কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৩১. আদব - শিষ্টাচারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৭৭৯
আন্তর্জাতিক নং: ৩৭৭৯
কুরআনের সাওয়াব
৩৭৭৯। হিশাম ইব্ন আম্মার (রাহঃ)...... আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কুরআন পাঠে অভিজ্ঞ ব্যক্তি লিখন দায়িত্বে নিযুক্ত মর্যাদাবান ও নেক ফিরিশতাদের সঙ্গে থাকবে। আর যে ব্যক্তি কষ্ট করে ঠেকে পড়ে তার পাওনা হলো দু'টি সাওয়াব।
بَاب ثَوَابِ الْقُرْآنِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ وَالَّذِي يَقْرَؤُهُ يَتَتَعْتَعُ فِيهِ وَهُوَ عَلَيْهِ شَاقٌّ لَهُ أَجْرَانِ اثْنَانِ " .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৭৮০
আন্তর্জাতিক নং: ৩৭৮০
কুরআনের সাওয়াব
৩৭৮০। আবু বাকর (রাহঃ)...... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সাহেবে কুরআন যখন জান্নাতে প্রবেশ করে, তখন তাকে বলা হবে পড়তে থাক এবং আরোহণ করতে থাক। তখন সে পড়তে থাকবে এবং প্রতিটি আয়াতের সাথে একটি স্তর অতিক্রম করবে। এভাবে সে তার সংরক্ষণের শেষ আয়াতটি পর্যন্ত পড়বে।
بَاب ثَوَابِ الْقُرْآنِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، أَنْبَأَنَا شَيْبَانُ، عَنْ فِرَاسٍ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ إِذَا دَخَلَ الْجَنَّةَ اقْرَأْ وَاصْعَدْ . فَيَقْرَأُ وَيَصْعَدُ بِكُلِّ آيَةٍ دَرَجَةً حَتَّى يَقْرَأَ آخِرَ شَىْءٍ مَعَهُ " .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:৩৭৮১
আন্তর্জাতিক নং: ৩৭৮১
কুরআনের সাওয়াব
৩৭৮১। আলী ইব্ন মুহাম্মাদ (রাহঃ)...... বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কুরআন কিয়ামতের দিন ফেঁকাশে লোকের আকৃতিতে আসবে এবং বলবেঃ আমিই তোমার রাতকে বিনিদ্র করেছি এবং তোমার দিনকে পিপাসার্ত করেছি।
بَاب ثَوَابِ الْقُرْآنِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ بَشِيرِ بْنِ مُهَاجِرٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " يَجِيءُ الْقُرْآنُ يَوْمَ الْقِيَامَةِ كَالرَّجُلِ الشَّاحِبِ فَيَقُولُ أَنَا الَّذِي أَسْهَرْتُ لَيْلَكَ وَأَظْمَأْتُ نَهَارَكَ " .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:৩৭৮২
আন্তর্জাতিক নং: ৩৭৮২
কুরআনের সাওয়াব
৩৭৮২। আবু বাকর ইবন আবু শায়বা ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞাসা করলেনঃ তোমাদের কেউ কি এটা পছন্দ করে যে, সে তার ঘরে ফিরে এসে সেখানে তিনটি বড় নাদুস নুদুস গর্ভবতী উটনী পাবে ? আমরা বললামঃ হ্যাঁ। তিনি বললেনঃ তোমাদের কেউ তার সালাতে তিনটি আয়াত পড়লে তা বড় নাদুসনুদুস তিনটি গর্ভবতী উটনীর চেয়ে উত্তম হবে।
بَاب ثَوَابِ الْقُرْآنِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " أَيُحِبُّ أَحَدُكُمْ إِذَا رَجَعَ إِلَى أَهْلِهِ أَنْ يَجِدَ فِيهِ ثَلاَثَ خَلِفَاتٍ عِظَامٍ سِمَانٍ " . قُلْنَا نَعَمْ . قَالَ " فَثَلاَثُ آيَاتٍ يَقْرَؤُهُنَّ أَحَدُكُمْ فِي صَلاَتِهِ خَيْرٌ لَهُ مِنْ ثَلاَثِ خَلِفَاتٍ سِمَانٍ عِظَامٍ " .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৭৮৩
আন্তর্জাতিক নং: ৩৭৮৩
কুরআনের সাওয়াব
৩৭৮৩। আহমাদ ইব্ন আযহার (রাহঃ)......ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কুরআনের উদাহরণ হলো বেঁধে রাখা উটের অনুরূপ উটের মালিক যদি তাকে রশি দিয়ে বেঁধে রাখে, তাহলে তাকে ধরে রাখতে পারবে, আর যদি রশির বাঁধ খুলের দেয়, তাহলে সে চলে যাবে।
بَاب ثَوَابِ الْقُرْآنِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الأَزْهَرِ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " مَثَلُ الْقُرْآنِ مَثَلُ الإِبِلِ الْمُعَقَّلَةِ إِنْ تَعَاهَدَهَا صَاحِبُهَا بِعُقُلِهَا أَمْسَكَهَا عَلَيْهِ وَإِنْ أَطْلَقَ عُقُلَهَا ذَهَبَتْ " .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৭৮৪
আন্তর্জাতিক নং: ৩৭৮৪
কুরআনের সাওয়াব
৩৭৮৪। আবু মারওয়ান মুহাম্মাদ ইব্ন উসমান আল-উসমানী (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি আল্লাহ তা'আলা বলেছেনঃ সালাতকে আমি আমার ও বান্দার মাঝে দু'ভাগে ভাগ করে নিয়েছি। এর অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার আর আমার বান্দা যা প্রার্থনা করবে তাই পাবে। (রাবী) বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ যখন তোমরা পড়ো, বান্দা যখন বলে الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ আল্লাহ তা'আলা তখন বলেনঃ আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর আমার বান্দা যা প্রার্থনা করেছে, তাই সে পাবে। সে যখন বলেঃ الرَّحْمَنِ الرَّحِيمِ তখন তিনি বলেনঃ আমার বান্দা আমার স্তুতি করেছে, আর আমার বান্দা যা প্রার্থনা করেছে, তা সে পাবে। সে যখন বলেঃ مَالِكِ يَوْمِ الدِّينِ তখন আল্লাহ বলেনঃ আমার বান্দা আমার গৌরব বর্ণনা করেছে । এতটুকু হলো আমার জন্য আর এই আয়াতটা আমার ও আমার বান্দার মাঝে অর্ধেক করে। অতঃপর বান্দা যখন বলেঃ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ এটা হলো আমার ও আমার বান্দার মাঝে, আমার বান্দা যা প্রার্থনা করবে, তাই সে পাবে। সূরার শেষ অংশটুকু হলো আমার বান্দার জন্য। বান্দা যখন বলেঃاهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ
এ অংশটুকু হলো আমার বান্দার জন্য আর আমার বান্দা যা প্রার্থনা করবে, তাও সে পাবে।
এ অংশটুকু হলো আমার বান্দার জন্য আর আমার বান্দা যা প্রার্থনা করবে, তাও সে পাবে।
بَاب ثَوَابِ الْقُرْآنِ
حَدَّثَنَا أَبُو مَرْوَانَ، مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُثْمَانِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ قَسَمْتُ الصَّلاَةَ بَيْنِي وَبَيْنَ عَبْدِي شَطْرَيْنِ فَنِصْفُهَا لِي وَنِصْفُهَا لِعَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ " . قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " اقْرَءُوا يَقُولُ الْعَبْدُ (الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ) فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ حَمِدَنِي عَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ . فَيَقُولُ (الرَّحْمَنِ الرَّحِيمِ) فَيَقُولُ أَثْنَى عَلَىَّ عَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ . يَقُولُ (مَالِكِ يَوْمِ الدِّينِ ) فَيَقُولُ اللَّهُ مَجَّدَنِي عَبْدِي فَهَذَا لِي وَهَذِهِ الآيَةُ بَيْنِي وَبَيْنَ عَبْدِي نِصْفَيْنِ يَقُولُ الْعَبْدُ (إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ) يَعْنِي فَهَذِهِ بَيْنِي وَبَيْنَ عَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ وَآخِرُ السُّورَةِ لِعَبْدِي يَقُولُ الْعَبْدُ (اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ * صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ) فَهَذَا لِعَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ " .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৭৮৫
আন্তর্জাতিক নং: ৩৭৮৫
কুরআনের সাওয়াব
৩৭৮৫। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ)...... আবু সাঈদ ইব্ন মু'আল্লা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেনঃ আমি কি তোমাকে মসজিদ থেকে বের হওয়ার আগে কুরআনের শ্রেষ্ঠতম সূরা শিক্ষা দিব না ? তিনি (আবু সাঈদ) বললেনঃ অতঃপর নবী (ﷺ) বের হওয়ার জন্য (দরজার দিকে) গেলেন, তখন আমি তাঁকে স্মরণ করিয়ে দিলাম। তখন তিনি বললেনঃ (সেটা হলো) “আল-হামদুলিল্লাহে রাব্বিল আলামীন” সূরা “এটাই হলো সাব্উল মাসানী ও মহান কুরআন", যা আমাকে দান করা হয়েছে।
بَاب ثَوَابِ الْقُرْآنِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي سَعِيدِ بْنِ الْمُعَلَّى، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " أَلاَ أُعَلِّمُكَ أَعْظَمَ سُورَةٍ فِي الْقُرْآنِ قَبْلَ أَنْ أَخْرُجَ مِنَ الْمَسْجِدِ " . قَالَ فَذَهَبَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ لِيَخْرُجَ فَأَذْكَرْتُهُ فَقَالَ " ( الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ) وَهِيَ السَّبْعُ الْمَثَانِي وَالْقُرْآنُ الْعَظِيمُ الَّذِي أُوتِيتُهُ " .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:৩৭৮৬
আন্তর্জাতিক নং: ৩৭৮৬
কুরআনের সাওয়াব
৩৭৮৬। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ কুরআনে ত্রিশ আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যা তার তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে, এমন কি তাকে মাফ করে দেওয়া হবে, সূরাটি হলোঃ تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ সূরা মুলক।
بَاب ثَوَابِ الْقُرْآنِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ عَبَّاسٍ الْجُشَمِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " إِنَّ سُورَةً فِي الْقُرْآنِ ثَلاَثُونَ آيَةً شَفَعَتْ لِصَاحِبِهَا حَتَّى غُفِرَ لَهُ (تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ) " .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৭৮৭
আন্তর্জাতিক নং: ৩৭৮৭
কুরআনের সাওয়াব
৩৭৮৭। আবু বাকর (রাহঃ)...... আবু হরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “কুল হুয়াল্লাহু আহাদ" সূরাটি কুরআনের এক তৃতীয়াংশের সমান।
بَاب ثَوَابِ الْقُرْآنِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، حَدَّثَنِي سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " (قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ) تَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ " .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৭৮৮
আন্তর্জাতিক নং: ৩৭৮৮
কুরআনের সাওয়াব
৩৭৮৮। হাসান ইব্ন আলী আল-খাল্লাল (রাহঃ)...... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ সূরাটি কুরআনের এক তৃতীয়াংশের সমান।
بَاب ثَوَابِ الْقُرْآنِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ جَرِيرِ بْنِ حَازِمٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " (قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ) تَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ " .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৭৮৯
আন্তর্জাতিক নং: ৩৭৮৯
কুরআনের সাওয়াব
৩৭৮৯। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)........ আবু মাসউদ আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃاللَّهُ أَحَدٌ الْوَاحِدُ الصَّمَدُ সূরাটি কুরআনের এক তৃতীয়াংশের সমান।
بَاب ثَوَابِ الْقُرْآنِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي قَيْسٍ الأَوْدِيِّ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " اللَّهُ أَحَدٌ الْوَاحِدُ الصَّمَدُ تَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ " .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী: