শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام
১. পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৪৯
১৪- আগুনে পাকানো খাদ্যে ওযু ওয়াজীব হয় কিনা ?
৩৪৯। ইব্ন আবী দাউদ (রাহঃ) ও আহমদ ইব্ন দাউদ (রাহঃ)...... হাম্মাম (রাহঃ) মাতারুল ওয়াররাক (রাহঃ) থেকে বর্ণনা-করেন যে, তিনি বলেছেন, আমি তাঁকে জিজ্ঞাসা করলাম যে, হাসান বসরী (রাহঃ) “আগুনে পাকানো খাদ্য আহারে উযূ আবশ্যক”- এই হাদীস কার কাছ থেকে (রিওয়ায়াত) করেছেন। তিনি বলেন, হাসান বসরী (রাহঃ) এটা আনাস (রাযিঃ) থেকে, তিনি আবু তালহা (রাযিঃ) থেকে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে (রিওয়ায়াত) করেছেন।
بَابُ أَكْلِ مَا غَيَّرَتِ النَّارُ , هَلْ يُوجِبُ الْوُضُوءَ أَمْ لَا؟
349 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، وَأَحْمَدُ بْنُ دَاوُدَ قَالَا: ثنا أَبُو عُمَرَ الْحَوْضِيُّ، قَالَ: ثنا هَمَّامٌ، عَنْ مَطَرٍ الْوَرَّاقِ، قَالَ: قُلْتُ: عَمَّنْ أَخَذَ الْحَسَنُ «الْوُضُوءُ مِمَّا غَيَّرَتِ النَّارُ؟» قَالَ: أَخَذَهُ الْحَسَنُ عَنْ أَنَسٍ , وَأَخَذَهُ أَنَسٌ عَنْ أَبِي طَلْحَةَ , وَأَخَذَهُ أَبُو طَلْحَةَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৩৫০
আগুনে পাকানো খাদ্যে ওযু ওয়াজীব হয় কিনা ?
৩৫০। রাওহ ইব্নুল ফারাজ (রাহঃ)..... রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সাহাবী আবু তালহা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি পনিরের টুকরো আহার করেছেন। তারপর উযূ করেছেন। আম্র (রাহঃ) বলেন, (হাদীসে বর্ণিত) ‘ছাওরুন; অর্থ টুকরো।
باب أكل ما غيرت النار , هل يوجب الوضوء أم لا؟
350 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ: ثنا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الزُّهْرِيُّ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِيهِ وَهُوَ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ وَهُوَ ابْنُ عَبْدِ اللهِ الْقَارِئُ , عَنْ أَبِي طَلْحَةَ، صَاحِبِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنَّهُ أَكَلَ ثَوْرَ أَقِطٍ فَتَوَضَّأَ مِنْهُ» قَالَ عَمْرٌو: وَالثَّوْرُ الْقِطْعَةُ
হাদীস নং:৩৫১
আন্তর্জাতিক নং: ৩৫৩
আগুনে পাকানো খাদ্যে ওযু ওয়াজীব হয় কিনা ?
৩৫১। আবু বাকরা (রাহঃ)...... যায়দ ইব্ন সাবিত (রাযিঃ) থেকে তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, সেই খাদ্য আহারে উযূ কর, যা আগুনে পাকানো হয়েছে।
৩৫২। ইব্ন আবী দাউদ (রাহঃ) ও ফাহাদ (রাহঃ)....... ইব্ন শিহাব (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
৩৫৩। নাস্র ইব্ন মারযূক (রাহঃ) ও ইব্ন আবী দাউদ (রাহঃ)...... ইব্ন শিহাব (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
৩৫২। ইব্ন আবী দাউদ (রাহঃ) ও ফাহাদ (রাহঃ)....... ইব্ন শিহাব (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
৩৫৩। নাস্র ইব্ন মারযূক (রাহঃ) ও ইব্ন আবী দাউদ (রাহঃ)...... ইব্ন শিহাব (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
351 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ، قَالَ: ثنا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَوَضَّئُوا مِمَّا غَيَّرَتِ النَّارُ»
352 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، وَفَهْدٌ قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدِ بْنِ مُسَافِرٍ، عَنِ ابْنِ شِهَابٍ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
353 - حَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ، وَابْنُ أَبِي دَاوُدَ قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي عَقِيلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ.
352 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، وَفَهْدٌ قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدِ بْنِ مُسَافِرٍ، عَنِ ابْنِ شِهَابٍ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
353 - حَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ، وَابْنُ أَبِي دَاوُدَ قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي عَقِيلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ.
হাদীস নং:৩৫৪
আগুনে পাকানো খাদ্যে ওযু ওয়াজীব হয় কিনা ?
৩৫৪। ফাহাদ (রাহঃ) ও ইব্ন আবী দাউদ (রাহঃ).... সাঈদ ইব্ন খালিদ ইব্ন আমর ইব্ন উসমান (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি একবার এ বিষয়ে উরওয়া ইব্ন যুবায়র (রাহঃ)-কে জিজ্ঞাসা করেছেন, উরওয়া (রাহঃ) বলেন, আমি আয়েশা (রাযিঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, তারপর তিনি অনুরূপ রিওয়ায়াত করেছেন।
354 - حَدَّثَنَا فَهْدٌ، وَابْنُ أَبِي دَاوُدَ قَالَا: حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: أَخْبَرَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي عَقِيلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ خَالِدِ بْنِ عَمْرِو بْنِ عُثْمَانَ، أَنَّهُ سَأَلَ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ عَنْ ذَلِكَ، فَقَالَ عُرْوَةُ: سَمِعْتُ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا تَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ مِثْلَهُ

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৩৫৫
আন্তর্জাতিক নং: ৩৫৭
আগুনে পাকানো খাদ্যে ওযু ওয়াজীব হয় কিনা ?
৩৫৫। আবু বাকরা (রাহঃ)..... আবু সালামা ইব্ন আব্দুর রহমান ইব্ন আউফ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমাকে আবু সাঈদ ইব্ন আবী সুফইয়ান ইব্ন মুগীরা (রাহঃ) বলেছেন যে, তিনি একবার উম্মুল মুমিনীন উম্মু হাবীবা (রাযিঃ)-এর নিকট যান। তখন তিনি তার জন্য ছাতুর শরবত দিতে বললেন, তিনি তা পান করলেন। তারপর উম্মুল মুমিনীন (রাযিঃ) বললেন, হে ভাতিজা, উযূ করে নাও। তিনি বললেন, আমি তো উযূ নষ্ট করিনি। তিনি বললেনঃ অবশ্যই রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, আগুনে স্পর্শকৃত খাদ্যবস্তু আহারে উযূ করবে।
৩৫৬। রবীউল জীযী (রাহঃ)..... আবু সুফইয়ান ইব্ন সাঈদ ইব্ন আখনাস (রাহঃ) সূত্রে উম্মু হাবীবা (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেন। তবে তিনি এতে বলেছেন, হে আমার ভাগ্নে!
৩৫৭। ইব্ন আবী দাউদ (রাহঃ) ও ফাহাদ (রাহঃ)...... ইব্ন শিহাব (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
৩৫৬। রবীউল জীযী (রাহঃ)..... আবু সুফইয়ান ইব্ন সাঈদ ইব্ন আখনাস (রাহঃ) সূত্রে উম্মু হাবীবা (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেন। তবে তিনি এতে বলেছেন, হে আমার ভাগ্নে!
৩৫৭। ইব্ন আবী দাউদ (রাহঃ) ও ফাহাদ (রাহঃ)...... ইব্ন শিহাব (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
355 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا حَرْبُ بْنُ شَدَّادٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّ أَبَا سَعِيدِ بْنَ أَبِي سُفْيَانَ بْنِ الْمُغِيرَةِ، أَخْبَرَهُ أَنَّهُ دَخَلَ عَلَى أُمِّ حَبِيبَةَ رَضِيَ اللهُ عَنْهَا زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَعَتْ لَهُ بِسَوِيقٍ , فَشَرِبَ , ثُمَّ قَالَتْ: يَا ابْنَ أَخِي تَوَضَّأْ , فَقَالَ: إِنِّي لَمْ أُحْدِثْ شَيْئًا فَقَالَتْ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَوَضَّئُوا مِمَّا مَسَّتِ النَّارُ»
356 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ، قَالَ: ثنا إِسْحَاقُ بْنُ بَكْرِ بْنِ مُضَرَ، قَالَ: ثنا أَبِي، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنْ بَكْرِ بْنِ سَوَادَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ مُسْلِمِ بْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سُفْيَانَ بْنِ سَعِيدِ بْنِ الْأَخْنَسِ، عَنْ أُمِّ حَبِيبَةَ، رَضِيَ اللهُ عَنْهَا مِثْلَهُ , غَيْرَ أَنَّهُ قَالَ: يَا ابْنَ أُخْتِي.
357 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، وَفَهْدٌ، قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ
356 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ، قَالَ: ثنا إِسْحَاقُ بْنُ بَكْرِ بْنِ مُضَرَ، قَالَ: ثنا أَبِي، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنْ بَكْرِ بْنِ سَوَادَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ مُسْلِمِ بْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سُفْيَانَ بْنِ سَعِيدِ بْنِ الْأَخْنَسِ، عَنْ أُمِّ حَبِيبَةَ، رَضِيَ اللهُ عَنْهَا مِثْلَهُ , غَيْرَ أَنَّهُ قَالَ: يَا ابْنَ أُخْتِي.
357 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، وَفَهْدٌ، قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ
হাদীস নং:৩৫৮
আগুনে পাকানো খাদ্যে ওযু ওয়াজীব হয় কিনা ?
৩৫৮। আবু বাক্রা (রাহঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, আগুনে পাক করা খাদ্য আহারে উযূ করতে হবে; যদিও তা পনিরের টুকরো হয়।
358 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ عَامِرٍ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَوَضَّئُوا مِمَّا غَيَّرَتِ النَّارُ , وَلَوْ مِنْ ثَوْرِ أَقِطٍ»
হাদীস নং:৩৫৯
আগুনে পাকানো খাদ্যে ওযু ওয়াজীব হয় কিনা ?
৩৫৯। মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, পনিরের টুকরো আহারে উযূ কর।
359 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَوَضَّئُوا مِنْ ثَوْرِ أَقِطٍ»
হাদীস নং:৩৬০
আগুনে পাকানো খাদ্যে ওযু ওয়াজীব হয় কিনা ?
৩৬০। ইব্ন আবী দাউদ (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, আগুনে প্রস্তুতকৃত খাদ্য আহারে উযূ কর, যদিও তা পনিরের টুকরো হয়। এতে ইব্ন আব্বাস (রাযিঃ) বললেন, হে আবু হুরায়রা! আমরা আগুনে গরম করা তেল ব্যবহার করে থাকি এবং গরম পানি দিয়ে উযূ করে থাকি। আবু হুরায়রা (রাযিঃ) বললেন, হে ভাতিজা! রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত কোন হাদীস শুনলে আর উদাহরণ দিতে যেও না।
360 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا الْمُقَدَّمِيُّ، قَالَ: ثنا عَبْدُ الْأَعْلَى، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ , عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَوَضَّئُوا مِمَّا مَسَّتِ النَّارُ , وَلَوْ مِنْ ثَوْرِ أَقِطٍ» فَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ: يَا أَبَا هُرَيْرَةَ , فَإِنَّا نَدَّهِنُ بِالدُّهْنِ وَقَدْ سُخِّنَ بِالنَّارِ , وَنَتَوَضَّأُ بِالْمَاءِ وَقَدْ سُخِّنَ بِالنَّارِ. فَقَالَ: يَا ابْنَ أَخِي , إِذَا سَمِعْتُ الْحَدِيثَ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَا تَضْرِبْ لَهُ الْأَمْثَالَ "
হাদীস নং:৩৬১
আগুনে পাকানো খাদ্যে ওযু ওয়াজীব হয় কিনা ?
৩৬১। ইউনুস (রাহঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনেছিঃ “আগুনে স্পর্শকৃত বস্তু আহারে উযূ করতে হবে”।
361 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ، قَالَ: ثنا بَكْرُ بْنُ مُضَرَ، قَالَ: ثنا الْحَارِثُ بْنُ يَعْقُوبَ، أَنَّ عِرَاكَ بْنَ مَالِكٍ، أَخْبَرَهُ قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «تَوَضَّئُوا مِمَّا مَسَّتِ النَّارُ»
হাদীস নং:৩৬২
আন্তর্জাতিক নং: ৩৬৩
আগুনে পাকানো খাদ্যে ওযু ওয়াজীব হয় কিনা ?
৩৬২। রবীউল জীযী (রাহঃ)..... ইবরাহীম ইব্ন আব্দুল্লাহ্ ইব্ন কারিয (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একবার আবু হুরায়রা (রাযিঃ)-কে মসজিদের ছাদে উযূ করতে দেখেছি। এতে তিনি বললেন, আমি পনিরের কিছু টুকরো আহার করেছি, সুতরাং আমি উযূ করলাম। যেহেতু আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনেছিঃ “তোমরা আগুনে স্পর্শকৃত খাদ্য আহারে উযূ করবে”।
৩৬৩। ফাহাদ (রাহঃ) ও ইব্ন আবী দাউদ (রাহঃ)..... ইব্ন শিহাব (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
৩৬৩। ফাহাদ (রাহঃ) ও ইব্ন আবী দাউদ (রাহঃ)..... ইব্ন শিহাব (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
362 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ، قَالَ: ثنا إِسْحَاقُ بْنُ بَكْرٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنْ بَكْرِ بْنِ سَوَادَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ مُسْلِمٍ، عَنْ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللهِ بْنِ قَارِظٍ، قَالَ: رَأَيْتُ أَبَا هُرَيْرَةَ يَتَوَضَّأُ عَلَى ظَهْرِ الْمَسْجِدِ فَقَالَ: أَكَلْتُ مِنْ أَثْوَارِ أَقِطٍ , فَتَوَضَّأْتُ , إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «تَوَضَّئُوا مِمَّا مَسَّتِ النَّارُ»
363 - حَدَّثَنَا فَهْدٌ، وَابْنُ أَبِي دَاوُدَ، قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ.
363 - حَدَّثَنَا فَهْدٌ، وَابْنُ أَبِي دَاوُدَ، قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ.
হাদীস নং:৩৬৪
আগুনে পাকানো খাদ্যে ওযু ওয়াজীব হয় কিনা ?
৩৬৪। ইব্ন খুযায়মা (রাহঃ)..... আবু হুরায়রা (রাযিঃ)এর বরাতে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
৩৬৫।ইব্ন আবী দাউদ (রাহঃ).. ইয়াহইয়া (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
৩৬৫।ইব্ন আবী দাউদ (রাহঃ).. ইয়াহইয়া (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
364 - حَدَّثَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: ثنا أَبَانُ بْنُ يَزِيدَ، قَالَ: ثنا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو الْأَوْزَاعِيِّ، عَنِ الْمُطَّلِبِ بْنِ حَنْطَبٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
364م- حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو مَعْمَرٍ، قَالَ: ثنا عَبْدُ الْوَارِثِ، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنْ يَحْيَى، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ
364م- حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو مَعْمَرٍ، قَالَ: ثنا عَبْدُ الْوَارِثِ، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنْ يَحْيَى، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ
হাদীস নং:৩৬৫
আগুনে পাকানো খাদ্যে ওযু ওয়াজীব হয় কিনা ?
৩৬৫। ইব্ন আবী দাউদ (রাহঃ)..... মু’আবিয়া (রাযিঃ)-এর আযাদকৃত গোলাম কাসিম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একবার মসজিদে এলাম এবং লোকদেরকে এক বৃদ্ধের কাছে জমায়েত অবস্থায় দেখতে পেলাম। তিনি তাদেরকে হাদীস বর্ণনা করছিলেন। আমি বললাম, ইনি কে? লোকেরা বলল, তিনি সাহল ইব্ন হানযালিয়্যা (রাযিঃ)। আমি তাঁকে বলতে শুনলামঃ “রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি গোশত আহার করে তার জন্য উযূ করা আবশ্যক”।
365 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا يَحْيَى بْنُ مَعِينٍ، قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ أَبِي الرَّبِيعِ، عَنِ الْقَاسِمِ مَوْلَى مُعَاوِيَةَ قَالَ: أَتَيْتُ الْمَسْجِدَ فَرَأَيْتُ النَّاسَ مُجْتَمِعِينَ عَلَى شَيْخٍ يُحَدِّثُهُمْ , قُلْتُ: مَنْ هَذَا؟ قَالُوا: سَهْلٌ ابْنُ الْحَنْظَلِيَّةِ , فَسَمِعْتُهُ يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَكَلَ لَحْمًا فَلْيَتَوَضَّأْ»
হাদীস নং:৩৬৬
আগুনে পাকানো খাদ্যে ওযু ওয়াজীব হয় কিনা ?
