আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৮৭৫
আন্তর্জাতিক নং: ৩৮৭৫
পরিচ্ছেদঃ খাদীজা (রাযিঃ)-এর ফযীলত
৩৮৭৫। আবু হিশাম রিফাঈ (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ খাদীজা (রাযিঃ)-এর উপর আমার যেরূপ ঈর্ষা হয়েছে, নবী (ﷺ) এর স্ত্রীদের মধ্যে আর কারো উপর তেমন ঈর্ষা হয়নি। অথচ আমি তাঁকে পাই নি। এর কারণ হল, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর কথা খুবই আলোচনা করতেন। এমনকি যখন নবী কোন একটি বকরী যবেহ করতেন, তখন খাদীজা (রাযিঃ)-এর বান্ধবীদের তালাশ করে তা থেকে তাঁদের হাদিয়া পাঠাতেন ।
بَابُ فَضْلِ خَدِيجَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا
حَدَّثَنَا أَبُو هِشَامٍ الرِّفَاعِيُّ قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «مَا غِرْتُ عَلَى أَحَدٍ مِنْ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا غِرْتُ عَلَى خَدِيجَةَ وَمَا بِي أَنْ أَكُونَ أَدْرَكْتُهَا، وَمَا ذَلِكَ إِلَّا لِكَثْرَةِ ذِكْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَهَا، وَإِنْ كَانَ لَيَذْبَحُ الشَّاةَ فَيَتَتَبَّعُ بِهَا صَدَائِقَ خَدِيجَةَ فَيُهْدِيهَا لَهُنَّ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৩৮৭৬
আন্তর্জাতিক নং: ৩৮৭৬
পরিচ্ছেদঃ খাদীজা (রাযিঃ)-এর ফযীলত
৩৮৭৬। হুসাইন ইবন হুরায়ছ (রাহঃ)..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ খাদীজা (রাযিঃ) এর উপর আমি যেরূপ ঈর্ষা করেছি আর কোন মহিলার উপর আমি সেরূপ ঈর্ষা করিনি। অথচ রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বিবাহ করেন খাদীজা (রাযিঃ)-এর মৃত্যুর পর। এর কারণ হল, রাসূলুল্লাহ (ﷺ) জান্নাতে তাঁর জন্য একটি মুক্তা নির্মিত ঘরের সুসংবাদ দিয়েছেন। যেখানে কোন শোরগোল থাকবে না।
হাদীসটি হাসান-সাহীহ। قصب অর্থ মুক্তা নির্মিত।
হাদীসটি হাসান-সাহীহ। قصب অর্থ মুক্তা নির্মিত।
باب فضل خديجة رضي الله عنها
حَدَّثَنَا الحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ: حَدَّثَنَا الفَضْلُ بْنُ مُوسَى، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «مَا حَسَدْتُ امْرَأَةً مَا حَسَدْتُ خَدِيجَةَ، وَمَا تَزَوَّجَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا بَعْدَ مَا مَاتَتْ، وَذَلِكَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَشَّرَهَا بِبَيْتٍ فِي الجَنَّةِ مِنْ قَصَبٍ لَا صَخَبَ فِيهِ وَلَا نَصَبَ»: هَذَا حَدِيثٌ صَحِيحٌ مِنْ قَصَبٍ قَالَ: إِنَّمَا يَعْنِي بِهِ قَصَبَ اللُّؤْلُؤِ

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৩৮৭৭
আন্তর্জাতিক নং: ৩৮৭৭
পরিচ্ছেদঃ খাদীজা (রাযিঃ)-এর ফযীলত
৩৮৭৭। হারূন ইবন ইসহাক হামদানী (রাহঃ).... আব্দুল্লাহ ইবন জাফর (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ আমি আলী ইবন আবু তালিব (রাযিঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন : আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি, খাদীজা বিনত খুওয়ায়লিদ হলেন তাঁর যুগের সর্বোত্তম মহিলা, আর মারয়াম বিনত ইমরান হলেন তাঁর যুগের সর্বোত্তম মহিলা ।
এ বিষয়ে আনাস, ইব্ন আব্বাস ও আয়িশা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সাহীহ।
এ বিষয়ে আনাস, ইব্ন আব্বাস ও আয়িশা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সাহীহ।
باب فضل خديجة رضي الله عنها
حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، قَالَ: سَمِعْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «خَيْرُ نِسَائِهَا خَدِيجَةُ بِنْتُ خُوَيْلِدٍ وَخَيْرُ نِسَائِهَا مَرْيَمُ بْنَتُ عِمْرَانَ» وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ، وَابْنِ عَبَّاسٍ، وَعَائِشَةَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৮৭৮
আন্তর্জাতিক নং: ৩৮৭৮
পরিচ্ছেদঃ খাদীজা (রাযিঃ)-এর ফযীলত
৩৮৭৮। আবু বকর ইবন যানজাবিয়্যা (রাহঃ)....আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ বিশ্বের নারীগণের মধ্যে তোমার জন্য যথেষ্ট হলেন : ইমরান কন্যা মারয়াম, খুওয়ায়লিদ কন্যা খাদীজা, মুহাম্মাদ কন্যা ফাতিমা এবং ফিরআওনের স্ত্রী অসিয়া।
এ হাদীসটি সাহীহ।
এ হাদীসটি সাহীহ।
باب فضل خديجة رضي الله عنها
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ زَنْجُوَيْهِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " حَسْبُكَ مِنْ نِسَاءِ العَالَمِينَ: مَرْيَمُ ابْنَةُ عِمْرَانَ، وَخَدِيجَةُ بِنْتُ خُوَيْلِدٍ، وَفَاطِمَةُ بِنْتُ مُحَمَّدٍ وَآسِيَةُ امْرَأَةُ فِرْعَوْنَ ": «هَذَا حَدِيثٌ صَحِيحٌ»

তাহকীক:
তাহকীক চলমান