কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৪৯১
আন্তর্জাতিক নং: ১৪৯১
মৃতের প্রশংসা করা প্রসঙ্গে
১৪৯১। আহমাদ ইব্‌ন আব্দা (রাহঃ) .... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) এর নিকট দিয়ে একটি জানাযা নিয়ে যাওয়া হচ্ছিল এবং তার উচ্ছসিত প্রশংসা করা হচ্ছিল। তখন তিনি বললেন, অবধারিত হয়ে গেছে। তারপর আরেকটি জানাযা তাঁর নিকট দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, এবং তার কুৎসা বর্ণনা করা হচ্ছিল। তিনি বললেন, এখন অবধারিত হয়ে গেছে। বলা হলোঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি এ জানাযার জন্য অবধারিত হয়ে গেছে এবং ঐ জানাযার জন্যও অবধারিত হয়ে গেছে বললেন? তিনি বললেনঃ কাওমের সাক্ষী অনুপাতে। আর মুমিনরা যমীনে আল্লাহর সাক্ষী।
بَاب مَا جَاءَ فِي الثَّنَاءِ عَلَى الْمَيِّتِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ مُرَّ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِجِنَازَةٍ فَأُثْنِيَ عَلَيْهَا خَيْرًا فَقَالَ وَجَبَتْ ثُمَّ مُرَّ عَلَيْهِ بِجِنَازَةٍ فَأُثْنِيَ عَلَيْهَا شَرًّا فَقَالَ وَجَبَتْ فَقِيلَ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قُلْتَ لِهَذِهِ وَجَبَتْ وَلِهَذِهِ وَجَبَتْ فَقَالَ ’شَهَادَةُ الْقَوْمِ وَالْمُؤْمِنُونَ شُهُودُ اللهِ فِي الْأَرْضِ’.
হাদীস নং:১৪৯২
আন্তর্জাতিক নং: ১৪৯২
মৃতের প্রশংসা করা প্রসঙ্গে
১৪৯২। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) এর নিকট দিয়ে একটি জানাযা নিয়ে যাওয়া হচ্ছিল এবং তার অধিক প্রশংসা করা হচ্ছিল। তখন তিনি বললেন, অবধারিত হয়ে গেছে। এরপর তার কাছ দিয়ে আরেকটি জানাযা নেওয়া হলো এবং তার কুৎসা বর্ণনা করা হলো। তখন তিনি বললেনঃ অবধারিত হয়ে গেছে। কেননা, তোমরা পৃথিবীতে আল্লাহর সাক্ষী।
بَاب مَا جَاءَ فِي الثَّنَاءِ عَلَى الْمَيِّتِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ مُرَّ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِجِنَازَةٍ فَأُثْنِيَ عَلَيْهَا خَيْرًا فِي مَنَاقِبِ الْخَيْرِ فَقَالَ وَجَبَتْ ثُمَّ مَرُّوا عَلَيْهِ بِأُخْرَى فَأُثْنِيَ عَلَيْهَا شَرًّا فِي مَنَاقِبِ الشَّرِّ فَقَالَ وَجَبَتْ إِنَّكُمْ شُهَدَاءُ اللهِ فِي الْأَرْضِ