কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫০৪
আন্তর্জাতিক নং: ৫০৪
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
মযী বের হলে উযূ করা
৫০৪। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) .......... 'আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-কে মযী সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তখন তিনি বললেনঃ হ্যাঁ, এতে উযূ করতে হবে এবং মণি (বীর্য) নির্গত হলে গোসল করতে হবে।
أبواب الطهارة وسننها
بَاب الْوُضُوءِ مِنْ الْمَذْيِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيٍّ، قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الْمَذْىِ فَقَالَ ‏ "‏ فِيهِ الْوُضُوءُ وَفِي الْمَنِيِّ الْغُسْلُ ‏"‏ ‏.‏
হাদীস নং: ৫০৫
আন্তর্জাতিক নং: ৫০৫
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
মযী বের হলে উযূ করা
৫০৫। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ).... মিকদাদ উবন আসওয়াদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি নবী (ﷺ)-কে এমন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করেন, যে তার স্ত্রীর নিকটবর্তী হয়েছে। অথচ বীর্যপাত হয়নি। তিনি বললেনঃ যখন তোমাদের মধ্যে কারো এরূপ অবস্থা হয়, তখন সে যেন তার শরমগাহে পানি ছিঁটিয়ে দেয় অর্থাৎ ধুয়ে নেয় এবং উযূ করে।
أبواب الطهارة وسننها
بَاب الْوُضُوءِ مِنْ الْمَذْيِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنِ الْمِقْدَادِ بْنِ الأَسْوَدِ، أَنَّهُ سَأَلَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الرَّجُلِ يَدْنُو مِنِ امْرَأَتِهِ فَلاَ يُنْزِلُ قَالَ ‏ "‏ إِذَا وَجَدَ أَحَدُكُمْ ذَلِكَ فَلْيَنْضِحْ فَرْجَهُ - يَعْنِي لِيَغْسِلْهُ - وَيَتَوَضَّأْ ‏"‏ ‏.‏
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০৬
আন্তর্জাতিক নং: ৫০৬
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
মযী বের হলে উযূ করা
৫০৬। আবু কুরারব (রাহঃ).... সাহল ইবন হুনায়ফ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার প্রচুর পরিমাণে মযী বের হত, ফলে এ জন্য আমি বহুবার গোসল করতাম। এরপর আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা করলাম। তখন তিনি বললেনঃ এই ব্যাপারে তোমার জন্য উযূ করাই যথেষ্ট। আমি বললামঃ ইয়া রাসুলাল্লাহ (ﷺ)! যদি তা আমার কাপড়ে লেগে যায়, তখন কি উপায়? তিনি বললেনঃ তোমার জন্য যথেষ্ট যে, তুমি তোমার হাতে এক কোষ পানি নিয়ে তা তোমার কাপড়ে ছিঁটিয়ে দেবে। তাহলে দেখবে যে, তা ঠিক হয়ে গেছে।
أبواب الطهارة وسننها
بَاب الْوُضُوءِ مِنْ الْمَذْيِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، وَعَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدِ بْنِ السَّبَّاقِ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلِ بْنِ حُنَيْفٍ، قَالَ كُنْتُ أَلْقَى مِنَ الْمَذْىِ شِدَّةً فَأُكْثِرُ مِنْهُ الاِغْتِسَالَ فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏"‏ إِنَّمَا يُجْزِيكَ مِنْ ذَلِكَ الْوُضُوءُ ‏"‏ ‏.‏ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ بِمَا يُصِيبُ ثَوْبِي قَالَ ‏"‏ إِنَّمَا يَكْفِيكَ كَفٌّ مِنْ مَاءٍ تَنْضِحُ بِهِ مِنْ ثَوْبِكَ حَيْثُ تَرَى أَنَّهُ أَصَابَ ‏"‏ ‏.‏
হাদীস নং: ৫০৭
আন্তর্জাতিক নং: ৫০৭
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
মযী বের হলে উযূ করা
৫০৭। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি একবার 'উমর (রাযিঃ)-কে সঙ্গে নিয়ে উবাই ইবন কা'ব (রাযিঃ)-এর কাছে এলেন। তিনি তাঁদের উভয়ের সামনে বেরিয়ে আসেন। এরপর তিনি বললেনঃ আমার মযী বের হয়, তাই আমি আমার শরমগাহ ধুয়ে ফেলি এবং উযূ করলাম। তখন উমর (রাযিঃ) বললেন, এ ব্যাপারে তা কি যথেষ্ট? তিনি বললেনঃ হ্যাঁ। 'উমর (রাযিঃ) বললেনঃ আপনি কি তা রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছেন? তিনি বললেনঃ হ্যাঁ।
أبواب الطهارة وسننها
بَاب الْوُضُوءِ مِنْ الْمَذْيِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ مُصْعَبِ بْنِ شَيْبَةَ، عَنْ أَبِي حَبِيبِ بْنِ يَعْلَى بْنِ مُنْيَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ أَتَى أُبَىَّ بْنَ كَعْبٍ وَمَعَهُ عُمَرُ فَخَرَجَ عَلَيْهِمَا فَقَالَ إِنِّي وَجَدْتُ مَذْيًا فَغَسَلْتُ ذَكَرِي وَتَوَضَّأْتُ ‏.‏ فَقَالَ عُمَرُ أَوَ يُجْزِئُ ذَلِكَ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ أَسَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ نَعَمْ ‏.‏