৩৬৬। ইব্ন খুযায়মা (রাহঃ)..... রাসূলুল্লাহ্ (ﷺ) -এর জনৈক সাহাবী থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা আগুনে প্রস্তুতকৃত খাদ্য আহারে উযূ করতাম, দুধপান করার পর কুলি করতাম এবং খেজুর ভক্ষণের পরে কুলি করতাম না।
একদল আলিম এ মত গ্রহণ করেছেন যে, আগুনে পাকানো বস্তু আহারে উযূ করা আবশ্যক। তাঁরা এ বিষয়ে উল্লিখিত হাদীসসমূহ দ্বারা প্রমাণ পেশ করেন। পক্ষান্তরে অপরাপর আলিমগণ সংশ্লিষ্ট বিষয়ে তাঁদের বিরোধিতা করেছেন। তাঁরা বলেছেন, এর কোন কিছুর কারণে উযূ করা আবশ্যিক নয়। তাঁরা এ বিষয়ে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত নিম্নোক্ত হাদীসসমূহ প্রমাণ স্বরূপ পেশ করেছেনঃ
একদল আলিম এ মত গ্রহণ করেছেন যে, আগুনে পাকানো বস্তু আহারে উযূ করা আবশ্যক। তাঁরা এ বিষয়ে উল্লিখিত হাদীসসমূহ দ্বারা প্রমাণ পেশ করেন। পক্ষান্তরে অপরাপর আলিমগণ সংশ্লিষ্ট বিষয়ে তাঁদের বিরোধিতা করেছেন। তাঁরা বলেছেন, এর কোন কিছুর কারণে উযূ করা আবশ্যিক নয়। তাঁরা এ বিষয়ে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত নিম্নোক্ত হাদীসসমূহ প্রমাণ স্বরূপ পেশ করেছেনঃ
366 - حَدَّثَنَا ابْنُ خُزَيْمَةَ قَالَ: ثنا حَجَّاجٌ قَالَ: ثنا حَمَّادٌ عَنْ أَيُّوبَ , عَنْ أَبِي قِلَابَةَ , عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كُنَّا نَتَوَضَّأُ مِمَّا غَيَّرَتِ النَّارُ , وَنُمَضْمِضُ مِنَ اللَّبَنِ , وَلَا نُمَضْمِضُ مِنَ التَّمْرِ» فَذَهَبَ قَوْمٌ إِلَى الْوُضُوءِ مِمَّا غَيَّرَتِ النَّارُ , وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذِهِ الْآثَارِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَقَالُوا: لَا وُضُوءَ فِي شَيْءٍ مِنْ ذَلِكَ. وَذَهَبُوا فِي ذَلِكَ إِلَى مَا رُوِيَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৩৬৭
আন্তর্জাতিক নং: ৩৭২
আগুনে পাকানো খাদ্যে ওযু ওয়াজীব হয় কিনা ?
