কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

المجتبى من السنن للنسائي

২০. দিবারাত্রির নফল নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৬৭৫
আন্তর্জাতিক নং: ১৬৭৫
দিবারাত্রির নফল নামাযের অধ্যায়
বিতর নামাযের আদেশ
১৬৭৮। হান্নাদ ইবনে সারি (রাহঃ) ......... আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একবার নামায আদায় করলেন। অতঃপর বললেন, হে কুরআনধারীগণ! তোমরা বিতরের নামায আদায় কর। কেননা আল্লাহ তাআলা স্বয়ং বেজোড় এবং তিনি বেজোড় পছন্দ করেন।
كتاب قيام الليل وتطوع النهار
باب الأَمْرِ بِالْوِتْرِ
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَيَّاشٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمٍ، - وَهُوَ ابْنُ ضَمْرَةَ - عَنْ عَلِيٍّ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ أَوْتَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ " يَا أَهْلَ الْقُرْآنِ أَوْتِرُوا فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وِتْرٌ يُحِبُّ الْوِتْرَ " .
হাদীস নং: ১৬৭৬
আন্তর্জাতিক নং: ১৬৭৬
দিবারাত্রির নফল নামাযের অধ্যায়
বিতর নামাযের আদেশ
১৬৭৯। মুহাম্মাদ ইবনে ইসমাঈল (রাহঃ) ......... আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বিতরের নামায ফরয নামাযের ন্যায় অত্যাবশ্যকায় নয়। বরং তা ওয়াজিব, যা রাসূলুল্লাহ (ﷺ) ওয়াজিব করে দিয়েছেন।
كتاب قيام الليل وتطوع النهار
باب الأَمْرِ بِالْوِتْرِ
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي نُعَيْمٍ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، عَنْ عَلِيٍّ، رضى الله عنه قَالَ الْوِتْرُ لَيْسَ بِحَتْمٍ كَهَيْئَةِ الْمَكْتُوبَةِ وَلَكِنَّهُ سُنَّةٌ سَنَّهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم .