আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

الشمائل المحمدية للإمام الترمذي

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১৫ টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৯৯
রাসূলুল্লাহ্ -এর রোযার বিবরণ
২৯৯। আলী ইবন হুজুর (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, আনাস (রাযিঃ)-কে নবী (ﷺ) -এর রোযা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন: রাসূলুল্লাহ্ (ﷺ) কোন মাসে এমনভাবে রোযা রাখতেন, যা দেখে আমরা বলতাম, তিনি হয়ত রোযা আর ছাড়বেন না। আবার যখন রোযা না রাখতেন, তখন তা দেখে আমরা মনে করতাম তিনি হয়ত এ মাসে আর রোযা রাখবেন না। অবস্থা এই ছিল যে, আমরা যদি তাঁকে সালাতরত দেখতে চাইতাম, তবে তাঁকে সালাতরত অবস্থায়ই দেখতে পেতাম। আর যদি নিদ্রিত দেখতে চাইতাম, তবে তাঁকে নিদ্রিতই দেখতাম।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ : حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ ، عَنْ حُمَيْدٍ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، أَنَّهُ سُئِلَ عَنْ صَوْمِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : كَانَ يَصُومُ مِنَ الشَّهْرِ حَتَّى نَرَى أَنْ لاَ يُرِيدَ أَنْ يُفْطِرَ مِنْهُ ، وَيُفْطِرُ مِنْهُ حَتَّى نَرَى أَنْ لاَ يُرِيدَ أَنْ يَصُومَ مِنْهُ شَيْئًا . وَكُنْتَ لاَ تَشَاءُ أَنْ تَرَاهُ مِنَ اللَّيْلِ مُصَلِّيًا إِلاَ رَأَيْتَهُ مُصَلِّيًا ، وَلاَ نَائِمًا إِلاَ رَأَيْتَهُ نَائِمًا.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩০০
রাসূলুল্লাহ্ -এর রোযার বিবরণ
৩০০। মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ কখনো কখনো এমনভাবে রোযা রাখতেন যে, আমরা বলতাম, এই মাসে হয়ত তিনি আর রোযা ভাঙ্গবেন না। যখন রোযা ছেড়ে দিতেন, তখন (তাঁর অবস্থা দেখে) আমরা বলতাম, তিনি বুঝি আর রোযা রাখবেন না। মদীনায় হিজরতের পর রমযান মাস ব্যতীত তিনি আর কখনো পূর্ণ মাস রোযা রাখেন নি।
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالَ : حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ أَبِي بِشْرٍ قَالَ : سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ حَتَّى نَقُولَ مَا يُرِيدُ أَنْ يُفْطِرَ مِنْهُ ، وَيُفْطِرُ حَتَّى نَقُولَ مَا يُرِيدُ أَنْ يَصُومَ مِنْهُ ، وَمَا صَامَ شَهْرًا كَامِلاَ مُنْذُ قَدِمَ الْمَدِينَةَ إِلَّا رَمَضَانَ.
হাদীস নং:৩০১
রাসূলুল্লাহ্ -এর রোযার বিবরণ
৩০১। মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ).. উম্মে সালমা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে রমযান ও শা'বান মাস ব্যতীত অন্য কোন মানে একাদিক্রমে রোযা রাখতে দেখিনি।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ، عَنْ سُفْيَانَ ، عَنْ مَنْصُورٍ ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أُمِّ سَلَمَةَ ، قَالَتْ : مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ إِلاَ شَعْبَانَ وَرَمَضَانَ.
قَالَ أَبُو عِيسَى : هَذَا إِسنَادٌ صَحِيحٌ وَهَكَذَا قَالَ : عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أُمِّ سَلَمَةَ.
وَرَوَى هَذَا الْحَدِيثَ غَيْرُ وَاحِدٍ ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ عَائِشَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَيُحْتَمَلُ أَنْ يَكُونَ أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَدْ رَوَى الْحَدِيثَ ، عَنْ عَائِشَةَ وَأُمِّ سَلَمَةَ جَمِيعًا ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
হাদীস নং:৩০২
রাসূলুল্লাহ্ -এর রোযার বিবরণ
৩০২। হান্নাদ (রাহঃ)... 'আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা যে, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে শা'বান মাস ব্যতীত আর কোন মাসে এত অধিক রোযা রাখতে দেখিনি। তিনি শা'বান মাসের অধিকাংশ দিনই রোযা রাখতেন। বরং প্রায় সারা মাসই তাঁর রোযায় কাটত।
حَدَّثَنَا هَنَّادٌ قَالَ : حَدَّثَنَا عَبْدَةُ ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو قَالَ : حَدَّثَنَا أَبُو سَلَمَةَ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : لَمْ أَرَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ فِي شَهْرٍ أَكْثَرَ مِنْ صِيَامِهِ لِلَّهِ فِي شَعْبَانَ ، كَانَ يَصُومُ شَعْبَانَ إِلَّا قَلِيلاً بَلْ كَانَ يَصُومُهُ كُلَّهُ.
