আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

الجامع الكبير للترمذي

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১১ টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৯৪২
আন্তর্জাতিক নং: ৩৯৪২
পরিচ্ছেদ ঃ ছাকীফ ও বানূ হানীফা প্রসঙ্গে
৩৯৪২। আবু সালামা ইয়াহ্ইয়া ইবন খালাফ (রাহঃ)... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ সাহাবীগণ বললেন : ইয়া রাসূলাল্লাহ্! বানূ ছাকীফের তীর আমাদের জ্বালিয়ে দিয়েছে। আল্লাহর কাছে এদের উপর বদ-দু'আ করুন।

তিনি বললেন ঃ হে আল্লাহ্! বানু ছাকীফকে হিদায়াত করুন।

হাদীসটি হাসান-সাহীহ-গারীব।
بَابٌ فِي ثَقِيفٍ وَبَنِي حَنِيفَةَ
حَدَّثَنَا أَبُو سَلَمَةَ يَحْيَى بْنُ خَلَفٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالُوا: يَا رَسُولَ اللَّهِ أَخْرَقَتْنَا نِبَالُ ثَقِيفٍ فَادْعُ اللَّهَ عَلَيْهِمْ. قَالَ: «اللَّهُمَّ اهْدِ ثَقِيفًا»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»
হাদীস নং:৩৯৪৩
আন্তর্জাতিক নং: ৩৯৪৩
পরিচ্ছেদ ঃ ছাকীফ ও বানূ হানীফা প্রসঙ্গে
৩৯৪৩। যায়দ ইব্‌ন আখযাম তাঈ (রাহঃ)... ইমরান ইবন হুসায়ন (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ নবী (ﷺ) ইনতিকাল করেন, তখন তিনটি কবীলা ছিল তাঁর অপছন্দের, ছাকীফ, বানু হানীফা এবং বানু উমায়্যা ।

হাদীসটি গারীব। এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।
باب في ثقيف وبني حنيفة
حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ الطَّائِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ القَاهِرِ بْنُ شُعَيْبٍ قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ الحَسَنِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ: «مَاتَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَكْرَهُ ثَلَاثَةَ أَحْيَاءٍ ثَقِيفًا وَبَنِي حَنِيفَةَ وَبَنِي أُمَيَّةَ»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৪৪
আন্তর্জাতিক নং: ৩৯৪৪
পরিচ্ছেদ ঃ ছাকীফ ও বানূ হানীফা প্রসঙ্গে
৩৯৪৫। আলী ইব্‌ন হুজর (রাহঃ)... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : ছাকীফ গোত্রে একজন অতিকায় মিথ্যাবাদী এবং একজন যালিম রয়েছে।

. আব্দুর রহমান ইব্‌ন ওয়াকিদ (রাহঃ)... শরীক (রাহঃ) সূত্রে উক্ত সনদে অনুরূপ বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবন আসিম (রাহঃ), এর উপনাম হল আৰু উপতয়ান । তিনি হলেন না।

এ হাদীসটি গারীব । শরীক (রাহঃ) এর সূ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না। শরীক (রাহঃ) তাঁর সনদে আব্দুল্লাহ ইব্‌ন আসিম (রাহঃ) বলে উল্লেখ করেছেন। ইসরাঈল (রাহঃ)-ও এ শায়খ থেকেই হাদীস বর্ণনা করেছেন। কিন্তু তিনি তাঁকে আব্দুল্লাহ ইবন উসমা বলে উল্লেখ করেছেন।

এ বিষয়ে আসমা বিনত আব বকর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
باب في ثقيف وبني حنيفة
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَخْبَرَنَا الفَضْلُ بْنُ مُوسَى، عَنْ شَرِيكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُصْمٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فِي ثَقِيفٍ كَذَّابٌ وَمُبِيرٌ» حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ وَاقِدٍ قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ. «وَعَبْدُ اللَّهِ بْنُ عُصْمٍ يُكْنَى أَبَا عُلْوَانَ، وَهُوَ كُوفِيٌّ».: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ شَرِيكٍ»، " وَشَرِيكٌ يَقُولُ: عَبْدُ اللَّهِ بْنُ عُصْمٍ، وَإِسْرَائِيلُ يَرْوِي عَنْ هَذَا الشَّيْخِ وَيَقُولُ: عَبْدُ اللَّهِ بْنُ عِصْمَةَ " وَفِي البَابِ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৪৫
আন্তর্জাতিক নং: ৩৯৪৫
পরিচ্ছেদ ঃ ছাকীফ ও বানূ হানীফা প্রসঙ্গে
৩৯৪৫। আহমদ ইবন মানী (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, জনৈক বেদুঈন রাসূলুল্লাহ্ (ﷺ) -কে একটি বাচ্চা উটনী হাদিয়া দেয়। তিনি তাকে এর বদলায় ছয়টি বাচ্চা উটনী দান করেন। কিন্তু তাতেও সে অসন্তুষ্টি প্রকাশ করে। বিষয়টি নবী (ﷺ) -এর কাছে পৌঁছলে তিনি আল্লাহর প্রশংসা করেন। এরপর তিনি বললেন : অমুক আমাকে একটি উটনী হাদিয়া দিয়েছিল। আমি এর বদলায় তাকে ছয়টি বাচ্চা উটনী প্রদান করি। এরপরও সে অসন্তুষ্ট। আমি ইচ্ছা করেছি যে, কুরায়শী, আনসারী, ছাকাফী বা দাওসী ছাড়া আর কারো হাদিয়া গ্রহণ করব না ।

হাদীসটিতে এর চাইতেও বেশী কথা রয়েছে । আবু হুরায়রা (রাযিঃ) থেকে এটি অন্য সূত্রেও বর্ণিত আছে। ইয়াযীদ ইব্‌ন হারুন (রাহঃ) রিওয়ায়াত করেছেন


আযাব আবুল আলা (রাহঃ) থেকে। ইনি হলেন আয়ূব ইব্‌ন মিসকীন। তিনি ইব্‌ন আবু মিসকীন বলেও কথিত যে হাদীসটি আয়ূব-সাঈদ মাকবারী (রাহঃ) সূত্রে বর্ণিত, এ আয়ূব হলেন আবুল আলা । তিনিই হলেন আয়ূব ইব্‌ন মিসকীন। তিনি আয়ূব ইব্‌ন আবু মিসকীন (রাহঃ) বলেও কথিত।
باب في ثقيف وبني حنيفة
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أَخْبَرَنِي أَيُّوبُ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ أَعْرَابِيًّا أَهْدَى لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَكْرَةً فَعَوَّضَهُ مِنْهَا سِتَّ بَكَرَاتٍ فَتَسَخَّطَهَا، فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ: «إِنَّ فُلَانًا أَهْدَى إِلَيَّ نَاقَةً فَعَوَّضْتُهُ مِنْهَا سِتَّ بَكَرَاتٍ فَظَلَّ سَاخِطًا، لَقَدْ هَمَمْتُ أَنْ لَا أَقْبَلَ هَدِيَّةً إِلَّا مِنْ قُرَشِيٍّ أَوْ أَنْصَارِيٍّ أَوْ ثَقَفِيٍّ أَوْ دَوْسِيٍّ» وَفِي الْحَدِيثِ كَلَامٌ أَكْثَرُ مِنْ هَذَا. هَذَا حَدِيثٌ قَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ. وَيَزِيدُ بْنُ هَارُونَ يَرْوِي عَنْ أَيُّوبَ أَبِي الْعَلَاءِ وَهُوَ أَيُّوبُ بْنُ مِسْكِينٍ وَيُقَالُ: ابْنُ أَبِي مِسْكِينٍ، وَلَعَلَّ هَذَا الْحَدِيثَ الَّذِي رُوِيَ عَنْ أَيُّوبَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ هُوَ: أَيُّوبُ أَبُو العَلَاءِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৪৬
আন্তর্জাতিক নং: ৩৯৪৬
পরিচ্ছেদ ঃ ছাকীফ ও বানূ হানীফা প্রসঙ্গে
৩৯৪৬। মুহাম্মাদ ইব্‌ন ইসমাঈল (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ বানূ ফাযারার জনৈক ব্যক্তি গাবা নামক স্থানে প্রাপ্ত একটি উটনী নবী (ﷺ) কে হাদিয়া দিল। তিনি এর বদলা তাকে কিছু দেন। এতে সে অসন্তুষ্ট হয়। তখন আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে মিম্বরের উপর থেকে বলতে শুনেছি ঃ আরব মরুবাসীদের কিছু লোক তোমাদের একজনকে একটি জিনিস হাদিয়া দেয়। আমার কাছে যে পরিমাণ জিনিস ছিল আমি তা থেকে তাকে বিনিময় দেই। এরপরও এতে সে অসন্তুষ্ট থাকে এবং সে আমার উপর রাগ প্রকাশ করে। আল্লাহর কসম! আমার এ স্থানে আজ দাঁড়াবার পরে আর কুরায়শী, আনসারী, ছাকাফী বা দাওসী লোকদের ছাড়া কোন আরবের কাছ থেকে হাদিয়া গ্রহণ করব না। আযাব-ইয়াহ্ইয়া ইবন হারুন (রাহঃ)-এর হাদীছের তুলনায় এটি অধিক সাহীহ।
باب في ثقيف وبني حنيفة
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ خَالِدٍ الحِمْصِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أَهْدَى رَجُلٌ مِنْ بَنِي فَزَارَةَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ [ص:731] عَلَيْهِ وَسَلَّمَ نَاقَةً مِنْ إِبِلِهِ الَّتِي كَانُوا أَصَابُوا بِالغَابَةِ فَعَوَّضَهُ مِنْهَا بَعْضَ العِوَضِ فَتَسَخَّطَ، فَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ يَقُولُ: «إِنَّ رِجَالًا مِنَ العَرَبِ يُهْدِي أَحَدُهُمُ الهَدِيَّةَ فَأُعَوِّضُهُ مِنْهَا بِقَدْرِ مَا عِنْدِي ثُمَّ يَتَسَخَّطُهُ فَيَظَلُّ يَتَسَخَّطُ فِيهِ عَلَيَّ، وَايْمُ اللَّهِ لَا أَقْبَلُ بَعْدَ مَقَامِي هَذَا مِنْ رَجُلٍ مِنَ العَرَبِ هَدِيَّةً إِلَّا مِنْ قُرَشِيٍّ أَوْ أَنْصَارِيٍّ أَوْ ثَقَفِيٍّ أَوْ دَوْسِيٍّ» وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ يَزِيدَ بْنِ هَارُونَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৪৭
আন্তর্জাতিক নং: ৩৯৪৭
পরিচ্ছেদ ঃ ছাকীফ ও বানূ হানীফা প্রসঙ্গে
৩৯৪৭। ইবরাহীম ইবন ইয়াকুব (রাহঃ)... আবু আমীর আশআরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আসাদ এবং আশআরী গোত্র কতইনা ভাল! তারা লড়াই থেকে পৃষ্ঠ প্রদর্শন করে না। তারা গনিমতের মাল খেয়ানত করে না। তারা আমার আর আমিও তাদের।

আমির ইব্‌ন আবু আমির (রাহঃ) বলেন : আমি হাদীসটি মুআবিয়া (রাযিঃ)-কে বর্ণনা করলে তিনি বললেন ঃ এরূপ নয় । রাসূলুল্লাহ্ বলেছেন: هُمْ مِنِّي وَإِلَيَّ

/ আমি বললাম ঃ এরূপ নয়। আমার পিতা আমাকে এটি রিওয়ায়াত করেছেন। তিনি আমাকে বর্ণনা করেছেন যে, আমি রাসূলুল্লাহ্ -কে বলতে শুনেছি : هُمْ مِنِّي وَأَنَا مِنْهُمْ তিনি বললেন : তোমার পিতার রিওয়ায়াত স সম্পর্কে তুমিই ভাল জান ।

