আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
الشمائل المحمدية للإمام الترمذي
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৬৩
রাসূলুল্লাহ -এর ইবাদতের বর্ণনা
২৬৩।“ঈসা ইবন 'উসমান ইবন 'ঈসা ইবন 'আব্দুর রহমান রামালী (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সালাত আদায় করায় রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কদম মুবারক ফুলে যেত। তাঁকে বলা হল, ইয়া রাসূলাল্লাহ্! আপনি এরূপ (কষ্ট সহ্য) করছেন কেন? অথচ আপনার পূর্বাপর ত্রুটি-বিচ্যুতি আল্লাহ্ তা'আলা ক্ষমা করে দিয়েছেন। তিনি বললেনঃ আমি কি শোকর গুযার বান্দা হব না?
حَدَّثَنَا عِيسَى بْنُ عُثْمَانَ بْنِ عِيسَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ الرَّمْلِيُّ قَالَ : حَدَّثَنَا عَمِّي يَحْيَى بْنُ عِيسَى الرَّمْلِيُّ ، عَنِ الأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُومُ يُصَلِّي حَتَّى تَنْتَفِخَ قَدَمَاهُ فَيُقَالُ لَهُ : يَا رَسُولَ اللَّهِ ، تَفْعَلُ هَذَا وَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ ؟ قَالَ : أَفَلاَ أَكُونُ عَبْدًا شَكُورًا.
হাদীস নং:২৬৪
রাসূলুল্লাহ -এর ইবাদতের বর্ণনা
২৬৪। মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... আসওয়াদ ইবন ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন : আমি আয়িশা (রাযিঃ)-এর কাছে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর তাহাজ্জুদ সালাত (রাতের সালাত) সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ তিনি রাতের প্রথমাংশে ঘুমাতেন। তারপর সালাতে দাঁড়াতেন এবং সাহরীর পূর্বক্ষণে বিতর আদায় করতেন। এরপর প্রয়োজন মনে করলে বিছানায় আসতেন। তারপর আযানের শব্দ শুনে জেগে উঠতেন এবং অপবিত্র হলে সর্বাগ্রে পানি বইয়ে দিতেন (গোসল করে নিতেন) নতুবা উযূ করতেন। তারপর সালাত আদায় করতেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ قَالَ : سَأَلْتُ عَائِشَةَ ، عَنْ صَلاَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ ؟ فَقَالَتْ : كَانَ يَنَامُ أَوَّلَ اللَّيْلِ ثُمَّ يَقُومُ ، فَإِذَا كَانَ مِنَ السَّحَرِ أَوْتَرَ ، ثُمَّ أَتَى فِرَاشَهُ ، فَإِذَا كَانَ لَهُ حَاجَةٌ أَلَمَّ بِأَهْلِهِ ، فَإِذَا سَمِعَ الأَذَانَ وَثَبَ ، فَإِنْ كَانَ جُنُبًا أَفَاضَ عَلَيْهِ مِنَ الْمَاءِ ، وَإِلَّا تَوَضَّأَ وَخَرَجَ إِلَى الصَّلاَةِ.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:২৬৫
রাসূলুল্লাহ -এর ইবাদতের বর্ণনা
২৬৫। কুতায়বা ইবন সাঈদ ও ইসহাক ইবন মুসা আনসারী (রাহঃ)... ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, একবার তিনি তাঁর খালা মায়মূনা (রাযিঃ)-এর গৃহে রাত্রি যাপন করেন। তিনি বলেন, তিনি মায়মূনা (রাযিঃ) এবং রাসূলুল্লাহ্ (ﷺ) বালিশের লম্বা দিকে ঘুমান আর আমি প্রস্থের দিকে ঘুমাই। রাসূলুল্লাহ্ (ﷺ) অর্ধ রাত কিংবা তার কিছুক্ষণ পূর্ব পর্যন্ত ঘুমালেন। তারপর তিনি জাগ্রত হন এবং মুখমণ্ডল মুছে ঘুমের জড়তা দূর করেন। তারপর তিনি 'আলে ইমরানের শেষ দশ আয়াত তিলাওয়াত করেন। এরপর তিনি ঝুলন্ত পানির মশকের কাছে যান এবং উত্তমরূপে উযূ করেন। এরপর সালাতে দাঁড়ান। 'আব্দুল্লাহ ইবন 'আব্বাস (রাযিঃ) বলেন, আমি তাঁর পার্শ্বে দাঁড়ালাম। তিনি আমার মাথার উপর হাত রাখলেন, এরপর কান দু'টি ধরে ডান পার্শ্বে নিয়ে এলেন। মা'আনের বর্ণনামতে তিনি দুই দুই রাক'আত করে ছয়বার (বার রাক'আত) সালাত আদায় করেন। এরপর বিতর আদায় করেন। এরপর আরাম করেন। এরপর তাঁর কাছে মুয়াযিন এলো। তখন তিনি সংক্ষেপে দুই রাক'আত সালাত আদায় করেন। এরপর মসজিদের উদ্দেশ্যে বের হন এবং ফজরের সালাত আদায় করেন।
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ قَالَ : حَدَّثَنَا مَعْنٌ ، عَنْ مَالِكٍ ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ ، عَنْ كُرَيْبٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ بَاتَ عِنْدَ مَيْمُونَةَ وَهِيَ خَالَتُهُ قَالَ : فَاضْطَجَعْتُ فِي عَرْضِ الْوِسَادَةِ ، وَاضْطَجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي طُولِهَا ، فَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا انْتَصَفَ اللَّيْلُ أَوْ قَبْلَهُ بِقَلِيلٍ أَوْ بَعْدَهُ بِقَلِيلٍ ، فَاسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ يَمْسَحُ النَّوْمَ عَنْ وَجْهِهِ ، ثُمَّ قَرَأَ الْعَشْرَ الآيَاتِ الْخَوَاتِيمَ مِنْ سُورَةِ آلِ عِمْرَانَ ، ثُمَّ قَامَ إِلَى شَنٍّ مُعَلَّقٍ فَتَوَضَّأَ مِنْهَا ، فَأَحْسَنَ الْوُضُوءَ ، ثُمَّ قَامَ يُصَلِّي قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ : فَقُمْتُ إِلَى جَنْبِهِ فَوَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ الْيُمْنَى عَلَى رَأْسِي ثُمَّ أَخَذَ بِأُذُنِي الْيُمْنَى فَفَتَلَهَا فَصَلَّى رَكْعَتَيْنِ ، ثُمَّ رَكْعَتَيْنِ ، ثُمَّ رَكْعَتَيْنِ ، ثُمَّ رَكْعَتَيْنِ ، ثُمَّ رَكْعَتَيْنِ ، ثُمَّ رَكْعَتَيْنِ - قَالَ مَعْنٌ : سِتَّ مَرَّاتٍ - ثُمَّ أَوْتَرَ ، ثُمَّ اضْطَجَعَ حَتَّى جَاءَهُ الْمُؤَذِّنُ فَقَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ ، ثُمَّ خَرَجَ فَصَلَّى الصُّبْحَ.
হাদীস নং:২৬৬
রাসূলুল্লাহ -এর ইবাদতের বর্ণনা
২৬৬। আবু কুরায়ব মুহাম্মাদ ইবনুল 'আলা (রাহঃ)... ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী (ﷺ) করতেন। (তাহাজ্জুদ ও বিতর সহ কখনো কখনো) রাত্রে তের রাক'আত সালাত আদায় করতেন।
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ قَالَ : حَدَّثَنَا وَكِيعٌ ، عَنْ شُعْبَةَ ، عَنْ أَبِي جَمْرَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً.
হাদীস নং:২৬৭
রাসূলুল্লাহ -এর ইবাদতের বর্ণনা
২৬৭। কুতায়বা ইবন সাঈদ (রাহঃ)... 'আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, যদি কখনো নবী (ﷺ) তাহাজ্জুদ সালাতে প্রবল ঘুমের চাপ (কিংবা অন্য কোন কারণে) প্রতিবন্ধকতা সৃষ্টি করত তাহলে তিনি দিনে (চাশতের সময়) বার রাক'আত সালাত আদায় করে নিতেন।
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ : حَدَّثَنَا أَبُو عَوَانَةَ ، عَنْ قَتَادَةَ ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى ، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ ، عَنْ عَائِشَةَ : أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا لَمْ يُصَلِّ بِاللَّيْلِ مَنَعَهُ مِنْ ذَلِكَ النَّوْمُ ، أَوْ غَلَبَتْهُ عَيْنَاهُ صَلَّى مِنَ النَّهَارِ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:২৬৮
রাসূলুল্লাহ -এর ইবাদতের বর্ণনা
২৬৮। মুহাম্মাদ ইবনুল 'আলা (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত যে, তোমাদের কেউ যখন তাহাজ্জুদ সালাত আদায় করে তখন প্রথমে যেন সংক্ষেপে দুই রাক'আত সালাত আদায় করে নেয়।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ قَالَ : حَدَّثَنَا أَبُو أُسَامَةَ ، عَنْ هِشَامٍ يَعْنِي ابْنَ حَسَّانَ ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : إِذَا قَامَ أَحَدُكُمْ مِنَ اللَّيْلِ فَلْيَفْتَتِحْ صَلاَتَهُ بِرَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ.
হাদীস নং:২৬৯
রাসূলুল্লাহ -এর ইবাদতের বর্ণনা
২৬৯। কুতায়বা ইবন সাঈদ ও ইসহাক ইবন মুসা (রাহঃ)... যায়দ ইবন খালিদ আল্ জুহানী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি একবার রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সালাত গভীর মনোযোগ সহকারে লক্ষ্য করার ইচ্ছা করলাম। তাই আমি তাঁর বাড়ি অথবা তাঁবুর চৌকাঠের উপর মাথা ঠেস দিয়ে ঘুমিয়ে পড়লাম। রাসূলুল্লাহ্ (ﷺ) প্রথমে সংক্ষেপে দুই রাক'আত আদায় করলেন। এরপর তিনি দীর্ঘ সময় দাঁড়িয়ে (অতি দীর্ঘ বুঝানোর জন্য طَوِيلَتَيْنِ দীর্ঘ শব্দটি তিনবার ব্যবহার করা হয়েছে)। দুই রাক'আত সালাত আদায় করলেন। এরপর তদপেক্ষা সংক্ষেপে দুই রাক'আত, তার চেয়ে সংক্ষেপে আরও দুই রাক'আত এবং তার চেয়ে আরও সংক্ষেপে দুই রাক'আত সালাত আদায় করলেন। এরপর সংক্ষেপে আরও দুই রাক'আত সালাত আদায় করলেন। তারপর বিতর আদায় করেন। ফলে তের রাক'আত হল ।
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى قَالَ : حَدَّثَنَا مَعْنٌ قَالَ : حَدَّثَنَا مَالِكٌ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ ، عَنْ أَبِيهِ ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ قَيْسِ بْنِ مَخْرَمَةَ ، أَخْبَرَهُ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ ، أَنَّهُ قَالَ : لَأَرْمُقَنَّ صَلاَةَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَتَوَسَّدْتُ عَتَبَتَهُ ، أَوْ فُسْطَاطَهُ فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ طَوِيلَتَيْنِ ، طَوِيلَتَيْنِ ، طَوِيلَتَيْنِ ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ وَهُمَا دَونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا ، ثُمَّ أَوْتَرَ فَذَلِكَ ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً.