৩৬৭-৩৬৮। ইউনুস (রাহঃ) ও সালিহ ইব্ন আব্দুর রহমান (রাহঃ)..... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বকরীর কাঁধ (এর গোশ্ত) আহার করেছেন, তারপর সালাত আদায় করেছেন (কিন্তু) উযূ করেন নি।
৩৬৯। ইব্ন আবী দাউদ (রাহঃ).. যায়দ ইব্ন আসলাম (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
৩৭০। আলী ইব্ন মা’বাদ (রাহঃ).....আলী ইব্ন আব্দুল্লাহ্ ইব্ন আব্বাস (রাহঃ)-এর পিতার সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
৩৭১। আহমদ ইব্ন ইয়াহইয়া সওরী (রাহঃ)........ইব্ন আব্বাস (রাযিঃ)-এর বরাতে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
৩৭২। ইব্ন আবী দাউদ (রাহঃ)...... ইব্ন আব্বাস (রাযিঃ)-এর বরাতে নবী (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
৩৬৯। ইব্ন আবী দাউদ (রাহঃ).. যায়দ ইব্ন আসলাম (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
৩৭০। আলী ইব্ন মা’বাদ (রাহঃ).....আলী ইব্ন আব্দুল্লাহ্ ইব্ন আব্বাস (রাহঃ)-এর পিতার সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
৩৭১। আহমদ ইব্ন ইয়াহইয়া সওরী (রাহঃ)........ইব্ন আব্বাস (রাযিঃ)-এর বরাতে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
৩৭২। ইব্ন আবী দাউদ (রাহঃ)...... ইব্ন আব্বাস (রাযিঃ)-এর বরাতে নবী (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
367 - حَدَّثَنِي يُونُسُ قَالَ: أنا ابْنُ وَهْبٍ أَنَّ مَالِكًا حَدَّثَهُ ح
368 - وَحَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: ثنا الْقَعْنَبِيُّ قَالَ: ثنا مَالِكٌ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ كَتِفَ شَاةٍ ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»
369 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: ثنا رَوْحُ بْنُ الْقَاسِمِ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، فَذَكَرَ نَحْوَهُ بِإِسْنَادِهِ.
370 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا عَبْدُ الْوَهَّابِ بْنِ عَطَاءٍ، قَالَ: أنا مُحَمَّدُ بْنُ الزُّبَيْرِ الْحَنْظَلِيُّ، عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ اللهِ بْنِ الْعَبَّاسِ، عَنْ أَبِيهِ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ.
371 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى الصُّورِيُّ، قَالَ: ثنا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ، قَالَ: ثنا ابْنُ ثَوْبَانَ، عَنْ دَاوُدَ بْنِ عَلِيٍّ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
372 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو عُمَرَ الْحَوْضِيُّ، قَالَ: ثنا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ يَحْيَى بْنِ يَعْمُرَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
368 - وَحَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: ثنا الْقَعْنَبِيُّ قَالَ: ثنا مَالِكٌ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ كَتِفَ شَاةٍ ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»
369 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: ثنا رَوْحُ بْنُ الْقَاسِمِ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، فَذَكَرَ نَحْوَهُ بِإِسْنَادِهِ.
370 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا عَبْدُ الْوَهَّابِ بْنِ عَطَاءٍ، قَالَ: أنا مُحَمَّدُ بْنُ الزُّبَيْرِ الْحَنْظَلِيُّ، عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ اللهِ بْنِ الْعَبَّاسِ، عَنْ أَبِيهِ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ.
371 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى الصُّورِيُّ، قَالَ: ثنا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ، قَالَ: ثنا ابْنُ ثَوْبَانَ، عَنْ دَاوُدَ بْنِ عَلِيٍّ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
372 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو عُمَرَ الْحَوْضِيُّ، قَالَ: ثنا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ يَحْيَى بْنِ يَعْمُرَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
হাদীস নং:৩৭৩
আগুনে পাকানো খাদ্যে ওযু ওয়াজীব হয় কিনা ?
৩৭৩। ইব্ন খুযায়মা (রাহঃ)...... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) রুটি এবং গোশ্ত আহার করেছেন। তারপর তিনি অনুরূপ উল্লেখ করেছেন।
373 - حَدَّثَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَ: ثنا حَمَّادٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِي نُعَيْمٍ هُوَ وَهْبُ بْنُ كَيْسَانَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ قَالَ: «أَكَلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُبْزًا وَلَحْمًا» ثُمَّ ذَكَرَ مِثْلَهُ
হাদীস নং:৩৭৪
আগুনে পাকানো খাদ্যে ওযু ওয়াজীব হয় কিনা ?
৩৭৪। রবীউল জীযী (রাহঃ)....... মুহাম্মাদ ইব্ন আমর ইব্ন আতা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, একবার মায়মূনা (রাযিঃ)-এর গৃহে ইব্ন আব্বাস (রাযিঃ)-এর নিকট উপস্থিত হলেন। তিনি আমার হাতে হাত মেরে বললেন, লোকদের ব্যাপারে আমি আশ্চর্য হই যে, তারা আগুনে পাকানো আহারের জন্য উযূ করে। আল্লাহ্র কসম! একদিন রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর কাপড় একত্রিত (ঠিক) করলেন। তাঁর কাছে ‘ছারীদ’ পেশ করা হল। তিনি তা থেকে আহার করলেন, এরপরে উঠে সালাতের জন্য বের হয়ে গেলেন; কিন্তু তিনি উযূ করেননি।
374 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ، قَالَ: ثنا أَبُو الْأَسْوَدِ، قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَلْحَلَةَ الدُّؤَلِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ أَنَّهُ دَخَلَ عَلَى ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ يَوْمًا فِي بَيْتِ مَيْمُونَةَ , فَضَرَبَ عَلَى يَدِي وَقَالَ: «عَجِبْتُ مِنْ نَاسٍ يَتَوَضَّئُونَ مِمَّا مَسَّتِ النَّارُ , وَاللهِ لَقَدْ جَمَعَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهِ يَوْمًا ثِيَابَهُ , ثُمَّ أُتِيَ بِثَرِيدٍ , فَأَكَلَ مِنْهَا , ثُمَّ قَامَ فَخَرَجَ إِلَى الصَّلَاةِ , وَلَمْ يَتَوَضَّأْ»

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৩৭৫
আন্তর্জাতিক নং: ৩৭৭
আগুনে পাকানো খাদ্যে ওযু ওয়াজীব হয় কিনা ?
৩৭৫-৩৭৭। ইউনুস (রাহঃ), রবীউল মুয়ায্যিন (রাহঃ), বাক্র ইব্ন ইদ্রীস (রাহঃ) ও আবু বাক্রা (রাহঃ)...... উম্মু সালামা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) সালাতের জন্য বের হয়ে গেলেন। তারপর আমি তাঁর জন্য বকরীর কাঁধ (এর গোশ্ত) ভুনা করলাম। তিনি তা থেকে আহার করলেন এরপর বের হয়ে গিয়ে সালাত আদায় করলেন; কিন্তু উযূ করেননি।
375 - حَدَّثَنَا يُونُسُ، وَالرَّبِيعُ الْمُؤَذِّنُ , قَالَا: ثنا أَسَدٌ، ح
376 - وَحَدَّثَنَا بَكْرُ بْنُ إِدْرِيسَ، قَالَ: ثنا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، ح
377 - وَحَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالُوا: ثنا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ أَبَا عَوْنٍ مُحَمَّدَ بْنَ عَبْدِ اللهِ الثَّقَفِيَّ يَقُولُ: سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ شَدَّادِ بْنِ الْهَادِ، يُحَدِّثُ عَنْ أُمِّ سَلَمَةَ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ إِلَى الصَّلَاةِ , فَنَشَلَتْ لَهُ كَتِفًا , فَأَكَلَ مِنْهَا , ثُمَّ خَرَجَ فَصَلَّى , وَلَمْ يَتَوَضَّأْ»
376 - وَحَدَّثَنَا بَكْرُ بْنُ إِدْرِيسَ، قَالَ: ثنا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، ح
377 - وَحَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالُوا: ثنا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ أَبَا عَوْنٍ مُحَمَّدَ بْنَ عَبْدِ اللهِ الثَّقَفِيَّ يَقُولُ: سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ شَدَّادِ بْنِ الْهَادِ، يُحَدِّثُ عَنْ أُمِّ سَلَمَةَ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ إِلَى الصَّلَاةِ , فَنَشَلَتْ لَهُ كَتِفًا , فَأَكَلَ مِنْهَا , ثُمَّ خَرَجَ فَصَلَّى , وَلَمْ يَتَوَضَّأْ»
হাদীস নং:৩৭৮
আগুনে পাকানো খাদ্যে ওযু ওয়াজীব হয় কিনা ?
৩৭৮। আবু বাক্রা (রাহঃ) …… আব্দুল্লাহ্ ইব্ন শাদ্দাদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার মারওয়ান আবু হুরায়রা (রাযিঃ) কে আগুনে প্রস্তুতকৃত খাদ্য আহারের জন্য উযূ সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি তাকে উযূ করার নির্দেশ প্রদান করেন। তারপর তিনি বললেন, আমরা কি করে অন্য কাউকে জিজ্ঞাসা করব, অথচ আমাদের মাঝে নবী (ﷺ) -এর স্ত্রীগণ (উম্মুল মু’মিনীন) বিদ্যমান রয়েছেন। সুতরাং তাঁরা উম্মু সালামা (রাযিঃ)-এর নিকট কিছু লোক পাঠালেন। তাঁরা তাঁকে (সংশ্লিষ্ট বিষয়ে) জিজ্ঞাসা করেন। তারপর তিনি শু’বা (রাহঃ)-এর হাদীসের অনুরূপ উল্লেখ করেছেন।
378 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا مُؤَمَّلُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: ثنا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ أَبِي عَوْنٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ شَدَّادٍ، يَقُولُ: سَأَلَ مَرْوَانُ أَبَا هُرَيْرَةَ عَنِ الْوُضُوءِ، مِمَّا غَيَّرَتِ النَّارُ , فَأَمَرَهُ بِهِ ثُمَّ قَالَ: كَيْفَ نَسْأَلُ أَحَدًا , وَفِينَا أَزْوَاجُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَأَرْسَلُوا إِلَى أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلُوهَا , ثُمَّ ذَكَرَ مِثْلَ حَدِيثِ شُعْبَةَ
হাদীস নং:৩৭৯
আগুনে পাকানো খাদ্যে ওযু ওয়াজীব হয় কিনা ?
৩৭৯। ইব্ন মারযূক (রাহঃ)...... উম্মূ সালামা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একবার একটি ভুনার পার্শ্ব রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সম্মুখে পেশ করলাম। তিনি তা থেকে আহার করলেন; কিন্তু উযূ করেন নি।
379 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: «قَرَّبْتُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَنْبًا مَشْوِيًّا , فَأَكَلَ مِنْهُ وَلَمْ يَتَوَضَّأْ»
হাদীস নং:৩৮০
আন্তর্জাতিক নং: ৩৮১
আগুনে পাকানো খাদ্যে ওযু ওয়াজীব হয় কিনা ?
৩৮০-৩৮১। আবু বাক্রা (রাহঃ)..... জাবির ইব্ন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, একবার আমাদের সম্মুখে খাদ্য নিয়ে আসা হল এবং আমাদের সঙ্গে রাসূলুল্লাহ্ (ﷺ) ছিলেন। আমরা আহার করি। তারপর সালাতের জন্য আমরা উঠে পড়ি, কিন্তু আমাদের কেউ উযূ করেনি। এরপর আমরা বকরীর অবশিষ্ট অংশ বিকালে আহার করেছি। তারপর আমরা আসরের সালাতের জন্য উঠে গিয়েছি, আমাদের কেউ পানি স্পর্শ করেনি।
ইউনুস (রাযিঃ)... আব্দুল্লাহ্ ইব্ন মুহাম্মাদ (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
ইউনুস (রাযিঃ)... আব্দুল্লাহ্ ইব্ন মুহাম্মাদ (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
380 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، قَالَ: ثنا زَائِدَةُ بْنُ قُدَامَةَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: «أُتِينَا وَمَعَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , بِطَعَامٍ , فَأَكَلْنَا ثُمَّ قُمْنَا إِلَى الصَّلَاةِ وَلَمْ يَتَوَضَّأْ أَحَدٌ مِنَّا , ثُمَّ تَعَشَّيْنَا بِبَقِيَّةِ الشَّاةِ , ثُمَّ قُمْنَا إِلَى صَلَاةِ الْعَصْرِ , وَلَمْ يَمَسَّ أَحَدٌ مِنَّا مَاءً»
381 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا عُبَيْدُ اللهِ بْنُ عَمْرٍو، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُحَمَّدٍ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
381 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا عُبَيْدُ اللهِ بْنُ عَمْرٍو، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُحَمَّدٍ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