কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৫. হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ

হাদীস নং: ১৮৬৫
আন্তর্জাতিক নং: ১৮৬৭
৪৩. মক্কায় প্রবেশ।
১৮৬৫. উসমান ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত। নবী করীম (ﷺ) মদীনা হতে (মক্কার উদ্দেশ্যে) রওয়ানাকালে যুল হুলাইফার নিকট যে বৃক্ষ আছে সেখান দিয়ে আসতেন এবং ফেরার পথে মুআররাসের রাস্তায় (যেখানে যুল হুলাইফার মসজিদ অবস্থিত) প্রবেশ করতেন।
باب دُخُولِ مَكَّةَ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَخْرُجُ مِنْ طَرِيقِ الشَّجَرَةِ وَيَدْخُلُ مِنْ طَرِيقِ الْمُعَرَّسِ .

হাদীসের ব্যাখ্যা:

শাজারার পথ বলতে যুল-হুলায়ফাকে বোঝানো হয়েছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা ও হজ্জ আদায়ের জন্য যাওয়ার সময় মদীনা মুনাউওয়ারা থেকে এই পথে বের হতেন এবং এখান থেকে ইহরাম বাঁধতেন। তারপর ফেরার সময় মদীনা মুনাউওয়ারায় প্রবেশকালে মু‘আররাসের পথ ধরে প্রবেশ করতেন। মু‘আররাস মদীনা মুনাউওয়ারা থেকে ৬ মাইল দূরে যুল-হুলায়ফার কাছেই একটি জায়গার নাম। এ পথে মদীনা মুনাউওয়ারা শাজারার পথ অপেক্ষা কাছে হয়।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

সম্ভব হলে ঈদগাহ, মসজিদ প্রভৃতি স্থানে দুই পথে যাওয়া-আসা করা চাই। এতে করে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি সুন্নতের উপর আমল হয়ে যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন