কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৭. আযান - ইকামতের অধ্যায়

হাদীস নং: ৬৮৪
আন্তর্জাতিক নং: ৬৮৪
আযানের পর মসজিদ হতে বাইরে না যাওয়ার হুকুম
৬৮৫। আহমদ ইবনে উসমান ইবনে হাকীম (রাহঃ) ......... আবু শা’সা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নামাযের জন্য আযান দেয়ার পর এক ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে গেল। আবু হুরায়রা (রাযিঃ) বললেনঃ এই ব্যক্তি আবুল কাসেম অর্থাৎ রাসূলুল্লাহ (ﷺ) এর অবাধ্য হল।
التشديد في الخروج من المسجد بعد الأذان
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ، قَالَ حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، عَنْ أَبِي عُمَيْسٍ، قَالَ أَخْبَرَنَا أَبُو صَخْرَةَ، عَنْ أَبِي الشَّعْثَاءِ، قَالَ خَرَجَ رَجُلٌ مِنَ الْمَسْجِدِ بَعْدَ مَا نُودِيَ بِالصَّلاَةِ فَقَالَ أَبُو هُرَيْرَةَ أَمَّا هَذَا فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صلى الله عليه وسلم .

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, আযানের পরে নামায না পড়ে মাসজিদ থেকে বের হওয়া যাবেনা। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ২/৫৪) তবে ইবনে মাযা শরীফ-৭৩৪ নং হাদীসে বর্ণিত আছে যে, একান্ত প্রয়োজনে বা মাসজিদে ফিরে আসার নিয়তে বের হওয়া যেতে পারে। এ ছাড়া আযানের পরে মাসজিদ থেকে বের হওয়া যাবেনা।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে নাসায়ী - হাদীস নং ৬৮৪ | মুসলিম বাংলা