আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
الشمائل المحمدية للإمام الترمذي
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৭ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩১৫
রাসূলুল্লাহ -এর কিরাতের বিবরণ
৩১৫। মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... কাতাদা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ আমি আনাস ইবন মালিক (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কিরাত কিরূপ ছিল? তিনি বলেন দীর্ঘস্বরে ।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرِ بْنِ حَازِمٍ قَالَ : حَدَّثَنَا أَبِي ، عَنْ قَتَادَةَ ، قَالَ : قُلْتُ لِأَنَسِ بْنِ مَالِكٍ : كَيْفَ كَانَتْ قِرَاءَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ فَقَالَ : مَدًّا.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩১৬
রাসূলুল্লাহ -এর কিরাতের বিবরণ
৩১৬। 'আলী ইবন হুজর (রাহঃ)... উম্মে সালমা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, উম্মে সালমা বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) প্রতিটি আয়াত ভিন্ন ভিন্নভাবে পড়তেন। الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ পড়তেন। এরপর থামতেন । তারপর الرَّحْمَنِ الرَّحِيمِ পড়ে থামতেন। তারপর مَلِكِ يَوْمِ الدِّينِ পড়তেন।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ : حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْأُمَوِيُّ ، عَنِ ابْنِ جُرَيْجٍ ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ ، عَنْ أُمِّ سَلَمَةَ ، قَالَتْ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْطَعُ قِرَاءَتَهُ يَقُولُ : { الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ } [الفاتحة : ] ثُمَّ يَقِفُ ، ثُمَّ يَقُولُ : { الرَّحْمَنِ الرَّحِيمِ } [الفاتحة : ] ثُمَّ يَقِفُ ، وَكَانَ يَقْرَأُ ( مَلِكِ يَوْمِ الدِّينِ )

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩১৭
রাসূলুল্লাহ -এর কিরাতের বিবরণ
৩১৭। কুতায়বা ইবন সা'ঈদ (রাহঃ)... আব্দুল্লাহ ইবন আবু কায়স (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ আমি 'আয়িশা (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ্ (ﷺ) কি আস্তে কিরাত পড়তেন, না উচ্চঃস্বরে? তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আর উভয়টাই করতেন। কখনো আস্তে পড়তেন, আবার কখনো সশব্দে পড়তেন। আমি বললাম : আল্লাহর প্রশংসা যে, তিনি সকল প্রকার সুবিধাই রেখে গেছেন।
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ : حَدَّثَنَا اللَّيْثُ ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ قَالَ : سَأَلْتُ عَائِشَةَ ، عَنْ قِرَاءَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَانَ يُسِرُّ بِالْقِرَاءَةِ أَمْ يَجْهَرُ ؟ قَالَتْ : كُلُّ ذَلِكَ قَدْ كَانَ يَفْعَلُ قَدْ كَانَ رُبَّمَا أَسَرَّ وَرُبَّمَا جَهَرَ . فَقُلْتُ : الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الأَمْرِ سَعَةً.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩১৮
রাসূলুল্লাহ -এর কিরাতের বিবরণ
৩১৮। মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... উম্মে হানী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন: আমি আমার গৃহের ছাদ থেকে রাত্রিবেলায় নবী (ﷺ) -এর কিরাত শুনতে পেতাম।
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالَ : حَدَّثَنَا وَكِيعٌ قَالَ : حَدَّثَنَا مِسْعَرٌ ، عَنْ أَبِي الْعَلاَءِ الْعَبْدِيِّ ، عَنْ يَحْيَى بْنِ جَعْدَةَ ، عَنْ أُمِّ هَانِئٍ ، قَالَتْ : كُنْتُ أَسْمَعُ قِرَاءَةَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ وَأَنَا عَلَى عَرِيشِي.

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:৩১৯
রাসূলুল্লাহ -এর কিরাতের বিবরণ
৩১৯। মাহমুদ ইবন গায়লান... মু'আবিয়া ইবন কুররা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন : আমি আব্দুল্লাহ ইবন মুগাফ্ফাল-কে বলতে শুনেছি, মক্কা বিজয়ের দিন আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে উষ্ট্রের উপর বসা অবস্থায় পড়তে শুনেছি إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا لِيَغْفِرَ لَكَ اللَّهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ রাসূলুল্লাহ্ (ﷺ) তা তারজী' করে পড়ছিলেন। মু'আবিয়া ইবন কুররা (রাযিঃ) বলেন, আমি যদি আমার কাছে লোক জড়ো হওয়ার আশংকা না করতাম, তাহলে আমি সেইরূপ স্বরে তোমাদেরকে শুনাতাম। বর্ণনাকারী الصوت কিংবা الحن শব্দ ব্যবহার করেছেন।
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالَ : حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ قَالَ : سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مُغَفَّلٍ يَقُولُ : رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى نَاقَتِهِ يَوْمَ الْفَتْحِ وَهُوَ يَقْرَأُ : { إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا لِيَغْفِرَ لَكَ اللَّهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ } [الفتح : ]. قَالَ : فَقَرَأَ وَرَجَّعَ.
قَالَ : وَقَالَ مُعَاوِيَةُ بْنُ قُرَّةَ : لَوْلاَ أَنْ يَجْتَمِعَ النَّاسُ عَلَيَّ لَأَخَذْتُ لَكُمْ فِي ذَلِكَ الصَّوْتِ أَوْ قَالَ : اللَّحْنِ.
قَالَ : وَقَالَ مُعَاوِيَةُ بْنُ قُرَّةَ : لَوْلاَ أَنْ يَجْتَمِعَ النَّاسُ عَلَيَّ لَأَخَذْتُ لَكُمْ فِي ذَلِكَ الصَّوْتِ أَوْ قَالَ : اللَّحْنِ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩২০
রাসূলুল্লাহ -এর কিরাতের বিবরণ
৩২০। কুতায়বা ইবন সা'ঈদ (রাহঃ)..... কাতাদা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ আল্লাহ্ তা'আলা প্রত্যেক নবীকেই সুন্দর চেহারা ও সুন্দর কণ্ঠস্বর দিয়ে প্রেরণ করেছেন। তোমাদের নবী মুহাম্মাদ (ﷺ) ও সুন্দর চেহারা ও সুন্দর স্বরের অধিকারী ছিলেন। তবে তিনি গানের স্বরে কুরআন পাঠ করতেন না।
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ : حَدَّثَنَا نُوحُ بْنُ قَيْسٍ الْحُدَّانِيُّ ، عَنْ حُسَامِ بْنِ مِصَكٍّ ، عَنْ قَتَادَةَ قَالَ : مَا بَعَثَ اللَّهُ نَبِيًّا إِلَّا حَسَنَ الْوَجْهِ ، حَسَنَ الصَّوْتِ ، وَكَانَ نَبِيُّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَسَنَ الْوَجْهِ ، حَسَنَ الصَّوْتِ ، وَكَانَ لاَ يُرَجِّعُ.

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:৩২১
রাসূলুল্লাহ -এর কিরাতের বিবরণ
৩২১। 'আব্দুল্লাহ ইবন 'আব্দুর রহমান (রাহঃ)... ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন: রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কিরাত এমন হতো যে, তিনি যখন তাঁর ঘরে বসে পড়তেন, তখন বারান্দায় থেকে তা শুনা যেতো।
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ : حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : كَانَتْ قِرَاءَةُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رُبَّمَا يَسْمَعُهَا مَنْ فِي الْحُجْرَةِ وَهُوَ فِي الْبَيْتِ.

তাহকীক:
তাহকীক চলমান