কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ

হাদীস নং: ৫০৪
আন্তর্জাতিক নং: ৫০৪
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
মযী বের হলে উযূ করা
৫০৪। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) .......... 'আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-কে মযী সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তখন তিনি বললেনঃ হ্যাঁ, এতে উযূ করতে হবে এবং মণি (বীর্য) নির্গত হলে গোসল করতে হবে।
أبواب الطهارة وسننها
بَاب الْوُضُوءِ مِنْ الْمَذْيِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيٍّ، قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الْمَذْىِ فَقَالَ ‏ "‏ فِيهِ الْوُضُوءُ وَفِي الْمَنِيِّ الْغُسْلُ ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, মজী নির্গত হলে অযু ভেঙ্গে যায়। যৌন উত্তেজনার সময় শরমগাহ থেকে যে পাতলা পানি বের হয় তাকে মজী বলে। এটাই হানাফী মাযহাবের মত। (আলমগিরী: ১/৯)
tahqiqতাহকীক:তাহকীক চলমান