হাদীসটি হাসান-গারীব। ওয়াহব ইবন জারীর (রাহঃ)-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না। বলা হয়, আযদ গোত্রই হল আসাদ গোত্র ।
باب في ثقيف وبني حنيفة
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ وَغَيْرُ وَاحِدٍ، قَالُوا: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَلَاذٍ يُحَدِّثُ، عَنْ نُمَيْرِ بْنِ أَوْسٍ، عَنْ مَالِكِ بْنِ مَسْرُوحٍ، عَنْ عَامِرِ بْنِ أَبِي عَامِرٍ الأَشْعَرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نِعْمَ الحَيُّ الأَسْدُ وَالْأَشْعَرُونَ، لَا يَفِرُّونَ فِي القِتَالِ، وَلَا يَغُلُّونَ، هُمْ مِنِّي وَأَنَا مِنْهُمْ». قَالَ: فَحَدَّثْتُ بِذَلِكَ مُعَاوِيَةَ، فَقَالَ: لَيْسَ هَكَذَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «هُمْ مِنِّي وَإِلَيَّ»، فَقُلْتُ: لَيْسَ هَكَذَا حَدَّثَنِي أَبِي، وَلَكِنَّهُ حَدَّثَنِي قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «هُمْ مِنِّي وَأَنَا مِنْهُمْ». قَالَ: فَأَنْتَ أَعْلَمُ بِحَدِيثِ أَبِيكَ: " هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ وَهْبِ بْنِ جَرِيرٍ، وَيُقَالُ: الأَسْدُ هُمُ الأَزْدُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৪৮
আন্তর্জাতিক নং: ৩৯৪৮
পরিচ্ছেদ ঃ ছাকীফ ও বানূ হানীফা প্রসঙ্গে
৩৯৪৮। মুহাম্মাদ ইব্‌ন বাশার (রাহঃ)... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, নবী (ﷺ) বলেছেন : আসলাম গোত্রকে আল্লাহ্ তা'আলা নিরাপদ রাখুন, গিফারকে আল্লাহ্ তা'আলা মাগফিরাত দান করুন । হাদীসটি হাসান-সাহীহ।

এ বিষয়ে আবু যারর, আবু বারযা, বুরায়দা এবং আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে ।
باب في ثقيف وبني حنيفة
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَسْلَمُ سَالَمَهَا اللَّهُ، وَغِفَارٌ غَفَرَ اللَّهُ لَهَا» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَفِي البَابِ عَنْ أَبِي ذَرٍّ، وَأَبِي بَرْزَةَ الْأَسْلَمِيِّ، وَبُرَيْدَةَ، وَأَبِي هُرَيْرَةَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৪৯
আন্তর্জাতিক নং: ৩৯৪৯
পরিচ্ছেদ ঃ ছাকীফ ও বানূ হানীফা প্রসঙ্গে
৩৯৪৯। মুহাম্মাদ ইব্‌ন বাশার (রাহঃ)... আব্দুল্লাহ ইব্‌ন দীনার (রাহঃ) থেকে শু'বার রিওয়ায়াতের অনুরূপ বর্ণিত আছে । এতে অতিরিক্ত আছে ঃ উসায়্যা তো আল্লাহ্ ও তাঁর রাসূলের নাফরমানী করেছে। হাদীসটি হাসান-সাহীহ।
باب في ثقيف وبني حنيفة
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُؤَمَّلٌ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، نَحْوَ حَدِيثِ شُعْبَةَ، وَزَادَ فِيهِ: «وَعُصَيَّةُ عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ». هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৫০
আন্তর্জাতিক নং: ৩৯৫০
পরিচ্ছেদ ঃ ছাকীফ ও বানূ হানীফা প্রসঙ্গে
৩৯৫০। কুতায়বা (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : মুহাম্মাদের প্রাণ যাঁর হাতে সেই সত্তার কসম। গিফার, আসলাম, মুযায়না আর যারা জুহায়নার, তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে আসাদ, তাঈ এবং গাতফান থেকে শ্রেষ্ঠ হবে। হাদীসটি হাসান-সাহীহ।
باب في ثقيف وبني حنيفة
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا المُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَغِفَارٌ وَأَسْلَمُ وَمُزَيْنَةُ وَمَنْ كَانَ مِنْ جُهَيْنَةَ، - أَوْ قَالَ جُهَيْنَةُ، وَمَنْ كَانَ مِنْ مُزَيْنَةَ - خَيْرٌ عِنْدَ اللَّهِ يَوْمَ القِيَامَةِ مِنْ أَسَدٍ وَطَيِّئٍ وَغَطَفَانَ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৫১
আন্তর্জাতিক নং: ৩৯৫১
পরিচ্ছেদ ঃ ছাকীফ ও বানূ হানীফা প্রসঙ্গে
৩৯৫১। মুহাম্মাদ ইব্‌ন বাশার (রাহঃ)... ইমরান ইবন হুসায়ন (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ বানু তামীম গোত্রের কিছু লোক রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছে এল । তাদের বললেন ঃ হে বানূ তামীম! তোমরা সুসংবাদ গ্রহণ কর।

তারা বলল : সুসংবাদ তো দিলেন এখন কিছু (নগদ অর্থ) দান করুন। ইমরান ইবন হুসায়ন (রাযিঃ) বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) -এর চেহারা পরিবর্তিত হয়ে গেল। ইত্যবসরে ইয়ামানবাসীদের একটা দল আসে। তিনি তাদের বললেন : তোমরা সুসংবাদ গ্রহণ করো। বানূ তামীম তা গ্রহণ করল না।

তারা বলল : আমরা তা কবূল করলাম ।

হাদীসটি হাসান-সাহীহ।
باب في ثقيف وبني حنيفة
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ، عَنْ صَفْوَانَ بْنِ مُحْرِزٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ: جَاءَ نَفَرٌ مِنْ بَنِي تَمِيمٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَبْشِرُوا يَا بَنِي تَمِيمٍ». قَالُوا: بَشَّرْتَنَا فَأَعْطِنَا، قَالَ: فَتَغَيَّرَ وَجْهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَجَاءَ نَفَرٌ مِنْ أَهْلِ اليَمَنِ فَقَالَ: «اقْبَلُوا البُشْرَى فَلَمْ يَقْبَلْهَا بَنُو تَمِيمٍ»، قَالُوا: قَدْ قَبِلْنَا: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৫২
আন্তর্জাতিক নং: ৩৯৫২
পরিচ্ছেদ ঃ ছাকীফ ও বানূ হানীফা প্রসঙ্গে
৩৯৫২। মাহমুদ ইব্‌ন গায়লান (রাহঃ)... আব্দুর রহমান ইব্‌ন আবু বকর তাঁর পিতা আবু বকর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আসলাম, গিফার, মুযায়না গোত্রসমূহ তামীম, আসাদ, গাতফান ও বানু আমির ইব্‌ন সা'সাআ থেকে উত্তম ।

নবী (ﷺ) পরে উঁচু করে তা বললেন ।
উপস্থিত লোকেরা বলল : এরা তো লাঞ্ছিত ও ক্ষতিগ্রস্ত হল ।
নবী (ﷺ) বললেন ঃ ওরা এদের চাইতে উত্তম ।

হাদীসটি হাসান-সাহীহ।
باب في ثقيف وبني حنيفة
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو أَحْمَدَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَسْلَمُ وَغِفَارٌ وَمُزَيْنَةُ خَيْرٌ مِنْ تَمِيمٍ وَأَسَدٍ وَغَطَفَانَ وَبَنِي عَامِرِ بْنِ صَعْصَعَةَ». يَمُدُّ بِهَا صَوْتَهُ فَقَالَ القَوْمُ: قَدْ خَابُوا وَخَسِرُوا. قَالَ: «فَهُمْ خَيْرٌ مِنْهُمْ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান