আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ২৬৪
রাসূলুল্লাহ -এর ইবাদতের বর্ণনা
২৬৪। মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... আসওয়াদ ইবন ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন : আমি আয়িশা (রাযিঃ)-এর কাছে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর তাহাজ্জুদ সালাত (রাতের সালাত) সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ তিনি রাতের প্রথমাংশে ঘুমাতেন। তারপর সালাতে দাঁড়াতেন এবং সাহরীর পূর্বক্ষণে বিতর আদায় করতেন। এরপর প্রয়োজন মনে করলে বিছানায় আসতেন। তারপর আযানের শব্দ শুনে জেগে উঠতেন এবং অপবিত্র হলে সর্বাগ্রে পানি বইয়ে দিতেন (গোসল করে নিতেন) নতুবা উযূ করতেন। তারপর সালাত আদায় করতেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ قَالَ : سَأَلْتُ عَائِشَةَ ، عَنْ صَلاَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ ؟ فَقَالَتْ : كَانَ يَنَامُ أَوَّلَ اللَّيْلِ ثُمَّ يَقُومُ ، فَإِذَا كَانَ مِنَ السَّحَرِ أَوْتَرَ ، ثُمَّ أَتَى فِرَاشَهُ ، فَإِذَا كَانَ لَهُ حَاجَةٌ أَلَمَّ بِأَهْلِهِ ، فَإِذَا سَمِعَ الأَذَانَ وَثَبَ ، فَإِنْ كَانَ جُنُبًا أَفَاضَ عَلَيْهِ مِنَ الْمَاءِ ، وَإِلَّا تَوَضَّأَ وَخَرَجَ إِلَى الصَّلاَةِ.

হাদীসের ব্যাখ্যা:

নবীজী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামের তাহাজ্জুদের বিস্তারিত বর্ণনা দেখুনঃ ২৬১ ও ২৭৭ নং হাদীসে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
শামাঈলে তিরমিযী - হাদীস নং ২৬৪ | মুসলিম বাংলা