হাদীস নং:৩০৩
রাসূলুল্লাহ্ -এর রোযার বিবরণ
৩০৩। কাসিম ইবন দীনার আল-কূফী (রাহঃ)..... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) প্রতি মাসের প্রথমদিকে তিনটি করে রোযা রাখতেন। জুম'আর দিন খুব কমই তিনি ইফতার করতেন।
حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ دِينَارٍ الْكُوفِيُّ قَالَ : حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ، وَطَلْقُ بْنُ غَنَّامٍ ، عَنْ شَيْبَانَ ، عَنْ عَاصِمٍ ، عَنْ زِرِّ بْنُ حُبَيْشٍ ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ مِنْ غُرَّةِ كُلِّ شَهْرٍ ثَلاَثَةَ أَيَامٍ وَقَلَّمَا كَانَ يُفْطِرُ يَوْمَ الْجُمُعَةِ.
হাদীস নং:৩০৪
রাসূলুল্লাহ্ -এর রোযার বিবরণ
৩০৪। আবু হাফস 'আমর ইবন 'আলী (রাহঃ)... 'আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ নবী (ﷺ) সোম ও বৃহস্পতিবারের রোযার প্রতি খুবই খেয়াল রাখতেন।
حَدَّثَنَا أَبُو حَفْصٍ عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ : حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ ، عَنْ رَبِيعَةَ الْجُرَشِيِّ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ.
হাদীস নং:৩০৫
রাসূলুল্লাহ্ -এর রোযার বিবরণ
৩০৫। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) বলেছেন : সোম ও বৃহস্পতিবার দিন মানুষের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। আমার ইচ্ছা, রোযা রাখা অবস্থায় যেন আমার আমল পেশ করা হয়।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَ : حَدَّثَنَا أَبُو عَاصِمٍ ، عَنْ مُحَمَّدِ بْنِ رِفَاعَةَ ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : تُعْرَضُ الأَعْمَالُ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ فَأُحِبُّ أَنْ يُعْرَضَ عَمَلِي وَأَنَا صَائِمٌ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩০৬
রাসূলুল্লাহ্ -এর রোযার বিবরণ
৩০৬। মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) কোন মাসে শনি, রবি ও সোম এবং কোন মাসে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দিন রোযা রাখতেন।
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالَ : حَدَّثَنَا أَبُو أَحْمَدَ ، وَمُعَاوِيَةُ بْنُ هِشَامٍ ، قَالاَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ مَنْصُورٍ ، عَنْ خَيْثَمَةَ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ مِنَ الشَّهْرِ السَّبْتَ وَالأَحَدَ وَالاَثْنَيْنَ ، وَمِنَ الشَّهْرِ الآخَرِ الثُّلاَثَاءَ وَالأَرْبَعَاءَ وَالْخَمِيسَ.
হাদীস নং:৩০৭
রাসূলুল্লাহ্ -এর রোযার বিবরণ
৩০৭। আবু মুস'আব আল-মাদীনী (রাহঃ)... 'আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) শা'বান মাস ব্যতীত অন্য কোন মাসে এর চাইতে বেশী রোযা রাখতেন না।
حَدَّثَنَا أَبُو مُصْعَبٍ الْمَدِينِيُّ ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ ، عَنْ أَبِي النَّضْرِ ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ فِي شَهْرٍ أَكْثَرَ مِنْ صِيَامِهِ فِي شَعْبَانَ.
হাদীস নং:৩০৮
রাসূলুল্লাহ্ -এর রোযার বিবরণ
৩০৮। মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... য়াযীদ আর-রিশ্ক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ আমি মু'আযা (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, তিনি বলেন, আমি আয়িশা (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ্ (ﷺ) কি প্রতি মাসে তিনটি করে রোযা রাখতেন? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, কোন্ কোন্ তারিখে তিনি রোযা রাখতেন? তিনি বললেন, কোন নির্দিষ্ট তারিখ ছিল না। সুযোগ পেলেই তিনি রোযা রাখতেন।

আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, য়াযীদ আর-রিশ্ক হলেন য়াযীদ আদ্-দাব'ঈ আল-বসরী, তিনি একজন ছিকাহ্ রাবী। শু'বা, আব্দুল ওয়ারিছ ইবন সাঈদ, হাম্মাদ ইবন য়াযীদ, ইসমাঈল ইবন ইবরাহীম প্রমুখ একাধিক রাবী তাঁর কাছ থেকে হাদীস বর্ণনা করেছেন। তিনি হলেন য়াযীদ আল-কাসিম এবং তাঁকে আল-কাসাম বলা হয়। আর-রিশক) الرِّشْكُ ( শব্দটি বসরাবাসীদের ভাষা, যা কাসাম (القسام) অর্থে ব্যবহৃত।
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالَ : حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ يَزِيدَ الرِّشْكِ قَالَ : سَمِعْتُ مُعَاذَةَ ، قَالَتْ : قُلْتُ لِعَائِشَةَ : أَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ ثَلاَثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ ؟ قَالَتْ : نَعَمْ. قُلْتُ : مِنْ أَيِّهِ كَانَ يَصُومُ ؟ قَالَتْ : كَانَ لاَ يُبَالِي مِنْ أَيِّهِ صَامَ.
