আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
الشمائل المحمدية للإمام الترمذي
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩১৪
৪৪- রাসূলুল্লাহ -এর কিরাতের বিবরণ
৩১৪। কুতায়বা ইবন সাঈদ (রাহঃ)... ইয়া'লা ইবন মামলাক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি উম্মে সালমা (রাযিঃ)-কে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কিরাত সম্পর্কে জিজ্ঞেস করলে উত্তরে উম্মে সালমা বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) প্রতিটি শব্দ আলাদা আলাদাভাবে স্পষ্ট করে পড়তেন।
بَابُ مَا جَاءَ فِي قِرَاءَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ : حَدَّثَنَا اللَّيْثُ ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ ، عَنْ يَعَلَى بْنِ مَمْلَكٍ أَنَّهُ سَأَلَ أُمَّ سَلَمَةَ ، عَنْ قِرَاءَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا هِيَ تَنْعَتُ قِرَاءَةً مُفَسَّرَةً حَرْفًا حَرْفًا.

তাহকীক:
তাহকীক চলমান