কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৪৪৭
আন্তর্জাতিক নং: ১৪৪৭
রোগীর কাছে উপস্থিত হয়ে যে দুআ পড়া হবে
১৪৪৭। আবু বকর ইব্ন আবু শায়বা ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ….. উম্মু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা যখন রোগী কিংবা মৃতের কাছে উপস্থিত হবে, তখন ভাল বলবে। কেননা, তোমরা যা বল, ফিরিশতারা তার উপর আমীন বলে। (রাবী বলেনঃ) আবু সালামা (রাযিঃ) যখন ইন্তিকাল করেন, তখন আমি নবী (ﷺ) এর কাছে এসে বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আবু সালামা ইন্তিকাল করেছেন। তিনি বললেনঃ তুমি বল, হে আল্লাহ! আপনি আমাকে ও তাকে ক্ষমা করুন, আমাকে তার চাইতে উত্তম প্রতিদান দিন। সে বললোঃ তখন আমি অনুরূপ করলাম । আল্লাহ আমাকে তার চাইতে উত্তম বিনিময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ)-কে দান করলেন।
بَاب مَا جَاءَ فِيمَا يُقَالُ عِنْدَ الْمَرِيضِ إِذَا حُضِرَ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَا حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ شَقِيقٍ عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إِذَا حَضَرْتُمْ الْمَرِيضَ أَوْ الْمَيِّتَ فَقُولُوا خَيْرًا فَإِنَّ الْمَلَائِكَةَ يُؤَمِّنُونَ عَلَى مَا تَقُولُونَ فَلَمَّا مَاتَ أَبُو سَلَمَةَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم إِنَّ أَبَا سَلَمَةَ قَدْ مَاتَ قَالَ قُولِي اللّٰهُمَّ اغْفِرْ لِي وَلَهُ وَأَعْقِبْنِي مِنْهُ عُقْبًى حَسَنَةً قَالَتْ فَفَعَلْتُ فَأَعْقَبَنِي اللهُ مَنْ هُوَ خَيْرٌ مِنْهُ مُحَمَّدٌ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم.
হাদীস নং:১৪৪৮
আন্তর্জাতিক নং: ১৪৪৮
রোগীর কাছে উপস্থিত হয়ে যে দুআ পড়া হবে
১৪৪৮। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …… মা'কাল ইব্ন ইয়াসার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা তোমাদের মৃতের কাছে সূরা ইয়াসীন পাঠ করবে।
بَاب مَا جَاءَ فِيمَا يُقَالُ عِنْدَ الْمَرِيضِ إِذَا حُضِرَ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ شَقِيقٍ عَنْ ابْنِ الْمُبَارَكِ عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ عَنْ أَبِي عُثْمَانَ وَلَيْسَ بِالنَّهْدِيِّ عَنْ أَبِيهِ عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اقْرَءُوهَا عِنْدَ مَوْتَاكُمْ يَعْنِي يس

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:১৪৪৯
আন্তর্জাতিক নং: ১৪৪৯
রোগীর কাছে উপস্থিত হয়ে যে দুআ পড়া হবে
১৪৪৯। মুহাম্মাদ ইব্ন ইয়াহইয়া ও মুহাম্মাদ ইব্ন ইসমাঈল (রাহঃ).... কা'ব ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি (আব্দুর রহমান) বলেনঃ যখন কা'ব (রাযিঃ) এর ওফাতের সময় হলো, তখন বিশর বিনতু বারা' ইবন মা'রূর (রাযিঃ) তার কাছে এসে বললেনঃ হে আবু আব্দুর রহমান! তুমি যদি অমুকের সাক্ষাৎ পাও; তাহলে আমার পক্ষ থেকে তাকে সালাম দিবে। তিনি বললেনঃ হে উম্মু বিশর্! আল্লাহ তোমাকে ক্ষমা করুন, আমি এখন তার চেয়ে জরুরী কাজে ব্যস্ত আছি। তখন তিনি বললেনঃ হে আবু 'আব্দুর রহমান! তুমি কি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনোনি যে, মু'মিন ব্যক্তির আত্মা সবুজ পাখির মধ্যে অবস্থান করে, জান্নাতের বৃক্ষের সাথে ঝুলে থাকে? তিনি বললেনঃ হ্যাঁ, উম্মু বিশর্ বললেনঃ প্রকৃত কথা এটাই।
بَاب مَا جَاءَ فِيمَا يُقَالُ عِنْدَ الْمَرِيضِ إِذَا حُضِرَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ حَدَّثَنَا الْمُحَارِبِيُّ جَمِيعًا عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ عَنْ الْحَارِثِ بْنِ فُضَيْلٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ عَنْ أَبِيهِ قَالَ لَمَّا حَضَرَتْ كَعْبًا الْوَفَاةُ أَتَتْهُ أُمُّ بِشْرٍ بِنْتُ الْبَرَاءِ بْنِ مَعْرُورٍ فَقَالَتْ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ إِنْ لَقِيتَ فُلَانًا فَاقْرَأْ عَلَيْهِ مِنِّي السَّلَامَ قَالَ غَفَرَ اللهُ لَكِ يَا أُمَّ بِشْرٍ نَحْنُ أَشْغَلُ مِنْ ذَلِكَ قَالَتْ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ أَمَا سَمِعْتَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَقُولُ إِنَّ أَرْوَاحَ الْمُؤْمِنِينَ فِي طَيْرٍ خُضْرٍ تَعْلُقُ بِشَجَرِ الْجَنَّةِ قَالَ بَلَى قَالَتْ فَهُوَ ذَاكَ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৪৫০
আন্তর্জাতিক নং: ১৪৫০
রোগীর কাছে উপস্থিত হয়ে যে দুআ পড়া হবে
১৪৫০। আহমদ ইবন আয্হার (রাহঃ).... মুহাম্মাদ ইবন মুনকাদির (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি মৃত্যুপথ যাত্রী জাবির ইবন্ আব্দুল্লাহ (রাযিঃ) এর নিকট উপস্থিত হয়ে বললামঃ আপনি রাসুলুল্লাহ (ﷺ) কে আমার সালাম পৌঁছে দেবেন।
بَاب مَا جَاءَ فِيمَا يُقَالُ عِنْدَ الْمَرِيضِ إِذَا حُضِرَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْأَزْهَرِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى حَدَّثَنَا يُوسُفُ بْنُ الْمَاجِشُونِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ قَالَ دَخَلْتُ عَلَى جَابِرِ بْنِ عَبْدِ اللهِ وَهُوَ يَمُوتُ فَقُلْتُ اقْرَأْ عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم السَّلَامَ

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী: