কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

৫. হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৮৬৩
আন্তর্জাতিক নং: ১৮৬৫
হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ
৪৩. মক্কায় প্রবেশ।
১৮৬৩. মুহাম্মাদ ইবনে উবাইদ .... নাফে’ (রাহঃ) হতে বর্ণিত। ইবনে উমর (রাযিঃ) মক্কায় এলে তিনি রাত্রিতে যি-তুওয়া নামক স্থানে ভোর পর্যন্ত অবস্থান করেন। অতঃপর গোসল করে দিনের বেলা মক্কায় প্রবেশ করতেন । আর তিনি বর্ণনা করেন, নবী করীম (ﷺ) এরূপ করতেন।
كتاب المناسك
باب دُخُولِ مَكَّةَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ إِذَا قَدِمَ مَكَّةَ بَاتَ بِذِي طُوًى حَتَّى يُصْبِحَ وَيَغْتَسِلَ ثُمَّ يَدْخُلُ مَكَّةَ نَهَارًا وَيَذْكُرُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ فَعَلَهُ .
হাদীস নং: ১৮৬৪
আন্তর্জাতিক নং: ১৮৬৬
হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ
৪৩. মক্কায় প্রবেশ।
১৮৬৪. আব্দুল্লাহ্ ইবনে জা‘ফর আল বারমাকী (রাহঃ) ...... ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত। নবী করীম (ﷺ) সানিয়তুল উলইয়া নামক স্থান দিয়ে মক্কায় প্রবেশ করতেন এবং সানিয়তুস সুফলা নামক জায়গা দিয়ে বের হতেন। রাবী বারমাকী অতিরিক্ত বর্ণনা করেছেন যে, (এ দুটি স্থান) ‘মক্কার দু‘টি উপত্যকা।
كتاب المناسك
باب دُخُولِ مَكَّةَ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الْبَرْمَكِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، عَنْ مَالِكٍ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، وَابْنُ، حَنْبَلٍ عَنْ يَحْيَى، ح وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، جَمِيعًا عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَدْخُلُ مَكَّةَ مِنَ الثَّنِيَّةِ الْعُلْيَا - قَالاَ عَنْ يَحْيَى إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَدْخُلُ مَكَّةَ مِنْ كَدَاءَ مِنْ ثَنِيَّةِ الْبَطْحَاءِ - وَيَخْرُجُ مِنَ الثَّنِيَّةِ السُّفْلَى . زَادَ الْبَرْمَكِيُّ يَعْنِي ثَنِيَّتَىْ مَكَّةَ
হাদীস নং: ১৮৬৫
আন্তর্জাতিক নং: ১৮৬৭
হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ
৪৩. মক্কায় প্রবেশ।
১৮৬৫. উসমান ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত। নবী করীম (ﷺ) মদীনা হতে (মক্কার উদ্দেশ্যে) রওয়ানাকালে যুল হুলাইফার নিকট যে বৃক্ষ আছে সেখান দিয়ে আসতেন এবং ফেরার পথে মুআররাসের রাস্তায় (যেখানে যুল হুলাইফার মসজিদ অবস্থিত) প্রবেশ করতেন।
كتاب المناسك
باب دُخُولِ مَكَّةَ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَخْرُجُ مِنْ طَرِيقِ الشَّجَرَةِ وَيَدْخُلُ مِنْ طَرِيقِ الْمُعَرَّسِ .
হাদীস নং: ১৮৬৬
আন্তর্জাতিক নং: ১৮৬৮
হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ
৪৩. মক্কায় প্রবেশ।
১৮৬৬. হারূন ইবনে আব্দুল্লাহ্ (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মক্কা বিজয়ের বছর কুদা নামক স্থান দিয়ে মক্কায় প্রবেশ করেন, যা মক্কার উচ্চভূমিতে অবস্থিত, আর উমরা পালনের সময় কুদ্দা নামক স্থান দিয়ে প্রবেশ করেন (যা নিম্নভূমিতে অবস্থিত)। উরওয়া ও এই দু‘টি স্থান দিয়ে মক্কায় প্রবেশ করতেন। তবে অধিকাংশ সময় তিনি কুদ্দা দিয়ে প্রবেশ করতেন, যা তাঁর বাড়ীর অধিক নিকটবর্তী ছিল।
كتاب المناسك
باب دُخُولِ مَكَّةَ
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ الْفَتْحِ مِنْ كَدَاءَ مِنْ أَعْلَى مَكَّةَ وَدَخَلَ فِي الْعُمْرَةِ مِنْ كُدًى قَالَ وَكَانَ عُرْوَةُ يَدْخُلُ مِنْهُمَا جَمِيعًا وَكَانَ أَكْثَرُ مَا كَانَ يَدْخُلُ مِنْ كُدًى وَكَانَ أَقْرَبَهُمَا إِلَى مَنْزِلِهِ .
হাদীস নং: ১৮৬৭
আন্তর্জাতিক নং: ১৮৬৯
হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ
৪৩. মক্কায় প্রবেশ।
১৮৬৭. ইবনুল মুসান্না (রাহঃ) ...... আয়িশা (রাযিঃ) হতে বর্ণিত। নবী করীম (ﷺ) মক্কায় উহার উচ্চভূমি দিয়ে প্রবেশ করতেন এবং বের হওয়ার সময় এর নিম্নভূমি দিয়ে বের হতেন।
كتاب المناسك
باب دُخُولِ مَكَّةَ
حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا دَخَلَ مَكَّةَ دَخَلَ مِنْ أَعْلاَهَا وَخَرَجَ مِنْ أَسْفَلِهَا .