قَالَ أَبُو عِيسَى : يَزِيدُ الرِّشْكُ هُوَ يَزِيدُ الضُّبَعِيُّ الْبَصْرِيُّ وَهُوَ ثِقَةٌ رَوَى عَنْهُ شُعْبَةُ ، وَعَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ ، وَحَمَّادُ بْنُ زَيْدٍ ، وَإِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ، وَغَيْرُ وَاحِدٍ مِنَ الأَئِمَةِ ، وَهُوَ يَزِيدُ الْقَاسِمُ وَيُقَالُ : الْقَسَّامُ ، وَالرِّشْكُ بِلُغَةِ أَهْلِ الْبَصْرَةِ هُوَ الْقَسَّامُ.
হাদীস নং:৩০৯
রাসূলুল্লাহ্ -এর রোযার বিবরণ
৩০৯। হারূন ইবন ইসহাক আল-হামদানী (রাহঃ)... 'আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ জাহিলী যুগে কুরায়শরা 'আশূরার দিন রোযা রাখতো। রাসূলুল্লাহ্ (ﷺ) ও হিজরতের পূর্বে 'আশুরার রোযা রাখতেন। মদীনার হিজরতের পরও তিনি 'আশুরার রোযা রাখতেন এবং এই রোযা রাখার নির্দেশ দিতেন। অতঃপর রমযানের রোযা ফরয করা হলে তা ফরযে পরিণত হয় এবং 'আশূরা ছেড়ে দেয়া হয়। যার ইচ্ছা রাখতে পারে, যার ইচ্ছা ছেড়ে দিতে পারে।
حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْهَمْدَانِيُّ قَالَ : حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : كَانَ عَاشُورَاءُ يَوْمًا تَصُومُهُ قُرَيْشٌ فِي الْجَاهِلِيَّةِ ، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُهُ ، فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ صَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ ، فَلَمَّا افْتُرِضَ رَمَضَانُ كَانَ رَمَضَانُ هُوَ الْفَرِيضَةُ وَتُرِكَ عَاشُورَاءُ ، فَمَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ تَرَكَهُ.
হাদীস নং:৩১০
রাসূলুল্লাহ্ -এর রোযার বিবরণ
৩১০। মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... 'আলকামা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ আমি 'আয়িশা (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কি ইবাদতের জন্য কোন দিনক্ষণ নির্দিষ্ট করতেন? তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) -এর আমল ছিল সর্বকালীন। রাসূলুল্লাহ্ (ﷺ) যেমন সমর্থবান ছিলেন, তোমাদের মধ্যে এমন সমর্থবান কেউ আছে কি?
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ مَنْصُورٍ ، عَنِ إِبْرَاهِيمَ ، عَنْ عَلْقَمَةَ قَالَ : سَأَلْتُ عَائِشَةَ ، أَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخُصُّ مِنَ الأَيَامِ شَيْئًا ؟ قَالَتْ : كَانَ عَمَلُهُ دِيمَةً ، وَأَيُّكُمْ يُطِيقُ مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُطِيقُ.
হাদীস নং:৩১১
রাসূলুল্লাহ্ -এর রোযার বিবরণ
৩১১। হারূন ইবন ইসহাক... 'আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ একদিন রাসূলুল্লাহ্ (ﷺ) আমার কাছে আসলেন। সে সময় জনৈক মহিলা আমার কাছে বসা ছিল। তিনি জিজ্ঞেস করলেন, এই মহিলাটি কে? আমি বললাম, সে অমুক। সে সারা রাত বিনিদ্র কাটায় । রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, তোমাদের সামর্থ্য অনুযায়ীই আমল করা উচিত। আল্লাহর কসম! তিনি নেকীদান করতে কখনো কুণ্ঠিত হন না, যতক্ষণ না তোমরা আমলে কুণ্ঠিত হও। 'আয়িশা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এমন কাজ করতেই পসন্দ করেন, যা লোকেরা সর্বদা করতে সামর্থ্য রাখে।
حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ قَالَ : حَدَّثَنَا عَبْدَةُ ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدِي امْرَأَةٌ فَقَالَ : مَنْ هَذِهِ ؟ قُلْتُ : فُلاَنَةُ لاَ تَنَامُ اللَّيْلَ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : عَلَيْكُمْ مِنَ الأَعْمَالِ مَا تُطِيقُونَ ، فَوَاللَّهِ لاَ يَمَلُّ اللَّهُ حَتَّى تَمَلُّوا ، وَكَانَ أَحَبَّ ذَلِكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي يَدُومُ عَلَيْهِ صَاحِبُهُ.
হাদীস নং:৩১২
রাসূলুল্লাহ্ -এর রোযার বিবরণ
৩১২। আবু হিশাম মুহাম্মাদ ইবন য়াযীদ আর-রিফা'ঈ (রাহঃ)... আবু সালিহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন তিনি বলেনঃ আমি আয়িশা (রাযিঃ) ও উম্মে সালমার কাছে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছে প্রিয় কাজ কোন্‌টি ছিল? তাঁরা উভয়েই বললেন, যে আমল সব সময় করা হয়, তা যত কমই হোক না কেন।
حَدَّثَنَا أَبُو هِشَامٍ مُحَمَّدُ بْنُ يَزِيدَ الرِّفَاعِيُّ قَالَ : حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ ، عَنِ الأَعْمَشِ ، عَنْ أَبِي صَالِحٍ قَالَ : سَأَلْتُ عَائِشَةَ ، وَأُمَّ سَلَمَةَ ، أَيُّ الْعَمَلِ كَانَ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ قَالَتَا : مَا دِيمَ عَلَيْهِ وَإِنْ قَلَّ.
হাদীস নং:৩১৩
রাসূলুল্লাহ্ -এর রোযার বিবরণ
৩১৩। মুহাম্মাদ ইবন ইসমাঈল (রাহঃ).... আসিম ইবন হুমায়দ (রাযিঃ) থেকে বর্ণনা করেন, তিনি বলেনঃ আমি 'আওফ ইবন মালিককে বলতে শুনেছি, আমি এক রাতে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সঙ্গে ছিলাম। তিনি মিসওয়াক করলেন। পরে উযূ করলেন এবং সালাতে দাঁড়ালেন। আমিও তার সঙ্গে দাঁড়ালাম। তিনি সূরা বাকারা আরম্ভ করলেন। এরপর রহমতের আয়াত পাঠ করে চুপ থাকলেন এবং রহমত প্রার্থনা করলেন। তারপর আযাবের আয়াত পাঠ করে চুপ থাকেন এবং মুক্তি কামনা করেন। তারপর রুকূ করেন এবং سُبْحَانَ ذِي الْجَبَرُوتِ وَالْمَلَكُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ এই দু'আ পাঠ করা পর্যন্ত রুকূতে অবস্থান করেন । অতঃপর সিজ্দা করেন এবং রুকুর সময় পরিমাণ সিজদায় অবস্থান করেন এবং একই দু'আ পাঠ করেন। অতঃপর দ্বিতীয় রাক'আতে সূরা আল-ইমরান পাঠ করেন। তারপর একেক রাক'আতে একেক সূরা পাঠ করেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ : حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ قَالَ : حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ ، أَنَّهُ سَمِعَ عَاصِمَ بْنَ حُمَيْدٍ قَالَ : سَمِعْتُ عَوْفَ بْنَ مَالِكٍ يَقُولُ : كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً فَاسْتَاكَ ثُمَّ تَوَضَّأَ ثُمَّ قَامَ يُصَلِّي ، فَقُمْتُ مَعَهُ فَبَدَأَ فَاسْتَفْتَحَ الْبَقَرَةَ فَلاَ يَمُرُّ بِآيَةِ رَحْمَةٍ إِلَّا وَقَفَ فَسَأَلَ ، وَلاَ يَمُرُّ بِآيَةِ عَذَابٍ إِلَّا وَقَفَ فَتَعَوَّذَ ، ثُمَّ رَكَعَ فَمَكَثَ رَاكِعًا بِقَدْرِ قِيَامِهِ ، وَيَقُولُ فِي رُكُوعِهِ : سُبْحَانَ ذِي الْجَبَرُوتِ وَالْمَلَكُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ ، ثُمَّ سَجَدَ بِقَدْرِ رُكُوعِهِ ، وَيَقُولُ فِي سُجُودِهِ : سُبْحَانَ ذِي الْجَبَرُوتِ وَالْمَلَكُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ ثُمَّ قَرَأَ آلَ عِمْرَانَ ثُمَّ سُورَةً سُورَةً يَفْعَلُ مِثْلَ ذَلِكَ فِي كُلِّ رَكْعَةٍ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান