কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
২০. দিবারাত্রির নফল নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৯ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৬৬৬
আন্তর্জাতিক নং: ১৬৬৬
রাত্রের নামায কিভাবে আদায় করতে হবে?
১৬৬৯। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আলী আযদী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি উমর (রাযিঃ) কে বর্ণনা করতে শুনেছেন যে, নবী (ﷺ) বলেছেন, রাত্রের এবং দিনের নামায দু’রাকআত দু’রাকআত করে আদায় করবে।
باب كَيْفَ صَلاَةُ اللَّيْلِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَعَبْدُ الرَّحْمَنِ، قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، أَنَّهُ سَمِعَ عَلِيًّا الأَزْدِيَّ، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ، يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " صَلاَةُ اللَّيْلِ وَالنَّهَارِ مَثْنَى مَثْنَى " . قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ هَذَا الْحَدِيثُ عِنْدِي خَطَأٌ وَاللَّهُ تَعَالَى أَعْلَمُ .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৬৬৭
আন্তর্জাতিক নং: ১৬৬৭
রাত্রের নামায কিভাবে আদায় করতে হবে?
১৬৭০। মুহাম্মাদ ইবনে কুদামাহ (রাহঃ) ......... তাউস (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তিনি উমর (রাযিঃ) বলেছেন যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে রাত্রের নামায সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, দু’রাকআত দু’রাকআত করে আদায় করবে, যখন ভোর হয়ে যাওয়ার আশঙ্কা করবে, তখন এক রাকআত আদায় করে নেবে।
باب كَيْفَ صَلاَةُ اللَّيْلِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ حَبِيبٍ، عَنْ طَاوُسٍ، قَالَ قَالَ ابْنُ عُمَرَ سَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ صَلاَةِ اللَّيْلِ فَقَالَ " مَثْنَى مَثْنَى فَإِذَا خَشِيتَ الصُّبْحَ فَوَاحِدَةٌ " .
হাদীস নং:১৬৬৮
আন্তর্জাতিক নং: ১৬৬৮
রাত্রের নামায কিভাবে আদায় করতে হবে?
১৬৭১। আমর ইবনে উসমান এবং মুহাম্মাদ ইবনে সাদ্কাহ (রাহঃ) ......... সালিমের পিতা সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাত্রের নামায দু’রাকআত দু’রাকআত। যখন ভোর হয়ে যাওয়ার আশঙ্কা করবে তখন এক রাকআত দ্বারা (পূর্বের আদায়কৃত সমুদয় নামাযকে) বেজোড় করে নেবে।
باب كَيْفَ صَلاَةُ اللَّيْلِ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، وَمُحَمَّدُ بْنُ صَدَقَةَ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " صَلاَةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى فَإِذَا خِفْتَ الصُّبْحَ فَأَوْتِرْ بِوَاحِدَةٍ " .
হাদীস নং:১৬৬৯
আন্তর্জাতিক নং: ১৬৬৯
রাত্রের নামায কিভাবে আদায় করতে হবে?
১৬৭২। মুহাম্মাদ ইবনে মানসুর (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে মিম্বরে দণ্ডায়মান থাকাকালীন রাত্রের নামায সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বলতে শুনেছি, দু’রাকআত দু’রাকআত (করে আদায় করবে) যখন ভোর হয়ে যাওয়ার আশঙ্কা করবে, তখন এক রাকআত দ্বারা (আদায়কৃত সমুদয় নামাযকে) বেজোড় বানিয়ে নেবে।
باب كَيْفَ صَلاَةُ اللَّيْلِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي لَبِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ يُسْأَلُ عَنْ صَلاَةِ اللَّيْلِ فَقَالَ " مَثْنَى مَثْنَى فَإِذَا خِفْتَ الصُّبْحَ فَأَوْتِرْ بِرَكْعَةٍ " .
হাদীস নং:১৬৭০
আন্তর্জাতিক নং: ১৬৭০
রাত্রের নামায কিভাবে আদায় করতে হবে?
১৬৭৩। মুসা ইবনে সাঈদ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে রাত্রের নামায সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, দু’রাকআত, দু’রাকআত (করে আদায় করবে)। যদি তোমাদের কেউ ভোর হয়ে যাওয়ার আশঙ্কা করে, তবে যেন একটি রাকআত দ্বারা (আদায়কৃত সমুদয় নামাযকে) বেজোড় বানিয়ে নেয়।
باب كَيْفَ صَلاَةُ اللَّيْلِ
أَخْبَرَنَا مُوسَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ، قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الْحُرِّ، قَالَ حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ، أَخْبَرَهُمْ أَنَّ رَجُلاً سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ صَلاَةِ اللَّيْلِ قَالَ " مَثْنَى مَثْنَى فَإِنْ خَشِيَ أَحَدُكُمُ الصُّبْحَ فَلْيُوتِرْ بِوَاحِدَةٍ " .
হাদীস নং:১৬৭১
আন্তর্জাতিক নং: ১৬৭১
রাত্রের নামায কিভাবে আদায় করতে হবে?
১৬৭৪। কুতায়বা (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাত্রের নামায দু’রাকআত, দু’রাকআত (করে আদায় করবে)। যখন ভোর হয়ে যাওয়ার আশঙ্কা করবে তখন এক রাকআত দ্বারা (আদায়কৃত সমুদয় নামাযকে) বেজোড় বানিয়ে নেবে।
باب كَيْفَ صَلاَةُ اللَّيْلِ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " صَلاَةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى فَإِذَا خِفْتَ الصُّبْحَ فَأَوْتِرْ بِوَاحِدَةٍ " .
হাদীস নং:১৬৭২
আন্তর্জাতিক নং: ১৬৭২
রাত্রের নামায কিভাবে আদায় করতে হবে?
১৬৭৫। আহমদ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মুসলমানদের এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা করল, রাত্রের নামায কিরূপে আদায় করতে হবে? তিনি বললেনঃ রাত্রের নামায দু’রাকআত, দু দু’রাকআত (করে আদায় করবে)। যখন ভোর হয়ে যাওয়ার আশঙ্কা করবে তখন একটি রাকআত দ্বারা (পূর্বে আদায়কৃত সমুদয় নামাযকে) বেজোড় বানিয়ে নেবে।
باب كَيْفَ صَلاَةُ اللَّيْلِ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُغِيرَةِ، قَالَ حَدَّثَنَا عُثْمَانُ، عَنْ شُعَيْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ سَأَلَ رَجُلٌ مِنَ الْمُسْلِمِينَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَيْفَ صَلاَةُ اللَّيْلِ فَقَالَ " صَلاَةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى فَإِذَا خِفْتَ الصُّبْحَ فَأَوْتِرْ بِوَاحِدَةٍ " .
হাদীস নং:১৬৭৩
আন্তর্জাতিক নং: ১৬৭৩
রাত্রের নামায কিভাবে আদায় করতে হবে?
১৬৭৬। মুহাম্মাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে রাত্রের নামায সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, রাত্রের নামায দু’রাকআত, দু’রাকআত (করে আদায় করবে)। যখন ভোর হয়ে যাওয়ার আশঙ্কা করবে তখন এক রাকআত দ্বারা (আদায়কৃত সমুদয় নামাযকে) বেজোড় বানিয়ে নেবে।
باب كَيْفَ صَلاَةُ اللَّيْلِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ، عَنْ عَمِّهِ، قَالَ أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، أَخْبَرَهُ أَنَّ رَجُلاً سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ صَلاَةِ اللَّيْلِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " صَلاَةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى فَإِذَا خَشِيتَ الصُّبْحَ فَأَوْتِرْ بِوَاحِدَةٍ " .
হাদীস নং:১৬৭৪
আন্তর্জাতিক নং: ১৬৭৪
রাত্রের নামায কিভাবে আদায় করতে হবে?
১৬৭৭। আহমদ ইবনে হায়ছাম (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি বলল, ইয়া রাসুলাল্লাহ! রাত্রের নামায কিরূপে আদায় করতে হবে? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, রাত্রের নামায “দু’রাকআত, দু’রাকআত” (করে আদায় করবে)। যখন ভোর হয়ে যাওয়ার আশঙ্কা করবে তখন এক রাকআত দ্বারা (আদায়কৃত সমুদয় নামাযকে) বেজোড় বানিয়ে নেবে।
باب كَيْفَ صَلاَةُ اللَّيْلِ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْهَيْثَمِ، قَالَ حَدَّثَنَا حَرْمَلَةُ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ ابْنَ شِهَابٍ، حَدَّثَهُ أَنَّ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ وَحُمَيْدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ حَدَّثَاهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ قَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ صَلاَةُ اللَّيْلِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " صَلاَةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى فَإِذَا خِفْتَ الصُّبْحَ فَأَوْتِرْ بِوَاحِدَةٍ " .