আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

الجامع الكبير للترمذي

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৯৪০
আন্তর্জাতিক নং: ৩৯৪০
পরিচ্ছেদঃ গিফার, আসলাম, জুহায়না এবং মুযায়না গোত্রের ফযীলত
৩৯৪০। আহমাদ ইব্‌ন মানী' (রাহঃ)... আবু আয়ূব আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আনসার, মুযায়না, জুহায়না, গিফার, আশজা— এবং যারা বানূ আব্দুদ দার-এর, তারা হল আমার মাওলা । আল্লাহ্ এবং তাঁর রাসূল ছাড়া এদের কোন মাওলা নেই। আল্লাহ্ এবং তাঁর রাসূলই হচ্ছেন এঁদের মাওলা ।

হাদীসটি হাসান-সহীহ।
بَابٌ فِي غِفَارٍ وَأَسْلَمَ وَجُهَيْنَةَ وَمُزَيْنَةَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: حَدَّثَنَا أَبُو مَالِكٍ الأَشْجَعِيُّ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الأَنْصَارُ وَمُزَيْنَةُ وَجُهَيْنَةُ وَغِفَارٌ وَأَشْجَعُ وَمَنْ كَانَ مِنْ بَنِي عَبْدِ الدَّارِ مَوَالِيَّ، لَيْسَ لَهُمْ مَوْلًى دُونَ اللَّهِ، وَاللَّهُ وَرَسُولُهُ مَوْلَاهُمْ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৪১
আন্তর্জাতিক নং: ৩৯৪১
পরিচ্ছেদঃ গিফার, আসলাম, জুহায়না এবং মুযায়না গোত্রের ফযীলত
৩৯৪১। আলী ইব্‌ন হুজর (রাহঃ)... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আসলামকে আল্লাহ্ তা'আলা নিরাপদ রাখুন ও গিফারকে আল্লাহ্ মাগফিরাত দান করুন। আর উসায়্যা তো আল্লাহ্ ও তাঁর রাসূলের নাফরামানী করেছে। হাদীসটি হাসান-সাহীহ।
باب في غفار وأسلم وجهينة ومزينة
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَسْلَمُ سَالَمَهَا اللَّهُ، وَغِفَارٌ غَفَرَ اللَّهُ لَهَا، وَعُصَيَّةُ عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান