আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

الشمائل المحمدية للإمام الترمذي

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৪০০
রাসূলুল্লাহ্ -এর মীরাছের বিবরণ
৪০০। মুহাম্মাদ ইবনুল মুছান্না (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ ফাতিমা (রাযিঃ) আবু বাকর (রাযিঃ)-এর কাছে এসে বললেন, আপনার ওয়ারিছ কে হবে? বললেন, আমার পরিবার-পরিজন ও সন্তান-সন্ততি। ফাতিমা (রাযিঃ) বললেন, তবে আমি কেন আমার পিতার ওয়ারিছ হবো না? আবু বাকর (রাযিঃ) বললেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনেছি, আমার কাউকে ওয়ারিছ করিনি। তবে রাসূলুল্লাহ্ (ﷺ) যাদের জীবিকা নির্ধারণ করে গেছেন, আমি তা বলবৎ রাখব এবং যাদের জন্য রাসূলুল্লাহ্ (ﷺ) খরচ করে গিয়েছেন, আমিও তাদের জন্য খরচ করব।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ : حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ ، قَالَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : جَاءَتْ فَاطِمَةُ إِلَى أَبِي بَكْرٍ فَقَالَتْ : مَنْ يَرِثُكَ ؟ فَقَالَ : أَهْلِي وَوَلَدِي ، فَقَالَتْ : مَا لِي لاَ أَرِثُ أَبِي ؟ فَقَالَ أَبُو بَكْرٍ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : لاَ نُورَثُ ، وَلَكِنِّي أَعُولُ مَنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُولُهُ ، وَأُنْفِقُ عَلَى مَنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنْفِقُ عَلَيْهِ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪০১
রাসূলুল্লাহ্ -এর মীরাছের বিবরণ
৪০১। মুহাম্মাদ ইবনুল মুছান্না (রাহঃ)... আবুল বুখ্তারী থেকে বর্ণনা করেন যে, 'উমার (রাযিঃ) খিলাফতকালে 'আব্বাস (রাযিঃ) ও আলী (রাযিঃ) একে অপরের বিরুদ্ধে তাঁর কাছে অভিযোগ করেন এবং একে অপরকে বলতে থাকেন, (তুমি এরূপ, তুমি সেরূপ) তুমি এই করেছ, তুমি সেই করেছ। 'উমার (রাযিঃ), তালহা (রাযিঃ), যুবায়র (রাযিঃ), আব্দুর রহমান ইবন 'আউফ (রাযিঃ) ও সা'দ (রাযিঃ)-কে বললেন, আল্লাহর কসম দিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করছি, তোমরা কি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুননি যে, নবীদের সকল সম্পদ সাদৃকা হয়? অবশ্য যা পরিবারের আহার বাবদ খরচ হবে, তা এর অন্তর্ভুক্ত নয়। যেমন, রাসূলুল্লাহ্ (ﷺ) --এর উক্তি, আমরা কাউকে উত্তরাধিকারী করিনি। এই হাদীসে একটি দীর্ঘ বর্ণনা আছে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ : حَدَّثَنَا يَحْيَى بْنُ كَثِيرٍ الْعَنْبَرِيُّ أَبُو غَسَّانَ ، قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ ، عَنْ أَبِي الْبَخْتَرِيِّ ، أَنَّ الْعَبَّاسَ ، وَعَلِيًّا ، جَاءَا إِلَى عُمَرَ يَخْتَصِمَانِ يَقُولُ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا لِصَاحِبِهِ : أَنْتَ كَذَا ، أَنْتَ كَذَا ، فَقَالَ عُمَرُ ، لِطَلْحَةَ ، وَالزُّبَيْرِ ، وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ، وَسَعْدٍ : أَنْشُدُكُمْ بِاللَّهِ أَسَمِعْتُمْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : كُلُّ مَالِ نَبِيٍّ صَدَقَةٌ ، إِلَّا مَا أَطْعَمَهُ ، إِنَّا لاَ نُورَثُ ؟ وَفِي الْحَدِيثِ قِصَّةٌ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪০২
রাসূলুল্লাহ্ -এর মীরাছের বিবরণ
৪০২। মুহাম্মাদ ইবনুল মুছান্না (রাহঃ)... 'আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: আমরা নবীরা কাউকে উত্তরাধিকারী করি না। আমাদের পরিত্যক্ত সকল সম্পদ সাদকারূপে গণ্য।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ : حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عِيسَى ، عَنِ أُسَامَةَ بْنِ زَيْدٍ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ عُرْوَةَ ، عَنْ عَائِشَةَ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : لاَ نُورَثُ مَا تَرَكْنَا فَهُوَ صَدَقَةٌ.
