কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
৭. আযান - ইকামতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬৮৩
আন্তর্জাতিক নং: ৬৮৩
আযানের পর মসজিদ হতে বাইরে না যাওয়ার হুকুম
৬৮৪। মুহাম্মাদ ইবনে মনসুর (রাহঃ) ......... আশআস ইবনে আবু শা’সা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ এক ব্যক্তি আযানের পর মসজিদ থেকে বের হল এবং সেখান থেকে চলে গেল। আবু হুরায়রা (রাযিঃ) সেখানে উপস্থিত ছিলেন এবং বললেনঃ এই ব্যক্তি আবুল কাসেম অর্থাৎ রাসূলুল্লাহ (ﷺ) এর অবাধ্যতা করল।
التشديد في الخروج من المسجد بعد الأذان
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، عَنْ سُفْيَانَ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ، عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ أَبَا هُرَيْرَةَ وَمَرَّ رَجُلٌ فِي الْمَسْجِدِ بَعْدَ النِّدَاءِ حَتَّى قَطَعَهُ فَقَالَ أَبُو هُرَيْرَةَ أَمَّا هَذَا فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صلى الله عليه وسلم .
হাদীস নং:৬৮৪
আন্তর্জাতিক নং: ৬৮৪
আযানের পর মসজিদ হতে বাইরে না যাওয়ার হুকুম
৬৮৫। আহমদ ইবনে উসমান ইবনে হাকীম (রাহঃ) ......... আবু শা’সা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নামাযের জন্য আযান দেয়ার পর এক ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে গেল। আবু হুরায়রা (রাযিঃ) বললেনঃ এই ব্যক্তি আবুল কাসেম অর্থাৎ রাসূলুল্লাহ (ﷺ) এর অবাধ্য হল।
التشديد في الخروج من المسجد بعد الأذان
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ، قَالَ حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، عَنْ أَبِي عُمَيْسٍ، قَالَ أَخْبَرَنَا أَبُو صَخْرَةَ، عَنْ أَبِي الشَّعْثَاءِ، قَالَ خَرَجَ رَجُلٌ مِنَ الْمَسْجِدِ بَعْدَ مَا نُودِيَ بِالصَّلاَةِ فَقَالَ أَبُو هُرَيْرَةَ أَمَّا هَذَا فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صلى الله عليه وسلم .