কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
২৪. কুরবানীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩১৩৬
আন্তর্জাতিক নং: ৩১৩৬
কতটি বক্রী একটি উটের সমান হতে পারে।
৩১৩৬। মুহাম্মাদ ইব্ন মু'আম্মার (রাহঃ)...... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ)-এর নিকট এক ব্যক্তি উপস্থিত হয়ে বলল, আমার উপর একটি উট কুরবানী করা অপরিহার্য এবং তা ক্রয়ের সামর্থও আমার আছে, কিন্তু তা পাওয়া যাচ্ছে না। বিধাহ আমি ক্রয় করতে পারছিনা। নবী তাকে সাতটি ছাগল ক্রয় করে তা যবাহ করার নির্দেশ দেন।
بَاب كَمْ تُجْزِئُ مِنْ الْغَنَمِ عَنْ الْبَدَنَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ الْبُرْسَانِيُّ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ قَالَ عَطَاءٌ الْخُرَاسَانِيُّ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ أَتَاهُ رَجُلٌ فَقَالَ إِنَّ عَلَىَّ بَدَنَةً وَأَنَا مُوسِرٌ بِهَا وَلاَ أَجِدُهَا فَأَشْتَرِيَهَا . فَأَمَرَهُ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يَبْتَاعَ سَبْعَ شِيَاهٍ فَيَذْبَحَهُنَّ .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩১৩৭
আন্তর্জাতিক নং: ৩১৩৭
কতটি বক্রী একটি উটের সমান হতে পারে।
৩১৩৭। আবু কুরাইব (রাহঃ)...... রাফি ইব্ন খাদীজ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) -এর সাথে তিহামার যুল হুলাইফায় ছিলাম। আমরা (যুদ্ধের মাধ্যমে) উট ও মেষ বকরী লাভ করি। লোকেরা তা বন্টনে তাড়াহুড়া করছিল। এর গোশত বন্টনের পূর্বেই আমরা চুলায় হ্যাঁড়ি তুলে দিয়েছিলাম। ইতাবসরে রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট এলেন এবং গোশতের হ্যাঁড়িগুলো সম্পর্কে নির্দেশ দেন এবং তদনুযায়ী তা উল্টে ফেলে দেয়া হয় (কারণ বন্টনের পূর্বে গনীমাতের সম্পদ ব্যবহার অবৈধ) অতঃপর একটি উট দশটি মেষের সমান মনে করা হল।
بَاب كَمْ تُجْزِئُ مِنْ الْغَنَمِ عَنْ الْبَدَنَةِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا الْمُحَارِبِيُّ، وَعَبْدُ الرَّحِيمِ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، وَحَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَنَحْنُ بِذِي الْحُلَيْفَةِ مِنْ تِهَامَةَ فَأَصَبْنَا إِبِلاً وَغَنَمًا فَعَجِلَ الْقَوْمُ فَأَغْلَيْنَا الْقُدُورَ قَبْلَ أَنْ تُقْسَمَ فَأَتَانَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَأَمَرَ بِهَا فَأُكْفِئَتْ ثُمَّ عَدَلَ الْجَزُورَ بِعَشَرَةٍ مِنَ الْغَنَمِ .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী: