আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ২৭৩
আন্তর্জাতিক নং: ২৭৪
রাসূলুল্লাহ -এর ইবাদতের বর্ণনা
২৭৩। হান্নাদ (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) রাত্রে নয় রাক'আত সালাত আদায় করতেন।
মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... আমাশ সূত্রে মর্মার্থের অনুরূপ বর্ণিত আছে।
মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... আমাশ সূত্রে মর্মার্থের অনুরূপ বর্ণিত আছে।
حَدَّثَنَا هَنَّادٌ قَالَ : حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ ، عَنِ الأَعْمَشِ ، عَنِ إِبْرَاهِيمَ ، عَنِ الأَسْوَدِ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ تِسْعَ رَكَعَاتٍ.
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالَ : حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ ، عَنِ الأَعْمَشِ ، نَحْوَهُ.
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالَ : حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ ، عَنِ الأَعْمَشِ ، نَحْوَهُ.
হাদীসের ব্যাখ্যা:
নবীজী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামের তাহাজ্জুদের বিস্তারিত বর্ণনা দেখুনঃ ২৬১ ও ২৭৭ নং হাদীসে। আর বিতর নিয়ে তিরমিযী তে দেখুনঃ বিতর অধ্যায়।
