কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১৪৯৩
আন্তর্জাতিক নং: ১৪৯৩
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
জানাযার সালাত আদায়কালে ইমামের দাঁড়াবার স্থান
১৪৯৩। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ….. সামুরা ইবন জুন্দুব ফাযারী (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) নেফাসরত অবস্থায় মৃত্যুবরণকারী এক মহিলার সালাত আদায় করেন। এতে তিনি তাঁর মাঝখান বরাবর দাঁড়ান।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي أَيْنَ يَقُومُ الْإِمَامُ إِذَا صَلَّى عَلَى الْجِنَازَةِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ قَالَ الْحُسَيْنُ بْنُ ذَكْوَانَ أَخْبَرَنِي عَنْ عَبْدِ اللهِ بْنِ بُرَيْدَةَ الْأَسْلَمِيِّ عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ الْفَزَارِيِّ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صَلَّى عَلَى امْرَأَةٍ مَاتَتْ فِي نِفَاسِهَا فَقَامَ وَسَطَهَا
তাহকীক:
হাদীস নং: ১৪৯৪
আন্তর্জাতিক নং: ১৪৯৪
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
জানাযার সালাত আদায়কালে ইমামের দাঁড়াবার স্থান
১৪৯৪। নসর ইবন 'আলী জাহযামী (রাহঃ) …… আবু গালিব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইবন মালিক (রাযিঃ) কে জনৈক ব্যক্তির জানাযা আদায় করতে দেখেছি। তিনি তার মাথা বরাবর দাঁড়ান। আরেকটি মহিলার জানাযা উপস্থিত করা হলো। তারা বললঃ হে আবু হামযা! তার জানাযা আদায় করুন। তিনি খাটের মাঝখান বরাবর দাঁড়ান। আলী ইবন যিয়াদ তাকে বললোঃ হে আবু হামযা! আপনি পুরুষের জানাযায় যে ভাবে দাড়িয়েছেন এবং মহিলার জানাযায় যে ভাবে দাড়িয়েছেন, রাসূলুল্লাহ (ﷺ) কে সেভাবে দাঁড়াতে দেখেছেন কি? তিনি বললেনঃ হ্যাঁ। তিনি আমাদের কাছে এসে বললেনঃ তোমরা স্মরণ রাখবে
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي أَيْنَ يَقُومُ الْإِمَامُ إِذَا صَلَّى عَلَى الْجِنَازَةِ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ عَنْ هَمَّامٍ عَنْ أَبِي غَالِبٍ قَالَ رَأَيْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ’صَلَّى عَلَى جِنَازَةِ رَجُلٍ فَقَامَ حِيَالَ رَأْسِهِ فَجِيءَ بِجِنَازَةٍ أُخْرَى بِامْرَأَةٍ فَقَالُوا يَا أَبَا حَمْزَةَ صَلِّ عَلَيْهَا فَقَامَ حِيَالَ وَسَطِ السَّرِيرِ فَقَالَ الْعَلَاءُ بْنُ زِيَادٍ يَا أَبَا حَمْزَةَ هَكَذَا رَأَيْتَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَامَ مِنْ الْجِنَازَةِ مُقَامَكَ مِنْ الرَّجُلِ وَقَامَ مِنْ الْمَرْأَةِ مُقَامَكَ مِنْ الْمَرْأَةِ قَالَ نَعَمْ فَأَقْبَلَ عَلَيْنَا فَقَالَ احْفَظُوا’.
তাহকীক: