁকে বলেছেন, হে মু'আয! তুমি কি ফিৎনায় ঠেলে দিচ্ছ? তিনি তাঁকে 'কিসার মুফাসসাল' থেকে সেই সমস্ত সূরাগুলো তিলাওয়াত করার নির্দেশ দিয়েছেন যা আমরা উল্লেখ করেছি। যদি ঐ সালাত মাগরিবের সালাত-ই হয়ে থাকে তাহলে এই হাদীস যায়দ ইবন সাবিত (রাযিঃ)-এর হাদীসসহ সেই সমস্ত হাদীসের সঙ্গে সাংঘর্ষিক হবে যা আমরা এই অনুচ্ছেদের শুরুভাগে উল্লেখ করেছি। আর যদি তা ইশার সালাত হয়ে থাকে তাহলে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর ওয়াক্তে প্রশস্ততা থাকা সত্ত্বেও সেই সমস্ত সূরাগুলো তিলাওয়াত করা অপছন্দ করেছেন যা আমরা উল্লেখ করেছি। মাগরিবের ওয়াক্ত সংকীর্ণ হওয়ার কারণে তাতে সেই কিরাআত মাকরূহ হওয়াটা অধিক সংগত। রাসূলুল্লাহ্ (ﷺ) এর ইশার সালাতে কিরাআত বিষয়েও অনুরূপ বর্ণিত আছে :
1274 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: " كَانَ مُعَاذُ بْنُ جَبَلٍ يُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , ثُمَّ يَرْجِعُ فَيَؤُمُّنَا فَأَخَّرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِشَاءَ ذَاتَ لَيْلَةٍ , فَصَلَّى مَعَهُ مُعَاذُ بْنُ جَبَلٍ ثُمَّ جَاءَ لِيَؤُمَّنَا فَافْتَتَحَ سُورَةَ الْبَقَرَةِ فَلَمَّا رَأَى ذَلِكَ رَجُلٌ مِنَ الْقَوْمِ تَنَحَّى نَاحِيَةً فَصَلَّى وَحْدَهُ. فَقُلْنَا: مَا لَكَ يَا فُلَانُ أَنَافَقْتَ؟ قَالَ: مَا نَافَقْتُ وَلَآتِيَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَأُخْبِرَنَّهُ. فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللهِ: إِنَّ مُعَاذًا يُصَلِّي مَعَكَ ثُمَّ يَرْجِعُ فَيَؤُمُّنَا , وَإِنَّكَ أَخَّرْتَ الْعِشَاءَ الْبَارِحَةَ فَصَلَّى مَعَكَ , ثُمَّ جَاءَ فَتَقَدَّمَ لِيَؤُمَّنَا فَافْتَتَحَ سُورَةَ الْبَقَرَةِ فَلَمَّا رَأَيْتُ ذَلِكَ تَنَحَّيْتُ فَصَلَّيْتُ وَحْدِي يَا رَسُولَ اللهِ , إِنَّمَا نَحْنُ أَصْحَابُ نَوَاضِحَ إِنَّمَا نَعْمَلُ بِأَجْزَائِنَا أَيْ بِأَعْضَائِنَا. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفَتَّانٌ أَنْتَ يَا مُعَاذُ» مَرَّتَيْنِ «اقْرَأْ سُورَةَ كَذَا , اقْرَأْ سُورَةَ كَذَا , السُّوَرُ قِصَارٌ مِنَ الْمُفَصَّلِ لَا أَحَدَهَا» فَقُلْنَا لِعَمْرٍو: إِنَّ أَبَا الزُّبَيْرِ ثنا عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: «اقْرَأْ بِسُورَةِ وَاللَّيْلِ إِذَا يَغْشَى وَالشَّمْسِ وَضُحَاهَا , وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ , وَالسَّمَاءِ وَالطَّارِقِ» فَقَالَ عَمْرُو بْنُ دِينَارٍ وَهُوَ نَحْوُ هَذَا فَقَدْ أَنْكَرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مُعَاذٍ , تَثْقِيلَ قِرَاءَتِهِ بِهِمْ , سُورَةَ الْبَقَرَةِ , فَقَالَ لَهُ «أَفَتَّانٌ أَنْتَ يَا مُعَاذُ» وَأَمَرَهُ بِالسُّوَرِ الَّتِي ذَكَرْنَا مِنَ الْمُفَصَّلِ فَإِنْ كَانَتْ تِلْكَ الصَّلَاةُ هِيَ صَلَاةُ الْمَغْرِبِ فَقَدْ ضَادَّ هَذَا الْحَدِيثُ حَدِيثَ زَيْدِ بْنِ ثَابِتٍ وَمَا ذَكَرْنَا مَعَهُ فِي أَوَّلِ هَذَا الْبَابِ. وَإِنْ كَانَتْ هِيَ صَلَاةُ الْعِشَاءِ الْآخِرَةِ فَكَرِهَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَقْرَأَ فِيهَا بِمَا ذَكَرْنَا مَعَ سِعَةِ وَقْتِهَا , فَإِنَّ صَلَاةَ الْمَغْرِبِ، مَعَ ضِيقِ وَقْتِهَا، أَحْرَى أَنْ يَكُونَ تِلْكَ الْقِرَاءَةُ فِيهَا مَكْرُوهَةً. وَقَدْ رُوِيَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا كَانَ يَقْرَأُ بِهِ فِي صَلَاةِ الْعِشَاءِ الْآخِرَةِ , نَحْوٌ مِنْ هَذَا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১২৭৫
মাগরিবের সালাতে কিরাআত
১২৭৫। আহমদ ইবন আব্দিল মু'মিন খুরাসানী (রাহঃ) ...... আব্দুল্লাহ ইবন বুরায়দা (রাহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) ইশার সালাতে ‘ওয়াশ্ শামসি ওয়া দুহাহা' বা অনুরূপ সূরা তিলাওয়াত করতেন।
যদি কোন ব্যক্তি বলে যে, নবী (ﷺ) থেকে কি এরূপ বর্ণিত আছে যে, তিনি মাগরিবের সালাতে 'কিসার মুফাসসাল' থেকে তিলাওয়াত করেছেন? তাহলে তাকে বলা হবে, হ্যাঁ!
1275 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْمُؤْمِنِ الْخُرَاسَانِيُّ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، قَالَ: ثنا الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ: «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ فِي صَلَاةِ الْعِشَاءِ الْآخِرَةِ بِ الشَّمْسِ وَضُحَاهَا وَأَشْبَاهِهَا مِنَ السُّوَرِ» فَإِنْ قَالَ قَائِلٌ: فَهَلْ رُوِيَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَرَأَ فِي الْمَغْرِبِ بِقِصَارِ الْمُفَصَّلِ. قِيلَ لَهُ: نَعَمْ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১২৭৬
মাগরিবের সালাতে কিরাআত
১২৭৬। আহমদ ইবন দাউদ (রাহঃ) আব্দুল্লাহ্ ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) মাগরিবের সালাতে 'ওয়াত্-তীনি ওয়ায্-যায়তুন' সূরা তিলাওয়াত করেছেন।
1276 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا يَعْقُوبُ بْنُ حُمَيْدٍ، قَالَ: ثنا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ جَابِرٍ، رَضِيَ اللهُ عَنْهُ , عَنْ عَامِرٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ فِي الْمَغْرِبِ بِالتِّينِ وَالزَّيْتُونِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১২৭৭
মাগরিবের সালাতে কিরাআত
১২৭৭। ইয়াহইয়া ইবন ইসমাঈল আবু যাকারিয়া বাগদাদী (রাহঃ) …… আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মাগরিবের সালাতে 'কিসার মুফাসসাল' থেকে তিলাওয়াত করতেন।
1277 - حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْمَاعِيلَ أَبُو زَكَرِيَّا الْبَغْدَادِيُّ، قَالَ: ثنا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: ثنا زَيْدُ بْنُ الْحُبَابِ، قَالَ: ثنا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنِي بُكَيْرُ بْنُ الْأَشَجِّ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِقِصَارِ الْمُفَصَّلِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১২৭৮
আন্তর্জাতিক নং: ১২৭৯
মাগরিবের সালাতে কিরাআত
১২৭৮-১২৭৯। রাওহ ইবনুল ফারাজ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সালাতের সঙ্গে সাদৃশ্যপূর্ণ অমুকের সালাত অপেক্ষা কারো সালাত দেখিনি (রাবী) বুকায়র (রাহঃ) বলেন, আমি (বর্ণনাকারী) সুলায়মান (রাহঃ)-কে জিজ্ঞাসা করেছি এবং তিনি সেই ব্যক্তিকে পেয়েছেন । তিনি বলেছেন, তিনি মাগরিবের সালাতে 'কিসার মুফাসসাল' থেকে তিলাওয়াত করতেন।

আলী ইবন আব্দির রহমান (রাহঃ) ….. যাহ্হাক (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।

ইমাম তাহাবী (রাহঃ)-এর মূল্যায়ন
বস্তুত ইনি হলেন আবু হুরায়রা (রাযিঃ), যিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করছেন যে, তিনি মাগরিবের সালাতে 'কিসার মুফাসসাল' তিলাওয়াত করতেন। যদি আমরা যুবায়র (রাহঃ)-এর হাদীস এবং এর সাথে অন্য যে সব রিওয়ায়াত উল্লেখ করেছি এগুলোকে সেই মর্মে প্রয়োগ করি, যে মর্মে আমাদের বিরোধীগণ প্রয়োগ করেছেন, তাহলে সেই সমস্ত হাদীস এবং আবু হুরায়রা (রাযিঃ)-এর এই হাদীসের মাঝে বৈপরিত্য সৃষ্টি হবে। আর যদি আমরা তা সেই মর্মে প্রয়োগ করি যা উল্লেখ করেছি তাহলে সেই সমস্ত রিওয়ায়াত এবং এই হাদীসের মাঝে সমন্বয় হয়ে যাবে। আর আমাদের জন্য উপযোগী হল যে হাদীসসমূহের মাঝে বৈপরিত্য ত্যাগ করে ঐক্যের মর্মে প্রয়োগ করা। সুতরাং যা কিছু আমরা উল্লেখ করেছি এতে সাব্যস্ত হল যে, মাগরিবের সালাতে 'কিসার মুফাসসাল থেকে তিলাওয়াত করা বাঞ্ছনীয়। আর এটাই হল ইমাম আবু হানীফা (রাহঃ), ইমাম আবু ইউসুফ (রাহঃ) ও ইমাম মুহাম্মাদ (রাহঃ)-এর অভিমত। উমার ইবন খাত্তাব (রাযিঃ) থেকেও অনুরূপ বর্ণিত আছেঃ
1278 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا أَبُو مُصْعَبٍ، قَالَ: ثنا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ، عَنِ الضَّحَّاكِ، عَنْ بُكَيْرٍ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: مَا رَأَيْتُ أَحَدًا أَشْبَهَ بِصَلَاةِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مِنْ فُلَانٍ. قَالَ بُكَيْرٌ: فَسَأَلْتُ سُلَيْمَانَ , وَقَدْ كَانَ أَدْرَكَ ذَلِكَ الرَّجُلَ فَقَالَ: «كَانَ يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِقِصَارِ الْمُفَصَّلِ»

1279 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: أنا عُثْمَانُ بْنُ مِكْتَلٍ، عَنِ الضَّحَّاكِ، ثُمَّ ذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ فَهَذَا أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَدْ أَخْبَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَقْرَأُ فِي صَلَاةِ الْمَغْرِبِ بِقِصَارِ الْمُفَصَّلِ. فَإِنْ حَمَلْنَا حَدِيثَ جُبَيْرٍ وَمَا رَوَيْنَا مَعَهُ مِنَ الْآثَارِ , عَلَى مَا حَمَلَهُ عَلَيْهِ الْمُخَالِفُ لَنَا , تَضَادَّتْ تِلْكَ الْآثَارُ وَحَدِيثُ أَبِي هُرَيْرَةَ هَذَا , وَإِنْ حَمَلْنَاهَا عَلَى مَا ذَكَرْنَا اتَّفَقَتْ هِيَ وَهَذَا الْحَدِيثُ. وَأَوْلَى بِنَا أَنْ نَحْمِلَ الْآثَارَ عَلَى الِاتِّفَاقِ لَا عَلَى التَّضَادِّ. فَثَبَتَ بِمَا ذَكَرْنَا أَنَّ مَا يَنْبَغِي أَنْ يُقْرَأَ بِهِ فِي صَلَاةِ الْمَغْرِبِ هُوَ قِصَارُ الْمُفَصَّلِ وَهَذَا قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدٍ، رَحِمَهُمُ اللهُ تَعَالَى، وَقَدْ رُوِيَ مِثْلُ ذَلِكَ , عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১২৮০
মাগরিবের সালাতে কিরাআত
১২৮০। ফাহাদ (রাহঃ)...... যুরারা ইবন আওফা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমাকে আবু মুসা (রাযিঃ) তাঁর নিকট উমার (রাযিঃ) কর্তৃক প্রেরিত পত্র পাঠ করিয়েছেন যে, মাগরিবের সালাতে (কিসার) মুফাসসাল'-এর শেষ থেকে তিলাওয়াত করবে।
1280 - حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا ابْنُ الْأَصْبَهَانِيِّ قَالَ: أَخْبَرَنَا شَرِيكٌ عَنْ عَلِيِّ بْنِ زَيْدِ بْنِ جُدْعَانَ عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى , قَالَ: «أَقْرَأَنِي أَبُو مُوسَى كِتَابَ عُمَرَ إِلَيْهِ اقْرَأْ فِي الْمَغْرِبِ بِآخِرِ الْمُفَصَّلِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান