কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
২৪. কুরবানীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
হাদীস নং: ৩১৩১
আন্তর্জাতিক নং: ৩১৩১
কুরবানীর অধ্যায়
উট ও গরুতে কতজন শরীক হওয়া যায়
৩১৩১। হাদিয়্যা ইব্ন আব্দুল ওয়াহ্হাব (রাহঃ)....... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা এক সফরে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম। ইতিমধ্যে কুরবানীর ঈদ উপস্থিত হল । আমরা একটি উট দশজনে এবং একটি গরু সাতজনে শরীক হয়ে কুরবানী করি।
كتاب الأضاحي
بَاب عَنْ كَمْ تُجْزِئُ الْبَدَنَةُ وَالْبَقَرَةُ
حَدَّثَنَا هَدِيَّةُ بْنُ عَبْدِ الْوَهَّابِ، أَنْبَأَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، أَنْبَأَنَا الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ، عَنْ عِلْبَاءَ بْنِ أَحْمَرَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي سَفَرٍ فَحَضَرَ الأَضْحَى فَاشْتَرَكْنَا فِي الْجَزُورِ عَنْ عَشَرَةٍ وَالَبَقَرَةِ عَنْ سَبْعَةٍ .
তাহকীক:
হাদীস নং: ৩১৩২
আন্তর্জাতিক নং: ৩১৩২
কুরবানীর অধ্যায়
উট ও গরুতে কতজন শরীক হওয়া যায়
৩১৩২। মুহাম্মাদ ইব্ন ইয়াহ্ইয়া (রাহঃ)....... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা হুদাইবিয়া নামক স্থানে নবী (ﷺ) -এর সাথে একটি উট সাতজনের পক্ষ থেকে এবং একটি গরু ও সাতজনের পক্ষ থেকে কুরবানী করেছি।[১]
[১] ইসহাক ইবন রাহওয়ায়হ্-এর মতে একটি উটে দশজন পর্যন্ত শরীক হতে পারে। কিন্তু আর সকল মাযহাবের আলেমদের মতে এক্ষেত্রেও সাতজন পর্যন্ত শরীক হতে পারবে। তাদের মতে ইবন আব্বাস (রাযিঃ)-এর হাদীস জাবির (রাযিঃ)-এর হাদীসের মাধ্যমে রহিত হয়ে গেছে।
[১] ইসহাক ইবন রাহওয়ায়হ্-এর মতে একটি উটে দশজন পর্যন্ত শরীক হতে পারে। কিন্তু আর সকল মাযহাবের আলেমদের মতে এক্ষেত্রেও সাতজন পর্যন্ত শরীক হতে পারবে। তাদের মতে ইবন আব্বাস (রাযিঃ)-এর হাদীস জাবির (রাযিঃ)-এর হাদীসের মাধ্যমে রহিত হয়ে গেছে।
كتاب الأضاحي
بَاب عَنْ كَمْ تُجْزِئُ الْبَدَنَةُ وَالْبَقَرَةُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ نَحَرْنَا بِالْحُدَيْبِيَةِ مَعَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ الْبَدَنَةَ عَنْ سَبْعَةٍ وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ .
তাহকীক:
হাদীস নং: ৩১৩৩
আন্তর্জাতিক নং: ৩১৩৩
কুরবানীর অধ্যায়
উট ও গরুতে কতজন শরীক হওয়া যায়
৩১৩৩। আব্দুর রহমান ইবন ইবরাহীম (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বিদায় হজ্জে রাসূলুল্লাহ (ﷺ)-এর যেসব স্ত্রী উমরা (অর্থাৎ তামাত্তো হজ্জ) করেন তিনি তাদের সকলের পক্ষ থেকে একটি গাভী কুরবানী করেন।
كتاب الأضاحي
بَاب عَنْ كَمْ تُجْزِئُ الْبَدَنَةُ وَالْبَقَرَةُ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ ذَبَحَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَمَّنِ اعْتَمَرَ مِنْ نِسَائِهِ فِي حَجَّةِ الْوَدَاعِ بَقَرَةً بَيْنَهُنَّ .
তাহকীক:
হাদীস নং: ৩১৩৪
আন্তর্জাতিক নং: ৩১৩৪
কুরবানীর অধ্যায়
উট ও গরুতে কতজন শরীক হওয়া যায়
৩১৩৪। হান্নান্দ ইব্ন সারী (রাহঃ)...... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ(ﷺ) -এর যুগে একবার উটের স্বল্পতা দেখা দেয়। তাই তিনি তাদেরকে গরু দিয়ে কুরবানী করার নির্দেশ দেন।
كتاب الأضاحي
بَاب عَنْ كَمْ تُجْزِئُ الْبَدَنَةُ وَالْبَقَرَةُ
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ أَبِي حَاضِرٍ الأَزْدِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَلَّتِ الإِبِلُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَأَمَرَهُمْ أَنْ يَنْحَرُوا الْبَقَرَ .
তাহকীক:
হাদীস নং: ৩১৩৫
আন্তর্জাতিক নং: ৩১৩৫
কুরবানীর অধ্যায়
উট ও গরুতে কতজন শরীক হওয়া যায়
৩১৩৫। আমাদ ইবন আমর (রাহঃ)...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত রাসূলুল্লাহ (ﷺ) বিদায় হজ্জে তাঁর পরিবার বর্গের পক্ষ থেকে একটি মাত্র গরু কুরবানী করেন ।
كتاب الأضاحي
بَاب عَنْ كَمْ تُجْزِئُ الْبَدَنَةُ وَالْبَقَرَةُ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ الْمِصْرِيُّ أَبُو طَاهِرٍ، أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ، أَنْبَأَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَحَرَ عَنْ آلِ مُحَمَّدٍ ـ صلى الله عليه وسلم ـ فِي حَجَّةِ الْوَدَاعِ بَقَرَةً وَاحِدَةً .
তাহকীক: