কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৫. হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ

হাদীস নং: ১৮৬৪
আন্তর্জাতিক নং: ১৮৬৬
৪৩. মক্কায় প্রবেশ।
১৮৬৪. আব্দুল্লাহ্ ইবনে জা‘ফর আল বারমাকী (রাহঃ) ...... ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত। নবী করীম (ﷺ) সানিয়তুল উলইয়া নামক স্থান দিয়ে মক্কায় প্রবেশ করতেন এবং সানিয়তুস সুফলা নামক জায়গা দিয়ে বের হতেন। রাবী বারমাকী অতিরিক্ত বর্ণনা করেছেন যে, (এ দুটি স্থান) ‘মক্কার দু‘টি উপত্যকা।
باب دُخُولِ مَكَّةَ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الْبَرْمَكِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، عَنْ مَالِكٍ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، وَابْنُ، حَنْبَلٍ عَنْ يَحْيَى، ح وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، جَمِيعًا عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَدْخُلُ مَكَّةَ مِنَ الثَّنِيَّةِ الْعُلْيَا - قَالاَ عَنْ يَحْيَى إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَدْخُلُ مَكَّةَ مِنْ كَدَاءَ مِنْ ثَنِيَّةِ الْبَطْحَاءِ - وَيَخْرُجُ مِنَ الثَّنِيَّةِ السُّفْلَى . زَادَ الْبَرْمَكِيُّ يَعْنِي ثَنِيَّتَىْ مَكَّةَ

হাদীসের ব্যাখ্যা:

মক্কা মুকাররামায় প্রবেশকালে ছানিয়া 'উলয়া দিয়ে প্রবেশ করতেন। একে মা‘লাঃ বা মু‘আল্লাঃ (المعلاة) বলা হয়। এটা মক্কা মুকাররামার বিখ্যাত কবরস্থান। যাকে বিকৃত উচ্চারণে মানুষ জান্নাতুল মু'আল্লা বলে। এ কবরস্থানে উম্মুল মুমিনীন হযরত খাদীজা রাযি.-এর কবর রয়েছে।

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররামা থেকে বের হতেন ছানিয়া সুফলা দিয়ে। এ স্থানটির বর্তমান নাম শাবীকা। একে মিসফালাহও বলা হয়।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

সম্ভব হলে ঈদগাহ, মসজিদ প্রভৃতি স্থানে দুই পথে যাওয়া-আসা করা চাই। এতে করে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি সুন্নতের উপর আমল হয়ে যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সুনানে আবু দাউদ - হাদীস নং ১৮৬৪ | মুসলিম বাংলা