কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
২০. দিবারাত্রির নফল নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৬৭৭
আন্তর্জাতিক নং: ১৬৭৭
নিদ্রা যাওয়ার পূর্বে বিতরের নামায আদায় করার প্রতি উদ্বুদ্ধ করা
১৬৮০। সুলাইমান ইবনে সালম এবং মুহাম্মাদ ইবনে আলী (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার অন্তরং্গ বন্ধু নবী (ﷺ) আমাকে তিনটি কাজের ওসিয়্যত করে গেছেন।
এক, (রাতে নিদ্রা থেকে জাগ্রত হওয়ার দৃঢ় বিশ্বাস না থাকলে) বিতরের নামায আদায় করে নিদ্রা যাওয়া।
দুই, প্রত্যেক মাসে (আইয়্যামে বীযের) তিন দিন রোযা পালন করা।
তিন, চাশতের (পূর্বাহ্নের) দুই রাকআত নামায আদায় করা।
এক, (রাতে নিদ্রা থেকে জাগ্রত হওয়ার দৃঢ় বিশ্বাস না থাকলে) বিতরের নামায আদায় করে নিদ্রা যাওয়া।
দুই, প্রত্যেক মাসে (আইয়্যামে বীযের) তিন দিন রোযা পালন করা।
তিন, চাশতের (পূর্বাহ্নের) দুই রাকআত নামায আদায় করা।
باب الْحَثِّ عَلَى الْوِتْرِ قَبْلَ النَّوْمِ
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ سَلْمٍ، وَمُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، عَنِ النَّضْرِ بْنِ شُمَيْلٍ، قَالَ أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ أَبِي شِمْرٍ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أَوْصَانِي خَلِيلِي صلى الله عليه وسلم بِثَلاَثٍ النَّوْمِ عَلَى وِتْرٍ وَصِيَامِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ وَرَكْعَتَىِ الضُّحَى .
হাদীস নং:১৬৭৮
আন্তর্জাতিক নং: ১৬৭৮
নিদ্রা যাওয়ার পূর্বে বিতরের নামায আদায় করার প্রতি উদ্বুদ্ধ করা
১৬৮১। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার অন্তরং্গ বন্ধু রাসূলুল্লাহ (ﷺ) আমাকে তিনটি কাজের ওসিয়্যত করেছেন।
এক, (রাত্রির শেষ ভাগে নিদ্রা থেকে জাগ্রত হওয়ার; দুঢ় বিশ্বাস না থাকলে) রাত্রির প্রথম ভাগেই বিতরের নামায আদায় করে নেয়া।
দুই, ফজরের দুই রাকআত সুন্নত নামায আদায় করা।
তিন, প্রত্যেক মাসে তিন দিন আইয়্যামে বীযের রোযা পালন করা।
এক, (রাত্রির শেষ ভাগে নিদ্রা থেকে জাগ্রত হওয়ার; দুঢ় বিশ্বাস না থাকলে) রাত্রির প্রথম ভাগেই বিতরের নামায আদায় করে নেয়া।
দুই, ফজরের দুই রাকআত সুন্নত নামায আদায় করা।
তিন, প্রত্যেক মাসে তিন দিন আইয়্যামে বীযের রোযা পালন করা।
باب الْحَثِّ عَلَى الْوِتْرِ قَبْلَ النَّوْمِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، ثُمَّ ذَكَرَ كَلِمَةً مَعْنَاهَا عَنْ عَبَّاسٍ الْجُرَيْرِيِّ، قَالَ سَمِعْتُ أَبَا عُثْمَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أَوْصَانِي خَلِيلِي صلى الله عليه وسلم بِثَلاَثٍ الْوِتْرِ أَوَّلَ اللَّيْلِ وَرَكْعَتَىِ الْفَجْرِ وَصَوْمِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ .