আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
الشمائل المحمدية للإمام الترمذي
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৯৯
৫৫- রাসূলুল্লাহ্ -এর মীরাছের বিবরণ
৩৯৯। আহমাদ ইবন মানী' (রাহঃ)... আমর ইবনুল হারিছ, যিনি জুওয়ায়ারিয়া (রাযিঃ)-এর ভ্রাতা ও একজন সাহাবী ছিলেন, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) কিছু অস্ত্রশস্ত্র, কিছু বাহন এবং কিছু ভূমি ছাড়া আর কিছুই রেখে যাননি। আর তাও তিনি সাদকা করে যান।
بَابُ : مَا جَاءَ فِي مِيرَاثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ ، قَالَ : حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ ، قَالَ : حَدَّثَنَا إِسْرَائِيلُ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ ، أَخِي جُوَيْرِيَةَ لَهُ صُحْبَةٌ قَالَ : مَا تَرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا سِلاَحَهُ وَبَغْلَتَهُ وَأَرْضًا جَعَلَهَا صَدَقَةً.