শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৩৫৫
আন্তর্জাতিক নং: ৩৫৭
আগুনে পাকানো খাদ্যে ওযু ওয়াজীব হয় কিনা ?
৩৫৫। আবু বাকরা (রাহঃ)..... আবু সালামা ইব্‌ন আব্দুর রহমান ইব্‌ন আউফ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমাকে আবু সাঈদ ইব্‌ন আবী সুফইয়ান ইব্‌ন মুগীরা (রাহঃ) বলেছেন যে, তিনি একবার উম্মুল মুমিনীন উম্মু হাবীবা (রাযিঃ)-এর নিকট যান। তখন তিনি তার জন্য ছাতুর শরবত দিতে বললেন, তিনি তা পান করলেন। তারপর উম্মুল মুমিনীন (রাযিঃ) বললেন, হে ভাতিজা, উযূ করে নাও। তিনি বললেন, আমি তো উযূ নষ্ট করিনি। তিনি বললেনঃ অবশ্যই রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, আগুনে স্পর্শকৃত খাদ্যবস্তু আহারে উযূ করবে।
৩৫৬। রবীউল জীযী (রাহঃ)..... আবু সুফইয়ান ইব্‌ন সাঈদ ইব্‌ন আখনাস (রাহঃ) সূত্রে উম্মু হাবীবা (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেন। তবে তিনি এতে বলেছেন, হে আমার ভাগ্নে!

৩৫৭। ইব্‌ন আবী দাউদ (রাহঃ) ও ফাহাদ (রাহঃ)...... ইব্‌ন শিহাব (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
355 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا حَرْبُ بْنُ شَدَّادٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّ أَبَا سَعِيدِ بْنَ أَبِي سُفْيَانَ بْنِ الْمُغِيرَةِ، أَخْبَرَهُ أَنَّهُ دَخَلَ عَلَى أُمِّ حَبِيبَةَ رَضِيَ اللهُ عَنْهَا زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَعَتْ لَهُ بِسَوِيقٍ , فَشَرِبَ , ثُمَّ قَالَتْ: يَا ابْنَ أَخِي تَوَضَّأْ , فَقَالَ: إِنِّي لَمْ أُحْدِثْ شَيْئًا فَقَالَتْ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَوَضَّئُوا مِمَّا مَسَّتِ النَّارُ»

356 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ، قَالَ: ثنا إِسْحَاقُ بْنُ بَكْرِ بْنِ مُضَرَ، قَالَ: ثنا أَبِي، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنْ بَكْرِ بْنِ سَوَادَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ مُسْلِمِ بْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سُفْيَانَ بْنِ سَعِيدِ بْنِ الْأَخْنَسِ، عَنْ أُمِّ حَبِيبَةَ، رَضِيَ اللهُ عَنْهَا مِثْلَهُ , غَيْرَ أَنَّهُ قَالَ: يَا ابْنَ أُخْتِي.

357 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، وَفَهْدٌ، قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ

হাদীসের ব্যাখ্যা:

আগুনে পাকানো খাদ্য খেলে অযু নষ্ট হয় না। আর এটাই হানাফী মাযহাবের মত। (আল-মাবসূত লিসসারাখসী: ১/৭৯)
আরো প্রমাণিত হয় যে, আগুনে পাকানো খাদ্য খেলে অযু নষ্ট হওয়া সম্পর্কে যে সকল হাদীস বর্ণিত আছে তা হযরত জাবের রা. কর্তৃক বর্ণিত হাদীস (নাসাঈ: ১৮৫,সুনানে আবু দাউদ: ১৯২) ও ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বকরীর রানের (পাকানো) গোশ্‌ত খেয়ে সলাত আদায় করলেন কিন্তু উযূ করেননি। (সহীহ : বুখারী ২০৭, মুসলিম ৩৫৪) হাদীস দ্বারা রহিত হয়ে গেছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৩৫৫ | মুসলিম বাংলা