হাদীস নং:২৭০
রাসূলুল্লাহ -এর ইবাদতের বর্ণনা
২৭০। ইসহাক ইবন মুসা (রাহঃ)... আবু সালামা ইবন 'আব্দুর রহমান (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি 'আয়িশা (রাযিঃ)-এর নিকট জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) রমযানে কত রাক'আত তাহাজ্জুদ সালাত আদায় করতেন? তিনি বললেন: রাসূলুল্লাহ্ (ﷺ) রমযান অথবা অন্য সময় এগার রাক'আতের বেশী সালাত আদায় করতেন না। প্রথমে চার রাক'আত আদায় করতেন। কি রকম একাগ্রতা ও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সালাত আদায় করতেন তুমি সে বিষয়ে জিজ্ঞাসা করো না। তারপর আবার চার রাক'আত আদায় করতেন। এরপর তিন রাক'আত আদায় করতেন। তবে এর একাগ্রতা ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞাসা করো না। 'আয়িশা (রাযিঃ) বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! আপনি বিতর আদায়ের পূর্বে কি নিদ্রা যান? তিনি বললেন : আমার চোখ নিদ্রা যায় কিন্তু কুলব নিদ্রা যায় না।
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى قَالَ : حَدَّثَنَا مَعْنٌ قَالَ : حَدَّثَنَا مَالِكٌ ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ سَأَلَ عَائِشَةَ ، كَيْفَ كَانَتْ صَلاَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَمَضَانَ ؟ فَقَالَتْ : مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَزِيدَ فِي رَمَضَانَ وَلاَ فِي غَيْرِهِ عَلَى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً ، يُصَلِّي أَرْبَعًا لاَ تَسْأَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ ، ثُمَّ يُصَلِّي أَرْبَعًا لاَ تَسْأَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ ، ثُمَّ يُصَلِّي ثَلاَثًا ، قَالَتْ عَائِشَةُ : قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، أَتَنَامُ قَبْلَ أَنْ تُوتِرَ ؟ فَقَالَ : يَا عَائِشَةُ ، إِنَّ عَيْنَيَّ تَنَامَانِ وَلاَ يَنَامُ قَلْبِي.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:২৭১
আন্তর্জাতিক নং: ২৭২
রাসূলুল্লাহ -এর ইবাদতের বর্ণনা
২৭১। ইসহাক ইবন মুসা (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) রাত্রে এগার রাক'আত সালাত আদায় করতেন, যার মধ্যে এক রাক'আত হত বিতর । সালাত শেষে তিনি ডান কাতে আরাম করতেন।
ইবন আবু উমর (রাহঃ) ও কুতায়বা ......... ইবন শিহাব সূত্রে মর্মার্থের অনুরূপ বর্ণিত হয়েছে।
ইবন আবু উমর (রাহঃ) ও কুতায়বা ......... ইবন শিহাব সূত্রে মর্মার্থের অনুরূপ বর্ণিত হয়েছে।
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى قَالَ : حَدَّثَنَا مَعْنٌ قَالَ : حَدَّثَنَا مَالِكٌ ، عَنِ ابْنِ شِهَابٍ ، عَنْ عُرْوَةَ ، عَنْ عَائِشَةَ : أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي مِنَ اللَّيْلِ إِحْدَى عَشْرَةَ رَكْعَةً يُوتِرُ مِنْهَا بِوَاحِدَةٍ ، فَإِذَا فَرَغَ مِنْهَا اضْطَجَعَ عَلَى شِقِّهِ الأَيْمَنِ.
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ قَالَ : حَدَّثَنَا مَعْنٌ ، عَنْ مَالِكٍ ، عَنِ ابْنِ شِهَابٍ ، نَحْوَهُ ( ح ) وَحَدَّثَنَا قُتَيْبَةُ ، عَنْ مَالِكٍ ، عَنِ ابْنِ شِهَابٍ ، نَحْوَهُ.
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ قَالَ : حَدَّثَنَا مَعْنٌ ، عَنْ مَالِكٍ ، عَنِ ابْنِ شِهَابٍ ، نَحْوَهُ ( ح ) وَحَدَّثَنَا قُتَيْبَةُ ، عَنْ مَالِكٍ ، عَنِ ابْنِ شِهَابٍ ، نَحْوَهُ.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:২৭৩
আন্তর্জাতিক নং: ২৭৪
রাসূলুল্লাহ -এর ইবাদতের বর্ণনা
২৭৩। হান্নাদ (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) রাত্রে নয় রাক'আত সালাত আদায় করতেন।
মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... আমাশ সূত্রে মর্মার্থের অনুরূপ বর্ণিত আছে।
মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... আমাশ সূত্রে মর্মার্থের অনুরূপ বর্ণিত আছে।
حَدَّثَنَا هَنَّادٌ قَالَ : حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ ، عَنِ الأَعْمَشِ ، عَنِ إِبْرَاهِيمَ ، عَنِ الأَسْوَدِ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ تِسْعَ رَكَعَاتٍ.
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالَ : حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ ، عَنِ الأَعْمَشِ ، نَحْوَهُ.
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالَ : حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ ، عَنِ الأَعْمَشِ ، نَحْوَهُ.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:২৭৫
রাসূলুল্লাহ -এর ইবাদতের বর্ণনা
২৭৫। মুহাম্মাদ ইবনুল মুছান্না (রাহঃ)... হুযায়ফা ইবনুল ইয়ামান (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি (একদা) রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সঙ্গে রাত্রে সালাত আদায় করেন। তিনি বলেন, যখন তিনি সালাত আরম্ভ করলেন, তখন বললেনঃ اللَّهُ أَكْبَرُ ذُو الْمَلَكُوتِ وَالْجَبَرُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ
আল্লাহ্ মহান, রাজাধিরাজ, অসীম শক্তির অধিকারী, বড়ত্ব ও মাহাত্ম্য তাঁরই জন্য। তারপর তিনি (সূরা ফাতিহার পর বাকারা তিলাওয়াত করেন। এরপর কিয়াম সদৃশ্য দীর্ঘ রুকু করেন । তিনি سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ (আমার প্রভু পূতঃ পবিত্র, মহান) বললেন। তারপর মাথা উঠালেন আর তাঁর কিয়াম রুকু সদৃশ্য দীর্ঘ হল। এরপর তিনি বললেন : لِرَبِّيَ الْحَمْدُ (সকল প্রশংসা আমার প্রভুর জন্য)। তারপর তিনি সিজদা করলেন আর তার সিজদা কিয়াম সদৃশ্য দীর্ঘ হল। তিনি বললেনঃ سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى (আমার প্রভু পূতঃ পবিত্র, মহান, আমার প্রভু পূতঃ পবিত্র, মহান)। তারপর মাথা উত্তোলন করলেন (অর্থাৎ সিজদা হতে উঠে বসেন)। দুই সিজদার মধ্যকার সময় ছিল সিজদা সদৃশ ব্যবধান। (অর্থাৎ এক সিজদায় যে সময় অতিবাহিত করতেন দুই সিজদার মধ্যে তেমন ব্যবধান ছিল)। তিনি বলতেন : رَبِّ اغْفِرْ لِي (প্রভু হে, আমায় ক্ষমা কর, প্রভু হে, আমায় ক্ষমা কর)। এমনকি তিনি সূরা বাকারা, আলে ইমরান, নিসা, মায়িদা অথবা আন'আম তিলাওয়াত করেন। রাবী সূরা মায়িদা না আন'আম পর্যন্ত তিলাওয়াত করেছেন সে সম্পর্কে সন্দেহ পোষণ করেন।
আল্লাহ্ মহান, রাজাধিরাজ, অসীম শক্তির অধিকারী, বড়ত্ব ও মাহাত্ম্য তাঁরই জন্য। তারপর তিনি (সূরা ফাতিহার পর বাকারা তিলাওয়াত করেন। এরপর কিয়াম সদৃশ্য দীর্ঘ রুকু করেন । তিনি سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ (আমার প্রভু পূতঃ পবিত্র, মহান) বললেন। তারপর মাথা উঠালেন আর তাঁর কিয়াম রুকু সদৃশ্য দীর্ঘ হল। এরপর তিনি বললেন : لِرَبِّيَ الْحَمْدُ (সকল প্রশংসা আমার প্রভুর জন্য)। তারপর তিনি সিজদা করলেন আর তার সিজদা কিয়াম সদৃশ্য দীর্ঘ হল। তিনি বললেনঃ سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى (আমার প্রভু পূতঃ পবিত্র, মহান, আমার প্রভু পূতঃ পবিত্র, মহান)। তারপর মাথা উত্তোলন করলেন (অর্থাৎ সিজদা হতে উঠে বসেন)। দুই সিজদার মধ্যকার সময় ছিল সিজদা সদৃশ ব্যবধান। (অর্থাৎ এক সিজদায় যে সময় অতিবাহিত করতেন দুই সিজদার মধ্যে তেমন ব্যবধান ছিল)। তিনি বলতেন : رَبِّ اغْفِرْ لِي (প্রভু হে, আমায় ক্ষমা কর, প্রভু হে, আমায় ক্ষমা কর)। এমনকি তিনি সূরা বাকারা, আলে ইমরান, নিসা, মায়িদা অথবা আন'আম তিলাওয়াত করেন। রাবী সূরা মায়িদা না আন'আম পর্যন্ত তিলাওয়াত করেছেন সে সম্পর্কে সন্দেহ পোষণ করেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ ، عَنْ أَبِي حَمْزَةَ ، رَجُلٍ مِنَ الأَنْصَارِ ، عَنْ رَجُلٍ مِنْ بَنِي عَبْسٍ ، عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ ، أَنَّهُ صَلَّى مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ اللَّيْلِ قَالَ : فَلَمَّا دَخَلَ فِي الصَّلاَةِ قَالَ : اللَّهُ أَكْبَرُ ذُو الْمَلَكُوتِ وَالْجَبَرُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ قَالَ : ثُمَّ قَرَأَ الْبَقَرَةَ ، ثُمَّ رَكَعَ رُكُوعَهُ نَحْوًا مِنْ قِيَامِهِ وَكَانَ يَقُولُ : سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ ، سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَكَانَ قِيَامُهُ نَحْوًا مِنْ رُكُوعِهِ ، وَكَانَ يَقُولُ : لِرَبِّيَ الْحَمْدُ ، لِرَبِّيَ الْحَمْدُ ثُمَّ سَجَدَ فَكَانَ سُجُودُهُ نَحْوًا مِنْ قِيَامِهِ ، وَكَانَ يَقُولُ : سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى ، سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى ثُمَّ رَفَعَ رَأْسَهُ ، فَكَانَ مَا بَيْنَ السَّجْدَتَيْنِ نَحْوًا مِنَ السُّجُودِ ، وَكَانَ يَقُولُ : رَبِّ اغْفِرْ لِي ، رَبِّ اغْفِرْ لِي حَتَّى قَرَأَ الْبَقَرَةَ وَآلَ عِمْرَانَ وَالنِّسَاءَ وَالْمَائِدَةَ أَوِ الأَنْعَامَ شُعْبَةُ الَّذِي شَكَّ فِي الْمَائِدَةِ وَالأَنْعَامِ.
قَالَ أَبُو عِيسَى : وَأَبُو حَمْزَةَ اسْمُهُ : طَلْحَةُ بْنُ زَيْدٍ ، وَأَبُو حَمْزَةَ الضُّبَعِيُّ اسْمُهُ : نَصْرُ بْنُ عِمْرَانَ.
قَالَ أَبُو عِيسَى : وَأَبُو حَمْزَةَ اسْمُهُ : طَلْحَةُ بْنُ زَيْدٍ ، وَأَبُو حَمْزَةَ الضُّبَعِيُّ اسْمُهُ : نَصْرُ بْنُ عِمْرَانَ.
হাদীস নং:২৭৬
রাসূলুল্লাহ -এর ইবাদতের বর্ণনা
২৭৬। আবু বকর মুহাম্মাদ ইবন না'ফি বসরী (রাহঃ)... 'আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাতে রাসূলুল্লাহ্ (ﷺ) একটি আয়াতঃ
ان تعذبهم فانهم عبادك وإن تغفرلهم فانك أنت العزيز الحكيم
'তুমি যদি তাদের আযাব দাও, তাহলে তো তারা তোমারই বান্দা। আর যদি ক্ষমা কর তাহলে তো তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময়)' বারবার তিলাওয়াত করেন।
ان تعذبهم فانهم عبادك وإن تغفرلهم فانك أنت العزيز الحكيم
'তুমি যদি তাদের আযাব দাও, তাহলে তো তারা তোমারই বান্দা। আর যদি ক্ষমা কর তাহলে তো তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময়)' বারবার তিলাওয়াত করেন।
حَدَّثَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ نَافِعٍ الْبَصْرِيُّ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ ، عَنِ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ الْعَبْدِيِّ ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِآيَةٍ مِنَ الْقُرْآنِ لَيْلَةً.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:২৭৭
আন্তর্জাতিক নং: ২৭৮
রাসূলুল্লাহ -এর ইবাদতের বর্ণনা
২৭৭। মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ এক রাতে আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সাথে সালাত আদায় করি। তিনি এত দীর্ঘ (সময়) কিয়াম করেন যে, আমি একটি খারাপ কাজ করার সংকল্প করে বসি। তাকে বলা হল আপনি কি করতে চেয়েছিলেন? তিনি বলেন, আমি নবী (ﷺ) কে ছেড়ে বসে পড়ার ইচ্ছা করেছিলাম - সুফয়ান ইবন ওয়াকী' (রাহঃ)... আ'মাশ (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে।
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالَ : حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنِ الأَعْمَشِ ، عَنْ أَبِي وَائِلٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ : صَلَّيْتُ لَيْلَةً مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يَزَلْ قَائِمًا حَتَّى هَمَمْتُ بِأَمْرِ سُوءٍ قِيلَ لَهُ : وَمَا هَمَمْتَ بِهِ ؟ قَالَ : هَمَمْتُ أَنْ أَقْعُدَ وَأَدَعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ : حَدَّثَنَا جَرِيرٌ ، عَنِ الأَعْمَشِ ، نَحْوَهُ.
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ : حَدَّثَنَا جَرِيرٌ ، عَنِ الأَعْمَشِ ، نَحْوَهُ.
হাদীস নং:২৭৯
রাসূলুল্লাহ -এর ইবাদতের বর্ণনা
২৭৯। ইসহাক ইবন মুসা আনসারী (রাহঃ)... 'আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বসে সালাত আদায় করলে কিরআতও বসে তিলাওয়াত করতেন। তাঁর কির'আতে যখন ত্রিশ কিংবা চল্লিশ আয়াত অবশিষ্ট থাকত, তখন দাঁড়িয়ে তিলাওয়াত করতেন। তারপর রুকূ ও সিজদা করতেন। এভাবে প্রথম রাক'আতের অনুরূপ দ্বিতীয় রাক'আত আদায় করতেন।
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ قَالَ : حَدَّثَنَا مَعْنٌ قَالَ : حَدَّثَنَا مَالِكٌ ، عَنْ أَبِي النَّضْرِ ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ عَائِشَةَ : أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي جَالِسًا فَيَقْرَأُ وَهُوَ جَالِسٌ ، فَإِذَا بَقِيَ مِنْ قِرَاءَتِهِ قَدْرُ مَا يَكُونُ ثَلاَثِينَ أَوْ أَرْبَعِينَ آيَةً ، قَامَ فَقَرَأَ وَهُوَ قَائِمٌ ، ثُمَّ رَكَعَ وَسَجَدَ ، ثُمَّ صَنَعَ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ مِثْلَ ذَلِكَ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৮০
রাসূলুল্লাহ -এর ইবাদতের বর্ণনা
২৮০।আহমাদ ইবন মানী' (রাহঃ)... 'আব্দুল্লাহ ইবন শাকীক (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি 'আয়িশা (রাযিঃ)-এর কাছে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর নফল সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ তিনি (নবী (ﷺ) ) দীর্ঘ রাত্রি দাঁড়িয়ে কিংবা দীর্ঘ রাত্রি বসে সালাত আদায় করতেন। তিনি দাঁড়িয়ে কির'আত পড়লে রুকু-সিজদাও দাঁড়ান থেকেই করতেন। আবার যখন কির'আত বসে পড়তেন, তখন বসা অবস্থায়ই রুকু-সিজদা করতেন।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ : حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ : حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ قَالَ : سَأَلْتُ عَائِشَةَ ، عَنْ صَلاَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ تَطَوُّعِهِ ، فَقَالَتْ : كَانَ يُصَلِّي لَيْلاً طَوِيلاً قَائِمًا ، وَلَيْلاً طَوِيلاً قَاعِدًا ، فَإِذَا قَرَأَ وَهُوَ قَائِمٌ رَكَعَ وَسَجَدَ وَهُوَ قَائِمٌ ، وَإِذَا قَرَأَ وَهُوَ جَالِسٌ رَكَعَ وَسَجَدَ وَهُوَ جَالِسٌ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৮১
রাসূলুল্লাহ -এর ইবাদতের বর্ণনা
২৮১। ইসহাক ইবনে মুসা (রাহঃ)... হাফসা (রাযিঃ) সূত্রে নবী থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) নফল সালাত বসে আদায় করতেন। (তাতে) তারতীল (তাজবীদ) সহকারে কির'আত পাঠ করতেন। ফলে তা দীর্ঘ সূরার চেয়ে দীর্ঘতর হয়ে যেত।
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ قَالَ : حَدَّثَنَا مَعْنٌ قَالَ : حَدَّثَنَا مَالِكٌ ، عَنِ ابْنِ شِهَابٍ ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ ، عَنِ الْمُطَّلِبِ بْنِ أَبِي وَدَاعَةَ السَّهْمِيِّ ، عَنْ حَفْصَةَ ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي سُبْحَتِهِ قَاعِدًا وَيَقْرَأُ بِالسُّورَةِ وَيُرَتِّلُهَا حَتَّى تَكُونَ أَطْوَلَ مِنْ أَطْوَلَ مِنْهَا.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৮২
রাসূলুল্লাহ -এর ইবাদতের বর্ণনা
২৮২।হাসান ইবন মুহাম্মাদ যা'ফরানী (রাহঃ)... 'আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) তাঁর ইনতিকালের পূর্ব পর্যন্ত নফল সালাত অধিকাংশ সময় বসে আদায় করতেন।
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ قَالَ : حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ مُحَمَّدٍ ، عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ : أَخْبَرَنِي عُثْمَانُ بْنُ أَبِي سُلَيْمَانَ ، أَنَّ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ ، أَخْبَرَهُ أَنَّ عَائِشَةَ ، أَخْبَرَتْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَمُتْ حَتَّى كَانَ أَكْثَرُ صَلاَتِهِ وَهُوَ جَالِسٌ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৮৩
রাসূলুল্লাহ -এর ইবাদতের বর্ণনা
২৮৩। আহমাদ ইবন মানী' (রাহঃ).... ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমি রাসূলুল্লাহ্ (ﷺ) এর সাথে যুহরের পূর্বে দুই রাক'আত ও পরে দুই রাক'আত, মাগরিবের পর দুই রাক'আত ঘরে এবং ঈশার পরে তাঁর ঘরে দুই রাক'আত সালাত (নফল) আদায় করেছি।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ : حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ : حَدَّثَنَا أَيُّوبَ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ : صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ ، وَرَكْعَتَيْنِ بَعْدَهَا ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ فِي بَيْتِهِ ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ فِي بَيْتِهِ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৮৪
রাসূলুল্লাহ -এর ইবাদতের বর্ণনা
২৮৪। আহমাদ ইবন মানী' (রাহঃ)... ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ হাফসা (রাযিঃ) আমাকে (এই মর্মে) হাদীছ শোনান যে, সুবহে সাদিকের সময় মুয়াযিন যখন আযান দিত, রাসূলুল্লাহ্ (ﷺ) তখন দুই রাক'আত সালাত আদায় করে নিতেন। আয়্যুব বলেন : আমি মনে করি তিনি خفيفتين (সংক্ষেপে দুই রাক'আত) বলেছেন।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ : حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ : حَدَّثَنَا أَيُّوبُ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : حَدَّثَتْنِي حَفْصَةُ : أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ حِينَ يَطْلُعُ الْفَجْرُ وَيُنَادِي الْمُنَادِي قَالَ أَيُّوبُ : وَأُرَاهُ قَالَ : خَفِيفَتَيْنِ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৮৫
রাসূলুল্লাহ -এর ইবাদতের বর্ণনা
২৮৫। কুতায়বা ইবন সাঈদ (রাহঃ)... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে আট রাক'আত স্মরণ রেখেছি যুহরের পূর্বে দুই রাক'আত ও পরে দুই রাক'আত, দুই - রাক'আত মাগরিবের পরে এবং দুই রাক'আত ঈশার পরে। ইবন 'উমর (রাযিঃ) বলেন, হাফসা (রাযিঃ) আমার কাছে ফজরের দুই রাক'আতের খবর দিয়েছেন। অথচ আমি নবী (ﷺ) কে তা আদায় করতে দেখিনি ।
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ : حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ ، عَنْ جَعْفَرِ بْنِ بُرْقَانَ ، عَنْ مَيْمُونِ بْنِ مِهْرَانَ ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ : حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَمَانِيَ رَكَعَاتٍ : رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ ، وَرَكْعَتَيْنِ بَعْدَهَا ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ قَالَ ابْنُ عُمَرَ : وَحَدَّثَتْنِي حَفْصَةُ بِرَكْعَتَيِ الْغَدَاةِ ، وَلَمْ أَكُنْ أَرَاهُمَا مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.

তাহকীক:
তাহকীক চলমান