কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১৪৮৬
আন্তর্জাতিক নং: ১৪৮৬
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
জানাযা হাজির হলে বিলম্ব করবে না এবং আগুন নিয়ে অনুসরণ করবে না
১৪৮৬। হারমালা ইবন ইয়াহইয়া (রাহঃ).... 'আলী ইবন তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জানাযা উপস্থিত হলে তোমরা বিলম্ব করবে না।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي الْجِنَازَةِ لَا تُؤَخَّرُ إِذَا حَضَرَتْ وَلَا تُتْبَعُ بِنَارٍ
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ عَبْدِ اللهِ الْجُهَنِيُّ أَنَّ مُحَمَّدَ بْنَ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ حَدَّثَهُ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ ’لَا تُؤَخِّرُوا الْجِنَازَةَ إِذَا حَضَرَتْ’.
তাহকীক:
হাদীস নং: ১৪৮৭
আন্তর্জাতিক নং: ১৪৮৭
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
জানাযা হাজির হলে বিলম্ব করবে না এবং আগুন নিয়ে অনুসরণ করবে না
১৪৮৭। মুহাম্মাদ ইবন আব্দুল আ'লা সানআনী (রাহঃ).... আবু বুরদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আবু মুসা আশ'আরী (রাযিঃ) তাঁর মৃত্যুর সময় এরূপ ওসীয়ত করেন যে, তোমরা আমার জানাযার সাথে অগ্নিকুন্ড নিয়ে যাবে না। তারা তাকে বললোঃ আপনি কি এ ব্যাপারে কিছু শুনেছেন? তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছি।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي الْجِنَازَةِ لَا تُؤَخَّرُ إِذَا حَضَرَتْ وَلَا تُتْبَعُ بِنَارٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى الصَّنْعَانِيُّ أَنْبَأَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ قَالَ قَرَأْتُ عَلَى الْفُضَيْلِ بْنِ مَيْسَرَةَ عَنْ أَبِي حَرِيزٍ أَنَّ أَبَا بُرْدَةَ حَدَّثَهُ قَالَ أَوْصَى أَبُو مُوسَى الْأَشْعَرِيُّ حِينَ حَضَرَهُ الْمَوْتُ فَقَالَ ’لَا تُتْبِعُونِي بِمِجْمَرٍ قَالُوا لَهُ أَوَ سَمِعْتَ فِيهِ شَيْئًا قَالَ نَعَمْ مِنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم
তাহকীক: