কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৪৮৮
আন্তর্জাতিক নং: ১৪৮৮
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
যার জানাযা একদল মুসলিম আদায় করে
১৪৮৮। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ যার জানাযায় একশত মুসলিম অংশগ্রহণ করে, তাকে মাফ করে দেওয়া হয়।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِيمَنْ صَلَّى عَلَيْهِ جَمَاعَةٌ مِنْ الْمُسْلِمِينَ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عُبَيْدُ اللهِ أَنْبَأَنَا شَيْبَانُ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ’مَنْ صَلَّى عَلَيْهِ مِائَةٌ مِنْ الْمُسْلِمِينَ غُفِرَ لَهُ’.
হাদীস নং: ১৪৮৯
আন্তর্জাতিক নং: ১৪৮৯
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
যার জানাযা একদল মুসলিম আদায় করে
১৪৮৯। ইবরাহীম ইবর মুনযির হিযামী (রাহঃ).... আব্দুল্লাহ ইবন 'আব্বাসের (রাযিঃ) আযাদকৃত গোলাম কুরায়ব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আব্দুল্লাহ ইবন আব্বাস (রাযিঃ) এর ছেলে ইনতিকাল করেন। তখন তিনি আমাকে বললেনঃ হে কুরায়ব! দেখতো, আমার ছেলের জানাযায় কেউ এসেছে কিনা? আমি বললামঃ হ্যাঁ। তিনি বললেনঃ তোমার অমঙ্গল হোক, তুমি তাদের কতজনকে দেখছ? চল্লিশজন? আমি বললামঃ না, বরং তার চাইতেও অধিক। তিনি বললেনঃ তোমরা আমার ছেলেকে নিয়ে বের হও। আমি সাক্ষ্য দিচ্ছি, রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছিঃ চল্লিশজন মু'মিন যে মুমিনের জন্য সুপারিশ করবে, আল্লাহ তাদের সুপারিশ কবুল করবেন।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِيمَنْ صَلَّى عَلَيْهِ جَمَاعَةٌ مِنْ الْمُسْلِمِينَ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ حَدَّثَنَا بَكْرُ بْنُ سُلَيْمٍ حَدَّثَنِي حُمَيْدُ بْنُ زِيَادٍ الْخَرَّاطُ حَدَّثَنَا شَرِيكٌ عَنْ كُرَيْبٍ مَوْلَى عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ قَالَ هَلَكَ ابْنٌ لِعَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ فَقَالَ لِي يَا كُرَيْبُ قُمْ فَانْظُرْ هَلْ اجْتَمَعَ لِابْنِي أَحَدٌ فَقُلْتُ نَعَمْ فَقَالَ وَيْحَكَ كَمْ تَرَاهُمْ أَرْبَعِينَ قُلْتُ لَا بَلْ هُمْ أَكْثَرُ قَالَ فَاخْرُجُوا بِابْنِي فَأَشْهَدُ لَسَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَقُولُ ’مَا مِنْ أَرْبَعِينَ مِنْ مُؤْمِنٍ يَشْفَعُونَ لِمُؤْمِنٍ إِلَّا شَفَّعَهُمْ اللهُ’.
হাদীস নং: ১৪৯০
আন্তর্জাতিক নং: ১৪৯০
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
যার জানাযা একদল মুসলিম আদায় করে
১৪৯০। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) সাহাবী মালিক ইব্‌ন হুবায়রা শামী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তার কাছে যখন জানাযা উপস্থিত করা হত এবং লোকসংখ্যা কম হত, তখন তিনি তাদের তিন সারিতে বিভক্ত করতেন এবং এরপর তার সালাত আদায় করতেন। তিনি আরো বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে মৃতের জানাযায় তিন সারি মুসলিম অংশ গ্রহণ করেছে, সে (জান্নাত) ওয়াজিব করে নিয়েছে।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِيمَنْ صَلَّى عَلَيْهِ جَمَاعَةٌ مِنْ الْمُسْلِمِينَ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَا حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ مَرْثَدِ بْنِ عَبْدِ اللهِ الْيَزَنِيِّ عَنْ مَالِكِ بْنِ هُبَيْرَةَ الشَّامِيِّ وَكَانَتْ لَهُ صُحْبَةٌ قَالَ كَانَ إِذَا أُتِيَ بِجِنَازَةٍ فَتَقَالَّ مَنْ تَبِعَهَا جَزَّأَهُمْ ثَلَاثَةَ صُفُوفٍ ثُمَّ صَلَّى عَلَيْهَا وَقَالَ إِنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ مَا صَفَّ صُفُوفٌ ثَلَاثَةٌ مِنْ الْمُسْلِمِينَ عَلَى مَيِّتٍ إِلَّا أَوْجَبَ