হাদীস নং:৪০৩
রাসূলুল্লাহ্ -এর মীরাছের বিবরণ
৪০৩। মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) বলেছেন, আমার উত্তরাধিকারী যেন আমার পরিত্যক্ত দীনার ও দিরহাম বন্টন না করে। আমার পরিবার-পরিজন ও আমার কর্মচারীর খরচ দেয়ার পর যা কিছু থাকবে, তা সাদকা ।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ أَبِي الزِّنَادِ ، عَنِ الأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : لاَ يَقْسِمُ وَرَثَتِي دِينَارًا وَلاَ دِرْهَمًا ، مَا تَرَكْتُ بَعْدَ نَفَقَةِ نِسَائِي وَمُؤْنَةِ عَامِلِي فَهُوَ صَدَقَةٌ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪০৪
রাসূলুল্লাহ্ -এর মীরাছের বিবরণ
৪০৪। হাসান ইবন 'আলী আল-খাল্লাল (রাহঃ)... মালিক ইবন আওস ইবনুল হাছান (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন: আমি উমার (রাযিঃ)-এর দরবারে প্রবেশ করলাম। সে সময় 'আব্দুর রহমান ইবন 'আউফ (রাযিঃ), তালহা (রাযিঃ) ও সা'দ (রাযিঃ)-ও প্রবেশ করলেন। কিছুক্ষণ পর পরস্পর তর্ক করতে করতে 'আলী (রাযিঃ) এবং 'আব্বাস (রাযিঃ)-ও সেখানে উপস্থিত হলেন। উমার (রাযিঃ) তাদের উদ্দেশ্যে বললেন, যার নির্দেশে আসমান-যমীন স্থিতিশীল, তাঁর নামে শপথ করে তোমাদের জিজ্ঞেস করছি, তোমরা কি রাসূলুল্লাহ্ (ﷺ) -এর এ কথা অবগত আছ যে, তিনি বলেছিলেন, আমরা (নবীরা) কাউকে উত্তরাধিকারী করি না? আমরা যা কিছু রেখে যাই, সবই সদকা? তারা সকলেই বললেন, হ্যাঁ। তিনি এরূপ বলেছিলেন। এই হাদীসে একটি দীর্ঘ বর্ণনা আছে।
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلَّالُ ، قَالَ : حَدَّثَنَا بِشْرُ بْنُ عُمَرَ قَالَ : سَمِعْتُ مَالِكَ بْنَ أَنَسٍ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ مَالِكِ بْنِ أَوْسِ بْنِ الْحَدَثَانِ قَالَ : دَخَلْتُ عَلَى عُمَرَ فَدَخَلَ عَلَيْهِ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ ، وَطَلْحَةُ ، وَسَعْدٌ ، وَجَاءَ عَلِيٌّ ، وَالْعَبَّاسُ ، يَخْتَصِمَانِ ، فَقَالَ لَهُمْ عُمَرُ : أَنْشُدُكُمْ بِالَّذِي بِإِذْنِهِ تَقُومُ السَّمَاءُ وَالأَرْضُ ، أَتَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : لاَ نُورَثُ ، مَا تَرَكْنَاهُ صَدَقَةٌ فَقَالُوا : اللَّهُمَّ نَعَمْ وَفِي الْحَدِيثِ قِصَّةٌ طَوِيلَةٌ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪০৫
রাসূলুল্লাহ্ -এর মীরাছের বিবরণ
৪০৫। মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... 'আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) -এর পরিত্যক্তের মধ্যে দীনার, দিরহাম, ছাগ বা উট কিছুই ছিল না। বর্ণনাকারী বলেন, 'আয়িশা (রাযিঃ) এর সাথে দাস-দাসীর কথাও বলেছিলেন কিনা, তা আমার মনে পড়ছে না।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ عَاصِمِ ابْنِ بَهْدَلَةَ ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : مَا تَرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دِينَارًا وَلاَ دِرْهَمًا وَلاَ شَاةً وَلاَ بَعِيرًا قَالَ : وَأَشُكُّ فِي الْعَبْدِ وَالأَمَةِ.