কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৪৫১
আন্তর্জাতিক নং: ১৪৫১
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
মু'মিন ব্যক্তিকে মৃত্যু যন্ত্রণার কারণে প্রতিদান দেওয়া হয়
১৪৫১। হিশাম ইবন 'আম্মার (রাহঃ)....'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ (ﷺ) তাঁর নিকট উপস্থিত হন। আর এ সময় তার কাছে তার এক প্রতিবেশী ছিল, যে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল। নবী (ﷺ) তাঁকে চিন্তিত দেখে বললেনঃ তোমার প্রতিবেশীর কারণে তুমি চিন্তিত হয়ো না। কেননা, এর ফলে তাকে প্রতিদান দেওয়া হবে।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي الْمُؤْمِنِ يُؤْجَرُ فِي النَّزْعِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ عَنْ عَطَاءٍ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا حَمِيمٌ لَهَا يَخْنُقُهُ الْمَوْتُ فَلَمَّا رَأَى النَّبِيُّ صلى الله عليه وسلم مَا بِهَا قَالَ لَهَا لَا تَبْتَئِسِي عَلَى حَمِيمِكِ فَإِنَّ ذَلِكَ مِنْ حَسَنَاتِهِ
হাদীস নং: ১৪৫২
আন্তর্জাতিক নং: ১৪৫২
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
মু'মিন ব্যক্তিকে মৃত্যু যন্ত্রণার কারণে প্রতিদান দেওয়া হয়
১৪৫২। বকর ইবন খালাফ আবু বিশর (রাহঃ)....বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ মু'মিন ব্যক্তি ললাট ঘর্মাক্ত অবস্থায় ইনতিকাল করে।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي الْمُؤْمِنِ يُؤْجَرُ فِي النَّزْعِ
حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ أَبُو بِشْرٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ الْمُثَنَّى بْنِ سَعِيدٍ عَنْ قَتَادَةَ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ الْمُؤْمِنُ يَمُوتُ بِعَرَقِ الْجَبِينِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৫৩
আন্তর্জাতিক নং: ১৪৫৩
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
মু'মিন ব্যক্তিকে মৃত্যু যন্ত্রণার কারণে প্রতিদান দেওয়া হয়
১৪৫৩। রাওহ ইবন ফরোজ (রাযিঃ)...আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে জিজ্ঞাসা করলামঃ বান্দার পরিচয় মানুষ থেকে কখন বন্ধ হয়ে যায়? তিনি বললেনঃ যখন সে মৃত্যুর ফিরিশতাকে দেখতে পায়।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي الْمُؤْمِنِ يُؤْجَرُ فِي النَّزْعِ
حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ حَدَّثَنَا نَصْرُ بْنُ حَمَّادٍ حَدَّثَنَا مُوسَى بْنُ كَرْدَمٍ عَنْ مُحَمَّدِ بْنِ قَيْسٍ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى قَالَ سَأَلْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَتَى تَنْقَطِعُ مَعْرِفَةُ الْعَبْدِ مِنْ النَّاسِ قَالَ إِذَا عَايَنَ