আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৮৯১
আন্তর্জাতিক নং: ৩৮৯১
পরিচ্ছেদ : নবী (ﷺ) -এর সহধর্মিণীগণের ফযীলত৩৮
৩৮৯১। আব্বাস আম্বারী (রাহঃ)... ইকরিমা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : ফজরের সালাতের পর ইবন আব্বাস (রাযিঃ)-কে বলা হল : নবী (ﷺ) -এর অমুক সহধর্মিণীর ইন্তিকাল হয়েছে। তিনি (এ খবর শুনে) কিছু সালাত আদায় করলেন।
তাঁকে জিজ্ঞাসা করা হল : এ সময়ে কি আপনি সালাত আদায় করছেন? তিনি বললেন : রাসূলুল্লাহ্ (ﷺ) কি বলেন নি যে, যখন কোন ভীতিকর নিদর্শন দেখবে, তখনই সালাত আদায় করবে? নবী (ﷺ) -এর সহধর্মিণীর দুনিয়া থেকে প্রস্থান অপেক্ষা ভীতিকর নিদর্শন আর কি হতে পারে?
হাদীসটি হাসান- গারীব । এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা আর কিছু জানি না ।
তাঁকে জিজ্ঞাসা করা হল : এ সময়ে কি আপনি সালাত আদায় করছেন? তিনি বললেন : রাসূলুল্লাহ্ (ﷺ) কি বলেন নি যে, যখন কোন ভীতিকর নিদর্শন দেখবে, তখনই সালাত আদায় করবে? নবী (ﷺ) -এর সহধর্মিণীর দুনিয়া থেকে প্রস্থান অপেক্ষা ভীতিকর নিদর্শন আর কি হতে পারে?
হাদীসটি হাসান- গারীব । এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা আর কিছু জানি না ।
بَابٌ فِي فَضْلِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا عَبَّاسٌ العَنْبَرِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ كَثِيرٍ العَنْبَرِيُّ أَبُو غَسَّانَ قَالَ: حَدَّثَنَا سَلْمُ بْنُ جَعْفَرٍ وَكَانَ ثِقَةً، عَنْ الحَكَمِ بْنِ أَبَانَ، عَنْ عِكْرِمَةَ، قَالَ: قِيلَ لِابْنِ عَبَّاسٍ بَعْدَ صَلَاةِ الصُّبْحِ مَاتَتْ فُلَانَةُ لِبَعْضِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَجَدَ، فَقِيلَ لَهُ: أَتَسْجُدُ هَذِهِ السَّاعَةَ؟ فَقَالَ: أَلَيْسَ قَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا رَأَيْتُمْ آيَةً فَاسْجُدُوا»، فَأَيُّ آيَةٍ أَعْظَمُ مِنْ ذَهَابِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ": «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ، لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ»

তাহকীক:
তাহকীক চলমান