কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
২৪. কুরবানীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩১৩৮
আন্তর্জাতিক নং: ৩১৩৮
যে ধরনের পশু কুরবানী করা উচিৎ
৩১৩৮। মুহাম্মাদ ইবন রুম্হ (রাযিঃ)...... উকবা ইবন আমির জুহানী (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বকরী দিলেন এবং তিনি তা কুরবানীর জন্য সঙ্গীদের মধ্যে বন্টন করে দেন। এক বছর বয়সের একটি ছাগল (বন্টনের পর) অবশিষ্ট থাকল। তিনি তা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উল্লেখ করলেন। তিনি বললেন, এটা তুমি কুরবানী কর।
بَاب مَا تُجْزِئُ مِنْ الْأَضَاحِيِّ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَعْطَاهُ غَنَمًا فَقَسَمَهَا عَلَى أَصْحَابِهِ ضَحَايَا فَبَقِيَ عَتُودٌ فَذَكَرَهُ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ " ضَحِّ بِهِ أَنْتَ " .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:৩১৩৯
আন্তর্জাতিক নং: ৩১৩৯
যে ধরনের পশু কুরবানী করা উচিৎ
৩১৩৯। আব্দুর রহমান ইব্ন ইবরাহীম (রাহঃ)...... উম্মে বিলাল বিনতে হিলাল থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ ছয় মাস বয়সের ভেড়া দিয়ে কুরবানী করা জায়েয।
بَاب مَا تُجْزِئُ مِنْ الْأَضَاحِيِّ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبِي يَحْيَى، - مَوْلَى الأَسْلَمِيِّينَ - عَنْ أُمِّهِ، قَالَتْ حَدَّثَتْنِي أُمُّ بِلاَلٍ بِنْتُ هِلاَلٍ، عَنْ أَبِيهَا، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " يَجُوزُ الْجَذَعُ مِنَ الضَّأْنِ أُضْحِيَّةً " .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:৩১৪০
আন্তর্জাতিক নং: ৩১৪০
যে ধরনের পশু কুরবানী করা উচিৎ
৩১৪০। মুহাম্মাদ ইব্ন ইয়াহ্ইয়া (রাহঃ)...... আসিম ইব্ন কুলাইব (রাহঃ) সূত্রে তাঁর পিতার থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা সূলাইম গোত্রের মুজাশী নামক রাসূলুল্লাহ (ﷺ) -এর এক সাহাবীর সাথে ছিলাম। মেষ বকরীর স্বল্পতা দেখা দিল। তিনি একজন ঘোষককে নির্দেশ দিলেন এবং তদনুযায়ী সে ঘোষণা করল রাসূলুল্লাহ (ﷺ) বলতেনঃ এক বছরের বক্রীর দ্বারা যে কাজ হয় (কুরবানীর ক্ষেত্রে) ছয় মাসের শেষের দ্বারাও তা হতে পারে।
بَاب مَا تُجْزِئُ مِنْ الْأَضَاحِيِّ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا الثَّوْرِيُّ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِيهِ، قَالَ كُنَّا مَعَ رَجُلٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُقَالُ لَهُ مُجَاشِعٌ مِنْ بَنِي سُلَيْمٍ فَعَزَّتِ الْغَنَمُ فَأَمَرَ مُنَادِيًا فَنَادَى أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَقُولُ " إِنَّ الْجَذَعَ يُوفِي مِمَّا تُوفِي مِنْهُ الثَّنِيَّةُ " .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩১৪১
আন্তর্জাতিক নং: ৩১৪১
যে ধরনের পশু কুরবানী করা উচিৎ
৩১৪১। হারূন ইব্ন হিব্বান (রাহঃ)...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা (কুরবানীতে) মুসিন্নাত ছাড়া যবাহ কর না। কিন্তু তা সংগ্রহ করা যদি তোমাদের জন্য কষ্ট সাধ্য হয় তবে ছয় মাস বয়সের মেষ-ভেড়া যবাহ কর।
بَاب مَا تُجْزِئُ مِنْ الْأَضَاحِيِّ
حَدَّثَنَا هَارُونُ بْنُ حَيَّانَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ، أَنْبَأَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " لاَ تَذْبَحُوا إِلاَّ مُسِنَّةً إِلاَّ أَنْ يَعْسُرَ عَلَيْكُمْ فَتَذْبَحُوا جَذَعَةً مِنَ الضَّأْنِ " .

তাহকীক:
তাহকীক চলমান